নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাইয়ের নেই আগুনের ভয়

জুলিয়ান সিদ্দিকী

জগতের সব কাজই আমি পারি না। অনেক কাজে অলস হলেও লিখতে কখনও ক্লান্তি বোধ করি না। এতে করে আমার সময়গুলো ভালো কাটে।

জুলিয়ান সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

তার পরিবার

০৩ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৪



জোনাক দেখার ভূত নেমে গেছে সে কবেই
বর্তুলাকার মাথার কার্নিশ থেকে; অপ্সরাদের
আনাগোনাও থেমে গেছে বহুদিন।

বাজে না হৃদয়ের রঙমহলে আলতা ছোপানো
চটুল পায়ে নিক্কণের তেহাই; ওঠে না বোল
চকচকে পাখোয়াজের খোলে।

নৈশব্দের চাদরে ঢাকা পড়ে গেছে যাবতীয় রঙ
কপালের সেই প্রিয় টিপ ঝরে গেছে
রাজপথে; অন্ধ সময়ের নিঠুর ছোবলে।

আমাদের স্বপ্নগুলো আজ মাথা কোটে
হায়েনাদের রক্তাভ চোখে; আত্মহত্যার মানসে
নিদ্রাগুলো আজ শায়িত রেলের পাতে।

কবে যে আসবে মেট্রো আর বুলেট ট্রেন
যাত্রী হয়ে হাওয়া খেতে যাবে আমাদের ইচ্ছেরা;
বেঁচে থাকি তাই নিত্যনতুন শাণিত খোয়াবে।

পার হয়ে যায় প্রতিটি সকাল, দুপুর, রাত
আমরা আটকা পড়ে থাকি আমলাতন্ত্রের জালে
নিজেদের জাল বোনার এখতিয়ার আমাদের নেই।

কোন ভুলে বা দুর্ঘটনাক্রমে আমাদের ইতিহাসে
জমা পড়েছিল একটি বিজয়ের কাহিনি; তা ধুয়ে
খেতে খেতে কবেই ফেলেছি তুলে তার ছালবাকল।

আসলে আমরা কেউ নই। আমরা বলতে নেই
কারও অস্তিত্ব; আসছে দিনে এমন কোনও শব্দ
থাকবে না অভিধানে; থেকে যাবে যুগে যুগে তার পরিবার।

১.১.২০২০
কারবালা।


মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ৯:০৬

সাইন বোর্ড বলেছেন: খুব ঠান্ডা একটা দ্রোহ আছে কবিতায়, ভাল লাগল পড়ে ।

২| ০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ৯:১২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: হুম। ধন্যবাদ। কী আর করার আছে। জোর গলায় বলার দিন হয়তো আর ফিতে পাবো না।৷

ভালো থাকুন সব সময়।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ ভোর ৬:২৪

এস এ মেহেদী বলেছেন: জুলিয়ান ভাই, কেমন আছেন?
অনেকদিন পরে আপনার লেখা পড়লাম।
সেই কবে প্রথমআলোব্লগেে পড়তাম।

০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:০৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ভালো আছি। আপনি?
সামুতে জয়েন করে ভালো করেছেন। খুব ধীরে হলেও ব্লগিঙের পরিবেশটা ফিরে আসছে।
আশা করি এখানেও নিয়মিত হবেন।

ভালো থাকবেন সব সময়।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: ভালো লাগলো।

০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:০৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: রাজীব নুর আপনাকে ধন্যবাদ।
ভালো থাকবেন সব সময়।

৫| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৬

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:০৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.