![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জয়ে জন্ম চায়না পরাজয়ের সনদ আমার জীবদ্দশা ও তার মরণে
মন্তব্য আমি করব কি?
আজ আপনাদের এই মজলিসে।
সারা দেশটাই ভরে গেছে,
সব সড়যন্ত্র কারী ইবলিশে।
উন্নয়ন হলে তাদের ব্যাঘাত,
কথায় কোন উক্তি নাই।
কিসের জন্য বকছে তারা
সেটার কোন যুক্তি নাই।
হাহা কারে ডুবছিল দেশ,
তখনতো কোন কথা নাই।
এখন যখন উন্নয়নের জোয়াড়
তাদের মাথা কাটা যায়।
স্থল পেয়েছি, জলসিমা পেয়েছি,
পেয়েছি আমরা ছিট মহল।
বিদ্যুৎ পেয়েছি রেল পেয়েছি
তাদের ভাবনাই কত গন্ডগোল।
রাস্তাঘাট আর শিক্ষা, চিকিৎসা,
যানবহন আরও বাংলাদেশ সেনাই।
ওয়ার্ল্ড ব্যাংকের মোরা ধারধারিনা,
স্বদেশীয় অর্থায়নে পদ্দাসেতু হয়।
ডিজিটাল হয়ে এগচ্ছে দেশ
উন্নয়নের কোন নেই সিমা।
এই উন্নয়নের নয়নমুনি আপনি,
দেশরত্ন মমতাময়ী শেখ হাসিনা।
মুখবন্ধ কর কান খোলা
শুনরে এবার মন দিয়ে।
যতই ষড়যন্ত্র কর তোরা
বাংলাদেশ যাবে আরও এগিয়ে।
২| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৪:২৭
মাহমুদুর রহমান বলেছেন: ভালো কবিতা।
৩| ০২ রা মার্চ, ২০১৯ রাত ১:২৭
হাসাস হোসেন বলেছেন: ধন্যবাদ আপনাদের উভয়কে
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৯ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।