নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাইয়ের নেই আগুনের ভয়

জুলিয়ান সিদ্দিকী

জগতের সব কাজই আমি পারি না। অনেক কাজে অলস হলেও লিখতে কখনও ক্লান্তি বোধ করি না। এতে করে আমার সময়গুলো ভালো কাটে।

জুলিয়ান সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

মানুষ রতন

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২৮



(ছবি- গুগুল)


কে যে রেখেছিল মানুষ তোমার নাম
কে যে চিনিয়েছিল লোকালয়ের পথের দিশা
অথচ তোমাতে বাস করে প্রাগৈতিহাসিক হিংস্র শ্বাপদ;
ক্ষুধার পাশাপাশি উদরে যেমন কৃমির বসত।

যে ঘরে তোমার বাস তার সর্বনাশে
সদা তৎপর তুমি কৃমিদের মতো
ধীরে খেয়ে যাও ভালোবাসা; প্রেম
আর স্নেহ মমতার নাজুক বাগান।

তুমি বড় করে দেখ অদেখা ঈশ্বর
হুরপরী, নাবালক গেলমান, উর্বশীদের বায়বীয় শরীর
তারচেয়ে আরো বড় হয়ে ওঠে কখনো সখনো
সাপের পরিত্যক্ত খোলসের মতো
বিদঘুটে মতবাদ, কিম্ভূত সম্প্রদায়;
পরকালের অর্জনের নামে ইহকালের বাৎস্যায়ন।

মনোভূমির বিষকাঁটালীর ঝোঁপ পোড়াবার বদলে
পরমানন্দে পুড়িয়ে দাও দরিদ্রের জীর্ণ বসতি
মনুষ্যত্বের চেয়ে হাজার গুণে বড় তোমাদের মনসুখ;
অথচ তোমার নাম নাকি মানুষ রতন
মানবতা আজ তোমার পায়ের কদর্য খড়ম
ধর্মের লেবাসে তুমি শয়তানের সুযোগ্য সহচর।

১৫/১১/২০১৭
গৌরীপুর
কুমিল্লা

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫১

চাঁদগাজী বলেছেন:


যারা বিশ্বের সাথে, সমাজের সাথে, মানবজাতির সাথে তাল মিলাতে পারছে না, তারা রূপকথার জগতের দানব, জ্বীন, ভুতে পরিণত হয়ে, মানব সভ্যতাকে টেনে পেছনে নেয়ার চেস্টা করছে। কবিতায় শক্তিশালী কথা আছে।

২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী।
বলেছেন সত্য। কিন্তু চারপাশে যা অবস্থা, বড় গলায় বলবার মতো কোনো পথই নাই। তারা টানতে টানতে সবাইকে নিয়ে যাক প্রাগৈতিহাসিক যুগে।
ভালো থাকুন সব সময়।

২| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ২:০০

রাতুল_শাহ বলেছেন: অনেক গভীর কথা

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ রাতুল_শাহ।

ভালো থাকুন সব সময়।

৩| ২২ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:৩৪

নোমান প্রধান বলেছেন: ভালো হচ্ছে, আরও ভালো আশা করছি

২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ নোমান প্রধান।
ভালো পারবো না আগেই বলে দেই। আমার পক্ষে কবি হওয়া সম্ভব না। :(
তবে এমন ধরনের কিছু লেখা লিখতে পারবো আরো। :)

ভালো থাকুন সব সময়।

৪| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩০

মাহবুব আলী বলেছেন: গভীর এবং তাৎপর্যপূর্ণ। ভালো লাগল।

২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ ভাইজান।

ভালো থাকুন সব সময়।

৫| ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

ধ্রুবক আলো বলেছেন: অর্থবোধক কিছুই বুঝলাম না।

২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধ্রুবক আলো, কেন যে বুঝাইতে পারলাম না, আমার সেই ব্যর্থতা স্বীকার করে নিলাম।

ভালো থাকুন সব সময়।

৬| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৫

ডি মুন বলেছেন: প্রাগৈতিহাসিক হিংস্র শ্বাপদের হাত থেকে কোনদিন কি মুক্তি মিলবে !!! :(

ধর্ম আর মতবাদের মোড়কে কতদিন আর মানুষ মানুষের বিরুদ্ধে দাঁড়াবে?
এর কি কোনোদিন শেষ হবে না জুলিয়ান ভাই ?

কবিতা খুব ভালো লাগল।

২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধর্ম আর মতবাদের মোড়কে কতদিন আর মানুষ মানুষের বিরুদ্ধে দাঁড়াবে?
এর কি কোনোদিন শেষ হবে না জুলিয়ান ভাই ?


ধন্যবাদ ডি মুন।
আমাদের সভ্যতার মাত্রা দিনদিন বাড়ছে বলেই হয়তো মানবিকতা দুর্বল হয়ে যাচ্ছে।

ভালো থাকুন সব সময়।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩২

ভারী চশমা বলেছেন: চমৎকার ফটিয়ে তুলেছেন মানবতার আর্তনাদ। আর কত দেখব এসব তান্ডব? কালের স্রোতে আর কত জমা হবে কলঙ্কের স্তুপ?

২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ ভারী চশমা।
আমাদের কলঙ্ক আমরাই দিনে দিনে বাড়িয়ে তুলছি। একটা কবিতায় লিখেছিলাম, আমরা মানুষ না, মানুষের খোসা এমন একটা কথা।

ভালো থাকুন সব সময়।

৮| ২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: মানবতার আর্তনাদ!
শয়তান আবার ধর্মহীন প্রকারেরও আছে।

মানবতার জয় হোক ।

২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার।
শয়তান তো ধর্মহীনই।
মানুষের মনুষ্যত্ব না থাকলে তার নাম তো মানুষ থাকে না।

ভালো থাকুন সব সময়।

৯| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২২

শামচুল হক বলেছেন: মানবতার জয় হোক ।

২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ শামচুল হক।

আমিও বলি মানবতার জয় হোক।

ভালো থাকুন সব সময়।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৪

কাব্য সেলিম বলেছেন: চমৎকার

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ কাব্য সেলিম।

ভালো থাকুন সব সময়।

১১| ০৬ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৯

মোঃ খুরশীদ আলম বলেছেন: হুম, সমাজের বেশীর ভাগের চিত্রই উঠে এসেছে এই অল্পক’টা লাইনে। তবে, এর বিপরীতটাও আছে কিন্তু। সমাজে সবাই মন্দ নয়, নেককার ও ভদ্র লোকও আছে। তাদের নিয়েও লিখুন।

০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৪১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ মোঃ খুরশীদ আলম।

নেককার ভদ্রলোকের সংখ্যা এতটাই কম যে, তাদের দিকে তাকালেও মনে হয় যে কোনো এক সময় ঠিকই তাদের মুখোশ খুলে যাবে। যেমন দশজনের ভেতর ৯জন চোর হলে সাধু ১জনকে কেয় হিসেবে ধরে না।

ভালো থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.