নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংগ্রামী দেশপ্রেমিক

জুলকার নাইন

আইনজীবী

জুলকার নাইন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ সরকারের যোদ্‌ধা অপরাধী বিচারিক নীতি

০৩ রা জুন, ২০১৪ রাত ৮:৪২

স্বাধীনতার ৪৩ বছর পর কেন যুদধাঅপরাধিদের বিচারিক গতি কমে গেল । আমি আজ গতি কমার পেছনের সম্ভব্য কারণ বলছি ।এটা শুধু আমার মতামত। বরতমান বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিসয় হল বিরোধী দল বিহীন জাতীয় সংসদ।যেটা জনগনের মুখে বহুল উচ্চারিত শব্দ ।কিনতু সংসদই বা কেমন করে বিরোধি দল বিহিন হয়?সেটাও বড় প্রশন আসলে ১০তম জাতিয় নির্বাচনে বিএন পি অংশ না নিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছিল ।কিনতু বি এন পি সেটা করতে পারেনাই।কিনতু তাই বলে কি সরকার সফল, না সরকার সফল নয় ।কারন সরকার জাতীয় পারটি থেকে মন্এী নিয়োগ দিয়ে সংসদকে করেছে বিতরকিত এবং সমালোচিত করেছে। সেই সমালোচনা থেকে সরকার আজও বেরিয়ে আসতে পারেনি। আবার সাংবিধানিক ভাবে বরোধী হিসাবে জাতীয় পা্রটিও যথাযথ ভাবে সরকারকে সমালোচনা করতে পারছেনা মন্এীও হারাবার ভয়ে এটাও ভূলকথা নয় ।হোক সেটা সাংবিধানিক বা অসাংবিধানিক ।আর তার ই ধারাবাহিকতায় বি এন পি নিজেদেরকে বিরোধী দল ভেবে নানা ভাবে সরকারের সমালোচনা করে চলেছে।এদিকে অনেক বিদেশি রাষ্ট্র বি এন পিকে এখনও বিরোধি দল হিসাবে গন্য করে ।এদিক থেকে বি এন পি এগিয়ে ,আবার বি এন পি মনে প্রানে চায় এই সরকরের পতন হোক ।সব কিছু মিলায়ে BNP দেশকে অসথিতিশীল করতে চায় তা সবাই জানে।আর একারনেই সরকার জামায়াত নেতা আল্লামা সাইদিকে ফাঁসি দিয়ে দেশকে অস্থিতীশিল করে BNPর সারথ এগিয়ে দিতে চায় না ।কারন BNP বাংলাদেশের সবচেয়ে ভিতু ও দূরবল রাজনৈতিক দল তাদের পক্ষে কখোনই আনদোলোন করে সরকারের পতন ঘটানো সম্ভব নয় ।যেটা অনেক আংশে জামায়াত শিবির দ্বারা সম্ভব আর একারনেই ,জামায়াত শিবির কে শান্ত রাখা সরকারের জন্য গুরূ দায়িত্য। শুধুমাএ সরকারের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ,দেশে শান্তি শৃংখলা স্থিতিশিল পরযায়ে রাখার জন্য যুদ্ধাঅপরাধীদের বিচার প্রকিয়া বিলমবিত করছে সরকার ।যেটা সরকারকে বিতরকিত করলেও দেশের সথিতি বজায় রাখতে ভূমিকা রাখছে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.