নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আ মরি বাংলা ভাষা

এইসব ভালো লাগে...

যুধিষ্ঠির

অবশেষে বেকারত্ব ঘুচালাম! লেখালেখি করা না হলেও ব্লগ পড়তে ভালোই লাগে ব্লগে প্রকাশিত সব লেখা অনুমতি ব্যতীত কপি মারা যাবে!!!

যুধিষ্ঠির › বিস্তারিত পোস্টঃ

জ্যোতিষাচার্য যুধিষ্ঠির প্রণীত সব রাশির

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১

জানুয়ারীঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার ভেতর দিয়ে বছর শুরু। নব উদ্দমে কাজ শুরু করবেন। শিক্ষার্থীদের মধ্যে কারো কারো বিদেশ ভ্রমণ শুভ। শিক্ষার্থীরা পড়াশুনায় ব্যস্ত থাকবেন। নবদম্পতিরা আনন্দ ভ্রমণে সতর্ক হোন। পরিবারের বয়ঃজ্যেষ্ঠদের যত্ন নিন।

ফেব্রুয়ারীঃ প্রেমিক প্রেমিকা দের জন্যে মাসটি শুভ। লেখক প্রকাশনা ব্যবসায় জড়িতদের জন্যে মাসটি ভালো যাবে। ভ্রমণের সুযোগ আসলে কাজে লাগাবেন। নিকটাত্মীয় বন্ধুদের বিবাহের সংবাদ পেতে পারেন। চলাফেরায় সতর্ক থাকবেন।

মার্চঃ উৎসাহ উদ্দীপনায় ভাটা পড়বে। অস্থির থাকবেন কিছুটা। সাহস রাখবেন। রাত পেরোলে ভোর তো হবেই।

এপ্রিলঃ আবার নব উদ্দমে ঝাঁপিয়ে পড়বেন কাজে। সর্বাত্মক চেষ্টা করুন নিজেকে ঢেলে দিতে। শিক্ষার্থীরা ব্যস্ত সময় কাটাবেন। প্রেম তেমন শুভ নয়।

মেঃ প্রেমের ক্ষেত্রে সতর্ক থাকুন। কোন কাজে নেমে পড়লে চেষ্টা চালিয়ে যেতে থাকুন। স্বাস্থ্যের দিকে নজর দিন। পানি পান করুন।

জুনঃ নিত্যনতুন বিয়ের প্রস্তাব আসতে পারে। সবদিক বুঝে কাজ করবেন। চাকরীতে ভালো করবেন। বিয়ের যোগ শুভ।

জুলাইঃ মাসের শুরুতে অবষাদে আক্রান্ত হতে পারেন। কোথাও বেড়িয়ে আসতে পারলে ভালো লাগবে। শিক্ষার্থীরা সাফল্যের মুখ দেখবেন। হঠাৎ কোন সুখবরে তরতাজা ভাব আসতে পারে। বিদেশ ভ্রমণ খুব ই শুভ।

আগষ্টঃ কানের যত্ন নেবেন। প্রেমে আবার আনুকূল্য লাভ করবেন। অর্থের যোগ শুভ। উচ্চ শিক্ষার্থে বিদেশ ভ্রমণ শুভ।

সেপ্টেম্বরঃ সাফল্য ধরা দেবে তবে নির্ভর করছে আপনার পারফর্মেন্সের উপর। ভাঙ্গা প্রেম জোড়া লাগতে পারে। মাসের শেষ দিকে পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে দুঃশ্চিন্তার কারণ হতে পারে।

অক্টোবরঃ আর্থিক মন্দাভাব যাবে হঠাৎ বড় ব্যয়ের কারণে। টাকা বুঝে শুনে খরচ করুন। তাহলে সমস্যা কেটে যাবে। প্রেমের যোগ শুভ।

নভেম্বরঃ প্রতারণার স্বীকার হতে পারেন। চলাফেরায় সতর্ক থাকবেন। কৌশলী হোন।

ডিসেম্বরঃ খুব ব্যস্ত সময় কাটাবেন। নব উদ্দীপনা কাজ করবে। আপনার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। শিক্ষার্থীরা ভালো করবেন অনেকেই। চলাফেরায় সতর্ক থাকবেন।



সবাইকে হেপপি নিউ ইয়ার

:)

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

রোড সাইড হিরো বলেছেন: সুন্দর বলেছেন। আমাদের জীবনে কমবেশি আপনার তুলে ধরা পয়েন্টগুলার মত ঘটে থাকে বছর জুড়ে...

২| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

*কুনোব্যাঙ* বলেছেন: ভাবছি বই মেলাকে সাক্ষী রেখে ফেব্রুয়ারীতে আরেকটা প্রেম করেই ফেলব।

হ্যাপি নিউ ইয়ার !:#P

৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫

sushama বলেছেন: জন্ম মাসে ভাঙ্গা প্রেম জোড়া লাগায়ে দিলি ? ;)

৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

শায়মা বলেছেন: সবার জন্যই!!!:)

৫| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: এটাই কি সামুর প্রথম নির্বাচিত পোস্ট ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.