নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাইয়ের নেই আগুনের ভয়

জুলিয়ান সিদ্দিকী

জগতের সব কাজই আমি পারি না। অনেক কাজে অলস হলেও লিখতে কখনও ক্লান্তি বোধ করি না। এতে করে আমার সময়গুলো ভালো কাটে।

জুলিয়ান সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

জীবনের জল-তরঙ্গ_১

২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৯

তুমি আবার রাতের ঠোঁটে প্রলেপ হয়ে

নিদ্রা-হরা প্রগাঢ় চুমে দাও রাঙিয়ে-

রাত্রিগুলো তোমার ওমে নিবিড় ছোঁয়ায়

কাটিয়ে দেবো বাকি জীবন বেভুল মায়ায়।



জাগিয়ে দেবে ভোরের হাওয়ার নরম সুখে

দু-চোখ মেলে দেখবো তোমার হাতের ভাঁজে-

লুটায় আঁচল, কাঁপন তুলে বুকের খাঁজে

লজ্জানত জোড়া শালিক আড়াল মুখে।



আমি আবার ঠেলবো লাঙল মাটির বুকে

করবো বপন আরেক জীবন উষ্ণ বীজে-

তুমি আবার বাজবে নতুন জল-তরঙ্গে

জাগবে উঠোন ভরবে দু-কোল মোহন সাজে।

মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর কবিতা ভাই।

২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২২

সোমহেপি বলেছেন: চাষবাসের কবিতা ভাল লাগলো। এ রকম মিটার পড়তে ভালো লাগে।

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সব সময়।

৩| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

অপর্ণা মম্ময় বলেছেন: পুরো কবিতাই সুন্দর ! রোম্যান্টিক। আর শেষ চার লাইন ভয়াবহ রকমের মনে ধরল ।

শুভ কবিতা লেখালেখি

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এমন আরো কিছু কবিতা লেখার ইচ্ছে আছে। দেখি কয়টা বানানো যায়।

শুভকামনা আপনার জন্যেও।

৪| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: কি সুন্দর করে ছন্দ মিলিয়ে লিখেন !

দ্বিতীয় প্যারার

জাগিয়ে দেবে ভোরের হাওয়ার নরম সুখে
দু-চোখ মেলে দেখবো তোমার হাতের ভাঁজে-
লুটায় আঁচল, কাঁপন তুলে বুকের খাঁজে
লজ্জানত জোড়া শালিক আড়াল মুখে।
চমৎকার !

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আসলে ছন্দ-মিলের লেখাগুলো যেমনই হোক পড়তে ভালোই লাগে। এই মিলটার নাম অনুপ্রাস। শেষে আছে বলে এর নাম অন্ত্যানুপ্রাস।

-পড়ার জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সব সময়।

৫| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৫

সেলিম আনোয়ার বলেছেন: ভাই সুন্দর লিখেছেন। :)

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার।

৬| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৩

ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা, ভাল লাগল।

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ঢাকাবাসী আপনাকে ধন্যবাদ অনেক।

৭| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:
শেষ চার লাইন কোট করে রাখা দরকার। এতটা আরটিস্টিক ওয়েতে থিমটা ফুটিয়ে তুললেন কি করে? :P
স্যালুট, জুলিয়ান দা!

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কবিতার কাজই হইলো রাখ-ঢাক কইরা বোমা ফাটানো। :P
ভালো থাইকেন সব সময়।

৮| ২৭ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! দারুন একটা রোমান্টিক কবিতা!! পড়ে খুব আরাম পেলাম জুলিয়ান দা!! ছন্দবদ্ধ কবিতা পড়ার একটা আলাদা মজা আছে।

২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। মজা আছে বলেই পিচ্চি বেলায় মুখস্ত করা কিছু কিছু পদ্য অনেক বছর মনে থাকে।

৯| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৪

রাইসুল নয়ন বলেছেন:

কবি!!
চরম রোম্যান্টিক!
ভাবনা সুন্দর কবিতা,মুগ্ধ পাঠ।


শুভকামনা।

২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনার মন্তব্যও সুন্দর।
ভালো থাকুন।

১০| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ‘অনুপ্রাস’ ছন্দমিল।
শেষ অংশটি ভয়ংকর ভালো লাগলো ;)

কবিকে অফুরন্ত শুভেচ্ছা.....এবং পিলাচ B-)

২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ ভাইজান। অনেক শুভ কামনা।

১১| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৯

সায়েম মুন বলেছেন: কোট করলে পুরোটাই করতে হয়। তবুও শেষ চার লাইন এ চোখ আটকে থাকে।

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ মনোযোগ দিয়ে পড়বার জন্যে। ভালো থাকুন সব সময়।

১২| ২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রগাঢ় রোমান্টিক কবিতা!

ভালো লাগা রইলো!

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনার জন্যও অনেক শুভেচ্ছা থাকলো।

১৩| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রিয় জুলিয়ান, কবিতায় আপনার দখল দেখে মুগ্ধ হলাম। আরও নিয়মিত কবিতা পাব আশা করি।

শুভকামনা।

২৮ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:০৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কবিতা লেখাটা খুব যন্ত্রণার। মাঝে মধ্যে তো চেষ্টা করবোই। :)
ভালো থাকুন শঙ্কু।

১৪| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৩

মাহমুদ০০৭ বলেছেন: আপ্নেরে দিয়া হইব না , কি লেহেন , মুই শরম পাই :P :P

২৮ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:০৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ছি ছি, কয় কি! :P

১৫| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২০

রোমেন রুমি বলেছেন:
ভাল লাগল ।

২৮ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:১০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ রোমেন রুমি।

১৬| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৮

শ্যামল জাহির বলেছেন: মোহন সাজে সাজুক আবার দু-কোল। উষ্ণ বীজে ভরে উঠুক উঠোন।
কলম লাঙ্গল যেন না থামে কবি'র!
আরো চমক চাই। :)

২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ শ্যামল জাহির।

থামবে না এই লাঙল। :)

ভালো থাকুন সব সময়।

১৭| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৬

বোকামন বলেছেন:
চমৎকার কবিতা !

৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:২১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ বোকামন।
ভালো থাকুন সব সময়।

১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যেখানে এসে মুগ্ধতা তুঙ্গে পৌঁছুলো, সেই চার লাইনের কথা উপরে অনেকেই বলেছেন।

আমি আবার ঠেলবো লাঙল মাটির বুকে
করবো বপন আরেক জীবন উষ্ণ বীজে-
তুমি আবার বাজবে নতুন জল-তরঙ্গে
জাগবে উঠোন ভরবে দু-কোল মোহন সাজে।



চরম ভালো লাগা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। আমিও দারুণ মুগ্ধ! :)

১৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০০

এহসান সাবির বলেছেন: খুব ভালো লাগলো।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ সাবির। আপনাকে স্বাগতম জানাই আমার পোস্টে।

২০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩

অপ্রচলিত বলেছেন: খুবই ভালো লিখেছেন। ছন্দের মিল অত্যন্ত প্রশংসনীয়। পুরো কবিতাটাই চমৎকার হয়েছে, এক কথায় অতুলনীয়। ++++++++++++++++++++++++

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ অপ্রচলিত। আপনাকে স্বাগতম জানাই আমার পোস্টে।

২১| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০৭

লিরিকস বলেছেন: +

১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.