নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
স্যালুট মার্কেল! স্যালুট!
প্রায় ছয় মিনিট করতালি ধ্বনি দিয়ে পুরো জার্মানি বিদায় জানালো অ্যাঙ্গেলা মার্কেলকে ক'দিন আগে। যাকে আঠারো বছর আগে জার্মানির মানুষ বেছে নিয়েছিল তাদের নেত্রী হিসেবে। বিনিময়ে মার্কেল জার্মানির আট কোটি মানুষকে উপহার দিয়ে গেলেন সুশাসন, অর্থনৈতিক বিকাশ, উন্নত জীবন আর নিরাপত্তা।
গত আঠারো বছরে জার্মানিতে তার বিরুদ্ধে একটিও অনৈতিক কাজের অভিযোগ ওঠেনি। একটিও স্বজন পোষণের অভিযোগ নেই। এই আঠারো বছরে তিনি একবারের জন্যও টিভিতে বা কোনো জনসভায় নিজের কৃতিত্ব দাবি করেননি। তার ছবি আর বাণী নিয়ে জার্মানির কোনো রাস্তায় কখনো মিছিল বার হয়নি। কারণ, শাসন ক্ষমতা জিইয়ে রাখবার জন্য তিনি সশস্ত্র হার্মাদ বাহিনী তৈরি করেননি।
কারণ, আত্মপ্রচার করবার শিক্ষা তার ছিল না। বিরোধীরা নির্ভয়ে তার বিরোধিতা করেছেন।
কারণ, তাদের ওপর মার্কেল পুলিশ আর গুন্ডা লেলিয়ে দেননি। তার মুখে মানুষ কখনো হাস্যকর, নির্বোধের মত কথাবার্তা শোনেনি। মানুষকে তিনি মিথ্যা আশ্বাস বা প্রতিশ্রুতি দেন নি। দেশজুড়ে উন্নতির মিথ্যা খতিয়ান আর বিজ্ঞাপন দেননি। বার্লিনের রাস্তায় তিনি নিজের এবং দলের প্রচারের জন্য একটি ছবিও তোলাননি। বিরোধী নেতাদের চরিত্র হনন করেন নি।
অ্যাঙ্গেলা মার্কেলকে বিশ্ব চেনে ‘lady of the world' নামে। বলা হয়, তিনি একাই ষাট লক্ষ পুরুষের সমান।
জার্মানি এবং তার নাগরিকদের উন্নতির শিখরে রেখে অ্যাঙ্গেলা মার্কেল নিঃশব্দে সরে দাঁড়ালেন, পরবর্তী নেতৃত্বের হাতে ক্ষমতা সঁপে দিয়ে। তার বিদায়কালে মানুষ যেভাবে আবেগতাড়িত হয়েছেন, জার্মানির ইতিহাসে তা নজিরবিহীন। সারা জার্মানি জুড়ে মানুষ বাড়ির ব্যালকনিতে এসে প্রায় ছয় মিনিট ধরে তাকে হাত তালি দিয়ে বিদায় জানিয়েছেন। কেউ তার নামে কবিতা লিখে ছাপায়নি। কোনো চিত্রকর ছবি এঁকে তার প্রচার করেনি। তবু মানুষ আবেগে ভেসে গিয়েছেন। সমস্ত জার্মানি এক হয়ে দাঁড়িয়ে, ভেদাভেদ ভুলে, তাদের নেত্রীকে বিদায় জানিয়েছেন, এমনই হয় যে কোন সভ্য জাতি।
মার্কেল পূর্ব জার্মানির মানুষ। অনাড়ম্বর সাধারণ জীবন যাপনে অভ্যস্ত। ক্ষমতার শিখরে থেকেও তার জীবন অনাড়ম্বরই ছিল। একটি সাধারণ নিজস্ব গাড়ি ছাড়া তার ব্যক্তিগত প্লেন, ইয়ট এমনকি বিলাসবহুল কোনো অ্যাপার্টমেন্ট বা বাড়ি নেই। অন্যান্য ছাপোষা জার্মান নাগরিকের মত তিনি একটি অতি সাধারণ অ্যাপার্টমেন্টে থাকেন, রাজনীতিতে আসবার আগে থেকেই।
অবিশ্বাস্য শোনালেও মার্কেলকে মানুষ একই পোশাকে আঠারো বছর ধরে দেখে এসেছে। একটি প্রেস কনফারেন্সে একজন মহিলা সাংবাদিক জানতে চেয়েছিলেন, তার কি অন্য স্যুট নেই। মার্কেল উত্তরে বলেছিলেন তিনি রাজনীতিবিদ, মডেল নন। অন্য একটি সন্মেলনে সাংবাদিকেরা জানতে চান, তিনি এত ব্যাস্ত, তার বাড়ির কাজ কে করেন? তার বাড়িতে কাজের লোক, রান্নার লোক আছে কি না। উত্তরে মার্কেল জানান, তার বাড়িতে একজন মহিলা এবং একজন পুরুষ কাজের লোক আছে। মহিলাটি তিনি নিজে, এবং পুরুষটি তার স্বামী। সাংবাদিকেরা মজা করে জানতে চান, কাপড় জামা কে ধোয়? তিনি না তার স্বামী? মার্কেল জানান, তিনি কাপড় জামা ওয়াশিং মেশিনে ঢোকান। সাবানের গুড়ো ঢেলে দেন। তার স্বামী মেশিন চালান। তারা রাতে ওয়াশিং মেশিন চালান, কারণ এই সময় বিদ্যুতের চাহিদা কম থাকে। এরপর সাংবাদিকদের তিনি জানান, তিনি আশা করবেন এ সব অবান্তর প্রশ্ন না করে সংবাদমাধ্যম যেন তার সরকারের সাফল্য এবং ব্যার্থতা নিয়ে প্রশ্ন করে।
তিনিই অ্যাঙ্গেলা মার্কেল। ইউরোপের সব থেকে শক্তিশালী অর্থনীতির চালিকা। ধন্য জার্মানি, ধন্য এসব দেশের মানুষ আর এদের নেতা নেত্রী।
(সংগৃহীতঃ এবং এই পোস্ট ইতোমধ্যে অনেকেই নিজনিজ টাইম লাইনে শেয়ার করেছেন। আমিও শেয়ার করার লোভ সামলাতে পারলাম না)
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৮
জুল ভার্ন বলেছেন: জ্বি।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৪
খায়রুল আহসান বলেছেন: তিনি নিজ গুণে শুধু স্বদেশেরই নয়, বরং গোটা বিশ্বের বহু দেশের বহু মানুষের মনে ঠাঁই করে নিয়েছেন। নীরবে নিষ্ঠার সাথে নিজের কাজগুলো করে গেছেন। প্রশংসার নিনাদের মুখাপেক্ষী ছিলেন না। তাই তার বিদায় ক্ষণে মানুষ বিনা বাক্যে করতালির তালে তালে তাকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
তার শান্তিময়, দীর্ঘজীবন কামনা করি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৯
জুল ভার্ন বলেছেন: শান্তিপ্রিয় বিশ্ববাসীর চোখে আদর্শ।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২০
নীল আকাশ বলেছেন: কি যে বলেন না আপনি? সমুদ্র জয়ী নেত্রী এত থেকেও বিশাল কৃতিত্বের দাবীদার।
সামান্যর জন্য শুধু নোবেল মিস হয়ে গেছে। হলে দেখতেন। চাঁদ থেকেও তার প্রশংসা ইথারে ভেসে আসতো।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৬
জুল ভার্ন বলেছেন: মন্তব্য নিস্প্রোজন
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৬
এমেরিকা বলেছেন: ইরানও কয়েক বছর আগে এরকম একজন প্রেসিডেন্ট দেখেছিল, যিনি নির্বাচিত হবার পর সাইকেলে চেপে প্রেসিডেন্ট ভবনে ঢুকেছিলেন। ক্ষমতা ছাড়ার পর সেই সাইকেলে চেপেই প্রেসিডেন্ট ভবন ত্যাগ করেছিলেন। মার্কেলের দেশ কোন অবরোধের শিকার না। কিন্তু সেই প্রেসিডেন্ট দশকের পর দশক অবরোধে থাকা দেশটিকে নেতৃত্ব দিয়ে সামরিক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করেছেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১৪
জুল ভার্ন বলেছেন: এরশাদ সাহেবও সাইকেল চেপে একদিন অফিসে গিয়েছিলেন !
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৫
চাঁদগাজী বলেছেন:
@নীল আকাশ বলেছেন, "সামান্যর জন্য শুধু নোবেল মিস হয়ে গেছে। হলে দেখতেন। চাঁদ থেকেও তার প্রশংসা ইথারে ভেসে আসতো। "
-শেখ হাসিনা স্যাটেলাইট পাঠায়েছেন, উহার সাহায্যে জানতে পারবেন, আপনার সাইদী সাহেব চাঁদে কি কি চাষ করছেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৮
জুল ভার্ন বলেছেন:
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা এমন নেতা যদি আমাদের দেশে হতো
মার্কেলকে শ্রদ্ধা জানাই
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৮
জুল ভার্ন বলেছেন: ্লাইক।
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৫
কবিতা ক্থ্য বলেছেন: আমাদের দেশে এমন নেতা হইতো যদি আমাদের দেশ - জার্মনী হইতো।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১১
জুল ভার্ন বলেছেন: তাহলে দখল বানিজ্য, নোংরামি বন্ধ হয়ে যাবে।
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১০
আমি সাজিদ বলেছেন: মার্কেলের নামে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হয় নাই? তার নামে স্কুল কলেজ রাস্তা ঘাট সেতু হয় নাই? মার্কেল নোবেল পুরষ্কারের জন্য লবিং করে নাই? সে কোন নেতা হলো নাকি?
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৯
জুল ভার্ন বলেছেন:
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: মার্কেলের খোঁজ কি রাখেন আমাদের দেশের মন্ত্রীরা?
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৯
জুল ভার্ন বলেছেন: আমাদের মন্ত্রীরা চৌদ্দগুষ্টি নিয়ে টিকা নিতে যায়।
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৪
আমি সাজিদ বলেছেন: মার্কেল কি রাইখস্ট্যাগে অহংকার করে বলে নাই "এই মোবাইল কে দিয়েছে? " ওখানে জারি সারি গান হয় নাই?
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৯
জুল ভার্ন বলেছেন: ্লা-জওয়াব
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৫
নেওয়াজ আলি বলেছেন: সৎ ও সততায় এইসব নেতা অনন্য। সারা জীবন মানুষ মনে রাখবে স্যালুট দিবে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১২
জুল ভার্ন বলেছেন: ্তারপরও উনি বিশ্বনেত্রী হতে পারেননি!
১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০০
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: আমাদের এমন মার্কেল চাই...
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১১
জুল ভার্ন বলেছেন: ্জিন্দেগীতেও হবেনা।
১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০২
পদাতিক চৌধুরি বলেছেন: বীরের মৃত্যু নেই আর কাপুরুষ জন্মেও মৃতপ্রায় হয়ে থাকে। মাঝে মাঝে তাই জানান দেয় যে সে এখনও মরে নাই।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১৪
জুল ভার্ন বলেছেন: আমাদের মৃত নেতারা আরও বড়!
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৯
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪২
মা.হাসান বলেছেন: এই মহিলার পার্টি গত নির্বাচনে পাইছিলো মাত্র ৪০% এর চেয়ে কিছু বেশি ভোট ।উনি এখন পর্যন্ত কোনো ইউনেস্কো বা অন্য কোনো অ্যাওয়ার্ড পায় নাই। এর আগে হেলমুট কোল আর শ্রয়ডার জার্মানীর অর্থনীতিকে ভঙ্গুর করে রেখে যায় নি, বরং জার্মান অর্থনীতি আগে থেকেই বেশ ভালো ছিলো। ঐ দেশে বিরোধি দল সব সময় ষড়যন্ত্র আর হরতাল নিয়ে ব্যস্ত না, বরং গঠনমূলক ভূমিকা রাখে। ওনাকে দেশের ধ্বংস হয়ে যাওয়া গনতান্ত্রিক প্রক্রিয়া পুনুরুদ্ধার করতে হয় নি। দেশের ভিতরে দালাল আর বাইরে ষড়যন্ত্রকারিদের চক্রান্ত রোখার জন্য ওনাকে দিন রাত ব্যস্ত থাকতে হয় নি। ধর্মপরায়নতার কথা নাহয় বাদই দিলাম। ওনাকে মাত্র ৮ কোটি লোকের চিন্তা করতে হয়েছে, ১৬ কোটি লোকের না। ওনার কয়টা ভাস্কর্য আছে?
আপনি কাদের ফেচভুক থেকে এই সব সংগ্রহ করেছেন জানি না, তবে যারা নিজেদের দেশের উন্নতির খবর বাদ দিয়ে বাইরের উন্নতির খবর নিয়ে মাতামাতি করে তাদের থেকে সাবধানে থাকার অনুরোধ করে গেলাম। ঐ সব লোকদের রাষ্টদ্রোহিতার অপরাধে বিচার হওয়া দরকার।
১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৪
আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,
"হায়রে............." বলে কপাল চাপড়ানো ছাড়া মন্তব্য করার কিছু নেই !
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৫
জুল ভার্ন বলেছেন: ্দেখলেনইতো এক কুতুব এসে ধমক দিয়ে গেলেন !
১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৪৮
সোহানী বলেছেন: হেহেহে....... ওইটা জার্মান!! কইত্থেকে কি যে কন!!!! আউলা ছাউলা লাগায়ে দেন খালি .........
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৬
জুল ভার্ন বলেছেন: আমরা শুধুই ম্যান
১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: আহা! এমন একজন নেতাই দেশে প্রয়োজন।
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৬
জুল ভার্ন বলেছেন: শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়।
১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৭
ওমেরা বলেছেন: অন্যদের দেখে আমাদের শুধু হা- হুতাশ করা ছাড়া আর করার কিছু নেই।
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০২
চাঁদগাজী বলেছেন:
মাত্র ইউরোপ নয়, তিনি বিশ্বের নেত্রী।