নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জগতের সব কাজই আমি পারি না। অনেক কাজে অলস হলেও লিখতে কখনও ক্লান্তি বোধ করি না। এতে করে আমার সময়গুলো ভালো কাটে।
পোস্ট করেছেন: ১০০টি
মন্তব্য করেছেন: ৫৪৩টি
মন্তব্য পেয়েছেন: ৬০৫টি
ব্লগ লিখেছেন: ৫ বছর ২ সপ্তাহ
ব্লগটি মোট ১৫৭৭৯ বার দেখা হয়েছে
আজকে আমার প্রোফাইল দেখে বড্ড আপচুচ হইতাছিল, হায় কোনদিন যে শততম পোস্ট দিয়া ফেলছি সামুর বৈরী আচরণে তাও চোখে পড়লো না। (আমার পিসিতে লোড হইলেও সাদা পৃষ্ট প্রদর্শণ করে সামু মিয়া। তাই আজকে মোবাইল ভার্সনে চেষ্টা করতেই হইল।) মানুষে তারদের শততম পোস্টে কত রঙ্গের কথা লেখে আর আমি আজকে লিখতে লিখতে কেবলই আপচুচ করবার নাগছি।
আমার এই পর্যায়ে আসতে ৫ বছর ২সপ্তাহ লাগছে। এর থাইক্যাই প্রতিপন্ন হয় যে একটা শামুকও বুঝি আমার থাইক্যা জোরসে দৌড় পারতে পারে। আপচুচ। কেন আমি শম্ভূক হইয়া পয়দা হইলাম না। আমার এখন মইরা গিয়া শামুক হইতে ইচ্ছা কর্তাছে।
১৭ ই মে, ২০১৩ রাত ১০:০০
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ গিয়াস লিটন।
২| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:১৩
চারশবিশ বলেছেন: বাহঃ ভাল তো, ভাল না
১৭ ই মে, ২০১৩ রাত ১০:২০
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ঠিক বলছে ৪২০। তাই আমার আপচুচ দূর হয় না।
৩| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:১৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অভাজনের অভিনন্দন গ্রহণ করুন। যেকোন বিষয়ে সেন্চুরি করলে সেটা কৃতীত্বের নিদর্শন বলে সাধারণ ভাবে মনে করি।
১৭ ই মে, ২০১৩ রাত ১০:২৭
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কিন্তু ভাইজান, আমার যে আপচুচ বাড়তাছেই কেবল।
©somewhere in net ltd.
১| ১৭ ই মে, ২০১৩ রাত ৯:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভেচ্ছা নিন ।