নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাইয়ের নেই আগুনের ভয়

জুলিয়ান সিদ্দিকী

জগতের সব কাজই আমি পারি না। অনেক কাজে অলস হলেও লিখতে কখনও ক্লান্তি বোধ করি না। এতে করে আমার সময়গুলো ভালো কাটে।

জুলিয়ান সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

প্যালেস্টাইন

২৯ শে জুলাই, ২০১৪ রাত ৮:১২





(ছবি: সংবাদ প্রতিদিন)



এ কেমন প্রশিক্ষণ তোমাদের, নাকি প্রশিক্ষিত তোমাদের অস্ত্রগুলো;

লক্ষ্যবস্তু প্যালেস্টাইনের গাজা শহর নয়তো বা তার আবাসিক বাড়িগুলো শুধু—

মানুষ কিংবা কোনো প্রাণী জরুরি বিষয় নয়?



অথচ অবাক হবার মতন স্থবির বিবেক;

তোমাদের মিসাইলগুলো, ওহে আমেরিকা!

প্যালেস্টাইনের ইতিউতি খুঁজে ফেরে কেবল অবুঝ শিশু।



তবু দেখ হে ইসরাইল, তোমাদের অস্ত্রের ঝংকার, মিসাইল বৃষ্টি

বারুদ মিশ্রিত ধূলি আর বিষাক্ত ধোঁয়ার ঝড়-ঝঞ্ঝাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে

মৃত জননীর গর্ভে করে এপাশ ওপাশ মৃত্যুঞ্জয়ী প্যালেস্টাইনি জাতিকা

চোখ মেলে দেখে নির্মম পৃথিবী; আশপাশে ভীত মুখ, মৃত্যু আর মৃতের মিছিল--

শোনে খুনিদের জান্তব উল্লাস;

যে খুনিগুলোর মানুষ পরিচয়ের হোতা কতিপয় সমরাস্ত্র ব্যাপারী।



মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ৮:৪৭

মামুন রশিদ বলেছেন: আমাদের আক্ষেপ আর অক্ষমতাগুলো একদিন বারুদ হয়ে জ্বলবে ।

৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আর কবে হবে বারুদ
ফিলিস্তিনিদের যাবতীয়
আক্ষেপ আর অক্ষমতা?
আমরা সে দিনের পানে আছি চেয়ে।

ধন্যবাদ মামুন রশিদ। ভালো থাকেন সব সময়।

২| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:১৫

হরিণা-১৯৭১ বলেছেন: কানি না, এটা হয়তো আপনার প্রকাশিত ১ম কবিতা(আমার জানা মতে)। প্যালস্টাইনে যা ঘটছে, তার জন্য আরবদের ভুলই দায়ী। আরবদের ভুলকে মুধন করে ইসরায়েলও ভুল করে যাচ্ছে,তারাও মুল্য দেবে।

৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ভুল তো বটেই। আরবরা কোনোদিনও এক হইতে পারবে না। তাই তাদের জ্ঞাতি কোনো দেশ সমস্যায় পড়লে তার নিস্তার পাওয়া কঠিন।

৩| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:৫৪

সুমন কর বলেছেন: শোনে খুনিদের জান্তব উল্লাস;
যে খুনিগুলোর মানুষ পরিচয়ের হোতা কতিপয় সমরাস্ত্র ব্যাপারী।

আমাদের অক্ষমতাগুলো, শুধু আমাদের উপহাস করে।

৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমাদের অক্ষমতাগুলো, শুধু আমাদের উপহাস করে।

ধন্যবাদ সুমন কর। এ ছাড়া আর কী বা করার আছে? আমরা অক্ষমের দলে।

ভালো থাকেন সব সময়।

৪| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৭:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//মানুষ কিংবা কোনো প্রাণী জরুরি বিষয় নয়?//

এদের কাছে জরুরি বিষয় হলো মাটি।

কবিতায় ভালো লাগা :)

৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ মাঈনউদ্দিন মইনুল।

মাটি জরুরি বলেই তাদের এই আগ্রাসন। তারা তো চিরকালের উদ্বাস্তুর কলঙ্ক থেকে মুক্তির পথ খুঁজতেই এই আকামগুলা করতেছে।

ভালো থাকেন সব সময়।।

৫| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


মানুষ কিংবা কোনো প্রাণী জরুরি বিষয় নয়?

৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ কান্ডারি অথর্ব।
ভালো থাকেন সব সময়।

৬| ৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৫

পার্থ তালুকদার বলেছেন: প্যালেস্টাইনের ইতিউতি খুঁজে ফেরে কেবল অবুঝ শিশু। --------- হৃদয় বিদারক।

৩১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ পার্থ তালুকদার।
ভালো থাকুন সব সময়।

৭| ৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৫

সাজিদ উল হক আবির বলেছেন: মামুন ভাই বলেছেন - আমাদের আক্ষেপ আর অক্ষমতাগুলো একদিন বারুদ হয়ে জ্বলবে। সহমত।
জুলিয়ান ভাইয়ার কবিতার এই লাইন গুলো গেঁথে গেল বুকে, বেয়োনেটের মত-

তবু দেখ হে ইসরাইল, তোমাদের অস্ত্রের ঝংকার, মিসাইল বৃষ্টি
বারুদ মিশ্রিত ধূলি আর বিষাক্ত ধোঁয়ার ঝড়-ঝঞ্ঝাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
মৃত জননীর গর্ভে করে এপাশ ওপাশ মৃত্যুঞ্জয়ী প্যালেস্টাইনি জাতিকা

৩১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আবির।
ভালো থাকুন সব সময়।

৮| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৯

ডি মুন বলেছেন: এদের কাছে জরুরি বিষয় হলো মাটি।.... মইনুল ভাই যথার্থই বলেছেন।

৩১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ ডি মুন।
ভালো থাকেন সব সময়।

৯| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৬

হাসান মাহবুব বলেছেন: এই শিশুটি সমর আর রক্তের মাঝখানে বিজয়ী যতিচিহ্ন হোক।

৩১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ হামা।
যতিচিহ্ন হইতে পারলো না।
তার পরাজয়ের সঙ্গে সঙ্গে নিজেরেও পরাজিত মনে হইতাছে। খারাপের জয়জয়কার!

ভালো থাকেন সব সময়।

১০| ৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২০

সেলিম আনোয়ার বলেছেন: প্যাথেটিক । গন মানুষের শত্রু এই আমেরিকা আর ইসরাইল ।

৩১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার।

ফেসবুকে একজনের স্ট্যাটাসে দেখলাম, ইসরাইলের অ্যামুনিশন ফুরাইয়া যাওয়াতে সেখানকার আম্রিকান ফৌজেরা তাদের স্টক থাইক্যা ইসরাইলরে সরবরাহ করছে। কাজেই যুদ্ধটা ইসরাইল না আম্রিকা করতাছে। ইসরাইল বলির পাঁঠা।

১১| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: এরকম খবর দেখে মাঝে মাঝে মনে হয় অজ্ঞতায় ডুবে গিয়ে সবকিছু ঠিক চলছে এই মিথ্যেয় মুখ গুজে থাকতে পারলেও ভাল হত।

সত্যের জয় হোক।

৩১ শে জুলাই, ২০১৪ রাত ৮:১০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ প্রোফেসর

বাইবেলে আছে- খোদার রাজ্য সত্যের জয় অবধারিত।

ভালো থাকেন সব সময়।

১২| ৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৫

ঢাকাবাসী বলেছেন: সত্যের জয় খুব কম হয়! হামাসকে দুষেন না কেন?

৩১ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী।

হামাসকে দোষ দেই না এই কারণে যে, আমি বিশ্বাস করি- লাদেন, তালেবান যেমন আম্রিকার পয়দা, তেমনি হামাসও ইসরাইলের পয়দা।

ভালো থাকেন সব সময়।

১৩| ৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৭

জসীম অসীম বলেছেন: ইসরাইলি এ হামলার মূলে তো ওই আমেরিকা। যতদিন বাম রাজনীতি করেছিলাম , ততদিন কেন আমেরিকাকে গালিগালাজ করতাম , এখন আরও উপলব্ধি করছি। কখন যে আমাদের দিকে নজর দেয় , ঠিক নেই। তবে আমাদের প্রাণ থাকতে তা হতে দেবো না।

৩১ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ অসীম।

আম্রিকারে ১৯৭১ সাল থেকে গালি দেওয়া শুরু করছি, বাকি জীবন দিতেই থাকবো।

আমার পোস্টে স্বাগতম।

১৪| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩১

রাজিব বলেছেন: সবার আগে দরকার ফিলিস্তিনিদের নিজেদের মধ্যে ঐক্য। ইয়াসির আরাফাতের মত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয় এবং গ্রহনযোগ্য একজন নেতার খুবই দরকার।

৩১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ রাজিব।

মুসলমানরা নানা মাজহাব, আহলে অমুক-তমুক, অহাবি-ফরায়েজি আরো অনেক দল-উপদলে বিভক্ত। সবচেয়ে বড় বিভক্তি হচ্ছে শিয়া-সুন্নি।

কাজেই মুসলমানদের ঐক্য দেখার সৌভাগ্য আদৌ হবে কিনা সন্দেহ। যে কারণে নেতৃত্বের ব্যাপারটাও সুদূর পরাহত।

ভালো থাকুন সব সময়।

১৫| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:১০

সায়েম মুন বলেছেন: যে খুনিগুলোর মানুষ পরিচয়ের হোতা কতিপয় সমরাস্ত্র ব্যাপারী।
-------আবসোস এজন্য যে তারাই আবার সভ্য জাতি!

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১১:৪৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ সায়েম মুন।

একটা রিপোর্জাটে দেখলাম জাতিসংঘের একজন শিশুহত্যা সহ্য করতে না পেরে কেঁদে ফেলাতে বদমাশ ইসরাইল তাকে বের করে দিতে বলেছিল।

ভালো থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.