![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে বেকারত্ব ঘুচালাম! লেখালেখি করা না হলেও ব্লগ পড়তে ভালোই লাগে ব্লগে প্রকাশিত সব লেখা অনুমতি ব্যতীত কপি মারা যাবে!!!
এই সব মানুষের বাড়িঘরে
চোখের গভীরে
কত শত মায়া
বৃষ্টির জলে
ভেসে যাওয়ার ছলে
আঁকড়ে ধরে থাকা
চিরচেনা পুরনো পথঘাট
রাস্তায় হাঁটা হুটহাট
কেউ সুখ খুঁজে পায় এখানেই
কারো মেলে না সুখ
সুখের অসুখে
খুঁজে পাওয়া যায় না
এক কিশোর
হারিয়ে গেছে সেই সে কবেই
শীতের রাতে
পূর্ণিমার মত অস্পষ্ট
তার স্মৃতি মনে আসে
সে কে?
খুঁজি তাকে
সবচে বড় দুঃস্বপ্নের থেকে
পালানোর বেগে
সুখে থাকুক প্রিয়জন
প্রয়োজন মেটানোর
তাগিদে কেউ দৌড়োক
তার স্বপ্ন নিয়ে
ঘুমন্ত শহরে
ফেরি করে ফিরুক
স্বপ্নে স্বপ্নে
~বাংলাদেশ কে অনেক মিস করবো আমি
২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫১
যুধিষ্ঠির বলেছেন: ধন্যবাদ
২| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৯
দীপংকর চন্দ বলেছেন: ভিন্নরকম ভালো লাগা উঠে এলো কবিতায়!
শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।
৩| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫১
যুধিষ্ঠির বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো!