নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
একজন মৃত মানুষের স্বপ্ন.....
আপনি কখনো সন্তান হারা মায়ের কান্না,স্বামী হারা স্ত্রীর কান্না, বাবা হারা সন্তানের কান্না, ভাই হারানো ভাই বোনের কান্না শুনেছেন? শুনলে বুঝতে পারতেন, ওর থেকে ভয়ানক আর্তনাদ এ দুনিয়ায় আর কিছু নেই।
আজকাল এই ব্যাস্ত শহরটাকে বড্ড অগোছালো মনে হয়। প্রতিটা রাত্রিকে হত্যাকারীর মতো লাগে। আমরা কখনো হিসেব মেলাইনি, ভাঙাচোরা মানুষের জমানো অশ্রুতে কয়টা পদ্মা মেঘনা হতো। আমার শহরটা আজ হাসতে ভুলে গেছে।
যখন অস্থিরতম দিনে সব ভাঙাচোরা মানুষগুলো একত্রিত হয়ে, এ শহরের রাজপথে শোক মিছিলে পা মেলাবে, তখন আমি সবার হাতে একটা করে গোলাপ তুলে দেবো। শিখিয়ে দেবো বহুবার মরে যাওয়ার চেয়ে ভালোবাসা ছড়িয়ে একবার মরে যাওয়া ঢের বেশি ভালো।।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৪
জুল ভার্ন বলেছেন: অনেক ধন্যবাদ কবি।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভয়ংকর শহর ঢাকা
০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩০
জুল ভার্ন বলেছেন: ব্লাক হোল!
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৬
রাজীব নুর বলেছেন: হতাশ হবেন না। আশাবাদী হতে হবে।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২২
জুল ভার্ন বলেছেন: ইনশা আল্লাহ।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সব ঠিকঠাক যখন বলো
ওলট পালট হয়ে যায়
এলোমেলো সব হয়ে যায়
সব ঠিকঠাক...
সব ঠিকঠাকের এই শহরে
উঁচু-নিচু আঁকা সব দেয়ালে
নাগরিক সব ফুল ফুটে থাক
সব ঠিকঠাক...
অকারণে বুঁদ হওয়া ভাবনায়
এলোমেলো যখন তখন
নগরের মতো যেন যানজট
মাথার ভেতর থেকে যায়
সব ঠিকঠাক... ( মেঘদলের গান )
০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৩
জুল ভার্ন বলেছেন: চমৎকার।
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৫
আসোয়াদ লোদি বলেছেন: মহৎ চিন্তা
০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৪
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৭
বিজন রয় বলেছেন: ব্লগে আপনার নিয়মিত উপস্থিতি আমার ভীষণ ভাল লাগছে।
মাঝের দুবছর কোথায় যেন হারিয়েছিলেন!!
০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭
জুল ভার্ন বলেছেন: আমাকেতো ব্লগে আপনার দেখার কথা না। কারণ, ২০১২ সন থেকে আমি ব্লগে লগইন করিনি।
শুভ কামনা।
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৬
শের শায়রী বলেছেন: একজন মৃত মানুষের স্বপ্ন...... মৃতরা এখনো স্বপ্ন দেখে।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৮
জুল ভার্ন বলেছেন: যেভাবে বেঁচে আছি সেটাকে কি বেঁচে থাকা বলে!
৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩২
বিজন রয় বলেছেন: ২০১৬ সাল থেকে আপনাকে জানি, চিনি।
আপনি অনেক বড় ব্লগার এই জন্য আপনি আমার চোখে পড়েছিলেন।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৯
ইসিয়াক বলেছেন: স্বজন হারানো ব্যথা......যার যায় সেই ই জানে।
ভালো লিখেছেন।
পোষ্টে ভালো লাগা।