নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুবাইর বিন ইকবাল

যুবাইর বিন ইকবাল › বিস্তারিত পোস্টঃ

বন্ধুপ্রতীম দেশ

২৭ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৬

বন্ধুপ্রতীম দেশ, এ কথায় আমার রয়েছে তীব্র আপত্তি। যদি কোন দেশ অন্য একটি দেশকে সহযোগীতা করে, এর অর্থ, সে দেশ থেকে কোন লাভ পেতে যাচ্ছে।
১৯৭১ সালে ভারত যখন মুক্তিযুদ্ধে আমাদের সহজগীতা করল, এতে আমাদের যুদ্ধ বিজয় খুব তারাতারি হয়েছিল। ভারত তার সাহায্যের হাত না বারালে হয়ত আমাদের আর অনেক অপেক্ষা করতে হত। এ কারনে ভারতের প্রতি আমার রয়েছে শ্রদ্ধা।
কিন্তু যুদ্ধের পরে ভারতের ভূমিকা!!! তা কোন অংশেই পাকিস্তানের চেয়ে কম নয়। তিস্তার পানি, সীমানা বন্টন, শকল পাহার, ঝর্না, এ সব তাদের দখলেই। আর একটু পিছিয়ে যাই। মুজিব ও ইন্দিরা গান্ধির চুক্তির কথা আমরা সবাই জানি। নতুন করে কিছু বলতে চাই না।
যুদ্ধের সময়ে পাক বাহিনীর কাছ থেকে আমরা যা পেলাম, তার সবই চলে গেল ভারতে। দেখুনত ভারত আমাদের কয়টা চ্যনেল দেখায়? দেখুনত ভারত আমাদের কতজন শিল্পিকে কনসার্টে ডাকে? আমরা বি পি এল করলাম, প্রধান শিল্পী কে? ঋত্বিক রশান। আর তার সাথে জ্যাক্লিন। আমরা টি ২০ বিশ্বকাপ করলাম, শিল্পী কে? ে আর রহমান।
ভারত এবার আয়জন করল টি ২০ বিশ্বকাপ। ডেকেছে আমাদের কাওকেই?
ভারতে সেখান হয়, আমাদের স্বাধীনতা ভারতের উপহার। ছায়াছবিতেও তা দেখান হয়। যেখানে আমাদের দেশের মানুষ ইন্টারনেট পাই না, পেলেও উচ্চমুল্যে, সেখানে আমরা ব্যান্ডউইথ ভারতে রপ্তানী করি। ভারতের সবার্থে রামপাল বিদ্যুতকেন্দ্র!!! ক্রিকেট খেলার কথা না হয় বাদ দিলাম। ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান আমাদের শোষণ করেছিল, আমাদের প্নগু করে দিয়েছিল। আর ১৯৭১ সাল থেকে ২০১৬, আমরা সশিত হচ্ছি ভারতের দ্বারা। জানিনা তা কত দিন চলবে!!!
এগুলো বলে সেহা করা যাবে না। কেন না, পাকিস্তান আমাদের নির্মমভাবে শোষণ করেছে ২৪ বছর আর ভারত ৪৬ বছর।
এগুলো সবই রাজনৈতিক ব্যপার। এবার আসা যাক একটু ভিন্ন প্রসঙ্গে। আমরা যারা সাধারন মানুষ, আমরা যারা রাজনীতি বুঝি না। রাজনীতির কঠিন জিলাপির প্যাচে আমরা যারা পরি না, আমরা কেন ভিন্ন দেশের মানুষের সাথে যুদ্ধে জড়াই? আমরা কেন অশ্রাব্য ভাষায় গালি দিয়ে তাদের হাতে কলমে দেখিয়ে দেই, আমরা তমাদের চাইতেও বেশি অসভ্য। আমরা সাধারন মানুষরাত পারি সবার সাথে সুন্দর সম্পর্ক রাখতে। যখন আমার কোন ভারতীয় বন্ধ আমাকে বলে, দেখ তোমার দেশের একজন কি লিখেছে আমার দেশকে নিয়ে? তখন আমার মুখে কন কথা থাকে না শুধু সরি বলা ছাড়া। প্রত্যকের কাছেই তার নিজের দেশ প্রিয়। আপনি যখন আন্য দেশকে অপমান করবেন, তখন আপনাকে পাটকেল খেতে হবে। এটা মনে রাখতে হবে। তাছাড়া কেন অশ্রাব্য ভাষা ব্যবহার করে নিজের পরিচয় দিবেন একজন বস্তিবাসী হিসাবে?
নিজের দেশকে পুর্ন সমর্থন জানাই, আর অন্য দেশকে সম্মান করি, সেটা হোক ভারত কিংবা পাকিস্তান কিংবা অন্য কোন দেশ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৮

কালীদাস বলেছেন: ভারত আমাদের যতটা শোষন করছে তারচেয়ে বেশি আমরা পাছা উদাম কইড়া দিছি ভারতের কাছে। কালচারের ব্যাপারটাই ধরেন না। বাংলাদেশের কোন ইভেন্টের ওপেনিং প্রোগ্রামে ইন্ডিয়ান আর্টিস্টরা কি মাগনা আসছে না আমরা ইনভাইট কইরা নিয়া আসছি? একশ্রেণীর ডিরেক্টর প্রডিউসার সবকিছু ইন্ডিয়ান মাল থেকে কপি করে। ওদের কি ইন্ডিয়ানরা পাছায় লাথি মারছিল কি করার জন্য নাকি ওরা নিজে থেকেই অন্ধ অনুকরণ করে? বাসায় বাসায় বস্তাপঁচা সিরিয়াল নিয়া দুনিয়ার অশান্তি। হে হে, ইথারে সব ভাসে; আমরা কেন ঐডা নিমু আবার নিয়া কেচের-মেচের করুম?

৪৫বছর হয়া গেছে। আমাদের মধ্যে এখনও দেশপ্রেম কাজ করে না, আমরা ঠাইসা দুর্ণীতি করি। শুধু ভারত কেন সারা দুনিয়ারই তো সুযোগ নেওয়ার কথা। প্র‌ত্যেকটা সমস্যায় হা কইরা চায়া থাকি বাইরের খয়রাতের জন্য। ঘুষ ছাড়া একটা অফিস থেকে কাজ উদ্ধার করতে পারবেন না। এইটা কি বাইরের দেশগুলার দোষ নাকি নিজেদের?

কয়েকটা দেশের নাম বলি, সেকেন্ড ওয়াল্ড ওয়ারের পর এদের বলতে গেলে খাওয়ার ভাতও ছিল না। চীন, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি, ইটালি, বেলজিয়াম....লিস্ট বড় হইতেই থাকব। তারপর ধরেন ইজরাইল। সারাটা দুনিয়ার সাথে যুদ্ধ কইরা ইহুদিরা টিকা আছে কেমনে? খালি আমেরিকার সাহায্যে? নিজের মেধারে দাম না দিলে, স্বনির্ভর, আত্মমর্যাদাশীল, সৎ না হইলে কোন দেশ নিজের পায়ে দাঁড়াইতে পারে না, আমরা নেহায়াত আল্লাহপাকের রহমত আছে দেইখা আগাইতাছি প্রাইভেট সেক্টরের হাড়ভাঙা কাজের ফসল হিসাবে।

২| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৭

গেম চেঞ্জার বলেছেন: কালীদাসের সাথে সহমত।

৩| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৮:০১

বিজন রয় বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.