নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাইয়ের নেই আগুনের ভয়

জুলিয়ান সিদ্দিকী

জগতের সব কাজই আমি পারি না। অনেক কাজে অলস হলেও লিখতে কখনও ক্লান্তি বোধ করি না। এতে করে আমার সময়গুলো ভালো কাটে।

জুলিয়ান সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

চতুর জুয়ারি (হালখাতা পোস্ট)

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৭





ঘুরলে তো অনেকটা দীঘল পথ, শহর-গ্রামের
ছায়াপথ, গিরিশৃঙ্গ; পেলে কি আমার চেয়েও
নিবিড় প্রেমিক; যে তোমার আনত মুখের
বিষণ্নতা; দৃষ্টির ধূসরতা দূর করে দেয়
তুমি বুঝে ফেলার আগেই?

কেউ কি বুঝেছে তোমার শ্বাস কষ্টের উপসর্গ
পতিত রাতের নিদান; দিনের আলোতে লুকানো কান্না;
শুনিয়েছে কি পরম মমতায় আগামীর কোনও গান?
ধরতে কি পেরেছিলে বজ্রমুঠিতে আমার চেয়েও শক্ত কোনও হাত
যে তোমাকে টেনে তুলতে পারে অনায়াসে বেদনার কৃষ্ণ গহ্বর থেকে?

তেমন প্রেমিক কোথায় এখানে হাভাতের ভিড়ে
সবাই তো আসে ভোগের উৎসবে ঠোঁট ভেজাতে; যেন রবাহুত
কাক হামলে পড়ে মহল্লার ডাস্টবিনে;
ক্ষুধা তৃষ্ণা মিটে গেলে ছেড়ে যায় আর সব ছড়িয়ে ছিটিয়ে
বোতলের তলানীতে যতটুকু পড়ে থাকে উচ্ছিষ্টের নামে।

জানা কি ছিল না, কাবাবে হাড় অনাকাঙ্ক্ষিত
রসালো তরমুজে লবণ প্রত্যাশিত নয়;
দক্ষ কারিগর প্রেমের ভিয়েনে রাখে না তৃতীয় অনুপান
বলেছিল কোনও দিন এই নিঃস্ব কবি। বোঝো নাই মাথামুণ্ডু;
নিজের ভাগটা বুঝে পেতে চাইলে ষোলো আনা দরে।

চতুর জুয়ারি হয়ে এ ডাল ও ডাল ধরে যদিও ঠিকঠাক
মনে হতে পারে তুমি পৌঁছে গেছ কৌটিল্য নগরের প্রবেশ দ্বারে;
অথচ দেখলে না তোমার শূন্য দু হাত নিবিষ্ট মনে
প্রেম কিছু আছে নাকি জীবনের ভাণ্ডে, কাঙালিনী যদি
প্রয়োজনে চেয়ে নাও যার আছে অগাধ; অপরিমেয়;
করুণা তো নয়, প্রেম জরুরি আরও বেশি বেশি জীবন সায়াহ্নে
যখন তুমি নিঃসঙ্গ পৌঁছে যাবে আলোহীন শেষ মঞ্জিলে।

১.১.২০২০
কারবালা।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৬

সকাল রয় বলেছেন: বাহ!

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ২:৩২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: হায়, আরো কিছু কইতে পারতেন।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: কবিতায় তেজ আছে।

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ২:৩৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ট্যাগে কি কবিতা দিছি। সন্দেহ থাকলোই।
হুম এইসব লেখায় তেজ নিজে নিজেই যোগ হইয়া যায়।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

করুণা তো নয়, প্রেম জরুরি আরও বেশি বেশি জীবন সায়াহ্নে
যখন তুমি নিঃসঙ্গ পৌঁছে যাবে আলোহীন শেষ মঞ্জিলে
- প্রেমিকার উদ্দেশে বলা এ কথাগুলো চিরায়ত নিয়তি হিসাবে সবার জন্যই নির্মম খাঁটি কথা।

'সবাই তো আসে ভোগের উৎসবে ঠোঁট ভেজাতে।' এটাও একটা নির্মম বাস্তবতা। তবে, পুরুষপ্রেমিকদের প্রেম তো গড়পড়তা চিরকাল এরকমই ছিল; খাঁটি মহানুভব 'নিবিড়' মানবিক প্রেমিকের সংখ্যা খুব নগণ্যই হবে; 'অনেকটা দীঘল পথ' বা অজস্র দীর্ঘপথ ঘুরে বেড়ানো প্রেমিকাদের সংখ্যাও সেজন্য বেশিই হয়ে থাকবে। এবং তারা চতুর জুয়াড়ীর মতো এ-ডাল ও-ডাল করে শেষ পর্যন্ত হয়ত লক্ষ্যে পৌঁছেও যায়।

কবিতায় প্রেমিকার একটা নেগেটিভ চিত্রই/চরিত্রই/বৈশিষ্ট্যই আমার কাছে ফুটে উঠেছে এবং প্রেমিকার উপর প্রেমিকের ক্ষোভও আমার কাছে স্পষ্ট মনে হয়েছে।

খুব সাবলীল কবিতা।

বহুদিন পর আপনার পোস্টে ঢুকলাম জুলিয়ান ভাই। দু-একটা কথা লিখে ফেলি তাহলে।

আমার কাছে মনে হয়েছে- অনেকটা দীঘল পথ না লিখে 'অনেকটা দীর্ঘ পথ' বা 'অজস্র দীর্ঘ পথ' লিখলে বেশি ভালো লাগতো।

'পতিতা রাত' কথাটা দারুণ।

'শুনিয়েছে' কথাটা ছন্দপতন ঘটিয়েছে। একটা মাত্রা কমিয়ে দিলে গতিশীল হয়। 'গেয়েছে' লিখলে কেমন লাগে?

'পরম মমতায়' খুব পুরোনো প্রয়োগ। আপনি এভাবে লিখবেন কেন? 'পরম' কথাটা কেটে দিন। এমনকি যদি লেখেন 'শুনিয়েছে কি আগামীর কোনও গান'- তাহলে আরো সাবলীল হয়, ছন্দপতনও রোধ হয়।

ধরতে কি পেরেছিল বজ্রমুঠিতে -- এ লাইনটা দীর্ঘ ও দুর্বল মনে হয়েছে। 'বজ্রমুঠিতে' ছেঁটে ফেলে দেখুন কেমন লাগে।

অনেকখানিই তো লিখে ফেলেছি।

যে কথাটা না বললেই নয়, আমার প্রথম দিককার কবিতায় প্রেমিকাদের উপর এরকম রাগঝাল/ক্ষোভ ঝাড়াঝাড়ির অনেক উপাদান ছিল :) এখন সেগুলো কই গেল কে জানে :(

ভালো লেগেছে কবিতা। আপনার কবিতার উপর কিছু কমেন্ট লিখতে পারা আমার সৌভাগ্যের ব্যাপার।

শুভেচ্ছা নিয়েন। শুভ নববর্ষ ১৪২৭



০১ লা জানুয়ারি, ২০২০ রাত ২:৪৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: হায় হায়, কর্সেন কী!
আমার প্রেমিকাও জানে আপ্নি আমার দুশমন!

বলাটাই তো দস্তুর। এমন লেখাগুলো ব্লগে দেওয়ার উদ্দেশ্যই হইল কেউ বা অনেকেই কিছু বলুক। এক সময় আমিও বলতাম। কিন্তু ইদানীং আমি যেমন তাল পাই না। অন্যরাও লাগে একই সমস্যায় আক্রান্ত। কিছু না বললে কিছু করার তাগিদ হয় না।
আপনার চিহ্নগুলা মাথায় রাখলাম। সময় সুযোগে মেরামত করা যাবে।

প্রেমিকার ওপর ঝাল ঝাড়তেই তো এই রাস্তা ধরলাম। এখন তো তারে ঠুয়া দিয়া বোঝানোর বয়স নাই।

৪| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ২:৪৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ। ভালো থাইকেন সব সময়।

৫| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

৬| ০২ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ নার্গিস জামান।
ভালো থাকেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.