![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কয়েকদিন ফেসবুকে লোমহর্ষক ভিডিও চিত্রটি দেখে আমরা স্তম্ভিত, মর্মাহত ! ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে । তাঁর বেচে থাকার আকুতির করুন ভিডিও চিত্র বিশ্বব্যাপি সবাই দেখেছে । মধ্যযুগীয় এই পাশবিক বর্বরতার ধিক্কার আর নিন্দা জানানোর ভাষা নেই ।
সচেতন বিবেকবান সবাই সর্বস্তর থেকে সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন, আমিও তাঁদের একজন ।
প্রশ্ন হচ্ছে ? কোন বিচার,আইন,ঐশ্বরিক কিংবা পরাশক্তি কি পারবে এই শিশুটিকে তাঁর মা -বাবার বুকে ফিরিয়ে দিতে ?
হত্যাকারী কোন শ্রেনী, পেশা,দলের,দেশী কিংবা বিদেশী এটা আমাদের জানার বিষয় নয় ।
হত্যাকারীদের এবং এহেন গর্হিত কাজে যারা ইন্দন যুগীয়েছেন তাঁদের সকলের শাস্তি নিশ্চিত করতে হবে ।
শিশু রাজনের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এ বছর ঈদে আমি নিজের জন্য কোন কাপড় কিনবো না ।
আমার ব্যক্তিগত ঈদ আনন্দটুকু রাজন বাবুর প্রতি সম্মান জানিয়ে বিসর্জন দিলাম ।
বন্ধুরা এইটুকু আমার ছোট্ট প্রতিবাদ । তোমরা সবাই যে প্রতিবাদের ঝড় তুলেছ এজন্য সবাইকে আমার প্রানঢালা শুভেচ্ছা ।
২| ১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সহমত আপনার সাথে।
৩| ১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৬
তারছিড়া খালেদ বলেছেন: ভাই এ ভাবেই তো সব চলছে, কয়েক দিন মিডিয়ায় খুব আলোচনা চলবে, তারপর আবার নতুন কোন রাজন। আবার .।.।.।.।.।.।.।.।.।।। কি সেলুকাছ তাইনা !!
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ