![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অধ্যাপক এবং এডভোকেট। আইন, শিক্ষা এবং রাজনৈতিক বিষয়ে পড়তে, জানতে ও লিখতে এবং অন্যের সাথে শেয়ার করতে ভালোলাগে।
ওপরের ছবির বক্তব্য সত্য কিনা আমি জানিনে, তবে সত্য না হলে ছবিধারীর প্রতিবাদ করা উচিত। শুধুই তাই নয়--যারা এই ছবির সাথে তার সম্পর্কে মানহানীকর কথা প্রচার করছে--তাদের শাস্তি হওয়াও দরকার। এজন্য (লাইবেল) মানহানী মামলা করা যেতে পারে--যেখানে বলা হয়েছে যে, কারো সুনাম বা মর্যাদা নষ্টের অভিপ্রায়ে কেউ যদি এমন অপপ্রচার লিখিতভাবে চালায় যাতে সংশ্লিষ্ট ব্যক্তি রুষ্ট হবেন এবং তার সুনামহানী হয়েছে বলে তিনি মনে করবেন। তবে এই সুনামহানী উক্ত ২জন জানলেই হবেনা ৩য়জনের কাছেও প্রচারিত হতে হবে। তবেই একে লাইবেল মানহানী বলা হবে এবং অপমানিত ব্যক্তি আদালতে মামলা করে তার প্রতিকার পেতে পারেন।
আসলে মোবাইল অপারেটর ছাড়া মোবাইল হ্যাকিং সম্ভব কিনা জানিনে, সাঈদীর ব্যাপারে সত্য হোক মিথ্যে এসব প্রচারনাও মানহানীকর। তবে মানহানীর ঘটনাসম্বলিত প্রচারনা সত্য হলে মানহানীর ক্ষেত্রে আসামীরা আইনত ছাড় পাবারও অধিকারী হন।
এটা তথ্য অধিকার আইনেও বারিত যে, কারও একান্ত ব্যক্তিগত তথ্য প্রকাশ করা যাবেনা। তবে বিচারকের স্কাইপি আলাপে কোন ব্যক্তিগত আলাপচারিত ছিলনা এটাই তফাত, তা তার বউ বা আপনজনের সাথেই হোক আর জিয়াউদ্দিনের সাথেই হোক।
সাঈদী ও তার কথিত কন্ঠ নকলকারীর ক্ষেত্রে কিন্তু সুস্পষ্ট মানহানীর উপাদান রয়েছে। ব্যক্তি স্বাধীনতার অজুহাতে কারও মানহানী সমর্থনযোগ্য নয়। নতুবা আমার আপনার শত্রুরাও এই সুযোগ নিয়ে আমার বা আপনারও মানহানী ঘটিয়ে পার পেতে পারেন।
তাই আসুন আমরা সীমালঙ্ঘন থেকে বিরত হই এবং শত্রুতার আক্রোশেও কারো বেইজ্জতি না করি। (এসবি ব্লগ থেকেনেয়া ছবি)
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩
জুলকারনাইনসাবাহ বলেছেন: বুঝলাম না ভাই কী বলছেন?
২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
ম্যানিলা নিশি বলেছেন:
মাসুদ জানে......শামিম জানে
মিসেস সাইদির সাথে ১৩ মিনিটের ঐ কথোপকথন মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই।
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫
জুলকারনাইনসাবাহ বলেছেন: এসব বাজে বকা থেকে সবারই দূরে থাকা দরকার, সত্যমিথ্যে দিয়ে আমাদের কী লাভ?
আমার কথা, পিয়ালের উচিত মানহানী মামলা করে উচিত শিক্ষা দেয়া। বক্তব্য দিয়ে অস্বীকার করে এ ঝামেলা বাঁচা কঠিন।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮
লিঙ্কনহুসাইন বলেছেন: এ অভিযোগ অস্বীকার করে অমি রহমান পিয়াল বাংলানিউজকে বলেন, ``এটা সম্পূর্ণ মিথ্যাচার। ফেসবুকে আমার ছবি দিয়ে সেখানে বাড়তি টেক্সট জুড়ে দেওয়া হয়েছে।” বিস্ময় প্রকাশ করে পিয়াল বলেন, “আমি নাকি সাঈদীর অডিও টেপ সফটওয়ারের মাধ্যমে তৈরি করে বাজারে ছেড়েছি। প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এরকম একটা ঘৃণ্য ও মিথ্যে অভিযোগের মাধ্যমে আমার ও আমার পরিবারকে চরম নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দিচ্ছে।``
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩
জুলকারনাইনসাবাহ বলেছেন: আমার কথা, পিয়ালের উচিত মানহানী মামলা করে উচিত শিক্ষা দেয়া। বক্তব্য দিয়ে অস্বীকার করে এ ঝামেলা থেকে বাঁচা কঠিন।
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০
দায়িত্ববান নাগরিক বলেছেন: মানহানির মামলা হওয়া উচিৎ। জামাত শিবিরের বিপক্ষে কথা বললেই হুমকি! এর জবাব জামাত শিবিরকে ফিরিয়ে দেয়া উচিৎ। তা না হলে আরো অনেককেই মিথ্যা অপবাদ দিয়ে হুমকি দিয়ে দেবে।
খুব বাড় বেড়েছে ওদের।
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
জুলকারনাইনসাবাহ বলেছেন: আমার কথা, পিয়ালের উচিত মানহানী মামলা করে উচিত শিক্ষা দেয়া। বক্তব্য দিয়ে অস্বীকার করে এ ঝামেলা থেকে বাঁচা কঠিন।
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬
মাস্টার৭১ বলেছেন: যার কথা লিখলেন সেতো বিডি নিউজ ২৪ডট কমে ব্লগ পোস্ট করেছে।
লিংক এখানে-
Click This Link
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
জুলকারনাইনসাবাহ বলেছেন: আমার কথা, পিয়ালের উচিত মানহানী মামলা করে উচিত শিক্ষা দেয়া। বক্তব্য দিয়ে অস্বীকার করে এ ঝামেলথেকে বাঁচা কঠিন।
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০
আব্দুর রহ্মান বলেছেন: জামাত শিবির দিয়া লইট্রা ফিশ রাইন্ধা খাইতে মুন্চায়
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
জুলকারনাইনসাবাহ বলেছেন: ছাত্রলীগ দিয়া মুঞ্চায়না কেনো---বিস্বাদ নাকি?????????????
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
আসিফ করিম বলেছেন: @আব্দুর রহ্মান: ছাত্রলীগ দিয়া তোমারে চাপাতি খাওয়ানোর দরকার।
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২
জুলকারনাইনসাবাহ বলেছেন: চাপাতি রুটি আজও খেয়েছিরে ভাই
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬
পি পি বলেছেন: তুমি কোন বিষয়ের অধ্যাপক? মেশিন থেরাপি নাকি?
ওরে বলদ কারো স্পিচ যদি নকল করা যাইত , তাইলে ওবামার টা সবার আগে হইত। চুইদী কোন চেটের বাল ?
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫
জুলকারনাইনসাবাহ বলেছেন: নাম-ঠিকানা দিয়ে গাল দিলে বুঝতাম তুই ভাল লোক--যাতে আমিও তোর নামে মামলা করে শিক্ষা দিতে পারতাম, বস্তিবাসী কোথাকার?
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
মরু বালক বলেছেন:
.
.
.
ঠিকানা হয়তো দিতে পারবে, কিন্তু বাপের নাম কই পাবে সে? .
হায় হায় !!!!!
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭
জুলকারনাইনসাবাহ বলেছেন: হুম---
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫
ফাগুল বলেছেন: Click This Link
আপনে মুসলমান হইলে আমার দেশের বিরুদ্ধে অক্ষনই মামলা দেন।
আর ভালো কথা পিয়াল ভাই এর লগে নাম পরিচয় দিয়া যোগাযোগ দেন, আপনারে উকিল রাখবেনে...
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬
জুলকারনাইনসাবাহ বলেছেন: আমার কি মক্কেলের অভাব রে ভাই--- পিয়াল বোকা নয় কাকে উকিল নিতে হবে জানে।
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯
ফাগুল বলেছেন: আপনি এর আগে সাইদীর স্ত্রীর বক্তব্য প্রকাশ করেছেন। আপনিই কি সাইদীর স্ত্রী অথবা আপনি কি তার পরিবারের কেউ? উনি কি কোনো মিডিয়া কিংবা সংবাদ সম্মেলনে একথা বলেছেন?
আপনি নিজে সাইদীর অডিও টেপ ছেড়ে এখন সাইদীর স্ত্রী সেজে ঘটনায় টুইষ্ট আনতে চাচ্ছেন না তার প্রমান কি?
সাইদীর স্ত্রীকে আপনি মানহানির মামলা করার উপদেশ কেনো দিচ্ছেন না?
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
জুলকারনাইনসাবাহ বলেছেন: এজন্যই সাঈদীর স্ত্রীকে মামলার উপদেশ দিচ্ছিনা যে, আদালত চায়, অকাট্ট দলিল-প্রমান, যা এক্ষেত্রে বেকুবরা প্রকাশ করেনি, স্কাইপি'র ঘটনার মতো??
১২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১
ফাগুল বলেছেন: আপনার নাকি আইন জানাতে ভালো লাগে। তো বলেন তো কোনো সঠিক প্রমান ব্যাতিত পাবলিক ব্লগে একজনের নামে অপপ্রচার (আপনি পিয়াল ভাই এর ছবি দিয়ে যেটা করেছেন) এর বিরুদ্ধে কি কি আইনগত ব্যাবস্থা নেওয়া যায়?
আপনার নাম ঠিকানা দিয়েন, আপনার বিরুদ্ধে আপনারে ভাঁড়া কইরাই মামলা দেওয়া যাবে তাইলে
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭
জুলকারনাইনসাবাহ বলেছেন: আমি যেটা করেছি তার উদ্দেশ্য কিন্তু ভালো আর ওই ছবিটা মানহানীর উদ্দেশ্যেও দেয়া হয়নি, যা আপনার বোঝার ভুল হতে পারে। এটা আমি কোথায় পেয়েছি, তাও বলেছি আর এটা ছাড়াও পোস্ট দেয়া যেতো কিন্তু পিয়ালের নাম ও সংশ্লিষ্ট ঘটনা আরো বিশদ পজেটিভ-নেগেটিভভাবে লিখতে হতোই।
এতেও আপনার মত কম্বুদ্ধির লোকের উলটা বুঝিল রামের দশাই হতো ভাই?
১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
কৃষিবিদ আহমদ মুকুল বলেছেন: কারো স্পিচ যদি নকল করা যাইত , তাইলে ওবামার টা সবার আগে হইত।
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
জুলকারনাইনসাবাহ বলেছেন: অযৌক্তিক যুক্তি
১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩
েরজা১৩েহপী বলেছেন: কৃষিবিদ আহমদ মুকুল বলেছেন: কারো স্পিচ যদি নকল করা যাইত , তাইলে ওবামার টা সবার আগে হইত।
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
জুলকারনাইনসাবাহ বলেছেন: অযৌক্তিক যুক্তি
১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
শয়ন কুমার বলেছেন: এইডারে মিথ্যা প্রমান করতে, সফটওয়ারের তৈরি খালেদার সঙ্গে হাসিনার একটা কাল্পনিক কথোপকথনের একটি উদাহরণ প্রকাশ হইলেই তো এটা থেমে যাবে ।কিন্তু সেধরনের কোন কথোপকথন এখনও কেন.প্রকাশ হচ্ছে না
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
জুলকারনাইনসাবাহ বলেছেন: অযৌক্তিক যুক্তি
১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২
রেজা_সি.এস.ই_বুয়েট বলেছেন: লেখক আপনাকে বলছি -
সফটওয়্যার নিয়ে কাজ করাই আমার পেশা। সাইদীর অডিওগুলো সফটওয়্যার দিয়ে করা না। যদি আপনি আমার সাথে একমত পোষন না করেন, তবে আমাকে এ ধরনের একটি বানিয়ে শুনান।
আপনাদের নেতাদের সম্মান রক্ষার জন্যও এটা এখন জরুরী হয়ে পড়েছে।
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১
জুলকারনাইনসাবাহ বলেছেন: সেটার দরকার আছে কি? যতোই যুক্তি দেন না কেন, স্কাইপির আগে এই অডিওগূলো এলে এবং মহিলাদের নাম-পরিচয়সহ দিন-তারিখ দিয়ে দিলেই বোঝা যেতো যে, কেমন আসল?
মনে হয় ব্যাটা বিদেশে বসে আমাদের দেশের মোবাইল কোম্পানীর মোবাইল হ্যাকিং করে থাকে আর আঙ্গুল চোষে সংশ্লিষ্ট মোবাইল কোম্পানীরা।
১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭
শহীদুল্লাহ খান বলেছেন: রেজা_সি.এস.ই_বুয়েট বলেছেন: লেখক আপনাকে বলছি -
সফটওয়্যার নিয়ে কাজ করাই আমার পেশা। সাইদীর অডিওগুলো সফটওয়্যার দিয়ে করা না। যদি আপনি আমার সাথে একমত পোষন না করেন, তবে আমাকে এ ধরনের একটি বানিয়ে শুনান।
আপনাদের নেতাদের সম্মান রক্ষার জন্যও এটা এখন জরুরী হয়ে পড়েছে।
সহমত ... এবং সহমত।
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২
জুলকারনাইনসাবাহ বলেছেন: সেটার দরকার আছে কি? যতোই যুক্তি দেন না কেন, স্কাইপির আগে এই অডিওগূলো এলে এবং মহিলাদের নাম-পরিচয়সহ দিন-তারিখ দিয়ে দিলেই বোঝা যেতো যে, কেমন আসল?
মনে হয় ব্যাটা বিদেশে বসে আমাদের দেশের মোবাইল কোম্পানীর মোবাইল হ্যাকিং করে থাকে আর আঙ্গুল চোষে সংশ্লিষ্ট মোবাইল কোম্পানীরা।
১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
২০১৩ বলেছেন: য়েকদিন ধরে বেহুদা জাতীর নাতির ভাল ঘুম হচ্ছেনা , তার কাছে বেহুদা জাতীর প্রশ্ন কেন তিনি মামলা করছেন না ? এটা তার নানার ইজ্জত কা সওয়াল। কোথাকার কোন কমলা দাসির নাতনির একটা ছবির কারনে কি মান সম্মান সব ধুলোয় মিশে যাবে ?
ঘটনা হচ্ছে ফেচবুকের এক পেজে কোখাকার কোন বেহুদা লিক টায়ার পেজে নাকি এক খান চিকন কাল সাপের মত ছবি দেখিয়ে দাবি করা হয়েছে এটি নাকি জাতীর নানার এক প্রস্থ গুপ্তকেশের ছবি। সেখানে দাবী করা হয়েছে ১৯৬৪ শালে জাতীর নানার যৌবন কালে তার বাসার কাজের মেয়ে কমলা দাসীর উপর খারাপ নির্যাতন করার সময় কমলা দাসির খামচিতে তিনি আহত হন এবং কিছু **কেশ হারান, সে সময় কমলা দাসিকে নানা প্রলোভন দেখিয়ে মিমাংসা করা হয় কিন্তু তার নাতনি ক্ষেপি দাসী , নানির ব্যাক্তিগত বাক্স পরিষ্কার করার সময় একটি চিঠি পান এবং চিঠিতে উল্লেক্ষিত কালো জর্দার কৌটার মাঝে সংরক্ষিত **কেশটি উদ্ধার করে। ক্ষেপি দাসী গরীব সংখ্যা লঘুর উপর এই নির্যাতন এবং অবিচারের কথা চেপে রাখাকে মেনে নিতে পারেন নি এবং অবশেষে তিনি ফেচবুকে তা প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে এই ঘটনা , আমহয়ারিন ব্লগ, চামার ব্লগ সহ বিভিন্ন অনলাইন মিডিয়াতে সাইক্লন তুলে যাচ্ছে।
কিছু লোক এটাকে জাতীর নানার বিরোধি পক্ষের অপপ্রচার দাবী করলে বেহুদা লিক টায়ার পেজের পক্ষ থেকে বলা হয় ছবিটি ফেক প্রমান করতে পারলে ১ লাখ ডলা পুরস্কার দেয়া হবে।
বেহুদা জাতীর নাতি আজ চরম সংকটে তার নানার কি মান সম্মান বজায় থাকবে? নাকি ধুলোয় মিশে যাবে? আমার কাছে পরামর্শ নিতে আসলে আমি জাতীর নাতি নিচের কথা গুলি বলি
জাতীর নাতিঃ দোস্ত কি করি বলতো বেহুদা লিক টায়ার এর ঘটনা নিয়ে?
২০১৩- দোস্ত কোন চিন্তা করার কারন নেই জাতী জানে কোনটা সঠিক আর কোন টা ভুল । কোথাকার কোন বেহুদা লিক আর তাদের দাবী , তারা হচ্ছে জন্ম পরিচয় হীন , তাদের যদি এতই দাবির সত্যতা থাকতো তবে তারা চোরের মত কথা বলত না , সংবাদ সম্মেলন করে দাবী জানাতো ।
জাতীর নাতিঃ তবে যে তারা এক লাখ ডলার পুরস্কার ঘোষণা দিল?
২০১৩-দোস্ত সেই গল্প শুনস নাই দুই বেটা মারামারি করে পাশ থেকে এক ফকির বলে , মার মার শালারে যা লাগে আমি দেব। বাপের যদি বেটা হয় নাম পরিচয় দিয়ে দেখাক তার কয় টাকা আছে?
জাতীর নাতিঃ তবে কি আমি তাদের বিরুদ্ধে মামলা করব ? অনেকে বলছে ঘটনা সত্য না হলে আমি মামলা করছি না কেন?
২০১৩- তুই কার বিরুদ্ধে মামলা করবি? এরা হচ্ছে ইদুরের মত গর্ত থেকে মুখ বের করে কিচকিচ করে তোকে গালি দিয়ে বিরক্ত করবে আর তুই হচ্ছিস সিংহের মত জেই লাফ দিয়ে ধরতে যাবি মুখ ঢুকিয়ে নেবে । খামাখা সময় নষ্ট হবে।
জাতীর নাতিঃ তবে কে এই কমলা দাসী , ক্ষেপা দাসী আর এই ছবিই বা কি?
২০১৩- এরা হচ্ছে সমাজের ভীরু কাপুরুষ মানসিকতার মানুষ নামের কীটদের অলীক কল্পনা আর ছবিটাও একটা বানোয়াট । মনে কর তোর মাথার একখান চুলের ছবি তুলে বলে দিলাম এটা অমুকের মাথার চুল তবে কি হবে? প্রমান করা যাবে ? প্রমান করতে হলে ছবির এই চুল এবং যার চুল দাবি করা হচ্ছে তার DNA পরীক্ষা করতে হবে। তবেই প্রমান করা যাবে।
পারলে তারা ছবির ঐ কেশ আর কমলা আর ক্ষেপা দাসীকে হাজির করুক আমি তাদের এক কোটি ডলার দেব।
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪
জুলকারনাইনসাবাহ বলেছেন: ধন্যবাদ রুপক জবাবের জন্য
১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: শহীদুল্লাহ খান বলেছেন: রেজা_সি.এস.ই_বুয়েট বলেছেন: লেখক আপনাকে বলছি -
সফটওয়্যার নিয়ে কাজ করাই আমার পেশা। সাইদীর অডিওগুলো সফটওয়্যার দিয়ে করা না। যদি আপনি আমার সাথে একমত পোষন না করেন, তবে আমাকে এ ধরনের একটি বানিয়ে শুনান।
আপনাদের নেতাদের সম্মান রক্ষার জন্যও এটা এখন জরুরী হয়ে পড়েছে।
সহমত ... এবং সহমত।
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫
জুলকারনাইনসাবাহ বলেছেন: সেটার দরকার আছে কি? যতোই যুক্তি দেন না কেন, স্কাইপির আগে এই অডিওগূলো এলে এবং মহিলাদের নাম-পরিচয়সহ দিন-তারিখ দিয়ে দিলেই বোঝা যেতো যে, কেমন আসল?
মনে হয় ব্যাটা বিদেশে বসে আমাদের দেশের মোবাইল কোম্পানীর মোবাইল হ্যাকিং করে থাকে আর আঙ্গুল চোষে সংশ্লিষ্ট মোবাইল কোম্পানীরা।
২০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
ইলুসন বলেছেন: প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: শহীদুল্লাহ খান বলেছেন: রেজা_সি.এস.ই_বুয়েট বলেছেন: লেখক আপনাকে বলছি -
সফটওয়্যার নিয়ে কাজ করাই আমার পেশা। সাইদীর অডিওগুলো সফটওয়্যার দিয়ে করা না। যদি আপনি আমার সাথে একমত পোষন না করেন, তবে আমাকে এ ধরনের একটি বানিয়ে শুনান।
আপনাদের নেতাদের সম্মান রক্ষার জন্যও এটা এখন জরুরী হয়ে পড়েছে।
সহমত ... এবং সহমত।
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫
জুলকারনাইনসাবাহ বলেছেন: সেটার দরকার আছে কি? যতোই যুক্তি দেন না কেন, স্কাইপির আগে এই অডিওগূলো এলে এবং মহিলাদের নাম-পরিচয়সহ দিন-তারিখ দিয়ে দিলেই বোঝা যেতো যে, কেমন আসল?
মনে হয় ব্যাটা বিদেশে বসে আমাদের দেশের মোবাইল কোম্পানীর মোবাইল হ্যাকিং করে থাকে আর আঙ্গুল চোষে সংশ্লিষ্ট মোবাইল কোম্পানীরা।
২১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
একজন ঘূণপোকা বলেছেন: সরোজ রিক্ত বলেছেন: ঠিকানা হয়তো দিতে পারবে, কিন্তু বাপের নাম কই পাবে সে? :!> :!> :!>
ধূর মিয়া
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭
জুলকারনাইনসাবাহ বলেছেন: কিছুই দিতে পারবেনাই এই চোরেরা নতুবা অনেক বছরের পুরোনো অডিও'র নামে এডিট করা অডিও কি ছেড়ে ধরা খেতো??
২২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
রোকসানা খাতুন লিজা বলেছেন: """তুই ছাগু একটা খানকির পোলা, গোলাম আজমের পোলা, তোরে সাইদী জন্ম দিছে।""
এইডা সাইদীর কন্ঠে বানায়া দে স্যুপ!টওয়ার দিয়া।
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭
জুলকারনাইনসাবাহ বলেছেন: তোর কথা তোরে ফিরিয়ে দিলাম,
২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
আহমেদ রশীদ বলেছেন: এটা যদি সাঈদীর কণ্ঠ হয় তাহলে এর জন্য কঠিন শাস্তির সম্মুখিন হতে হবে। আর যারা মিথ্যা প্রচার করছে তাদের জন্যও আছে আরো কঠিন ভয়াবহ অবস্থা। আল্লাহ আমাদের রক্ষা করুন।
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪
জুলকারনাইনসাবাহ বলেছেন: সহমত
২৪| ০৫ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৬
মুদ্দাকির বলেছেন: সরোজ রিক্ত বলেছেন: ঠিকানা হয়তো দিতে পারবে, কিন্তু বাপের নাম কই পাবে সে?
০৫ ই মে, ২০১৪ রাত ১১:৩৪
জুলকারনাইনসাবাহ বলেছেন: হুম-----ম
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১
সরোজ রিক্ত বলেছেন: ঠিকানা হয়তো দিতে পারবে, কিন্তু বাপের নাম কই পাবে সে?