![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জয়ে জন্ম চায়না পরাজয়ের সনদ আমার জীবদ্দশা ও তার মরণে
একজন পাঠক হবে পাঠক?
দুখুমিয়া দেখো কত্ত লেখক!
লিখছে তারা স্বাধিন চেত্তায়,
যা মনে লাগে যায় হোক!
ভালো হোক মন্দ হোক,
কারণে আর অকারনে যাহোক।
পলাশির প্রান্তরে পরাজয়ি বাঙাল,
চলমান প্রতিবাদি কন্ঠি বহাল,
লিখছে স্বাধিন মোনের প্রোকপ।
একজন পাঠক হবে পাঠক?
২| ০২ রা মার্চ, ২০১৯ রাত ২:১৯
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: কিছু বানান ভুল আছে। বিনীত অনুরোধ থাকল সেগুলো শুধরে নেয়ার জন্যে। শুভ কামনা।
৩| ০২ রা মার্চ, ২০১৯ রাত ২:৪৩
হাসাস হোসেন বলেছেন: রিম সাবরিনা জাহান সরকার ধন্যবাদ। বানান ভুল ককরা আমার মুদ্রাদোষ দয়াকরে ভুলকৃত বানান গুলো লিখে কমেন্ট করবেন। আমি শিক্ষা আর্জনের জন্য ব্লগে এসেছি। আপনাকে স্বাগতম
৪| ০২ রা মার্চ, ২০১৯ রাত ৩:৪৪
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ধন্যবাদ। আমার বানানও গর্ব করার মত নয়। তবুও যেটুকু চোখে পড়ছে তুলে ধরছিঃ স্বাধিন- স্বাধীন, পরাজয়ি- পরাজয়ী, প্রতিবাদি- প্রতিবাদী, কন্ঠি - কন্ঠ হবে কি? মোনের- মনের, প্রোকপ-প্রকোপ। শুভ কামনা।
৫| ০২ রা মার্চ, ২০১৯ সকাল ৭:২৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৬| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:০২
মাহমুদুর রহমান বলেছেন: বাহ!সত্যিই খুব ভালো লিখেছেন।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৯ রাত ১:৩০
আরোগ্য বলেছেন: নির্বাক পাঠকই আজ জাতির কাম্য। লেখকরাই শুধু জাতীয় স্বার্থের পরিপন্থী।