![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জয়ে জন্ম চায়না পরাজয়ের সনদ আমার জীবদ্দশা ও তার মরণে
নিন্দার সমর্থক তারাই সমালোচক,
তাদের কুকর্মের বিচার প্রার্থনা প্রভু আপনার নিকট।
এক দফা এক দাবি জানাই ওহে ইয়া মাজিদ
খুনির বিশেষণ হোক হত্যাকারী ও কিসের শহীদ।
কারো ভালো চলন বলন তাদের মনের কালো ধোয়া,
বিন্দু মাত্র শ্রদ্ধা, স্নেহের নাই ঠাঁই কুলবে নাই তার ছোয়া !
এই কবিতাটা অনেকদিন আগে লিখে ছিলাম। আমি তখন ক্লাস সপ্তম ২০০২ সাল। সকল বি এনপি চাটুকার রা জিয়াউ রহমান কে স্বাধিনতার ঘোষক বলতো। হ্যা স্বাধিনতার যুদ্ধে তার অবদান অনুস্বিকার্য তবে তিনি কোন স্বাধিনতার ঘোষক না।
তোরাই চলিস তোরাই বলিস তোদের মুখের যা ইচ্ছে তাই!
সৃষ্টিকর্তার আজব উৎভাবন লাগাম হীন বিবৃতি সদয়।
নগদ উক্তি বিড়বিড়িয়ে তোদের ঝরঝরাই মুখমন্ডল।
পালনকর্তা হে প্রভু তাদের মুখগহ্ববরে গন্ডগোল।
নাই চিত্ত নাই দেহে তোদের বিত্তের কি আছে
ভাল্লাগেনা তোদের কথন বলন আমার কাছে।
হিংসে বিদদের স্বউরোমণ্ডলীও তান্ডব,
অসূয়ার নর্দমায় তার হাটু ত্তঘ।
নিন্দুকের চাইতেও উর্ধে ঈর্ষা কারী,
তোদের হিংসাবিদ্বেষ অনেক বড় রোগ।
জল ঘোলা করে মাছ ধরতে তাদের স্বার্থের চাহিদা।
নিমিষে ভুলবে তোমায় খনিকে পাল্টাবে চরিত্রটা।
আখ্যানকারী তোদের চেয়ে এক কিঞ্চিৎ ক্ষতিকর!
জ্বালানি বিহীন হিংসের আগুন অনেক অনেক ক্ষমতাধর।
পাপ পুণ্যের পর্চা খানি বিধাতা আপনার কাছে।
ওরা নিন্দুক ওরা হিংসুক তাদের কত্ত কুকর্ম আছে ।
দেশ ও দশের শত্রু তারা মানবতা হীন পাষণ্ড হৃদয়
ওড়া কত্ত বড় কালপিট প্রভু কচি খোকাটার রেহাই নাই।
কি বিশেষণ করবো ভূষণ বিশেষণ তাঁর মানক্ষুন্ন হয়,
হ্যা,বাঙালি নহে মানুষ তোরা ছিছি ধিক্কার জানাই।
বঙ্গবন্ধুই বাঙালি জাতীর পিতা এই বাণী বাঙালির অন্তরে।
এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে।
আপনিই বঙ্গবন্ধু, আপনিই জাতীর পিতা,
আপনার আহ্বানে বাংলাদেশ শত্রু মুক্ত হয়।
তাই স্বাধীনতার ঘোষক ও আপনি।
সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি আপনাকে বিনম্র শ্রদ্ধা জানাই। দাবি
""""'"""""""""""""""'"""""""
নিন্দার সমর্থক তারাই সমালোচক,
তাদের কুকর্মের বিচার প্রার্থনা প্রভু আপনার নিকট।
এক দফা এক দাবি জানাই ওহে ইয়া মাজিদ
খুনির বিশেষণ হোক হত্যাকারী ও কিসের শহীদ।
কারো ভালো চলন বলন তাদের মনের কালো ধোয়া,
বিন্দু মাত্র শ্রদ্ধা, স্নেহের নাই ঠাঁই কুলবে নাই তার ছোয়া !
তোরাই চলিস তোরাই বলিস তোদের মুখের যা ইচ্ছে তাই!
সৃষ্টিকর্তার আজব উৎভাবন লাগাম হীন বিবৃতি সদয়।
নগদ উক্তি বিড়বিড়িয়ে তোদের ঝরঝরাই মুখমন্ডল।
পালনকর্তা হে প্রভু তাদের মুখগহ্ববরে গন্ডগোল।
নাই চিত্ত নাই দেহে তোদের বিত্তের কি আছে
ভাল্লাগেনা তোদের কথন বলন আমার কাছে।
হিংসে বিদদের স্বউরোমণ্ডলীও তান্ডব,
অসূয়ার নর্দমায় তার হাটু ত্তঘ।
নিন্দুকের চাইতেও উর্ধে ঈর্ষা কারী,
তোদের হিংসাবিদ্বেষ অনেক বড় রোগ।
জল ঘোলা করে মাছ ধরতে তাদের স্বার্থের চাহিদা।
নিমিষে ভুলবে তোমায় খনিকে পাল্টাবে চরিত্রটা।
আখ্যানকারী তোদের চেয়ে এক কিঞ্চিৎ ক্ষতিকর!
জ্বালানি বিহীন হিংসের আগুন অনেক অনেক ক্ষমতাধর।
পাপ পুণ্যের পর্চা খানি বিধাতা আপনার কাছে।
ওরা নিন্দুক ওরা হিংসুক তাদের কত্ত কুকর্ম আছে ।
দেশ ও দশের শত্রু তারা মানবতা হীন পাষণ্ড হৃদয়
ওড়া কত্ত বড় কালপিট প্রভু কচি খোকাটার রেহাই নাই।
কি বিশেষণ করবো ভূষণ বিশেষণ তাঁর মানক্ষুন্ন হয়,
হ্যা,বাঙালি নহে মানুষ তোরা ছিছি ধিক্কার জানাই।
বঙ্গবন্ধুই বাঙালি জাতীর পিতা এই বাণী বাঙালির অন্তরে।
এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে।
আপনিই বঙ্গবন্ধু, আপনিই জাতীর পিতা,
আপনার আহ্বানে বাংলাদেশ শত্রু মুক্ত হয়।
তাই স্বাধীনতার ঘোষক ও আপনি।
সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি আপনাকে বিনম্র শ্রদ্ধা জানাই।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৯ বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।