![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জয়ে জন্ম চায়না পরাজয়ের সনদ আমার জীবদ্দশা ও তার মরণে
সৃষ্টিকর্তা জগৎ রাজীর,
সৃষ্টির অভিধান আল কুরআন।
হেথা গড়িয়াছ স মহিমায়
যেথা নিঃশেষ কোরিয়া ছেন।
এত প্রীতি ভরা সৃষ্টি!
নাজানি তার কত মহিমা!
জন্ম, জনম আপনারি তাহা।
গন্তব্য আপনারি ত্রি-সীমানা।
সেথা হতে ফিরেনাই কেহ,
যেথা শুধু আপনার মালিকানা।
জন্মিয়াছ তো মরিয়াছ তবে,
কহে আপনার সৃষ্টির রচনা।
যাহাই কহে তাহাই করে।
তাতে কোনো ফারাক নাহি।
আপনার সৃষ্টির আপনার পালন ,
ধ্বংশে দরদ বুঝি নাহি ?
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫২
হাসাস হোসেন বলেছেন: ধন্যবাদ হাসু মামা
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৫৭
মাহমুদুর রহমান বলেছেন: বাহ!
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসাধারন লাগল।