![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জয়ে জন্ম চায়না পরাজয়ের সনদ আমার জীবদ্দশা ও তার মরণে
দিনের আলো চলে গেলে
মানব সকল রাত্রি বলে
আলোই অন্ধকারাছন্ন সমাজ
কিহবে আর রাত পোহালে।
দিন দিন এ দিন যাছে চলে
শূন্য অংকর গন্ডগোলে
এক কিঞ্চিত মানবতা
কথা রে তর অন্নসনে।
মুঠো ভর্তি খাদ্য কি আর
সূর্যের আলো চলেগেলে
দিতে পারবে কি দিন দিনের আলো
ঘুটঘুটে অন্ধকারাছন্ন হলে।
মানব সমাজ জাগ্রত আজ
মানুষ সকল ঘুমিয়ে গেছে
রাত হযেছে রাত হযেছে
চল সকলে ঘুমাই কি তবে ?
হিংসা জালায় রক্তই রক্ত
দিনের কথায় প্রচার হলে
রোগ ছাড়াই মানব হনন
বড় বড় বোমা ফেলে?
আর দিসনা কেও কোনো দিনের দোহাই
তোদের আপস আপন মনের গন্ডগোলে
কে হবে রাজা কে হবেরে মুচি
এটাই তদের মনের বিভেদ ফেলে।
©somewhere in net ltd.