নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রমন

অতি সাধারন, কিন্তু প্রগতির পক্ষের সামান্য মানুষ!

শ্রমন › বিস্তারিত পোস্টঃ

ছিঃ!

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫১



মৌলবাদীদের প্রশ্রয় দেয়ার ও তোষনের অভিযোগে ও ব্লগারদের গ্রেপ্তারের প্রতিবাদে ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করছে ১১টি বাংলা ব্লগ সাইট।

আর ঠিক এই ঐতিহাসিক ক্রান্তি লগ্নের সময়টিতে আত্ম-দাবীকৃত ব্লগারদের পক্ষের "প্রিয় কাগুজে বাঘ" সামু বেশ তারিয়ে তারিয়ে উপভোগ্যভাবে ভালই চলছে!

হায় সামু, অন্ততঃ সহযোগী ব্লগ গুলোর অনুভূতিকে সন্মান জানিয়ে তোমার একাত্মতা প্রকাশ করা উচিত ছিল এবং প্রতিকী প্রতিবাদ জানাতে পারতে! তাই এখনকার বড় প্রশ্ন, সামু, তুমি কার? কোন কাননের ফুল?




বৃহস্পতিবার বেলা ১২টার পর ওই ব্লগ গুলোতে ঝুলিয়ে দেয়া হয়েছে একটি বার্তা, যাতে লেখা রয়েছে- “সরকারের মৌলবাদ তোষণ ও ব্লগারদের গ্রেপ্তারের প্রতিবাদে ব্ল্যাকআউট আজ দুপুর ১২টা থেকে।”



ব্লগ সাইটগুলো হলো- সচলায়তন (http://www.sachalayatan.com), আমারব্লগ (http://www.amarblog.com), মুক্তাঙ্গন (http://nirmaaan.com/blog/), মুক্তমনা (http://mukto-mona.com/bangla_blog/), নাগরিকব্লগ (http://www.nagorikblog.com/), আমরাবন্ধু (http://www.amrabondhu.com), চতুর্মাত্রিক (http://choturmatrik.net), ক্যাডেট কলেজ ব্লগ (http://cadetcollegeblog.com/), সরব (http://shorob.com/), ইস্টিশন (http://www.istishon.com) ও উন্মোচন (http://www.unmochon.net/)।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০২

বাংলার হাসান বলেছেন: শালার আবাল জনগন এইডাও বুঝেনা, শামীম উসমানের মত আওয়ামী নেতা দলীয় হাই কমান্ডরে ইশারা ছাড়া হেফাজতের পক্ষ নেয় নাই।

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৬

কালো স্বপ্ন বলেছেন: কি ডিজিটাল যুগ...মুসলমানরা হয় মৌলবাদী আর ধর্ম আবমাননাকারীরা দেশপ্রেমিক।এই সব ধর্মঅবমাননাতারীদের ব্লগার বলতে আপনাদের লজ্ঝা লাগে না।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৮

মেঘ বলেছে যাব যাব বলেছেন: কালো স্বপ্ন বলেছেন: কি ডিজিটাল যুগ...মুসলমানরা হয় মৌলবাদী আর ধর্ম আবমাননাকারীরা দেশপ্রেমিক।এই সব ধর্মঅবমাননাতারীদের ব্লগার বলতে আপনাদের লজ্ঝা লাগে না


সহমত।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৪

শিব সত বলেছেন: stiki kora houk.

৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৫

আমার স্বপ্নগুলি বলেছেন:
ধর্মবিদ্বেষীরা কট খাওয়ায় হনু ব্যতীত কারো হতাশ হবার কথা না। ব্লগার হিসেবে না, নাস্তিক হিসেবেও না - তাকে আটক করা হয়েছে উগ্রপন্থী, কট্টর ইসলাম বিদ্বেষী হিসেবে।

কিন্তু হনু কট খাইলে নাস্তিকতার প্রচার করবে কে? তাই নাস্তিকতার স্বার্থেই মৌলবাদী হনুদের রক্ষা করা জরুরী।

এই জন্যই ওদের ব্লাক আউট।

"বোল্ড আউট" এর অপর নাম "ব্ল্যাক আউট" - নো ডাউট।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪০

মাথাল বলেছেন: কালো স্বপ্ন এই সব মিথ্যুক ভণ্ডদের পক্ষ নিতে আপনার লজ্জা লাগে না?

৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪২

পথ-হারা এক পথিক বলেছেন: আপনার পোস্টগুলো ড্রাফটে নিয়ে প্রোপিক কালো করে ব্ল্যাকআউট পালন করুন।

৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫১

কালো স্বপ্ন বলেছেন: কাকে আপনি মিথ্যুক ভন্ড বলছেন??আলেম ওলামাদের??

৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৩

ব্লগার রানা বলেছেন: এইখানে ব্ল্যাক আউটের কোন প্রয়োজন দেখি না

১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৬

ব্লগার রানা বলেছেন: পথ-হারা এক পথিক বলেছেন: আপনার পোস্টগুলো ড্রাফটে নিয়ে প্রোপিক কালো করে ব্ল্যাকআউট পালন করুন।

সুপার লাইক

১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০১

গোয়েন্দাপ্রধান বলেছেন: they went for black out in order 2 keep those bull shit anti islamic writing hide from the islam loving people and label the black out as war against the patronization of fundamntalist how hypocrate

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.