![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জয়ে জন্ম চায়না পরাজয়ের সনদ আমার জীবদ্দশা ও তার মরণে
অনেক কেলেংকারির বিচার হয়না
অনেক দুর্নীতি যায় চেপে।
পেটের দায়ে খাদ্য চুরি
জনগণ তাতে যাই ক্ষেপে।
কেও বলে মার ঘুষি
কেও বলে দে চুল ছেটে।
এত কষ্টের পরেও যদি
একটু দানা যায় পেটে।
টাকা থাকলে কিনেই খেতাম
অর্থ নাই তাই চাচ্ছি।
চেয়ে যদি মিলত ভাল
চুরি করার দরকার কি।
তৃষ্ণায় গলা যাই শুকিয়ে
কতদিন ধরে খায় নায়।
ক্ষুধার জ্বালায় করছি চুরি
এত জ্বালা কেবা পোহায়।
আহারে আহাম্মকের দল
চড়াও হলি তার ওপর।
বসবাসের নাই ঠিকানা
যার মাতা পিতার নাই খবর।
বড় বড় অট্টালিকা তদের
খাবার দাবারের অভাব নাই।
আমরা হলাম পথশিশু
অনেক বেলা অনাহারে কাটায়।
বাঁধিসনা আর মারিস নারে
পেট পুরেদে খাদ্য চায়।
শিশু শ্রম বন্ধ আবার
শিক্ষা, চিকিৎসা, বস্ত্র, নাই।
২| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ১:২১
হাসাস হোসেন বলেছেন: আমি কখনও গুণে পরিমাপ করে দেখিনি দাদা ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৯ সকাল ৭:৩৬
রাজীব নুর বলেছেন: পথ শিশুর সংখ্যা বর্তমানে কত ঢাকা শহরে?