![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে করুন কোন একজন ব্যাক্তি রাস্তা দিয়ে হাঁটা শুরু করল অজানাকে জানার উদ্দেশ্য , পথ চলতে চলতে অনেক পথ অতিক্রম করলেও জানার মত কিছুই বা বুঝার মত কোন কিছুই আবিস্কার করতে পারলেন না,কিন্তু তাতে হতাশাগ্রস্থ না হয়ে তিনি অবলিলাক্রমে হঁটে চলেছেন। হঠাত তিনি দেখলেন সামনে কিছু লোক জড়োহয়ে কি যেন গবেষনা করছে। তিনি ভাবলেন বিশ্বরোডের মাঝখানে এত লোক কেন? বোধহয় কোন দুরঘটনা ঘটছে ,তদেরকে সাহায্য করতে হবে এইভেবে লোকটি এগিয়ে গেল ,গিয়ে দেখে তিনি যা ভাবছে এতখন, ঘটনা তার ঠিক উলঠা ।আসলে সেখানে কোন দুরঘটনা ঘটেনাই। এখন প্রশ্ন হল তাহলে ওখানে রাস্তার মাঝে এত লোকজন কেন ? তারা ওখনে কি করছে? বিশ্বয় হল ঐ জায়গায় পাকা রাস্তার মাঝখান দিয়ে পানি উঠতে দেখা যাচ্ছে ।এখন জনগনের একটাই প্রশ্ন এই পানি আসছে কিভাবে ?এখানেতো পানি আসা সম্ভব নয়।আশে পাশে কোন খাল বিল নদী নালা হাওর বাওর কিছুই নেই আকাশে মেঘও নেই বৃষ্টিও হয়নি।তাহলে এই পানি কোথাথেকে আসছে?ইতি মধ্যে অনেকেই অলৈকিক কিছু ভেবে বোতল জাতকরণ শুরু করেছে ।কেউবা আবার গঙগার পানি অলৈকিক ভাবে পাপ মোচন ও রোগমুক্ত করতে এখানে এসেছে এই ভেবে পুজা করা শুরু করেছে।আবার কেউ কেউ মাজার বানানোর পরিক্লপনা করছে। এসব নিত্য নতুন ভবনা নিয়ে সেখানকার মানুষ ব্যস্ত। মজার ব্যপার হল সেখান কার অধিকাংশ ব্যক্তিই ছিল অশিক্ষিত ।যার ফলে তারা আসল ঘটনা উদঘাটন না করে পরিক্লপনা নিয়ে ব্যস্ত।এমন সময় জ্ঞানপিপাসু এই ব্যক্তি বলে উঠল আপনারা যা ভাবছেন তার সবটুকুই ভূল আপনাদের কোন কোন ধারনাই সঠিক নয় ।এখানে আপনারা যে পানি দেখতে পাচ্ছেন ,সে পানি আসলে গঙগার বা অলৈকিক কোন টাইনয় । এই পানির উৎস হল রাস্তার পাশের এই খেজুর গাছ ।সবাই বলে উঠল খেজুর গাছ এখানে পানি দেবে কেমনে ।লোকটি বোল্ল দেখেন এই এই গাছের ৮ থেকে ১০ টা শিকড়ের মাথা প্যঁচানো অবস্থায় রাস্তা মাঝখানে পিয়াজমাটির নিচে এসে শেষ হয় কিন্তু কোন এক সময় কোন বোঝাই করা ট্রাক হারড ব্রেক করায় রাস্তার পাকা অংশ উঠে যায় সেই সঙ্গে ঐ প্যঁচানো শিকড়ের মাথা ছিরে যায়,যার ফলে ঐ শিকর থেকে যে পানি নিঃশরন হচ্ছে সেই পানি রাস্তার মাঝখানে দেখা যাচ্ছে ।তার পর সবাই ভূল বুঝতে পেরে স্থান প্রস্থান করল। এই ঘটনাটি গল্প কথকের অজানা ছিল ।কিন্তু জানার প্রচেষ্টাই তাকে জানতে সাহায্য করেছে।
©somewhere in net ltd.