নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাইয়ের নেই আগুনের ভয়

জুলিয়ান সিদ্দিকী

জগতের সব কাজই আমি পারি না। অনেক কাজে অলস হলেও লিখতে কখনও ক্লান্তি বোধ করি না। এতে করে আমার সময়গুলো ভালো কাটে।

জুলিয়ান সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

বন্ধু

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৩:১৭

মাথার চুলের কী ছিরি তোমার, সিঁথির কাছটা

হয়েছে যেন গাঁয়ের মেঠো-পথ, দু চোখের নিচে

যেন লেপটে আছে যত্ন-হীনতার সকল কাজল।



গলার কাছটা কেমন ভাঁজে ভাঁজে ধীরে

এঁকে দিয়ে গেছে বয়সের সিঁড়ি, বুড়িয়ে যাচ্ছ দ্রুত

অথচ বার্ধক্য কতটা অনাকাঙ্ক্ষিত কে না জানে!



তোমার দেহ যেন সহস্র কালের পোড়ো বাড়ি,

ইঁদুর আরশোলা আর মাকড়সার মতো

দখল নিয়েছে যাবতীয় অচেনা কঠিন ব্যামো।



আমাকে একটিবার ছুঁতে দিও তোমার কপাট

বদ্ধ জানালা আর তালাবদ্ধ দরজার ছিটকিনি

মুহূর্তেই মনে হবে সব উৎসব মুখর প্রাণের হুড়োহুড়ি ।



চটে গেছে যেখানে যেখানে রঙ আর চুনকাম

খসে গেছে পলেস্তারা দেয়ালের ইট, ছাদের কার্নিশ

সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আগের মতো প্রায়।



যদিও ঠিকঠিক ফিরে পাবে না আগের আদল

প্রৌঢ়া জোলেখা বা রূপবানের মতো তরুণ জীবন

তবে কেটে যাবে মনের যাবতীয় মেঘ, নৈরাশ্যের ধূলি।

----------

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৩:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ চমৎকার লাগল জুলিয়ান ভাই। আজকে বিকেলে আমার এই ধরনের একটা ব্যাপার মাথায় ঘুরছিল।

শেষ প্যারাটা বেশি ভালো লাগল। ++

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৩:৩৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। এটার কিছু অংশ ফেসবুকে পোস্ট করেছিলাম। তখনই প্রশ্ন উঠল ছোঁয়ার গুণ নিয়ে। :P

তাই নতুন করে আবার সাজাতে হলো সব কিছু।

ভাল থাকবেন।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৩:৪৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার!!!

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনাকে ধন্যবাদ ইরফান।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৩:৫৪

লক্ষ্মীছাড়া বলেছেন: ভালো লেগেছে ।
ভালো থাকার শুভকামনা ।

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভ কামনা থাকল আপনার জন্যেও।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতা পাঠ প্রতিক্রিয়ায় কি জানাবো বুঝে উঠতে পারছিনা! তবে পড়তে ভালো লেগেছে এত টুকু বলতেই পারি!

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ভালো লাগাটাই আসল। পড়ার জন্যে ধন্যবাদ অভি।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:২১

মামুন রশিদ বলেছেন: আমাকে একটিবার ছুঁতে দিও তোমার কপাট
বদ্ধ জানালা আর তালাবদ্ধ দরজার ছিটকিনি
মুহূর্তেই মনে হবে সব উৎসব মুখর প্রাণের হুড়োহুড়ি ।


হুম বন্ধুত্বের ছোঁয়া এমনই যাদুকরি ;)


++


০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: যার আমার মতন বন্ধু নাই সে বুঝবে না। :P

৬| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “যদিও ঠিকঠিক ফিরে পাবে না আগের আদল
প্রৌঢ়া জোলেখা বা রূপবানের মতো তরুণ জীবন
তবে কেটে যাবে মনের যাবতীয় মেঘ, নৈরাশ্যের ধূলি।”


-তবু তাই হোক।

শুভেচ্ছা কবিকে :)

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: শুভেচ্ছা আপনার জন্যেও ডাক্তার সাব!

৭| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: যদিও জানি ঈর্ষা ভালু না , তবুও আপনার বন্ধু ভাগ্যে ঈর্ষা জানাইলাম জুলিয়ান দা ।

কবিতা সুন্দর হয়েছে। প্লাস।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কখনো কখনো ঈর্ষা ভাল। জীবনে একজন ভাল বন্ধু পাহাড় পরিমাণ সম্পদের চেয়েও মূল্যবান। সত্যিকারের বন্ধু যার নাই তিনি অনুধাবন করতে পারবেন না।

কবিতা পাঠ আর প্লাসের জন্যে ধন্যবাদ।

৮| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জুলিয়ান ভাই, আপনার পরাক্রমশালী গদ্যের পাশে আপনার কবিতাগুলো এই সেদিনও খুব ম্রিয়মান ছিল। একজন শক্তিশালী গদ্যকারের মগজ থেকে ততোধিক সাবলীল এমন একটি কবিতা রচিত হবে, এটা আমাকে যারপরনাই অবাক করে দিল। এ কবিতা থেকে যদি আমাকে উদ্ধৃতি দিতে হয়, তাহলে নিচের অংশটুকুঃ

মাথার চুলের কী ছিরি তোমার,
সিঁথির কাছটা হয়েছে যেন গাঁয়ের মেঠো-পথ, দু চোখের নিচে
যেন লেপটে আছে যত্ন-হীনতার সকল কাজল।

গলার কাছটা কেমন ভাঁজে ভাঁজে ধীরে এঁকে দিয়ে গেছে
বয়সের সিঁড়ি, বুড়িয়ে যাচ্ছ দ্রুত
অথচ বার্ধক্য কতটা অনাকাঙ্ক্ষিত কে না জানে!

তোমার দেহ যেন সহস্র কালের পোড়ো বাড়ি,
ইঁদুর আরশোলা আর মাকড়সার মতো
দখল নিয়েছে যাবতীয় অচেনা কঠিন ব্যামো।

আমাকে একটিবার ছুঁতে দিও তোমার কপাট
বদ্ধ জানালা আর তালাবদ্ধ দরজার ছিটকিনি
মুহূর্তেই মনে হবে সব উৎসবমুখর প্রাণের হুড়োহুড়ি ।

চটে গেছে যেখানে যেখানে রঙ আর চুনকাম
খসে গেছে পলেস্তারা দেয়ালের ইট, ছাদের কার্নিশ
সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আগের মতো প্রায়।

যদিও ঠিকঠিক ফিরে পাবে না আগের আদল
প্রৌঢ়া জোলেখা বা রূপবানের মতো তরুণ জীবন
তবে কেটে যাবে মনের যাবতীয় মেঘ, নৈরাশ্যের ধূলি।

----------

আমি একটা পঙ্‌ক্তিও পেলাম না যেটাকে বাদ দিয়ে আমার উদ্ধৃতি সমপূর্ণ করা যায়।

অসম্ভব ভালো লাগা একটা কবিতা পড়লাম জুলিয়ান ভাই।

বিঃ দ্রঃ পড়ার সময়ে আমি যেভাবে শ্বাস কন্ট্রোল করি, সেভাবে সাজিয়ে লিখেছি আমার জন্য ;) মুক্তক অক্ষরবৃত্তের ক্ষেত্রে পাঠকের পাঠ করে অর্থ উদ্ধারের কথাটা মাথায় রেখে আমি পঙ্‌ক্তিগুলো সাজিয়ে থাকি, ঠিক এভাবেই।

বন্ধুদিবসের শুভেচ্ছা প্রিয় গল্পকার ও কবি।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:২০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ কবি। আমি তো এমনি এমনি ঝড়ে বক মরার মতন কবিতা টাইপের কিছু লিখে ফেলি। :)

আপনার সাজানোটাও চমৎকার। তবে শুরুতে পংক্তি ভাগ করবার ইচ্ছে ছিল না। পোস্ট করেই কাণ্ডটা ঘটিয়েছি।

ভাল থাকবেন সব সময়।

৯| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: এহহে, মিস হয়ে গেছিল!

পড়ে গেলাম। বিস্তারিত মতামত সময় করে জানিয়ে যাব।

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ প্রোফেসর। ততদিন ভাল থাইকেন।

১০| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


চটে গেছে যেখানে যেখানে রঙ আর চুনকাম
খসে গেছে পলেস্তারা দেয়ালের ইট, ছাদের কার্নিশ
সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আগের মতো প্রায়।


কবিতা পড়ে সরল মনে ভাবের উদয় হলো। চমৎকার লিখেছেন ভাইয়া।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ কান্ডারী। আপনার সরল মনের ভাব বজায় থাকুক কোনো কবিতার জন্য।

১১| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৬

সুপান্থ সুরাহী বলেছেন:
খলিল ভাইয়ের কমেন্টের পর এই কবিতা নিযে নতুন কমেন্টের স্পর্ধা আমি দেখাবোনা।

শুধু বলব...
দিস ইজ আ গুড জব...

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: অনেক ধন্যবাদ সুপান্থ।

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

শ্যামল জাহির বলেছেন: রসিক কবি, শুকিয়ে গেলেও মরিচের ঝাল কিন্তু কমেনা! :)
সতেজ মাছ সবাই চায়, কিন্তু শুটকি কে না খায়!
অনেক হাসলাম।
প্লাস!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ভালো থাকেন। :P

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৫

এহসান সাবির বলেছেন: সকালবেলা সুন্দর একটা কবিতা পড়লাম। শুভেচ্ছা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ এহসান সাবির। উত্তর দিতে দেরি হয়ে গেল বলে দুঃখিত।

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন: অসম্ভব ভালো লাগা একটা কবিতা পড়লাম জুলিয়ান ভাই।

ভাললাগা জানবেন।

++++++

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন। দেরিতে উত্তর দিতে হলো বলে দুঃখিত।

১৫| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৩:০৮

ডি মুন বলেছেন: বাহ, সুন্দর কবিতা।

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ ডি মুন। ভালো থাইকেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.