নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জগতের সব কাজই আমি পারি না। অনেক কাজে অলস হলেও লিখতে কখনও ক্লান্তি বোধ করি না। এতে করে আমার সময়গুলো ভালো কাটে।
(ছবি- গুগুল)
শ্বাপদের চোখ দিয়ে ওরা প্রতিদিন খুঁটে খায় বীজতলার অঙ্কুর;
আমাদের দিনরাত; নিরাপদ পথচলা আর অর্জিত সাহসের সর্ষে-দানা;
ধারালো নখরে করে দিয়ে যায় ক্ষত-বিক্ষত আমাদের নিকোনো উঠোন;
দৈনন্দিন স্বপ্নসাধ; সক্ষমতার আলোক-সজ্জিত উৎসবের বর্ণিল ক্ষণ।
ওরা লুটে নিয়ে যায় সময়ে সময়ে ভিখারির অর্জন; সদ্যজাত শিশুর সম্ভ্রম
কৃষাণের গোলাভরা ধান; কখনো বা ব্যাঙ্কে জমানো জীবনের সব সঞ্চয়;
লাজনম্র যুবতীর বুকের আঁচল, কুঞ্চিত কাঁচুলি কেড়ে নিয়ে ওরা
সোল্লাসে ওড়ায় নগর-পিতার কলুষিত নামের পতাকা।
কামাতুরার জর্জর দেহ থেকে পরপুরুষের ঘ্রাণ মুছে এঁকে দিয়ে যায়
ধর্ম-ব্যাপারীর নোংরা জুতোর মলিন ছাপ; মেখে দেয় জেহাদির লালসার লালা;
যাদের শিশ্নের ডগায় জড়ানো কবন্ধ বিজয়ের কালো জলছাপ
বাড়ায় দ্বিগুণ সংখ্যালঘুর বস্তির আগুন; আর জাতিসত্তার পরিচয়পত্রে
ভুষোকালি মেখে দিয়ে তোলে ভিনদেশী বাজারের প্রকাশ্য নিলামে;
আমাদের যাবতীয় রক্তভেজা মহান অর্জন; জাতির পিতার ছিন্নভিন্ন লাশ।
আড়ালে আবডালে কোনো পাঁচতারা হোটেলের আলো-আঁধারিতে ওরা
আয়েশি ভঙ্গীতে চিবায় জনক-জননীর হাড়-মাঁস; হৃদপিণ্ডের শাঁস;
কখনো বা নীল-নকশা বোনার ফাঁকে ফাঁকে দীর্ঘ চুমুক দেয়
আত্মজার রক্তপূর্ণ গ্লাসে। তৃপ্তির ঢেকুর তোলে মদালস চোখে।
আমরা তখনো নিচু তলার কানাগলিতে কপাল চাপড়ে
কখনো বা আঁখিজলে স্নাত হয়ে প্রতীক্ষারত তীর্থের কাক
কেউ একজন এসে আপন কণ্ঠের বজ্র আহ্বানে আমাদের নিয়ে
জড়ো করবেন পুনরায়, নিরন্তর বরাভয় আর নিরাপত্তার নিবিড় নীপবনে।
আমাদের শিরদাঁড়া আজ ক্ষয়ে গেছে ক্রমাগত ঋণ আর অক্ষমতার লজ্জায়
হাঁটুর সন্ধিতে নিদারুণ জড়তার আহাজারি, সত্যবিমুখ পলায়নের ক্লান্তিতে।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১১
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল।
আমাদের শিরদাঁড়া আজ ক্ষয়ে গেছে ক্রমাগত ঋণ আর অক্ষমতার লজ্জায়
হাঁটুর সন্ধিতে নিদারুণ জড়তার আহাজারি, সত্যবিমুখ পলায়নের ক্লান্তিতে।
-ভালো থাকুন সব সময়।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চমৎকার লেখা। মুগ্ধ হলাম। আমাদের এই সমাজের এটা চিরাচরিত অবস্থা। উত্তরণের উপায় সহসা চোখে পড়ছে না।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সম্রাট ইজ বেস্ট
উত্তরণের উপায় কাউকে না কাউকে করতে হবে।
ভালো থাকুন এই শুভ কামনা।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫
রাজীব নুর বলেছেন: খুব কঠিন কবিতা।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৬
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ রাজীব নুর।
ভালো থাকুন সব সময়।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৬
চাঁদগাজী বলেছেন:
মানুষ সংগঠিত হবে
১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কিন্তু আর কবে সংগঠিত হবো?
পড়ার জন্য ধন্যবাদ চাঁদগাজী।
ভালো থাকুন সব সময়।
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৮
জাহিদ অনিক বলেছেন:
সত্যিই একজন কাণ্ডারি দরকার, নাহলে নিষ্কৃতি নেই।
কবিতা ভালো লাগলো কবি।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১২
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কোটি বছরের একজন বঙ্গবন্ধু জন্ম হন।
কাজেই আমরা খুব সহজে কোনো কাণ্ডারী পাচ্ছি না।
ধন্যবাদ জাহিদ অনিক।
ভালো থাকুন সব সময়।
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭
একটি বালুকণা বলেছেন: এক কথায় অসাধারন।
+++++
১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৩
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: অনেক ধন্যবাদ @একটি বালুকণা।
ভালো থাকুন সব সময়।
৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৮
তামান্না তাবাসসুম বলেছেন: কঠিন বাস্তব !
১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৫
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ তামান্না তাবাসসুম।
ভালো থাকুন সব সময়।
৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
মলাসইলমুইনা বলেছেন: ব্রিলিয়ান্ট ! কবিতার শিরোনাম থেকে শেষ সবটুকুতে ভালো লাগা অনেক অনেক |
১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৪
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ নাইমুল ইসলাম।
ভালো থাকুন সব সময়।
৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৫
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার।
ভালো থাকুন সব সময়।
১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৮
সকাল রয় বলেছেন: অনেকদিন পর একটা ভালো কবিতা পড়লাম
১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৭
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ সকাল রয়।
কবিতা ভালো হলেও আধুনিক বা উত্তরাধুনিকতার বিচারে হয়তো সেকেলে ধাঁচের।
ভালো থাকুন সব সময়।
১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৩
ফেরদৌসা রুহী বলেছেন: বর্তমান সমাজের বাস্তব চিত্র।
এর থেকে বের হওয়ার পথ জানা নাই।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ ফেরদৌসা রুহী।
একজন যোগ্য নেতা চাই আমাদের। (চোর আর লুটাদের নেতৃত্বগুণ থাকে না। তেমন মানুষ কোথায়?)
ভালো থাকুন সব সময়।
১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৩
আশিক হায়দার অংকন বলেছেন: কানা গলির সামনে একদিন কেও না কেও মশাল হাসে দাড়াবেই
৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৮
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আশিক হায়দার অংকন।
কেউ না কেউ মশাল হাতে দাঁড়াবেই।
সহমত।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২
মোস্তফা সোহেল বলেছেন: অসাধারন কবিতা।অনেক ভাল লাগল।
কবিতায় +++
আমাদের এই অক্ষমতা কোথায় যে লুকায়!
সত্যি লুকানোর কোন জায়গা নেই।