![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশে ফটোগ্রাফিকে একটা বারতি ঝামেলা বলে মনে করে অধিকাংশ লোক। এই কারনে যে সব লোক, মুরগীর ঠ্যাং চিবিয়ে বলবে, ঝালটা কম দিয়েছে, গোস্তটা শক্ত, তাদেরকেই খাওয়ানোর জন্য হাজার হাজার টাকা ব্যয় করে, পুরান ঢাকা থেকে নামি বাবুর্চি আনিয়ে রান্না করায়, আর যে ফটোগ্রাফার দিনের পর দিন, রাতের পর রাত জেগে প্রচুর পরিশ্রম করে অসাধারন কিছু ছবি তুলে দেয়, যে ছবিগুলো ফেসবুকে দিয়ে সবার মন জয় করে, তাদের সম্মানি দিতে কেন এত আপত্তি? আপনি কি জানেন, যে এই ছবিগুলোই থাকবে আজিবনের স্মৃতি হয়ে।
আপনের কাছে মনে হতে পারে, শুধুই কয়েকটা ক্লিক, কিন্তু আপনি কি জানেন, এর পিছনে, রয়েছে, কত নির্ঘুম রাত, কত-শত বই পরা, ইন্টারনেট ঘেঁটে ঘেঁটে অসংখ্য ছবি দেখা, আপনি কি জানেন, একটা ছবি এর পিছনে থাকে কত গল্প, কত অপেক্ষ্যা, কত পরিশ্রম।
আপনি যদি সত্যি বিবেকবান হয়ে থাকেন, তাহলে এই জিনিসটা আশা করি বুঝবেন। মানুশের পরিশ্রমের মূল্য দিতে শিখুন, মানুষও আপনের কাযের মূল্য দিবে।
আমার তোলা কিছু ছবি দেখতে এখানে ক্লিক করুন
২| ১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৫
অপূর্ণ রায়হান বলেছেন: ছবি তোলা আমি খারাপ মনে করি না । এটা ভালো । আপনার কয়কটা ছবি ব্লগে দিতেন !!
শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৮
অন্ধবিন্দু বলেছেন:
আহা ... দুঃখজনক।