নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাইয়ের নেই আগুনের ভয়

জুলিয়ান সিদ্দিকী

জগতের সব কাজই আমি পারি না। অনেক কাজে অলস হলেও লিখতে কখনও ক্লান্তি বোধ করি না। এতে করে আমার সময়গুলো ভালো কাটে।

জুলিয়ান সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

বৃদ্ধকাল

২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:৩১





বুড়োরা স্মৃতিকাতর, তাই শ্রোতা তার আরেক অবলম্বন
নৈষঙ্গ্য যাকে দেখায় বারংবার যমের মহল
মনে পড়ে শৈশবে ফেলে আসা কু-ঝিক-ঝিক
বিস্ময় মাখা রেলগাড়ি ঝমাঝম শব্দে ধেয়ে আসা
কানে বাজে অহোরহো ইস্রাফিলের বাঁশরি;
প্রতারিত হৃদপিণ্ডে খোঁচা মেরে মাঝে মাঝে
সতর্ক করে যায় মৃত্যু দূত; বলে যায় অবচেতনে
'তৈরি থেকো বাছাধন, চলে আসতে পারি যখন-তখন।'
তাই বুঝি তাকে তাড়া করে ফেরে
চাকভাঙা মৌমাছির মিহি গুঞ্জরন;
বৃদ্ধ শ্রোতা খোঁজে অস্থির চোখে
কথারা মাদল বাজায় তার দু ঠোঁটের পাপড়িতে
ভেবে নেয় দূরের মানুষেরা, 'বড্ড বকে বুড়োটা!'
এড়িয়ে চলে তার নিকট জনও।
ধূসর প্রকৃতি তার একমাত্র শ্রোতা;
অথচ একদিন তারও ছিল শৈশব, দুরন্ত কৈশোর
বুক থরথর রাত্রিদিনে উন্মাতাল যৌবন।

৮.১.২০২০
কারবালা।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:৫০

চাঁদগাজী বলেছেন:



ছবিটা কার, কোথায়?

আপনার যত লেখা দেখি, শুধু মনে পড়ে মানসাংক ( বানান সমস্যা আছে? )।

২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ছবির বুড়োটা আমি।
মানসাংক আপনাকে পাঠের মুগ্ধতা ও তৃপ্তি দিতে পেরেছিল বলেই হয়তো এমন।

২| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:৫১

চাঁদগাজী বলেছেন:


এই ২০২০তে কারবালা শহরে কেন?

২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ওখানে কাজ করতাম। তা ছাড়া দেশটা একটা ট্রানজিট পয়েন্টের মতো। এখান থেকে অন্য দেশ চলে যাওয়ার সুযোগ আছ। আমি তা পারি নাই।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহারে আহারে জীবন
চুপচাপ ক্ষয়ে যায় :(

সুন্দর হয়েছে

২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ছবি, এইটা কী কইলেন? আমার ক্ষয়ে যাওয়াটা চুপচাপ না, সরব। র‍্যাঁদা ঘষে কাষ্ঠখণ্ড মসৃন করার মতো। :P

৪| ২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৫

মেহেদি_হাসান. বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন স্যার।

১১ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৩২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ মেহেদি_হাসান।

ভাল থাকুন সব সময়।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৫

নেওয়াজ আলি বলেছেন: নিখুঁত বিন্যাস

১১ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৩৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: @নেওয়াজ আলি

ধন্যবাদ। ভাল থাকুন সব সময়।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

১১ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৩৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ রাজীব নূর। ভাল থাকুন সব সময়।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: ছবি উপরে দিবেন।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৪

শায়মা বলেছেন: বৃদ্ধকালের অর্জনও কি অনেক না ভাইয়া?

১১ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৩৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ শায়মা।
হ্যাঁ, যা বললেন। অর্জনটা মাইনাসের দিকেই বেশি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.