নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জগতের সব কাজই আমি পারি না। অনেক কাজে অলস হলেও লিখতে কখনও ক্লান্তি বোধ করি না। এতে করে আমার সময়গুলো ভালো কাটে।
বন্ধুরা, বিগত দুদিন ধরে আমার ফেসবুক একাউন্ট juliansiddiqi কোনো ছাগুর বাচ্চা দখল নিয়ে নিয়েছে। এমন কি ইমেইল ঠিকানাও বদল করে ফেলেছে। যে কারণে আমার পাসওয়ার্ডও এবার উদ্ধার করতে পারছি না আর। বিগত দুদিনের ভেতর এবং পরবর্তী সময়গুলোতে আমার আইডি থেকে কেউ যদি অপ্রত্যাশিত কোনো আচরণের শিকার হয়ে থাকেন তাহলে সেই দায় আমার নয়।
ছাগুদের কুকর্মের আশংকায় তাই আগেই দুঃখ প্রকাশ করছি।
আমি যদি ফেসবুকে আবার একাউন্ট তৈরি করি তাহলে এভাবে জানাবো।
ধন্যবাদ।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: করা যায় অনেক কিছুই। কিন্তু এসব তেমন বুঝি না। এখন তো ডিঅ্যাক্টিভ করে ফেলছে।
২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:১৯
সাইবার সোহেল বলেছেন: ও তো ছাগু না চালূ.... #)
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫০
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: শুধু চালুই না, ইব্লিসের পয়দা!
৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: এই জন্যই আমাদের সবার পাসওয়ার্ড শক্তি শালী করে রাজাকারদের থেকে মুক্ত রাখতে হবে । আমি নিজেও করেছি ।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:২৭
িলপু_িসলেট বলেছেন:
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫১
জুলিয়ান সিদ্দিকী বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:১৪
রিমন রনবীর বলেছেন: প্রাইমারী ইমেইল পরিবর্তন করা মনে হয় সম্ভব নয়।