![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অধ্যাপক এবং এডভোকেট। আইন, শিক্ষা এবং রাজনৈতিক বিষয়ে পড়তে, জানতে ও লিখতে এবং অন্যের সাথে শেয়ার করতে ভালোলাগে।
সাঈদীর নকল কন্ঠের মতো বুশের নকল কন্ঠ শুনুন এবার !!!
পৃথিবীর যেকোন মানুষের কন্ঠ নকল করা সম্ভব" আমরা এটা প্রমান করতে চেয়েছিলাম। প্রমান পেশ করলাম। যারা চ্যালেঞ্জ দিয়েছিল যে এমনটা সম্ভব নয়, এটি তাদের প্রতি উপহার স্বরূপ পাঠাতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য তাদের জন্য। কারন তারা চ্যালেঞ্জ দিয়েছিল ঠিকই কিন্তু ঠিকানা দেয়ার সাহস করেনি।
যাহোক, আমরা আমাদের চ্যালেঞ্জ প্রমান করলাম মাত্র। ...............
(শেষ পর্যন্ত দেখুন, প্রমান পাবেন। বুশের কন্ঠ নকলের এ প্রমান দেয়ায় নিশ্চয়ই কেউ আর বলতে পারবেন না যে, তার কাছ থেকে এ কথা গুলি রেকর্ড করে আনা হয়েছে। সেজন্যই বুশকে বেছে নেয়া।)
বুশের নকল কন্ঠ
By:বাঁশেরকেল্লা (Basherkella
(এই ব্লগে যুক্তিসম্মত ও শালীন মন্তব্যকে স্বাগতম আর অশালীন, অযৌক্তিক এবং গালবাজী মন্তব্য ভাগতমের সাথেই চিরব্লকড!!)
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪
জুলকারনাইনসাবাহ বলেছেন: খানে অনেক আইটি পণ্ডিত গাল দিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল--কন্ঠ নকল সম্ভব নয়, সেই গাধারা এখন চুপ কেনো?
আপনাকে ধন্যবাদ
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
খালেদ পাভেল বলেছেন: আমি বিশেষজ্ঞ নই তবে ক্লিপটা শুনে যা বুঝেছি তাতে মনে হচ্ছে সাঈদী সাহেবের কন্ঠস্বর আসল কিছুকিছু জায়গায়। মহিলাদের আমি চিনিনা তাই তাদের কন্ঠস্বর সম্পর্কে আমার তথা কারওই কোন ধারনা আছে বলে মনে হয়না। সাঈদী সাহেব তার আলোচনায় প্রাসঙ্গিক ভাবে অনেক কথাই বলেছেন। যেমন এক মাহফিলে স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝাতে তিনি বলেছেন চট্টগ্রামের ছেলে আর বরিশালের মেয়ের মধ্যে বিবাহ হয়েছে। একজন লইট্টাফিস খুব পচন্দ করে আর একজন লইট্টাফিসের গন্ধও শুকতে পারেনা। রুচীর যখন এরকম বেমিল তখন তাদের মধ্যে নিত্য ঝগড়া হওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ তাদের মধ্যে মহব্বৎ পয়দা করে দিয়েছেন। একানে লইট্টা ফিসের কথা আছে। এই লইট্টা ফিস শব্দটা যদি কৌশলে ফোনালাপের সংক্ষিপ্ত কথার সাথে জুড়ে দেয় তাহলে কেমন হয়? মেয়েঃ দাদু লইট্টা ফিস রান্না করেছি। মেয়েঃ দাদু লইট্টা ফিস রান্না করেছি। সাঈদী সাহেবঃ লইট্টাফিস? আমেরিকা থেকে মঙ্গল গ্রহে পাথ ফাইন্ডর পাঠানো হয়েছিল। পাথ ফাইন্ডারে করে যে ছোট্ট রোবট পাঠানো হয়েছিল তার নাম ছিল সোজার্নার। সাঈদী সাহেব তার এক আলোচনায় এই যন্ত্র বা মেশিনের কথা বলেছিলেন। এর দৈর্ঘ্যর কথা সম্ভবত বলেছিলেন সাড়ে সাত ইঞ্জি আর চাকার ব্যাসের কথা সম্ভবত বলেছিলেন দেড় ইঞ্চি। এবার আসুন একটু মিলিয়ে দেখিঃ নাতনি কতটুকু? সাঈদী সাহেবঃ সাড়ে সাত ইঞ্চি। ব্যাস দেড় ইঞ্চি। প্রিয় পাঠক কি বুঝলেন? একটা বহুল প্রচারিত হাদীসঃ (ভাবার্থ) দুই চোয়ালের এবং দুই পায়ের মাঝে যে বস্তু দুটি রয়েছে তার গ্যারান্টি যে দিতে পারবে আল্লাহ তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। এবার একটু মিলিয়ে দেখুনঃ কোথাও থেকে তোমার শব্দটা আর দুই পায়ের মাঝে শব্দটাকে একত্রে করলে কি দাড়ায়? তোমার দুই পায়ের মাঝে। প্রিয় পাঠক এথেকেই বা আমরা কি বুঝলাম? আমার মনেহচ্ছে সাঈদী সাহেবের বিষয়ে বামেরা বিশাল বড় প্রজেক্ট হাতে নিয়েছে। অনলাইনে তার ওয়াজ গুলোকেও এভাবে ওরা বিক্রিত করবে বলে মনে হচ্ছে। যাতে মানুষ আর আসল নকলেরমধ্যে পার্থক্য করতে না পেরে তার ওয়াজ শুনাই ছেড়ে দেয়। অথবা শুনলেও বিভ্রান্তহয়। তাই এখনই শতর্ক না হলে এবং তার সকল কর্মকান্ডের রেকর্ড স্বরুপ নির্দিষ্ট ওয়েব সাইট ও আর্কাইভ না করলে তারমত গুণিজনের মূল্যবান কথা একদিন দুনিয়া থেকে হারিয়ে যাবে। বাতিল শক্তি যখন কোন ভাবেই মুমিনের মোকাবেলা করতে পারেনা তখন তারা চরিত্র হননের সোজা রাস্তা বেছে নেয়। মা আয়েশা (রাঃ) এর চরিত্র হনন করে রাসূল (সাঃ)কে পর্যন্ত বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। শেষ পর্যন্ত আল্লাহ তা'আলা রব্বুল আলামীন মা আয়েশা (রাঃ) এর চরিত্রের সার্টিফিকেট দিয়েছিলেন। তাই বলে সাঈদী সাহেবের চরীত্রের সার্টিফিকেট তো আর আল্লাহ তায়া'লা রব্বুল আলামিন দুনিয়ার মানুষেরকাছে পাঠাবেন না। তাই সাঈদী সাহেবের চরীত্রের মাধুর্যতা দুনিয়াবাসী তার ভক্ত অনুরক্তদেরই প্রমাণ করতে হব
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮
জুলকারনাইনসাবাহ বলেছেন: সহমত আপনার সাথে
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭
বাংলার পোলা বলেছেন: এইটা আর সাইদির টা কি এক হল? এইটা ২০০৪ সালে র একটা ভিডিও যেটা ইউটিউব এ পাওয়া যায়। ২য়ত, এই ভয়েস টা এত কাপাকাপি করে যে শুনলেই বুঝা যায় যে এইটা এডিট করা। বুশের বিভিন্ন ভাসন থেকে শব্দ কেটে কেটে এই ভিডিও তৈরি। যে কারনে পুরা ভাসন টাই আপ ডাউন এ ভরা। কিন্তু সাইদির টা একদম আমরা মবাইলে যেভাবে কথা শুনি ঠিক সেইরকম। পারলে বাশের আপনারা মানে বাশেরকেল্লা রা নিজে বুশের ওই ভিডিও টা সাইদির ভিডিওর মত স্মুথ এন্ড ক্লিন করেন।
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২
জুলকারনাইনসাবাহ বলেছেন: আসল কথা কন্ঠ নকল সম্ভব কিনা---সেটা বাদ দিয়ে ধান ভানতে শীবের গীত গেয়ে হাসির পাত্র হলে কি চলে?
বুশের কন্ঠে আপনার মতে যেমন বিভিন্ন ভিডিও বা অডিও ক্লিপ থেকে শব্দ কেটে নিয়ে বানানো সম্ভব, সাঈদীর হাজার হাজার ওয়াজ থেকেও কি সেই অশ্লীল অডিও বানানো যায়না!!
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১
সাকিন উল আলম ইভান বলেছেন: এডিট করা ভিডিও দিয়ে কাজ হবে নারে মমিন
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩
জুলকারনাইনসাবাহ বলেছেন: যতই বুঝাও বুঝবোনা, মানে হলো--তুই না করলেও তোর বাপ পানি ঘোলা করেছে--এমন কাহিনী আরকি?
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩
চলতি নিয়ম বলেছেন: কার যেনো একটা কমেন্ট ডিলিট করে দিলেন, তাই না?
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
জুলকারনাইনসাবাহ বলেছেন: অভদ্রদের অযৌক্তিক ও গালাগাল তো মুছেই দেবো--ভদ্র মানুষ হিসেবে এবং ব্লক করে দেবো আমার ব্লগে।
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০
চলতি নিয়ম বলেছেন: মুছে দিলে তো অভদ্রদের চেনা যাবে না। প্রমান রেখেদিন পরে কাজে লাগবে
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩
জুলকারনাইনসাবাহ বলেছেন: সেটাও একটা যুক্তি কিন্তু বাজেকথায় পাতা ভারী করে লাভ কি কেউ যদি ভালো কিছু শিখতে না পারে ওযথা গালাগালের ভীড়ে?
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪
মাথানষ্ট০০৭ বলেছেন: বিশাল ছাগু। আগে কেনো চোখে পড়ে নাই?
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯
জুলকারনাইনসাবাহ বলেছেন: দেখেই তো বোঝা যায় চোখে অন্ধদের চশমা, অন্ধচোখে কী দেখবে মিয়া??
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১
ভোলা বাবা বলেছেন: ভাই প্রমান দিতে ঐ নাছারা ইহুদি কাফের বুশের কাছে গেলেন কেন?? আমরা হারা জীবন হাচিনা খালেদার প্যাঁচাল শুনছি। প্রমান দিতে হলে এদের গলা নকল করেন। তাইলে বুঝমু। বুশের আসল গলা কয়জন চিনে??? আবার নকল গলা !!! আবাল ছাগু।
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
জুলকারনাইনসাবাহ বলেছেন: তোদাই তোমার বন্ধুরা সবাই বলেছিল বুশের কন্ঠ নকল করে দেখান---তাই করা হয়েছে--এখন আবার নতুন বায়না--মামার বারির আবদার নাকি, বেকুব?? গাল দেয়ার দরুন ব্লকড
৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২
এমদাদুল কদির বলেছেন: লেখক বলেছেন: আসল কথা কন্ঠ নকল সম্ভব কিনা---সেটা বাদ দিয়ে ধান ভানতে শীবের গীত গেয়ে হাসির পাত্র হলে কি চলে?
বুশের কন্ঠে আপনার মতে যেমন বিভিন্ন ভিডিও বা অডিও ক্লিপ থেকে শব্দ কেটে নিয়ে বানানো সম্ভব, সাঈদীর হাজার হাজার ওয়াজ থেকেও কি সেই অশ্লীল অডিও বানানো যায়না.......!!
১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
জুলকারনাইনসাবাহ বলেছেন: কী বুঝলেন? ঠিক কিনা!
১০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
নেমলেসবেসট বলেছেন: আপনি সাঈদীর অনেক বড় ভক্ত
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২
জুলকারনাইনসাবাহ বলেছেন: আমি সাঈদীর সাথে অনেক সময় কাটিয়েছি, কথা বলেছি তাই
১১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০
আহমেদ রশীদ বলেছেন: এটা যদি সাঈদীর কণ্ঠ হয় তাহলে এর জন্য কঠিন শাস্তির সম্মুখিন হতে হবে। আর যারা মিথ্যা প্রচার করছে তাদের জন্যও আছে আরো কঠিন ভয়াবহ অবস্থা। আল্লাহ আমাদের রক্ষা করুন।
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭
জুলকারনাইনসাবাহ বলেছেন: সহমত
১২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮
বাংলার পোলা বলেছেন: বুশের কন্ঠে আপনার মতে যেমন বিভিন্ন ভিডিও বা অডিও ক্লিপ থেকে শব্দ কেটে নিয়ে বানানো সম্ভব, সাঈদীর হাজার হাজার ওয়াজ থেকেও কি সেই অশ্লীল অডিও বানানো যায়না!!"
হ্যা হইয়ত যায়, কিন্তু সেই অডিও র সাউন্ড ও হবে বুশের টার মত, বাজে, আপ ডাউন এ ভরা।
এইবার আপ্নিই বলেন, সাইদির টা কি সে রকম? আর সাইদি ফুন সেক্সে যে কথা গুলা বলেছে, সেই কথা গুলা হারামি টা কোন ওয়াজ মাহফিলে কার সাথে বলেছে প্রমান নিয়ে আসেন
ভোদাই কোথাকার
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮
জুলকারনাইনসাবাহ বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন, কন্ঠ নকল করা যায় দেখেও
১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩
আবিরে রাঙ্গানো বলেছেন: কেউ কাউকে এমন অপমান করলে আল্লাহ শেষ বিচারের দিনে ন্যায়বিচার করবেন। আল্লাহ ন্যায়বিচারক। কিছুই বলব না। তবে আমার মনে হয় বাংলাদেশের মানুষ সব কুত্তা হয়ে যাচ্ছে, হুজুগে বাঙ্গালী ৯৫%।
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮
জুলকারনাইনসাবাহ বলেছেন: হুম
১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
এমদাদুল কদির বলেছেন: আল্লাহ ন্যায়বিচারক।
১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
জুলকারনাইনসাবাহ বলেছেন: অবশ্যই আল্লাহ ন্যায়বিচার করবেন সবার বেলায়
১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
শয়ন কুমার বলেছেন: খালেদার সঙ্গে হাসিনার একটা কাল্পনিক কথোপকথনের একটি উদাহরণ প্রকাশ হইলেই তো সাইদীর এটা থেমে যাবে ।কিন্তু সেধরনের কোন কথোপকথন এখনও কেন প্রকাশ হচ্ছে না ।এখানে চরিত্র হিসেবে খালেদা এবং হাসিনাকে বেছে নেবার কারন এই দুইজনের কন্ঠস্বরই সকলের কাছে পরিচিত এবং এই দুইজনে কখনো বাস্তবে পরস্পরের সাথে কথা বলে না ।একারণে আপনাদের কথিত সিসটেমে খালেদার সঙ্গে হাসিনার একটা কাল্পনিক কথোপকথনের একটি উদাহরণ প্রকাশ করুন
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১
জুলকারনাইনসাবাহ বলেছেন: কেন বুশের কন্ঠ কি চেনেন না--খেয়ে দেয়ে কাজ নেই একটার পর একটা মামাবাড়ির আবদার আরকি??
১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২
হিমু নিয়েল বলেছেন: ১কোটি ডলার কি পাওয়া গেছে ?
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২
জুলকারনাইনসাবাহ বলেছেন: চোরারা যে, লুকিয়ে থেকে এসব বানোয়াট অডিও ছেড়ে বসে আছে---ঠিকানা দিলেতো?
১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
লিন্কিন পার্ক বলেছেন:
মাথায় গিয়ান বুদ্ধি থাকলে এই বাল পোষ্টাইতানা
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩
জুলকারনাইনসাবাহ বলেছেন: অযৌক্তিক অ গালবাজীর জন্য চিরব্লকড
১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
এমদাদুল কদির বলেছেন: চমৎকার লিখেছেন। ব্লগটি পড়ে ভাল লাগলো। সুতরাং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সত্য তো সত্যই,একটা সত্যকে ঢাকার জন্য হাজার মিথ্যার আশ্রয় নিতে হয়।আওয়ামীলীগ + কথিত ইউকেবিডিনিউজ যা করছে তা সত্যকে কলংকিত করছে। সত্যকে কাউকে ক্ষমা করেনা। ধন্যবাদ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫
জুলকারনাইনসাবাহ বলেছেন: অডিও বানানো তো খুবই সহজ, আর বুশের নকল ভিডিও-অডিও বানিয়েও গাধাদের মন ভরছেনা--
১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: এইবার ভিডিও ধুয়ে পানি খাও গিয়া
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬
জুলকারনাইনসাবাহ বলেছেন: তোমার মতো অযৌক্তিক গাধার শাস্তি চির ব্লকড !!
২০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
মুহাম্মদ আসাদুল্লাহ্ বলেছেন: এ তো এস্পষ্ট পোরমান আছে। মাসুদ জানে .... শামিম জানে ...
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮
জুলকারনাইনসাবাহ বলেছেন: অস্পষ্ট ও তবুও ধইন্যা পাতা
২১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯
নতুন বলেছেন: বুশের ভিডিও করা হয়েছৈ কাটাকুটি করে...
সাইদির ফোনের কথাবাত্রা পাবার জন্য কেন এতো কস্ট করতে হবে?
মোবাইল কম্পাবনির কেউই বা গোয়েন্দা সস্হার কেউ এই কাজ করেছে..
খুবই সহজ ব্যপাবার...
আপনি যদি হাসিনা বা খালেদার কথাবাত্রা শুনতেন তবে কি তা রেকড করতেন না?
জনগন মোবাইল কি জিনিস চেনে... তারা মোবাইলে কথা বলে...
মোবাইলে কথা কেমনে শুনতে হয় জানে... তাই তাদের বলতে হবেনা... যে এইটা ভুয়া... একবার শুনলেই বোঝা যায় যে এইটা আসল জিনিস...
ব্যরেস্টার রাজ্জাকের সাথে কথা গুলিকি আপনি শুনেছেন?
আর এতোই যখন পারেন... তখন খালেদা আর হাসিনা @ সামহয়ারইনব্লগ নিয়া কথা বলতেছে এমন একটা অডিও বানান...
তাহলে ক্ষমা চাইবে সবাই....
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২
জুলকারনাইনসাবাহ বলেছেন: সবাই চাইলোসাঈদীর অডিও মিছে হলে বুশের নকল অডিও বানায়ে দেখান--এখন বানানোর পর আবার মামার বাড়ির আবদার !
আরে মিয়া, সাঈদীর কন্ঠ নকলের অডিওকে গ্রহনযোগ্য করতে হলে রাজ্জাক সাহেবেরও নকল অডিও করাও কি স্বাভাবিক নয় যাতে বিশ্বাসযোগ্য হয় বিষয়টা? যারা পারে তারা সবই পারে?
২২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬
এমদাদুল কদির বলেছেন: @নতুন , কথপোকথনগুলো যে নিশ্চিত করেই সাঈদী সাহেবের, তার কোনো প্রমান আছে? নেই। কে রেকর্ড করলো টেলিফোনের কথা? নিশ্চয় সরকার বা গোয়েন্দা সংস্থা। তো, সরকারের কাছে এ টেপগুলো আগে থেকে থাকলে এতদিন প্রকাশ করেনি কেনো? শয়তানের রূপটি আরো আগেই জনগন দেখতে পেতো! আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে শেখ হাসিনার পুলিশ আটক করে ২০১০ সালের ২৯ জুন। ঘটনার কাল নিশ্চয়ই তারও আগেকার। নাকি জেলখানায় থাকা কালের? সেটাও হতে পারে, যদি সরকার আয়োজন করে থাকে! পরিস্কার করে বললে, সময়কাল ২০০৬ সালের ২৮ অক্টোবরের পর থেকে ২০১০ সালের ২৮ শে জুনের আগে। এ সময়ে সাঈদী সাহেব ছিলেন মইনউদ্দিন-ফখরুদ্দিন ও হাসিনা সরকারের নজরবন্দী। সরকারের ভীষণ চাপ ছিলো, মাহফিল করা যাবে না। এমনকি উনার প্রোগ্রামে ১৪৪ ধারা জারী করতো। তাছাড়া পিছনে আওয়ামীলীগ লেগে আছে, এটা উনি পরিস্কার করেই জানতেন। উনার ফোন বাগিং হতো, একজন সাবেক এমপি হিসাবে এটা নিশ্চয়ই উনার অজানা নয়। এ অবস্থায়, ফোনে এ জাতীয় সেক্স আলাপ করে নিজের সর্বনাশের রাস্তা উনি তৈরী করবেন? অন্তত আমি বিশ্বাস করি না। ধন্যবাদ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪
জুলকারনাইনসাবাহ বলেছেন: আপনি বিবেকবান, তাই যুক্তি ঠিকই বুঝতে পেরেছেন কিন্তু ভোদাইরা বুঝতেই চায়না এবার বুশের নকল কন্ঠ ছাড়ার পরও ।
২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
প্রগতিশীল ইকবাল বলেছেন: এমদাদুল কদির বলেছেন: চমৎকার লিখেছেন। ব্লগটি পড়ে ভাল লাগলো। সুতরাং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সত্য তো সত্যই,একটা সত্যকে ঢাকার জন্য হাজার মিথ্যার আশ্রয় নিতে হয়।আওয়ামীলীগ + কথিত ইউকেবিডিনিউজ যা করছে তা সত্যকে কলংকিত করছে। সত্যকে কাউকে ক্ষমা করেনা। ধন্যবাদ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫
জুলকারনাইনসাবাহ বলেছেন: ধন্যবাদ।
২৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২
নতুন বলেছেন: এমদাদুল কদির বলেছেন: @নতুন , কথপোকথনগুলো যে নিশ্চিত করেই সাঈদী সাহেবের, তার কোনো প্রমান আছে? নেই?>>
আপনার কাছে কি প্রমান আছে যে এই গুলি সাইদির না? নাই//
এটা আপনার বিশ্বাস...
এইগুলি অবশ্যই অনেক আগে... এই বিষয় গুলি সরকারী বাহিনির রেকড করে থাকলে অবশ্যই যেকোন ভাবে বাইরে এসেছে... সরকার তো এই গুলি বাজারে ছাড়বেনা...
আপনি যদি সব না শুনে থাকেন ভাল কইরা শুনেন....
Click This Link >> এখানে দেখেন খুবই সাভাবিক কথাবাতা`...
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬
জুলকারনাইনসাবাহ বলেছেন: সত্য বিশেষজ্ঞ সাহেব, আপনার সত্য বিশ্বাস নিয়েই থাকেন--এতে সাঈদীর যা চরিত্র তাই থাকবে>
২৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১
এমদাদুল কদির বলেছেন: @নতুন ভাই.,সত্য তো সত্যই,একটা সত্যকে (Skype Scandal) ঢাকার জন্য হাজার মিথ্যার আশ্রয় নিতে হয়।আওয়ামীলীগ + কথিত ইউকেবিডিনিউজ যা করছে তা সত্যকে কলংকিত করছে। সত্যকে কাউকে ক্ষমা করেনা।
এ ক্লিপ সংক্রান্তে সাঈদী সাহেবের কোনো অন্যায় থাকলে সেটা বিচারের দায়িত্ব আমাদের নয়, বরং আল্লাহর। সত্য মিথ্যার মধ্যে ব্যবধান তো খুব সামান্য। একমাত্র আল্লাহই ভালো জানেন।
আল্লাহ আমাদের ঈমানের ওপর বলবৎ রাখুন। সঠিক পথে পরিচালিত করুন। ধন্যবাদ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
জুলকারনাইনসাবাহ বলেছেন: ধন্যবাদ।
২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
সবখানে সবাই আছে বলেছেন: আপনি যে ভিডিও শেয়ার করেছেন সেটা আপনাদের কারো বানানো না। সেটা বুশের বিভিন্ন ভিডিও থেকে কেটে নেওয়া। পীচের আপ ডাউন শুনলেই বোঝা যায়। আপনি নিজেও জানেন সাঈদীর স্ত্রী কোন বিবৃতি দিতে রাজি হয় নাই। কারন সে জানে এইসব সত্য। এইকারনে সে সিদ্ধান্ত নিসে কোন ধরনের বিবৃতি দিয়ে সাঈদীকে রক্ষা করবে না। জামাতের লোকজন এর শত প্রলোভন আর টাকার লোভকে সে গ্রাহ্য করে নাই এখন পর্যন্ত। এরপরেও আপনার এত কি দায় পড়সে এই ধরনের ভুয়া যুক্তি দেখানোর। সামুতে মাদ্রাসার পোলাপাইন ব্লগিং করে না। এইটা শিক্ষিত মানুষের ব্লগ তাই যেটাই শেয়ার করবেন বুঝেশুনে করবেন।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯
জুলকারনাইনসাবাহ বলেছেন: সাঈদী বউর বিবৃতি আমার ব্লগেই আছে পড়েন আর বিশ্বাস না করলে দায় আপনার এবং সাঈদীর রাজারবাগের বাসায় গিয়ে মিলিয়ে নেন।
২৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০১
ঘুড্ডির পাইলট বলেছেন: এতো দীর্ঘ সময় ধরে শব্দ কেটে কেটে একখানা ঘটনা তৈয়ার করা অসম্ভব। সাইদি সাব ফাইশা গেছে। তার স্ত্রী কিন্তু কোন বিবৃতি দেয় নাই এতো কিছুর পরেও।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০
জুলকারনাইনসাবাহ বলেছেন: সাঈদী বউর বিবৃতি আমার ব্লগেই আছে পড়েন আর বিশ্বাস না করলে দায় আপনার এবং সাঈদীর রাজারবাগের বাসায় গিয়ে মিলিয়ে নেন।
২৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১
ইখতামিন বলেছেন: প্লিজ! অনুগ্রহ পূর্বক এই পোস্টটিকে সকলে একবার রিপোর্ট করে আসুন
১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
জুলকারনাইনসাবাহ বলেছেন: পোস্টিতো সরানো হয়েছে রে ভাই, ধন্যবাদ
২৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১
নসিমনের যাত্রী বলেছেন: ছাগলের সুখ মনে মনে ।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮
তোমোদাচি বলেছেন: হা হা হা ...
অন্য কোন বিতর্কে যাব না; তবে বুশের ভাষন টা জটিল হইছে!