![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জয়ে জন্ম চায়না পরাজয়ের সনদ আমার জীবদ্দশা ও তার মরণে
আমি সৃষ্টির পূর্ব মুহূর্তে কোটি কোটি আমির সাথে দৌড় প্রতিযোগিতার একজন প্রতিযোগী ছিলাম। সেই দৌড়ে জয়লাভ করার কারণে সৃষ্টিকর্তা পুরস্কৃত করেছে আমার জীবন। ঠিক এই একটা অজুহাতের দরুন ভূমিষ্ঠ হয়েছি পৃথিবীর বুকে। এতবড় উপহার দিয়েছো সৃষ্টিকর্তা যার মোহ ঘিরে ফেলেছে আমায় তাই আরো পুরস্কার হাসিলের লাগি ঘুর ফির খাই জীবনের ঘূর্ণিপাকে বারংবার। ওহে আমার রব জয়লাভে জন্ম, চাই না পরাজয়ের সনদ আমার জীবদ্দশায় আর তার মরণে।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৪
রাজীব নুর বলেছেন: ও আচ্চছা।