নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জগতের সব কাজই আমি পারি না। অনেক কাজে অলস হলেও লিখতে কখনও ক্লান্তি বোধ করি না। এতে করে আমার সময়গুলো ভালো কাটে।
তুমি আবার রাতের ঠোঁটে প্রলেপ হয়ে
নিদ্রা-হরা প্রগাঢ় চুমে দাও রাঙিয়ে-
রাত্রিগুলো তোমার ওমে নিবিড় ছোঁয়ায়
কাটিয়ে দেবো বাকি জীবন বেভুল মায়ায়।
জাগিয়ে দেবে ভোরের হাওয়ার নরম সুখে
দু-চোখ মেলে দেখবো তোমার হাতের ভাঁজে-
লুটায় আঁচল, কাঁপন তুলে বুকের খাঁজে
লজ্জানত জোড়া শালিক আড়াল মুখে।
আমি আবার ঠেলবো লাঙল মাটির বুকে
করবো বপন আরেক জীবন উষ্ণ বীজে-
তুমি আবার বাজবে নতুন জল-তরঙ্গে
জাগবে উঠোন ভরবে দু-কোল মোহন সাজে।
২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২২
সোমহেপি বলেছেন: চাষবাসের কবিতা ভাল লাগলো। এ রকম মিটার পড়তে ভালো লাগে।
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৭
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সব সময়।
৩| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
অপর্ণা মম্ময় বলেছেন: পুরো কবিতাই সুন্দর ! রোম্যান্টিক। আর শেষ চার লাইন ভয়াবহ রকমের মনে ধরল ।
শুভ কবিতা লেখালেখি
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এমন আরো কিছু কবিতা লেখার ইচ্ছে আছে। দেখি কয়টা বানানো যায়।
শুভকামনা আপনার জন্যেও।
৪| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: কি সুন্দর করে ছন্দ মিলিয়ে লিখেন !
দ্বিতীয় প্যারার
জাগিয়ে দেবে ভোরের হাওয়ার নরম সুখে
দু-চোখ মেলে দেখবো তোমার হাতের ভাঁজে-
লুটায় আঁচল, কাঁপন তুলে বুকের খাঁজে
লজ্জানত জোড়া শালিক আড়াল মুখে।
চমৎকার !
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৩
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আসলে ছন্দ-মিলের লেখাগুলো যেমনই হোক পড়তে ভালোই লাগে। এই মিলটার নাম অনুপ্রাস। শেষে আছে বলে এর নাম অন্ত্যানুপ্রাস।
-পড়ার জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সব সময়।
৫| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৫
সেলিম আনোয়ার বলেছেন: ভাই সুন্দর লিখেছেন।
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২০
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার।
৬| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৩
ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা, ভাল লাগল।
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২১
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ঢাকাবাসী আপনাকে ধন্যবাদ অনেক।
৭| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৯
নাজিম-উদ-দৌলা বলেছেন:
শেষ চার লাইন কোট করে রাখা দরকার। এতটা আরটিস্টিক ওয়েতে থিমটা ফুটিয়ে তুললেন কি করে?
স্যালুট, জুলিয়ান দা!
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২৩
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কবিতার কাজই হইলো রাখ-ঢাক কইরা বোমা ফাটানো।
ভালো থাইকেন সব সময়।
৮| ২৭ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! দারুন একটা রোমান্টিক কবিতা!! পড়ে খুব আরাম পেলাম জুলিয়ান দা!! ছন্দবদ্ধ কবিতা পড়ার একটা আলাদা মজা আছে।
২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। মজা আছে বলেই পিচ্চি বেলায় মুখস্ত করা কিছু কিছু পদ্য অনেক বছর মনে থাকে।
৯| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৪
রাইসুল নয়ন বলেছেন:
কবি!!
চরম রোম্যান্টিক!
ভাবনা সুন্দর কবিতা,মুগ্ধ পাঠ।
শুভকামনা।
২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনার মন্তব্যও সুন্দর।
ভালো থাকুন।
১০| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ‘অনুপ্রাস’ ছন্দমিল।
শেষ অংশটি ভয়ংকর ভালো লাগলো
কবিকে অফুরন্ত শুভেচ্ছা.....এবং পিলাচ
২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ ভাইজান। অনেক শুভ কামনা।
১১| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৯
সায়েম মুন বলেছেন: কোট করলে পুরোটাই করতে হয়। তবুও শেষ চার লাইন এ চোখ আটকে থাকে।
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০০
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ মনোযোগ দিয়ে পড়বার জন্যে। ভালো থাকুন সব সময়।
১২| ২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
ৎঁৎঁৎঁ বলেছেন: প্রগাঢ় রোমান্টিক কবিতা!
ভালো লাগা রইলো!
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০১
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনার জন্যও অনেক শুভেচ্ছা থাকলো।
১৩| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রিয় জুলিয়ান, কবিতায় আপনার দখল দেখে মুগ্ধ হলাম। আরও নিয়মিত কবিতা পাব আশা করি।
শুভকামনা।
২৮ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:০৮
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কবিতা লেখাটা খুব যন্ত্রণার। মাঝে মধ্যে তো চেষ্টা করবোই।
ভালো থাকুন শঙ্কু।
১৪| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৩
মাহমুদ০০৭ বলেছেন: আপ্নেরে দিয়া হইব না , কি লেহেন , মুই শরম পাই
২৮ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:০৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ছি ছি, কয় কি!
১৫| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২০
রোমেন রুমি বলেছেন:
ভাল লাগল ।
২৮ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:১০
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ রোমেন রুমি।
১৬| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৮
শ্যামল জাহির বলেছেন: মোহন সাজে সাজুক আবার দু-কোল। উষ্ণ বীজে ভরে উঠুক উঠোন।
কলম লাঙ্গল যেন না থামে কবি'র!
আরো চমক চাই।
২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০০
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ শ্যামল জাহির।
থামবে না এই লাঙল।
ভালো থাকুন সব সময়।
১৭| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৬
বোকামন বলেছেন:
চমৎকার কবিতা !
৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:২১
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ বোকামন।
ভালো থাকুন সব সময়।
১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যেখানে এসে মুগ্ধতা তুঙ্গে পৌঁছুলো, সেই চার লাইনের কথা উপরে অনেকেই বলেছেন।
আমি আবার ঠেলবো লাঙল মাটির বুকে
করবো বপন আরেক জীবন উষ্ণ বীজে-
তুমি আবার বাজবে নতুন জল-তরঙ্গে
জাগবে উঠোন ভরবে দু-কোল মোহন সাজে।
চরম ভালো লাগা।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৮
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। আমিও দারুণ মুগ্ধ!
১৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০০
এহসান সাবির বলেছেন: খুব ভালো লাগলো।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০৬
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ সাবির। আপনাকে স্বাগতম জানাই আমার পোস্টে।
২০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩
অপ্রচলিত বলেছেন: খুবই ভালো লিখেছেন। ছন্দের মিল অত্যন্ত প্রশংসনীয়। পুরো কবিতাটাই চমৎকার হয়েছে, এক কথায় অতুলনীয়। ++++++++++++++++++++++++
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ অপ্রচলিত। আপনাকে স্বাগতম জানাই আমার পোস্টে।
২১| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০৭
লিরিকস বলেছেন: +
১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১১
জুলিয়ান সিদ্দিকী বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর কবিতা ভাই।