![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অধ্যাপক এবং এডভোকেট। আইন, শিক্ষা এবং রাজনৈতিক বিষয়ে পড়তে, জানতে ও লিখতে এবং অন্যের সাথে শেয়ার করতে ভালোলাগে।
আমরা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পরিবারের পক্ষ থেকে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, এক শ্রেনীর অসৎ লোক ধর্মপ্রান মুসলমানদেরকে বিভ্রান্ত করার লক্ষ্যে সোশাল মিডিয়ায় মাওলানা সাঈদীর কন্ঠ নকল করে বিকৃত ও নোংরা জিনিস ছড়িয়ে দিচ্ছে। অত্যাধুনিক মিডিয়া প্রযুক্তি দিয়ে মাওলানা সাঈদীর কন্ঠ বানিয়ে সোশাল মিডিয়ায় মিথ্যাচার করা হচ্ছে তার চরিত্র হননের উদ্দেশ্যে। যারা মাওলানা সাঈদীর কন্ঠের সাথে পরিচিত তাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে, এটি মাওলানা সাঈদীর কন্ঠের নকল এবং এটি জঘন্য ও প্রতিহিংসামূলক একটি মিথ্যাচার।
বিগত পঞ্চাশ বছরেরও বেশী সময় ধরে মাওলানা সাঈদী বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কোরআনুল কারীমের তাফসীর করে আসছেন। বাংলাদেশের এমন কোন জেলা উপজেলা নেই যেখানে মাওলানা সাঈদীর তাফসীর মাহফিল হয়নি। তার পরিচ্ছন্ন আখলাক, ব্যক্তিগত ও পারিবারিক জীবন সারা দেশের কোটি কোটি মানুষের কাছে দিনে আলোর মতোই পরিস্কার। যাঁর হাতের মুঠোয় আমাদের জীবন, সেই মহান আল্লাহপাকের নামে আমরা তার পরিবারের সদস্যরা স্বাক্ষ্য দিচ্ছি যে, মাওলানা সাঈদী তার জীবনের প্রতিটি মুহুর্তকে কোরআনের রঙে সাজানোর চেষ্টা করেছেন এবং তারই আলোকে আমরা তাকে তার ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবন পরিচালিত হতে দেখেছি। আমরা মনে করি, মাওলানা সাঈদীর আকাশচুম্বী জনপ্রিয়তাই তার জন্য কাল হয়ে দাড়িয়েছে। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই ষড়যন্ত্রকারীরা তার বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে এহেন জঘন্য মিথ্যাচার করছে।
মানুষের কণ্ঠ যে পুরুষ থেকে মেয়ে বা উল্টোভাবে মেয়ে থেকে পুরুষ কিংবা নিজের কণ্ঠটি জনপ্রিয় কারো মতো হুবহু নকল করা যে সম্ভব তারই অত্যাধুনিক প্রমাণ হচ্ছে কম্পিউটার টেকনোলজিতে ব্যবহƒত ভয়েজ চেঞ্জার সফটওয়্যার বা ক্লোন ভয়েজ সফটওয়্যার। এতে ডিজিটাল বিশ্বে নিজের কণ্ঠটিও যদি কোথাও অবিশ্বাস্যভাবে শোনা যায়, তাতেও বিস্ময়ের কিছু নেই। এটিকে ভয়েজ এনহেন্সারও বলে। শুধু কণ্ঠ নকল করাই নয়, বরং কণ্ঠকে পুরোপুরি ভিন্নতাও এনে দিতে সক্ষম এই সফটওয়্যার। কণ্ঠের টোন বা পিচ অথবা ব্যবহারকারীর কণ্ঠ পাল্টাতে অথবা এগুলোকে একীভূত করতে সক্ষম কম্পিউটার প্রযুক্তির এই সফটওয়্যার। সঙ্গীত জগতে ব্যবহƒত ‘কাজু’ বা ‘ডিডজেরিডু’ যন্ত্রের ব্যবহার যেমনটা সঙ্গীতে অভাবনীয় পরিবর্তন এনে দেয়, তেমনটাই হচ্ছে এই সফটওয়্যার এর কাজ। ঠিক এই পদ্ধতি অবলম্বন করেই মাওলানা সাঈদীর কন্ঠকে ব্যবহার করে ষড়যন্ত্রকারীরা অশ্লিল কিছু অডিও ইন্টারনেটে ছেড়ে দেশবাসিকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।
বর্তমান সরকার মিথ্যা মামলা দিয়ে মাওলানা সাঈদীর চরিত্র হনন ও তাকে ফাঁসি দেয়ার যে পরিকল্পনা হাতে নিয়েছিল তা ট্রাইব্যুনালের বিচারপতি নিজামুল হক নাসিম ও ব্রাসেলস প্রবাসী আহমেদ জিয়াউদ্দিন এর স্কাইপি কথোপকথন ও তাদের ই-মেইল বিশ্ববাসির সামনে ফাঁস এবং তাদের ষড়যন্ত্র ভেস্তে যাওয়ায় ষড়যন্ত্রকারীরা মাওলানা সাঈদীর চরিত্র হনন করার জন্য মানসিক রোগীর মতোই বিকৃত আচরন করছে। এ ধরনের বিকৃত প্রচারনা তাদের ষড়যন্ত্রেরই অংশ বলে আমরা মনে করি। আমরা সকলকে মাওলানা সাঈদীকে নিয়ে যে কোন ধরনের বিভ্রান্তমুলক প্রচারনা সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ করছি।
বেগম সালেহা সাঈদী
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯
জুলকারনাইনসাবাহ বলেছেন: অডিওতে ঝগড়াটে মহিলার চরিত্রে অভিনেত্রী মহিলা যার মা --সেই শুধু বিশ্বাস করবে ওই মিথ্যাচার, সাঈদীর আসল স্ত্রীর প্রতিবাদের পরও?
২| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭
লিঙ্কনহুসাইন বলেছেন: আপনি এই নিউজ কৈ পাইলেন ? নাকি আপনি নিজেই বেগম সালেহা সাঈদী , এতো বড় মেশিন বন্ধ থাকলে তো যং ধরবে
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২
জুলকারনাইনসাবাহ বলেছেন: আপনার এতো গরজ থাকলে সাঈদীর পরিবারের সাথে যোগাযোগ করে সত্যতা যাচাই করুন।
তাদের এতো ঠেকা নাই কিছু দুরাচারের এমন অশ্লীল প্রচারণার প্রতিবাদে অডিও দেয়ার? আর সাঈদীর স্ত্রীর কন্ঠ যাচাই করতে চাইলে তার সাথেই কথা বলুন যে, তিনি কতো শিক্ষিত আর ভদ্র!
৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭
টাইম পাস বলেছেন: কথা গুলা অডিও আকারে দিলে ভালো হত আমরা প্রমান করতাম আসল কণ্ঠ না নকল কণ্ঠ।
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩
জুলকারনাইনসাবাহ বলেছেন: আপনার এতো গরজ থাকলে সাঈদীর পরিবারের সাথে যোগাযোগ করে সত্যতা যাচাই করুন।
তাদের এতো ঠেকা নাই কিছু দুরাচারের এমন অশ্লীল প্রচারণার প্রতিবাদে অডিও দেয়ার? আর সাঈদীর স্ত্রীর কন্ঠ যাচাই করতে চাইলে তার সাথেই কথা বলুন যে, তিনি কতো শিক্ষিত আর ভদ্র!
৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮
টাইম পাস বলেছেন:
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০০
জুলকারনাইনসাবাহ বলেছেন: বেআক্কেল আরকি??
৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১
েজােজা13 বলেছেন: loitta fish is good. machine chalay. current ba oil lageta ai machin a, loitta fish hoilei machin chole
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২২
জুলকারনাইনসাবাহ বলেছেন: পাগলের প্রলাপ
৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২
ফাগুল বলেছেন: আপ্নের লগে মেডাম সাইদির দেখা হইলো কেমনে...ইয়ে মানে মেডাম কি পর্দার আড়ালে থাইকা কুনু চ্যানেলে সাক্ষাৎকার দিতে পারে? তৈলে আম জনতা মেডামের কন্ঠ থেইকা অডিও ফেক না নন ফেক এডা বুঝতে পার্তো আর কি...
মেশিন দিয়া এর ওর গলা নকল করা গেলে তো ধইণ্চা হৃদয় খান অখন আর ডি বর্মনের গলায় গান গাইতো... সেডি তো পারে না...ভাইজান মিক্সার মেশিন নিয়া কাম কর্ছেন কয়দিন, ভালো দেইখা একজন সাউন্ড ইজিনিয়ার রে দিয়া কারো গলা নকল করায় দেখান তো, টেকাটুকা লাগলে আমি দিলাম
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮
জুলকারনাইনসাবাহ বলেছেন: এতো ফাউল বকেন কেনো? সাঈদীর পরিবার ঢাকায় থাকে--যান না যাচাই করতে? কোন ভদ্রলোক এ নিয়ে বাড়াবাড়ি করবেনা আপনাদের মতো? এটা সত্য হলে প্রিন্ট মিডিয়া কি বসে থাকতো!! বিচারপতির ক্ষেত্রে কি প্রিন্ট মিদিয়া এগিয়ে আসেনি?? এবার কেন আসছেনা, কারন এটা ভূয়া তাই>>
আপনার এতো গরজ থাকলে সাঈদীর পরিবারের সাথে যোগাযোগ করে সত্যতা যাচাই করুন।
তাদের বা তার স্ত্রীর এতো ঠেকা নাই কিছু দুরাচারের এমন অশ্লীল প্রচারণার প্রতিবাদে অডিও দেয়ার?
আর সাঈদীর স্ত্রীর কন্ঠ যাচাই করতে চাইলে তার সাথেই সরাসরি কথা বলুন যে, তিনি কতো শিক্ষিত আর ভদ্র!
৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩
ফাগুল বলেছেন: ইয়ে মানে সাঈদী তো লেখাপড়া তেমন কিছু করে নাই, এতো উচ্চ শিক্ষিত বউ পাইলো কেমনে???
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০
জুলকারনাইনসাবাহ বলেছেন: তুমি ছাগল বলে পাগলের প্রলাপ বকছো সাঈদীর শিক্ষা নিয়ে, লোক হাসিওনা বেকুব?
৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪
কলাবাগান১ বলেছেন: আজ ব্যারিস্টার রাজ্জাকের সাথে যে অডিও বের হয়েছে তা নিয়ে কি বলেন
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪
জুলকারনাইনসাবাহ বলেছেন: আপনি ভালো করে আর বারবার অডিও শুনে পুরুষের সাথে সাঈদীর আলাপ এবং নারীদের সাথে কথিত সাঈদীর আলাপের কন্ঠ পরীক্ষা করে দেখুন দুই সাঈদী কতো আলাদা কন্ঠের অধিকারী।
পুরুষের সাথে আলাপের কন্ঠ কত উচ্চ এবং স্পষ্ট ও বলিষ্ঠ কিন্তু নারীদের সাথে আলাপের স্বর ও আওয়াজ কতো অস্পষ্ট।
বারবার শুনে মিলিয়ে দেখুন, যে নারী কন্ঠের সাথে সাঈদী নয় অন্য কোন কণ্ঠের লোকটা একটা বদমাশ।
আর অডিওগুলোতে কতো সম্পাদনা হয়েছে--যে, মাঝে মাঝে লিখে দেয়া হয়েছে--এটির স্রষ্টার বিভিন্ন জোক্স বা ফাজলামী নোট।
৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬
শহীদুল্লাহ খান বলেছেন: ভয়েস চেন্জ সফট ও ক্লোন ভয়েস সফট গুলোর কাজগুলো একটু খেয়াল করলেই বুঝা যায়। যদি মাথায় এগুলোর জ্ঞান কিছুটা হলেও থাকে। তাছাড়া বেকগ্রাউন্ড ভয়েস একটি মেজর ফেক্ট হিসেবে থেকেই যায়।
সাইদীর অডিওটা এ ধরনের সফটওয়্যার দিয়ে করা হয়নি।
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬
জুলকারনাইনসাবাহ বলেছেন: প্রমানের দায়িত্ব তার যে এগুলো বানিয়েছে কিন্তু প্রিন্ট মিডিয়ায় গেলাতে না পেরে ব্লগের কিছু মোটাবুদ্ধির লোকদের গেলাতে পেরেছে মাত্র?
আর সরকারের কাছে নিশ্চিয় এসব দেয়া হয়েছে যাতে আদালতে সাঈদেকে দুশ্চরিত্র প্রমান করা যায়।
আর সাঈদীর পরিবার তো কারো বিরুদ্ধে মানহানীর মামলাও করতে পারছেনা নাম-পরিচয় ঠিকানা গোপনকারী শয়তানদের বিরুদ্ধেও। আসুন আপনারাই সাহায্য করুন প্রামান্য দলিল দিয়ে।
১০| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬
ফাগুল বলেছেন: শোনেন আকাম করছে দেউল্লা, একাত্তরের আগে এমনিতেই তার বিভিন্ন পাড়ায় বিশেষ চুলকানীর বটিকা বেচার ইতিহাস। এখন তারে কিংবা তার গেলমানদেরই প্রমান করতে হইবো অডিও ফেক।
আপনের তো দেখি অডিও মিক্সার, এনহেন্সার নিয়া বেপক গিয়ান, এট্টু পুরুভ কইরা দেখান তো এতোগুলান কন্ঠ কেমনে নকল করা যায়।
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫
জুলকারনাইনসাবাহ বলেছেন: প্রমানের দায়িত্ব তার যে এগুলো বানিয়েছে কিন্তু প্রিন্ট মিডিয়ায় গেলাতে না পেরে ব্লগের কিছু মোটাবুদ্ধির লোকদের গেলাতে পেরেছে মাত্র?
আর সরকারের কাছে নিশ্চিয় এসব দেয়া হয়েছে যাতে আদালতে সাঈদেকে দুশ্চরিত্র প্রমান করা যায়।
আর সাঈদীর পরিবার তো কারো বিরুদ্ধে মানহানীর মামলাও করতে পারছেনা নাম-পরিচয় ঠিকানা গোপনকারী শয়তানদের বিরুদ্ধেও। আসুন আপনারাই সাহায্য করুন প্রামান্য দলিল দিয়ে।
১১| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮
ফাগুল বলেছেন: কলাবাগান১ বলেছেন: আজ ব্যারিস্টার রাজ্জাকের সাথে যে অডিও বের হয়েছে তা নিয়ে কি বলেন
জুলকারনাইনসাবাহ অধ্যাপক এবং এডভোকেট।
ভাইয়ের তো রাজ্জাক সাবের গলা আরও ভালো বোঝার কথা
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
জুলকারনাইনসাবাহ বলেছেন: আপনি ভালো করে আর বারবার অডিও শুনে পুরুষের সাথে সাঈদীর আলাপ এবং নারীদের সাথে কথিত সাঈদীর আলাপের কন্ঠ পরীক্ষা করে দেখুন দুই সাঈদী কতো আলাদা কন্ঠের অধিকারী।
পুরুষের সাথে আলাপের কন্ঠ কত উচ্চ এবং স্পষ্ট ও বলিষ্ঠ কিন্তু নারীদের সাথে আলাপের স্বর ও আওয়াজ কতো অস্পষ্ট।
বারবার শুনে মিলিয়ে দেখুন, যে নারী কন্ঠের সাথে সাঈদী নয় অন্য কোন কণ্ঠের লোকটা একটা বদমাশ।
আর অডিওগুলোতে কতো সম্পাদনা হয়েছে--যে, মাঝে মাঝে লিখে দেয়া হয়েছে--এটির স্রষ্টার বিভিন্ন জোক্স বা ফাজলামী নোট।
১২| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯
লিঙ্কনহুসাইন বলেছেন: জুলকারনাইনসাবাহ সাথে বেগম সালেহা সাঈদী একান্ত সাক্ষাৎকার
আর কি কি কথা হলো ?
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭
জুলকারনাইনসাবাহ বলেছেন: প্রমানের দায়িত্ব তার যে এগুলো বানিয়েছে কিন্তু প্রিন্ট মিডিয়ায় গেলাতে না পেরে ব্লগের কিছু মোটাবুদ্ধির লোকদের গেলাতে পেরেছে মাত্র?
আর সরকারের কাছে নিশ্চিয় এসব দেয়া হয়েছে যাতে আদালতে সাঈদেকে দুশ্চরিত্র প্রমান করা যায়।
আর সাঈদীর পরিবার তো কারো বিরুদ্ধে মানহানীর মামলাও করতে পারছেনা নাম-পরিচয় ঠিকানা গোপনকারী শয়তানদের বিরুদ্ধেও। আসুন আপনারাই সাহায্য করুন প্রামান্য দলিল দিয়ে।
১৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১
শার্ক বলেছেন: But what is the source of the audio? Did you ask the question yourself. Who recorded this and how?
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭
জুলকারনাইনসাবাহ বলেছেন: ধন্যবাদ
১৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২
ভেজাল* বলেছেন: ekta sadharon jukti....ei hot cake eto din keno elona? ram chagolera timing vul korche...
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২১
জুলকারনাইনসাবাহ বলেছেন: ধন্যবাদ
১৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮
উস্তার বলেছেন: ঘটনা যদি সত্য হয় তাহলে প্রিন্ট মিডিয়া এগিয়ে আসলো না কেন।তার মানে মিডয়া তার সত্যতা খুজে পায় নাই।
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০
জুলকারনাইনসাবাহ বলেছেন: ঠিক বলেছেন
১৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫
ফাগুল বলেছেন: ভাইজান বুঝা যাইতাছে আপ্নে সাইদীর বউ এর লগে কথা বলছেন (!) আর আম্রা বলি নাই তাই আপনে এইখানে আমাগো অবিশ্বাসী বলছেন।
আইচ্ছা এবার রাজ্জাক মামুর গলা আমরা টিভিত হুনছি আর আপ্নে তো নিজেই উকিল (রাজ্জাক/তাজুল টিমের নাকি কিডা জানে)... এলা রাজ্জাক সাবের অডিও টেপ নিয়া কিছু বলেন তো...
আর উকিল মানুষ আজেবাজে কথা বলে পিছলান কেন? আমি বললাম সাউন্ড মিক্সার দিয়া এমন একটা সম্পুর্ন ফোনালাপ বানানো অসম্ভব, এখন আপনে যদি সাইদীর পুত্র রফিক সাঈদী না হন তৈলে প্রমান দেন আপনেরটা ঠিক আর আমার কথা বেঠিক...
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯
জুলকারনাইনসাবাহ বলেছেন: আপনি ভালো করে আর বারবার অডিও শুনে পুরুষের সাথে সাঈদীর আলাপ এবং নারীদের সাথে কথিত সাঈদীর আলাপের কন্ঠ পরীক্ষা করে দেখুন দুই সাঈদী কতো আলাদা কন্ঠের অধিকারী।
পুরুষের সাথে আলাপের কন্ঠ কত উচ্চ এবং স্পষ্ট ও বলিষ্ঠ কিন্তু নারীদের সাথে আলাপের স্বর ও আওয়াজ কতো অস্পষ্ট।
বারবার শুনে মিলিয়ে দেখুন, যে নারী কন্ঠের সাথে সাঈদী নয় অন্য কোন কণ্ঠের লোকটা একটা বদমাশ।
আর অডিওগুলোতে কতো সম্পাদনা হয়েছে--যে, মাঝে মাঝে লিখে দেয়া হয়েছে--এটির স্রষ্টার বিভিন্ন জোক্স বা ফাজলামী নোট।
১৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
বাবু বিসি বলেছেন: meshin cholbe. ha ha ha
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯
জুলকারনাইনসাবাহ বলেছেন: কার সাথে চলবে মেশিন আপনার সাথে নাকি আপনার সেই অভিনেত্রী মা'র সাথে যে কথিত সাঈদীর সাথে আলাপ করছে??
১৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২২
দেখি তো পারি কিনা..... বলেছেন: লেখক বলেছেন: আপনি ভালো করে আর বারবার অডিও শুনে পুরুষের সাথে সাঈদীর আলাপ এবং নারীদের সাথে কথিত সাঈদীর আলাপের কন্ঠ পরীক্ষা করে দেখুন দুই সাঈদী কতো আলাদা কন্ঠের অধিকারী।
পুরুষের সাথে আলাপের কন্ঠ কত উচ্চ এবং স্পষ্ট ও বলিষ্ঠ কিন্তু নারীদের সাথে আলাপের স্বর ও আওয়াজ কতো অস্পষ্ট।
বারবার শুনে মিলিয়ে দেখুন, যে নারী কন্ঠের সাথে সাঈদী নয় অন্য কোন কণ্ঠের লোকটা একটা বদমাশ।
আর অডিওগুলোতে কতো সম্পাদনা হয়েছে--যে, মাঝে মাঝে লিখে দেয়া হয়েছে--এটির স্রষ্টার বিভিন্ন জোক্স বা ফাজলামী নোট।
এই বিষয়টা আমি ও লক্ষ করেছি। একটু ভালো ভাবে শুনলেই কথার তারতম্য বুঝা যায়। আল্লাহর কাছে এর বিচার সর্মপন করলাম। যে এই ঘৃনিত কাজ টি করেছে আল্লাহ তাকে এমন শিক্ষা দিক, যাকে দেখে মানুষ ভুলে ও যেন এই ঘৃনিত কাজ না করে।
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
জুলকারনাইনসাবাহ বলেছেন: ধন্যবাদ
১৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪
শহীদুল্লাহ খান বলেছেন: লেখক আপনাকে পরামর্শ দিচ্ছি, সত্য উপলব্ধি করতে শিখুন। আরেকজনের কারনে নিজের সম্মান নস্ট করবেন না। সাইদীর অডিওগুলো কোন সফটওয়্যার দিয়ে এডিট করা হয়নি, আপনি শিওর থাকতে পারেন।
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০
জুলকারনাইনসাবাহ বলেছেন: জবাব দিন সরকারের পক্ষে এমন কঠিন প্রমান এতওদিন কেনো মিডিয়ায় এলোনা বা প্রিন্ট মিডিয়া কেনো বিশ্বাস করে কেউ ছাপলোনা ভাই? আর এতোদিন পর এটম পুরোনো অডিও কেনো এল-তাও আবার বিচারক নিজামুলকে বাচাতে বা ব্যালান্স করতে!!!
আর সরকারও বা কেন আইসিটিতে বা আদালতে এসব প্রমান নিয়ে কথা বলছেনা--সরকারো কেন বিশ্বাস করলো ভাই??
আর সাঈদীর স্ত্রীর প্রতিবাদের পর তা কি ধোপে টেকে আইনত?
২০| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
প্রগতিশীল ইকবাল বলেছেন: উস্তার বলেছেন: ঘটনা যদি সত্য হয় তাহলে প্রিন্ট মিডিয়া এগিয়ে আসলো না কেন।তার মানে মিডয়া তার সত্যতা খুজে পায় নাই।
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪
জুলকারনাইনসাবাহ বলেছেন: ধন্যবাদ
২১| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
দেশপ্রেমিক পোলা বলেছেন: আমরা যে কত খারাপ। সবাই মনে জানি আসল সত্য কিন্তু মুখে বলি অন্যটা। মানুষকে বিপদে ফেলতে পারলেই আমরা সবচেয়ে মজা পাই। মানুষকে পঁচাতে আমাদের অনেক ভাল লাগে। কারণ আমরা যে পঁচা।
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩
জুলকারনাইনসাবাহ বলেছেন: ধন্যবাদ
২২| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩
সবখানে সবাই আছে বলেছেন: ভাই কবে কোন ফোনসেক্স, প্রভার ভিডিও প্রিন্ট মিডিয়ায় আসছে??? এমন একটা কথা বললেন যেন, এই ফোনসেক্স প্রথম আলো তাদের অনলাইনে ছাপাবে। বালসাল যুক্তি নিজেরে বোঝান। আপনার কি ধারনা প্রভার ভিডিও প্রিন্ট মিডিয়ায় আসছিল, সংবাদ পত্রে আসছিল????
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২
জুলকারনাইনসাবাহ বলেছেন: নিজেকে কি পণ্ডিত মনে হয় আপনার? আরে যে চোর এটা বানিয়েছে তার পরিচয় এবং প্রাপ্তির উৎসসহ প্রিন্ট মিডিয়ায় প্রমান চাই, যা যাচাই বাছাই করা সম্ভব হবে?
তা দিতে আপনার ভয় কেনো বর্ণ টু ডেয়ারের ভীতুর ডিমরা!!
২৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩
চলতি নিয়ম বলেছেন: টাইম পাস বলেছেন: কথা গুলা অডিও আকারে দিলে ভালো হত আমরা প্রমান করতাম আসল কণ্ঠ না নকল কণ্ঠ।
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫
জুলকারনাইনসাবাহ বলেছেন: সশ্লিষ্টনারী বা সাঈদীর স্ত্রীর প্রতিবাদই কি প্রমান নয় যে, তিনি সাঈদীর সাথে এভাবে ঝগড়া করেন নি?
২৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪
আহসান২০২০ বলেছেন: সাইদীর অডিওতে কথার সাথে পরবর্তী কথার কোন মিল খুজে পাইনি। আমার কাছে এটা কাটা ছেড়া অডিও জোড়া লাগানো মনে হয়েছে। আমার এক কাজিনের কাছে কিছু অডিও ছিল মোবাইল ফোনে সেভ করা। যা রান করে অন্য কোন মোবাইল থেকে কাউকে ফোন দিলে অপর প্রান্তে ফোন রিসিভ করে রান করা অডিও এর জবাব দিয়ে যেতো। কিন্তু বুঝতে পারতো না যে এটা একটা মডিউল, আর স্থানে স্থানে গ্যাপ আছে অপর পাশের বক্তব্য বলার। এটা দিয়ে রাতে ফোন দিয়ে অনেক মজা করেছি। এমনকি আমার মামাতো ভাইকে ফোন দিয়ে মেয়ের কথার জবাব রেকর্ড করে পরে তার বউকে শুনিয়েছি। তারপর সেই দুজনের সম্পর্ক নষ্ট হওয়ার উপক্রম হলে আমরা গিয়ে আসল ঘটনা খুলে বলেছি। এখানেও সেইরকম চিটিং হয়েছে। এবং সেটা অন্য কারও কন্ঠ। এটা যে প্রকাশ করেছে সে যদি ফোন কোম্পানীর লিখিত ডকুমেন্টসহ উপস্থাপন করতে পারে তাহলেই তো ল্যাঠা চুকে যায়।
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
জুলকারনাইনসাবাহ বলেছেন: কদম ঠিক বলেছেন
২৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫
নিয়েল ( হিমু ) বলেছেন: আপনেই মিসেস সাঈদি ??
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
জুলকারনাইনসাবাহ বলেছেন: আহসান২০২০ বলেছেন: সাইদীর অডিওতে কথার সাথে পরবর্তী কথার কোন মিল খুজে পাইনি। আমার কাছে এটা কাটা ছেড়া অডিও জোড়া লাগানো মনে হয়েছে। আমার এক কাজিনের কাছে কিছু অডিও ছিল মোবাইল ফোনে সেভ করা। যা রান করে অন্য কোন মোবাইল থেকে কাউকে ফোন দিলে অপর প্রান্তে ফোন রিসিভ করে রান করা অডিও এর জবাব দিয়ে যেতো। কিন্তু বুঝতে পারতো না যে এটা একটা মডিউল, আর স্থানে স্থানে গ্যাপ আছে অপর পাশের বক্তব্য বলার। এটা দিয়ে রাতে ফোন দিয়ে অনেক মজা করেছি। এমনকি আমার মামাতো ভাইকে ফোন দিয়ে মেয়ের কথার জবাব রেকর্ড করে পরে তার বউকে শুনিয়েছি। তারপর সেই দুজনের সম্পর্ক নষ্ট হওয়ার উপক্রম হলে আমরা গিয়ে আসল ঘটনা খুলে বলেছি। এখানেও সেইরকম চিটিং হয়েছে। এবং সেটা অন্য কারও কন্ঠ। এটা যে প্রকাশ করেছে সে যদি ফোন কোম্পানীর লিখিত ডকুমেন্টসহ উপস্থাপন করতে পারে তাহলেই তো ল্যাঠা চুকে যায়।
২৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
শয়তান ২০০০ বলেছেন: pagol chetlo kela. thandar karone na ki???
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
জুলকারনাইনসাবাহ বলেছেন: আহসান২০২০ বলেছেন: সাইদীর অডিওতে কথার সাথে পরবর্তী কথার কোন মিল খুজে পাইনি। আমার কাছে এটা কাটা ছেড়া অডিও জোড়া লাগানো মনে হয়েছে। আমার এক কাজিনের কাছে কিছু অডিও ছিল মোবাইল ফোনে সেভ করা। যা রান করে অন্য কোন মোবাইল থেকে কাউকে ফোন দিলে অপর প্রান্তে ফোন রিসিভ করে রান করা অডিও এর জবাব দিয়ে যেতো। কিন্তু বুঝতে পারতো না যে এটা একটা মডিউল, আর স্থানে স্থানে গ্যাপ আছে অপর পাশের বক্তব্য বলার। এটা দিয়ে রাতে ফোন দিয়ে অনেক মজা করেছি। এমনকি আমার মামাতো ভাইকে ফোন দিয়ে মেয়ের কথার জবাব রেকর্ড করে পরে তার বউকে শুনিয়েছি। তারপর সেই দুজনের সম্পর্ক নষ্ট হওয়ার উপক্রম হলে আমরা গিয়ে আসল ঘটনা খুলে বলেছি। এখানেও সেইরকম চিটিং হয়েছে। এবং সেটা অন্য কারও কন্ঠ। এটা যে প্রকাশ করেছে সে যদি ফোন কোম্পানীর লিখিত ডকুমেন্টসহ উপস্থাপন করতে পারে তাহলেই তো ল্যাঠা চুকে যায়।
২৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭
ফাগুল বলেছেন: পুরুষের সাথে আলাপের কন্ঠ কত উচ্চ এবং স্পষ্ট ও বলিষ্ঠ কিন্তু নারীদের সাথে আলাপের স্বর ও আওয়াজ কতো অস্পষ্ট।
জনাব কি বিবাহিত? ভাই আপনে মাঠে ময়দানে যেই গলায় কথা বলেন, আপনে আদালতে যেই স্বরে কথা বলেন বাসায় বিছনায় বউ এর সাথেও কি সেই গলায় কথা বলেন নাকি??? বিশেষ কোনো কাজের সময়ও কি একই কন্ঠে আওয়াজ তোলেন যেটা বিচারকের সামনে তোলেন??
হুজুরে করতাছে ফোন সেক্স, এটা কি উচ্চ স্বরে বলিষ্ঠ কন্ঠে তারস্বরে জানাবার জিনিস???? লজিক দেখাইলে দেখান তাই বইলা আজাইড়া তেনা পেচান কেনু????
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২
জুলকারনাইনসাবাহ বলেছেন: মিয়া, ফোনে কেমনে কথা বলেন যেখানে থাকেন কেন? সামনাসামনি কি ফোনে কথা বলে? তাইলে তো হেডফোন বা নেটওয়ার্ক সমস্যার অভিযোগ থাক্তোই না যদি আমরা নিজেরাই ফোনে ফিস্ফিসিয়ে কথা বলতে চাই!!!
২৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮
ফাগুল বলেছেন: নিয়েল ( হিমু ) বলেছেন: আপনেই মিসেস সাঈদি ??
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯
জুলকারনাইনসাবাহ বলেছেন: উল্লুক কোথাকার --লেখাপরা জানালোক নও মিয়া
২৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
আকাশ৮৬ বলেছেন: চি চি , মানুষের রুচি কি রকম বিক্ ত হলে এই ধরনের কাজ করতে পারে ...
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
জুলকারনাইনসাবাহ বলেছেন: ধন্যবাদ
৩০| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
সময়একাত্তর বলেছেন: ফাগুল বলেছেন, "হুজুরে করতাছে ফোন সেক্স, এটা কি উচ্চ স্বরে বলিষ্ঠ কন্ঠে তারস্বরে জানাবার জিনিস????"
@ফাগুল ভাই হাহামগে।
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
জুলকারনাইনসাবাহ বলেছেন: আারে পাগোল, যে পাপ করে ফোনে--তা কি ফিস ফিস করে একলা ঘরে করে কেউ? ফোন তো ফোনই--কাছাকাছি বা বাসায় বা লোকজনের ফাকেই কি ফিস ফিস করা হয়না?
মেয়েরা জোরে জোরে কথা বলছে আর বদমাশ লোকটা কেনো ফিস ফিস করে? অথচ পুরুষদের বেলায় উচ্চকন্ঠেই বা কেন সাঈদী কথা বলছে মিয়া? নকল কন্ঠ ধরাপড়ার ভয়ে কি এমন চালাকী নয়!! শোনেন আবার শোনেন ভালো করে তবে ফাউল বলতে আসেন? আর যার কন্ঠ বলা হচ্ছে তিনি যদি বলেন--এটা ভূয়া--তবে প্রমান করেন জোর করে যে, আপনিই সেই নারী বেগম সালেহা সাঈদী এবং এটা আপনারই কন্ঠ!!
৩১| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০
নতুন বলেছেন: http://rapidshare.com/users/BanglaLeaks/1806
ভালকইরা সব শোনেন তাহলে বুঝতে পারবেন...
৩২| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯
শিক কাবাব বলেছেন: এর পরও যারা সাইদির ফোনালাপকে সফটওয়্যার নির্মিত বলবে, এরা (১) নরপশু (চরিত্রগতভাবে) (২) বন্যপশু (জ্ঞান বুদ্ধিতে) (৩) শূয়র (চেহারা সুরত) (৪) এদের কোনো হিতাহিত জ্ঞান শক্তি নাই, এরা পশুর চাইতেও অধম।
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০
জুলকারনাইনসাবাহ বলেছেন: আহসান২০২০ বলেছেন: সাইদীর অডিওতে কথার সাথে পরবর্তী কথার কোন মিল খুজে পাইনি। আমার কাছে এটা কাটা ছেড়া অডিও জোড়া লাগানো মনে হয়েছে। আমার এক কাজিনের কাছে কিছু অডিও ছিল মোবাইল ফোনে সেভ করা। যা রান করে অন্য কোন মোবাইল থেকে কাউকে ফোন দিলে অপর প্রান্তে ফোন রিসিভ করে রান করা অডিও এর জবাব দিয়ে যেতো। কিন্তু বুঝতে পারতো না যে এটা একটা মডিউল, আর স্থানে স্থানে গ্যাপ আছে অপর পাশের বক্তব্য বলার। এটা দিয়ে রাতে ফোন দিয়ে অনেক মজা করেছি। এমনকি আমার মামাতো ভাইকে ফোন দিয়ে মেয়ের কথার জবাব রেকর্ড করে পরে তার বউকে শুনিয়েছি। তারপর সেই দুজনের সম্পর্ক নষ্ট হওয়ার উপক্রম হলে আমরা গিয়ে আসল ঘটনা খুলে বলেছি। এখানেও সেইরকম চিটিং হয়েছে। এবং সেটা অন্য কারও কন্ঠ। এটা যে প্রকাশ করেছে সে যদি ফোন কোম্পানীর লিখিত ডকুমেন্টসহ উপস্থাপন করতে পারে তাহলেই তো ল্যাঠা চুকে যায়।
৩৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
শিক কাবাব বলেছেন: ৭১ এ মানুষ মাইরা, ধর্ষণ কইরা যদি কেউ এম্পি নির্বাচিত হইতে পারে, আর এই সামান্য ফোনালাপ তো কিছুই না।
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯
জুলকারনাইনসাবাহ বলেছেন: তুমি এমনই উল্লুক যে, ভানু সাহা ছেলে হয়ে দাবী করে যে, তার মাকে সাঈদী মারেনি আর্মিরা মেরেছে---এরপরও জোর করে বলবে যে, ছেলেকে ঘুষ খাইয়ে সাঈদীর পক্ষে নেয়া হয়েছে?
এটা তেমনই নাটক আরকি?
৩৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
শিক কাবাব বলেছেন: আমার কি ইচ্ছা করে জানেন? বাংলাদেশের সবাইকে এক এক করে জিজ্ঞেস করার।
- তুই কম্পিউটার জানিস।
হ্যা।
- কি জানিস?
সামহোয়্যারে ব্লগ করি।
- আর কি জানিস?
ইন্টারনেট ব্রাউজ।
- আর কি?
আর কিছু না।
- ঠিক আছে। সাইদির অডিও আসল, নাকি কম্পিউটারে বানানো।
- কম্পিউটারে বানানো।
ব্যাস, আর কথা নাই, লাইত্থাইতে লাইত্থাতে ওর এমন অবস্থা করুম যে জীবনে যাতে আর কম্পিউটারের নাম না লয়।
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০
জুলকারনাইনসাবাহ বলেছেন: আহসান২০২০ বলেছেন: সাইদীর অডিওতে কথার সাথে পরবর্তী কথার কোন মিল খুজে পাইনি। আমার কাছে এটা কাটা ছেড়া অডিও জোড়া লাগানো মনে হয়েছে। আমার এক কাজিনের কাছে কিছু অডিও ছিল মোবাইল ফোনে সেভ করা। যা রান করে অন্য কোন মোবাইল থেকে কাউকে ফোন দিলে অপর প্রান্তে ফোন রিসিভ করে রান করা অডিও এর জবাব দিয়ে যেতো। কিন্তু বুঝতে পারতো না যে এটা একটা মডিউল, আর স্থানে স্থানে গ্যাপ আছে অপর পাশের বক্তব্য বলার। এটা দিয়ে রাতে ফোন দিয়ে অনেক মজা করেছি। এমনকি আমার মামাতো ভাইকে ফোন দিয়ে মেয়ের কথার জবাব রেকর্ড করে পরে তার বউকে শুনিয়েছি। তারপর সেই দুজনের সম্পর্ক নষ্ট হওয়ার উপক্রম হলে আমরা গিয়ে আসল ঘটনা খুলে বলেছি। এখানেও সেইরকম চিটিং হয়েছে। এবং সেটা অন্য কারও কন্ঠ। এটা যে প্রকাশ করেছে সে যদি ফোন কোম্পানীর লিখিত ডকুমেন্টসহ উপস্থাপন করতে পারে তাহলেই তো ল্যাঠা চুকে যায়।
৩৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯
নিয়েল ( হিমু ) বলেছেন: বেগম সালেহা চৌধুউউরী
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
জুলকারনাইনসাবাহ বলেছেন: আহসান২০২০ বলেছেন: সাইদীর অডিওতে কথার সাথে পরবর্তী কথার কোন মিল খুজে পাইনি। আমার কাছে এটা কাটা ছেড়া অডিও জোড়া লাগানো মনে হয়েছে। আমার এক কাজিনের কাছে কিছু অডিও ছিল মোবাইল ফোনে সেভ করা। যা রান করে অন্য কোন মোবাইল থেকে কাউকে ফোন দিলে অপর প্রান্তে ফোন রিসিভ করে রান করা অডিও এর জবাব দিয়ে যেতো। কিন্তু বুঝতে পারতো না যে এটা একটা মডিউল, আর স্থানে স্থানে গ্যাপ আছে অপর পাশের বক্তব্য বলার। এটা দিয়ে রাতে ফোন দিয়ে অনেক মজা করেছি। এমনকি আমার মামাতো ভাইকে ফোন দিয়ে মেয়ের কথার জবাব রেকর্ড করে পরে তার বউকে শুনিয়েছি। তারপর সেই দুজনের সম্পর্ক নষ্ট হওয়ার উপক্রম হলে আমরা গিয়ে আসল ঘটনা খুলে বলেছি। এখানেও সেইরকম চিটিং হয়েছে। এবং সেটা অন্য কারও কন্ঠ। এটা যে প্রকাশ করেছে সে যদি ফোন কোম্পানীর লিখিত ডকুমেন্টসহ উপস্থাপন করতে পারে তাহলেই তো ল্যাঠা চুকে যায়।
৩৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
মারসেনারি বলেছেন: তাহলে স্কাইপে যা হয়েছে সেটাও বানানো, সাইদি ইসলামের সাথে বেইমানি করেছেন, আল্লাহ ওনাকে ক্ষমা করুন
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯
জুলকারনাইনসাবাহ বলেছেন: স্কাইপির ক্ষেত্রে অপরাধীরা তা স্বীকার করা ছাড়াও প্রকৃত উৎস অ তথ্য প্রমাণও সবাই জেনেছে, তাই তার সাথে এই ফাজলামীর কোন তুলনা করাই উল্লকী!!
এই ফাজলামী জোক্স শুধু ব্লগেই উড়ে বেড়াচ্ছে---প্রিন্ট মিডিয়া খায়নি ভূয়া বলেই, তবুও কি গো ধরে থাকা উচিত??
৩৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
শিক কাবাব বলেছেন: Click This Link
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫
জুলকারনাইনসাবাহ বলেছেন: বিকৃতরুচীর লোকের মুখেই নোংরা কাহিনী শোভা পায়---
৩৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
নিয়েল ( হিমু ) বলেছেন: ল্যাঠা তোমার পুট* দিয়া ঠেলা দিয়া ঢুকায়া চুকানো হবে খাঃপোঃ
৩৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
ক্যাচালবাজ বলেছেন: বিশ্বাস অবিশ্বাস যার যার বিষয়, কিন্তু কয়েকজনকে মা তুলে গালি দিয়ে আপনি তো নিজেকেই প্রমাণ করলেন। এ বিষয়ে সোনা ব্লগেও আপনাকে বেশ তৎপর দেখা যাচ্ছে ।
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১
জুলকারনাইনসাবাহ বলেছেন: যুক্তি ভুলে গিয়ে অযথা গাল দিলে তাকেও তার জবাব ফিরিয়ে দেয়াই সঠিক।
৪০| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২
আকাশ৮৬ বলেছেন: আপনারে ইটা নিয়া লিখবার কে কইসে? কিছু মানসিক রুগী ফোনসেক্স নিয়া মজা করতেসে ... এজন্য মানসিক হাসপাতাল রুগী বাইরা যাইতেসে .n.b;আমি একজন ডাক্তার ..
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২
জুলকারনাইনসাবাহ বলেছেন: হুম
৪১| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫
bijoy বলেছেন: যারা হাম্বালীগ তাদের সবার মুখের ভাষা একধরনের।
কু রুচীতে ভরা।
ছোট কাল থেকে তারা নৈতিক শিক্ষা পাই নাই বলে মনে হয়।
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২
জুলকারনাইনসাবাহ বলেছেন: তাইতো মনে হয়
৪২| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
যীশূ বলেছেন: এই বিবৃতি কি কোন মিডিয়াতে আসছে?
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
জুলকারনাইনসাবাহ বলেছেন: মিডিয়ায় আসার সময় হয়নি, তাই আসেনি
৪৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১
শিক কাবাব বলেছেন: bijoy বলেছেন: যারা হাম্বালীগ তাদের সবার মুখের ভাষা একধরনের।
কু রুচীতে ভরা।
ছোট কাল থেকে তারা নৈতিক শিক্ষা পাই নাই বলে মনে হয়।
এক পতিতায় অন্য এক সাধারণ নারীকে বলে তুই বেশ্যা।
৪৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
বস্তির ছেলে বলেছেন: মিথ্যে প্রমাণ করতে পারলে এক লাখ ইউ-এস ডলার পুরস্কার...
৪৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
ফাগুল বলেছেন: আহসান সাবে কইলেন আর সবাইরে সেডা কপি করতে লাগলেন... কইলকা আরেক সাবে কইবো আপনের আব্বা আসলে সাইদী তখন কি সেডাও কপি পেষ্ট করতে লাগবেন নাকি কনফিউজড হইয়া ডিএনএ টেষ্ট করবেন নাকি কইবেন ফটোশপে ডিএনএ টেষ্ট কইরা দেখছি...
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
জুলকারনাইনসাবাহ বলেছেন: তুই ছাগল, তাই এই ভাষা
৪৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
ক্যাচালবাজ বলেছেন: আপনি কি সায়েদি পরিবারের কেও?
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১
জুলকারনাইনসাবাহ বলেছেন: সাঈদীর কাছের লোক তো বটে
৪৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
নতুন বলেছেন: এইটা বানাইতে পারলে পাবলিক প্রথমে ওবামা আর লাদেনের কথপকথনের অডিও বানাইতো...
বাংলাদেশে হাছিনা...খালেদার অডিও বানাইতো..
]
এই গুলান ১০০% সত্য অডিও...
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
জুলকারনাইনসাবাহ বলেছেন: থাকেন সত্য নিয়া
৪৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: কারো রাজনৈতিক ideology যদি মাওলানা সাঈদী হয় এবং তাঁর পক্ষে যদি সে কিছু লিখে, তাহলে তাকে এতো হেনস্থা করে মন্তব্য করার কি দরকার। constructive ভাবে বলেও তো প্রতিবাদ করা যায়।
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫
জুলকারনাইনসাবাহ বলেছেন: ঠিক বলেছেন- তাই আজাইরাদের বাজে ও অযৌক্তিক মন্তব্যের এখানে স্থান নেই
৪৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৭
পূর্ণয় বলেছেন: ভাই আমরা মুসলিম। ইসলাম আমাদের ধর্ম। ওই রেকর্ডিং গুলো শুনে স্পষ্ট বুঝা গেছে যে এগুলো সাঈদীর নিজের কন্ঠ। আপনি কেন সত্যকে অস্বীকার করছেন ? সাঈদীর অনেক ভুল ভ্রান্তি আছে। সে এমন কোন মহাজাগতিক সৃষ্টি হয়ে যায় নাই যে সে একদম নিষ্পাপ মানুষ। মূলত সাঈদী পুরা ইসলাম ধর্মের সাথে প্রতারণা করল।ভয়েক চ্যাঞ্জের সফটওয়্যার দিয়ে এরকম ভাবে ভয়েজ মেকিং সম্ভব না। আপনার রব আল্লাহ। আপনার রাসুল হযরত মুহাম্মাদ(সাঃ)। সাঈদী কেউ না। উনি একজন প্রতারকের ভূমিকা পালন করেছেন। সত্যকে স্বীকার করতে চান না পৃথিবীতে আপনি কিভাবে সাঈদীর পক্ষ নিয়ে অন্যান্য মানুষকে গালি দিচ্ছেন ?আপনাদের মত মানুষ সার্থের টানে ইসলামকে ব্যবহার করে সত্যকে অগ্রাহ্য করে। একবার মন থেকে শুনুন রেকর্ডিং। অনুভব করুন সাঈদী আপনার কেউ না। আল্লাহ আমাদের রব মুহাম্মাদ(সাঃ) আমাদের রাসূল। সাঈদী একজন প্রতারক ব্যতীত আর কিছুই না।
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮
জুলকারনাইনসাবাহ বলেছেন: অযৌক্তিক কথা তবুও ধন্যবাদ যে, তেমন বাজেকথা নেই আপনার কথায়
৫০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
হিমু নিয়েল বলেছেন: ওয়াও :-< :-< অচাম ফোষ্ট । ধারুন অজ্ঞানে পেলাচ স্বজ্ঞানে মাইনাচ । :-< :-<
অঃটঃ আমাকে ব্লক কৈরা এই খাঃপোঃ আমার মুখ বন্ধ করার বৃথা চেষ্টা কর্ছে তাই কিছুই লেখতার্লাম না
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
জুলকারনাইনসাবাহ বলেছেন: হুম
৫১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩
থার্ড-আই-নেটওয়ার্ক বলেছেন: আমি অডিও নিয়ে কিছু বলছি না , কারন অডিও শুনি নাই ।
কিন্তু এই লোকটা খুবই নোংরা প্রকৃতির । মাহফিলে খারাপ কথা বলা , দূরবর্তী এলাকার কিছু জামাত কর্মীকে ধরে নিয়ে হিন্দু সাজিয়ে মুসলমান বানানো , ৭১ এ মানুষ হত্যা , ধর্ষন , লুটপাট ।
এহেন কোন অপরাধ নেই যে সে করে নি ।
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
জুলকারনাইনসাবাহ বলেছেন: অযৌক্তিক ও অপ্রমানিত মিথ্যাচারের নমুনা আপনার মন্তব্যটি
৫২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬
ভিটামিন এ বলেছেন: সামুতে অধিকাংশ ব্লগারই অশ্লীল। সত্য কখনও চাপা থাকে না। সাইদি সাহেব অন্যায় করে থাকলে অবশ্যই আল্লাহ পাক তাকে লজ্জিত করবেন। আর না করে থাকলে সম্মানিত করবেন। দুনিয়ার শত শত ঘটনা আর ইতিহাস কি তাই বলে না? আমি দেখেছি গালি দিয়ে কাউকে সঠিক পথে আনা যায় না। আপনি আপনার ব্যাবহার দেখান সে যে দলেরই হোক আপনাকে ভালবাসবে।
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০
জুলকারনাইনসাবাহ বলেছেন: আপনি ঠিক বলেছেন এবং ধন্যবাদ সুস্থ ব্লগিং এর জন্য
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২
সবখানে সবাই আছে বলেছেন: আরে ধুর আন্টি, এইসব ভয়েস চেঞ্জার সফটওয়্যার সম্বন্ধে জ্ঞান না নিয়ে লইট্যা ফিশ রান্না শিখেন বেশি করে, না হলে মেশিন কিন্তু চলবে না।