নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাইয়ের নেই আগুনের ভয়

জুলিয়ান সিদ্দিকী

জগতের সব কাজই আমি পারি না। অনেক কাজে অলস হলেও লিখতে কখনও ক্লান্তি বোধ করি না। এতে করে আমার সময়গুলো ভালো কাটে।

জুলিয়ান সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

জীবনের চাকা

১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৫৩





রাত্রির জড়তা ভাঙে, ভাঙে স্বপ্নের পুষ্পিক রথ
তবু তো মানুষ ভালোবাসে, হয় বিরহ কাতর
খরায় যখন পুড়ে যায় ফসলের দারুণ সম্ভার
কৃষাণেরা তবু স্বপ্ন দেখে, রচে আগামীর বীজতলা।

নিদারুণ ঝড় এসে ভেঙে দিয়ে যায় সুখের বসত
সংসারী তবু করে মেরামত জীবনের ছেঁড়া পাল
অবহেলায় বা ঘৃণাভরে প্রিয়জন ছেড়ে গেলে
নরনারী তবু বাঁচে অভিমানে নতুবা নতুন প্রেমের হাতছানিতে।

থেমে তো থাকে না জীবনের চাকা
দিন আসে, রাত যায়; চাঁদ উঠে ডুবে যায়
আসে সূর্যাস্তের ক্ষণ, প্রতিদিন মুখর সকাল
থামে না অহ্নিক গতি, থাকে সচল বার্ষিক গতিও।

আমরা আসলে ভালবাসি নিজেদের, ভালোবাসি চারপাশ
মানুষ দিনকে দিন যন্ত্র হয়ে যাচ্ছে, বড্ড বেশি ভুলভাল অপবাদ।


১১.১১.২০১৯
কারবালা।

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:০২

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।
শুভসকাল।

১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন অনেক।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ। ভালো থাক্যন সব সময়।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৬

জাহিদ হাসান বলেছেন: স্বাভাবিক কিছু কথামালা।

১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: হুম। ঠিক ধরেছেন। ধন্যবাদ।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২০

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর জীবন চাকা
চলতে- চলতে
হয়ে যায় ফাঁকা--------

১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: চাকা তো, ফাঁকা হলে চলবে না।
পড়ার জন্য ধন্যবাদ।

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি সবাই কেমন যান্ত্রিক!!


সুন্দর।+

১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ। তারপরও মানুষ অতটা যান্ত্রিক হয়নাই এখনও।

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রথম প্যারাতেই বাজিমাত। দারুন লেগেছে কবি

১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সব্বনাশ! আমারে কবি বললে, সত্যিকার কবিদের কী হবে।
অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.