নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রমন

অতি সাধারন, কিন্তু প্রগতির পক্ষের সামান্য মানুষ!

শ্রমন › বিস্তারিত পোস্টঃ

মৌলবাদী অন্ধকারের শক্তিকে মোকাবেলায় প্রজন্ম আন্দোলনে বৃহত্তর শ্রমিক শ্রেনীর সম্পৃক্ততা দরকার

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৯



শাহবাগকে মধ্যবিত্তের স্বপ্ন গন্ডি থেকে বের করে আনুন, একে কেন্দ্র করে তাই আর দেরী না করে গড়ে তুলুন মেহনতী জনতার মোর্চা, দেখবেন জঞ্জাল সব আপ্নাতেই দূর হয়ে যাবে, লড়াইয়ে জনগণই বিজয়ী হবে নিঃসন্দেহে, স্বেত সন্ত্রাসের বিরুদ্ধে লাল প্রতিরোধ গড়ে তুলুন!!

শাহবাগ চত্বরে গড়ে ওঠা আন্দোলন মূলতঃ মধ্যবিত্ত জাতীয়তাবাদী! আমি আগেই বলেছি এ ধরনের আন্দোলন গুলোতে দেশের শতকরা যারা ৯০% ভাগের ও বেশী, সেই সব বৃহত্তর অংশ শ্রমজীবি মানুষেরও দাবী দাওয়াকে কার্যকর অর্থেই রেখে তাদের সম্পৃক্ত করতে হবে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব তাদের হাতেই থাকতে হবে! এই গণ সম্পৃক্ততা থাকলে সেটি হতো সত্যিকারের গণ-মোর্চা! আর তাই গড়ে তুলতে হবে প্রজন্ম চত্বরের সঙ্গঠকদের! শুধু ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাতেই গার্মেন্টস শ্রমিক নারীই রয়েছে পঞ্চাশ লক্ষের ওপর, গতকাল ৬ ই মার্চ তার থেকে যদি শুধু মাত্র পাঁচ লক্ষ গার্মেন্টস শ্রমিক পথে নামতো? কোথায় উড়ে জেত হেফাজতের কারিসমা! নারী সাংবাদিক কে এভাবে বেধড়ক মার খেতে হতোনা! শ্রমিক শ্রেনীর নেতৃত্বদানে সক্ষম সহায়ক বিপ্লবী পার্টির এজ বড় দরকার!



স্মরনাতীত কাল থেকে বাংলাদেশের বাম্পন্থীদল গুলো শোচনীয় ভাবে ব্যার্থ হয়েছে ক্ষেত মজুর ও শ্রমিক মেহনতী জনতাকে যে কোন গণ-আন্দোলনে সম্পৃক্ত করতে, শাহবাগও তার ব্যাতিক্রম নয়! বূর্জোয়া বিএনপি বা আওয়ামী লীগ এর তারা বি টিম হয়েই নিরাপদ বোধ করে এসেছেন! কারন তারা নিজেরাই রাজপথে ঝুঁকি নিতে ভয় পান! এগিয়ে আস্তে হবে তরুন সঙ্গঠকদের দ্রুত, সময় ফুরিয়ে যাচ্ছে, এই মূহুর্তেই প্রজন্ম চত্বরের দাবী দাওয়ার সাথে মেহ নতী মানুষের দাবী -দাওয়াকে যোগ করুন, উদ্দীপ্ত হয়ে উঠুক গণ-বিপ্লব, দেখবেন পেছনে টানা কালো শক্তি জামাত-শিবির পালিয়েও পথ পাবে না! যতদিন তা না করা হবে, শাহবাগ কেবল্মাত্র ৩-৫% মধ্যবিত্ত পেটি-বূর্জোয়া গোষ্ঠির প্রতিনিধিত্ব করবে, ততদিন মুন্তাসির মামুন আর বাচ্চু ভাইদের শ্বেত সন্ত্রাসী, অর্থাৎ মৌলবাদের কাছে ধাওয়া আর মার খেতেই হবে! তাই আর দেরী না করে গড়ে তুলুন মেহনতী জনতার মোর্চা, দেখবেন জঞ্জাল সব আপ্নাতেই দূর হয়ে যাবে, লড়াইয়ে জন গণই বিজয়ী হবে নিঃসন্দেহে!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.