নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

একজন সাধারণ মানুষের রোজনামচা.....

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৮

একজন সাধারণ মানুষের রোজনামচা....

একজন সাধারণ মানুষ ঠিক ততোটাই সাধারণ, যাকে সকাল থেকে রাত অবধি এ শহরে বুকে প্রতিদিন টিকে থাকার লড়াই করে যেতে হয়। নিজ অস্তিত্ব প্রমাণের লড়াই চালিয়ে যেতে হয় প্রতিমুহূর্তে!

একজন সাধারণ মানুষ ঠিক ততোটাই সাধারণ, যে শহরে কোনো ঝুম বৃষ্টির দিনে কোনো বাছবিচার পিছুটানহীন ভাবে কাকভেজা হয়ে ভিজতে পারে। বৃষ্টির প্রতিটা ফোঁটা নিজের শরীরে মিশিয়ে নিতে নিতে শিহরিত হয়। একটা আলাদা ভালোলাগার আবেশে সে দু'চোখ বোজে, ঐ ভেজা মাটির সোঁদা গন্ধটা তার বড্ড প্রিয়।

একজন সাধারণ মানুষ ঠিক ততোটাই সাধারণ, যার বাড়ি ফেরার অপেক্ষায় কেউ থাকে না। যার মন খারাপের সঙ্গী সে নিজেই। যার দিনশেষে "ভালো আছো?"-র খোঁজ নেওয়ার মতো কেউ নেই। যার রাগ-অভিমান বা শেষরাতের কান্নাগুলো নিঃশব্দে শোনার মতো একটা লোকও নেই। যে একাকী সময়ে নিজেই নিজেকে দু'হাতে আগলে ধরে। যে খুব সহজেই হারিয়ে যেতে পারে শহরের অজস্র মানুষ ভিড়ে।

একজন সাধারণ মানুষকে সমাজ খুব সহজে ব্যাকডেটেড আখ্যা দিয়ে দিতে পারে। অথচ কোনোদিন তারা একটু লক্ষ্য করলে দেখত, একজন সাধারণ মানুষের একটা সুন্দর মন ছিলো, আলাদা দৃষ্টিকোণ ছিলো, সমাজকে পাল্টে দেওয়ার ক্ষমতাও ছিলো হয়তো।

একজন সাধারণ মানুষের গল্পটায় সবসময় সফলতা হয়তো থাকে না, তবে বাস্তবতা থাকে। বিলাসিতায় নয়, নিজেকে খুঁজে পায় প্রতিদিনের বাস্তবতায় নিজের সাথে চলা ঠান্ডা লড়াইয়ে। দেখানোর মতো সাফল্য থাকে না বলেই হয়তো তিনি সফল মানুষ নয়।

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:০২

হাবিব বলেছেন: লড়াই করে বেঁচে থাকার মাঝেই যে স্বার্থকতা।

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:২১

জুল ভার্ন বলেছেন: ভাই লড়াইয়ের জন্য চাই লেভেল প্লেইং....

২| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একজন সাধারণ মানুষকে নিয়ে অসাধারণ কিছু কথা বলেছেন। আসলে, এটা একটা কবিতা হয়ে গেছে।

একজন সাধারণ মানুষ জানেন না সাধারণত্ব বা অসাধারণত্ব বলতে কী বোঝায়। একজন সাধারণ মানুষ হতে পারেন আলাভোলা, নিরহঙ্কার, অগাধ জ্ঞানের আধার; একজন সাধারণ মানুষ খুব বিনয়ী, দানশীল ও মানবিক হয়ে থাকেন, যার প্রভুত ধন আছে, অকাতরে মানুষকে দান করেন। তিনি ক্ষমাশীল। একজন সাধারণ মানুষের দিন আনতে পান্তা ফুরায়; নিজের রক্ত ঘাম করে পোষ্যদের বাঁচান। একজন সাধারণ মানুষ যে কতখানি 'অসাধারণ' মানুষ তা হয়ত তিনি জানেন না।

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৭

জুল ভার্ন বলেছেন: ছাই ভাই, আপনি কবি মানুষ তাই কষ্ট বেদনা দুঃখ ক্ষোভগুলোকেও কাব্যিক দৃষ্টিকোণ থেকে দেখে কবিতা তৈরী করার ক্ষমতা রাখেন। অন্যদিকে আমি নিতান্তই সাধারণ মানুষ। আমার লেখাকে আপনি ভালো বলেছেন সেটাই আমার অনেক বড়ো অর্জন। আপনার মন্তব্য আমার ভাবনাগুলোকে স্বীকৃতি দিয়েছে।
অনেক কৃতজ্ঞতা জানাই।

৩| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩১

নীল আকাশ বলেছেন: একজন সাধারণ মানুষকে নিয়ে অসাধারণ কিছু কথা হৃদয় ছুঁয়ে গেল।
এই সমাজে এইসব সাধারণ মানুষের সংখ্যাই কিন্তু অনেক বেশি। কিন্তু এদের কথা কেউ জানে না।
নীরবে নিভৃতে এরা হারিয়ে যায় সময়ের অতলে।

০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১১

জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন।

ধন্যবাদ।

৪| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: আমি একজন সাধারন মানুষ।

০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৩

জুল ভার্ন বলেছেন: আসলেই আমরা সাধারণ মানুষ তবে কেউ কেউ ভাব লয়..... নিজেকে বিরাট কিছু ভেবে ক্যাচাল করে!

৫| ০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:০৫

মি. বিকেল বলেছেন: আপনার অনুমতি পেলে আমি এটা পড়বো।এবং আমার ক্ষুদ্র একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে এই অসাধারণ কথাগুলো সবার কাছে তুলে ধরতে চাই।



ধন্যবাদ।

০৯ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৭

জুল ভার্ন বলেছেন: এটা পাব্লিক পোস্ট তাই পড়ার জন্য অনুমতির প্রয়োজন নাই। নির্দিধায় ব্যবহার করতে পারেন।

আপনার ইউটিউব লিংক দিলে দেখতে পারবো।

৬| ১০ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৬

মি. বিকেল বলেছেন: লেখককে আপনাকে ধন্যবাদ জানাই।এটা আমার কন্ঠে শোনার জন্য ক্লিক করুন ইউটিউব লিংকঃ https://youtu.be/NrTr_iQPGKE

৭| ১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৯

সোনালী ডানার চিল বলেছেন:

আপনার লেখার মাঝখানের স্তবকটি একটি কবিতার ভাবনা এনে দিল-
যদিও আপনার শব্দবিন্যাস অনেকটা কবিতার মতো- দেখি কেমন লিখতে পারি!

মনখারাপের রোজনামচা ভালো লাগলো- শুভকামনা ভাই!!

২৭ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:২২

জুল ভার্ন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৮| ১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১২:০২

শেরজা তপন বলেছেন: তবে এই সাধারন মানুষটা ধীরে ধীরে জনারন্যে কেন হারিয়ে গেল। আপনাদের মত প্রিয় মানুষগুলোর দেখা পাই না বলে সামু বড় নিরস লাগে

২৭ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৪

জুল ভার্ন বলেছেন: তপন ভাই, সালাম। সেই সোনালী দিনগুলো আর ফিরে আসবেনা। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.