নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাইয়ের নেই আগুনের ভয়

জুলিয়ান সিদ্দিকী

জগতের সব কাজই আমি পারি না। অনেক কাজে অলস হলেও লিখতে কখনও ক্লান্তি বোধ করি না। এতে করে আমার সময়গুলো ভালো কাটে।

জুলিয়ান সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

সুবোধ ইদানীং নিখোঁজ অথবা গুম হয়ে গেছে

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৮


(ছবি- গুগুল)
এখানে ভাতের থালায় শৃগাল-কুকুর করে উৎপাত
বসায় তাদের ধারালো নখের আঁচড়;
ছড়িয়ে ছিটিয়ে পড়া ভাতের দানায়
আয়েশি ঠোকর দেয় দুর্গন্ধময় নোংরা ছুঁচোরা;
চারপাশে থাকে সতর্ক প্রহরায়, বিষাক্ত কেউটে
যাদের বিষ-নিঃশ্বাসে পুড়ে যায় সবুজ ফসল, সোনালী ধানের ক্ষেত;
সৌখিন গৃহস্থেরা তখন সুদিনের খড় সংগ্রাহক
রেশন ঘরের গুদামের হিসেবে নিদারুণ গরমিল;
তবু ফি-বছর বাড়তে থাকে হিসাব রক্ষকের মাসিক ভাতা।

যেখানে প্রকাশ্যে জনপদে চলে ধর্মের কেরোসিনে আগুনের লেলিহান তাণ্ডব;
যুবতী কিংবা গৃহবধূর শ্লীলতাহানির নোংরা উল্লাস;
যত্রতত্র ক্ষমতার দাপটে নতজানু বিহ্বল বিবেক।

স্বাধীনতা কি আমাকে দিলো নতুন করে শ্মশান উপহার
অথবা তাপিত গোরখোদকের যাবতীয় দায়ভার?
জিজ্ঞাসা প্রতিদিন করাঘাত করে যায় মননের সিংহদ্বারে;
অথচ উত্তর পালিয়ে বেড়ায় যেন ছিন্নমূল, গৃহহারা
ভীত-সন্ত্রস্ত হরিণ শাবক; পেছনে দাবাগ্নি
তাড়া করে ফেরে দুঃস্বপ্নের মতো।

এখানে খোলা বাজারে আছে রিলিফের সমুদয়
তবু কারো মুখে নেই এতটুকু প্রতিবাদ;
শৃঙ্খলা বাহিনীর কতিপয় বিশৃঙ্খল নরকীট
খুবলে খায় দিন-মজুরের কষ্টার্জিত শ্রমের নির্যাস;
তবু উদাসীন আমাদের নাগরিক জীবন
জনপদে দিবানিদ্রার অবিরাম ঢল।

একদিন আমাদের দেশ হবে সোনার বাংলা
এমন দিবাস্বপ্ন কবেই ঘটিয়েছে আমাদের মস্তিষ্ক বিকৃতি;
এমন দেশ কি আমরা চেয়েছিলাম কারো কাছে?

জাতির পিতার সন্তানেরা আজ বয়সের ভারে স্থবির
তাদের দৃষ্টিপথে আজ গ্লুকোমার বাধা; পরকাল
ভাবনায় দিনরাত বকেন অর্থহীন প্রলাপ। সত্যভাষণ
আজ বিলুপ্ত ডাইনোসর; উচিত কথনের সেই সাহসী সুবোধ
ইদানীং নিখোঁজ অথবা গুম হয়ে গেছে পুলিস রেকর্ডে
চারদিকে তাই আজ ক্লীবলিঙ্গের দারুণ উচ্ছ্বাস।

---০০০---

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪১

প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ প্রামানিক।
ভালো থাকুন সব সময়।

২| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: সত্য কথন ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে।

১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ।
আজকাল সত্য কথনে ভয় আছে।

৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: সব কিছু মিলিয়ে ভালৈ হয়েছে।

১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ রাজীব নুর।
ভালো থাকেন সব সময়।

৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জীবন মুখি কাব্য, ভাল লেগেছে।

১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ গিয়াস উদ্দিন লিটন।
সাহিত্যের যে কোনো শাখার কথাই বলেন, জীবনমুখি না হলে তার অস্তিত্ব থাকে না।

ভালো থাকুন সব সময়।

৫| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:


সময়ের কাহিনী, দরিদ্র গ্রামে, শহরের পাড়ায় আবার ১৯৭৪

১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী।

সময়ের সংলাপ। কিন্তু কেউ স্বীকার করবে না।

ভালো থাকুন সব সময়।

৬| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:



আপনার মানসাংকটা আবার প্রকাশ করুন, ব্লগারেরা পড়ুক।

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আচ্ছা, আবার নতুন করে পোস্ট দিয়ে দিবো। ততদিন ভালো থাকুন।

৭| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

শামীম সুজায়েত বলেছেন: চোখে যদি ধরা পড়ে জুলি দা'র লেখা
না পড়ে পারি না যেতে
মিললে সময় সুযোগ
লিখি দু'কথা।
-------------++++--------
সুবোধ তুমি কি টের পাও দিন রাত!
না-কি কালো অন্ধকারে
মিশে গেছো দু'চোখ?
-------+++++++++---------

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: শামীম সুজায়েত ধন্যবাদ আপনাকে।

সুবোধ হয়তো আবার ফিরে আসবে। হয়তো তার পূণর্জন্ম হবে।

ততদিন ভালো থাকুন।

৮| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৮

কামরুননাহার কলি বলেছেন: চমৎকার কাব্য

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ কলি।
ভালো থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.