নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
"দ্যা ডগ দ্যাট ডিড নট বার্ক"...
কোনান ডয়েল এর অমর সৃষ্টি Sherlock Holmes এর একটা বিখ্যাত গোয়েন্দা গল্প "The Adventure of Silver Blaze"। যারা অনেকদিন আগে পড়েছেন তাদের একটু মনে করিয়ে দেই- ওই নামের একটি বিখ্যাত ঘোড়দৌড় এর ঘোড়াকে কেন্দ্র করে তার ট্রেনার এর মৃত্যু। শার্লক হোমস তার অনবদ্য বিশ্লেষণ ক্ষমতা দিয়ে অপরাধীকে চিহ্নিত করেন। সেই গল্পে সরকারি ডিটেকটিভ এর সাথে তার একটি কথোপকথন ছিলঃ-
Gregory (Scotland Yard detective): Is there any other point to which you would wish to draw my attention?
Holmes: To the curious incident of the dog in the night-time.
Gregory: The dog did nothing in the night-time.
Holmes: That was the curious incident.
এই বাক্যটা অর্থাৎ "দি ডগ দ্যাট ডিড নট বার্ক"-
একটা প্রবাদ হয়ে গেছে।
ওই প্রভুভক্ত কুকুরটি সেই রাতে কোনও আওয়াজ করেনি, কারণ তার মনিব জন স্ট্র্যাকার তার কাছে অপরিচিত নয়, তার মনিবই প্রতিপক্ষ এর কাছ থেকে টাকা খেয়ে ঘরদৌড়ের আগে সিলভার ব্লেজ এর পায়ের টেন্ডন কেটে তাকে খোঁড়া বানানোর জন্যই রাতের আঁধারে আস্তাবলের দরজা খুলে বের করে নিয়ে গিয়েছিল। বেচারা কুকুর কেন ঘেউঘেউ করবে!
শার্লক হোমস'র ওই সূত্র ধরে আজ আমরাই একটু গোয়েন্দাগিরি করতে পারি। অসংখ্য ঘটনা থেকে ছোট একটা তালিকাঃ
১) সাগর রুনী হত্যার ক্লু আট বছরেও বের করতে পারেনি...
২) তনু হত্যার রহস্য আজও উদঘাটন করতে পারেনি....
৩) বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি লোপাটের মূল হোতা ধরা ছোঁয়ার উর্ধ্বে....
৪) বাংলাদেশ ব্যাংকের হাজার কোটি টাকা ফিলিপাইনে পাচারের মূল হোতা রাখাল বালকটিকে অদ্যাবধি জিজ্ঞাসাবাদ করা হয়নি...
এখন প্রশ্ন হল তদন্তকারীরা তদন্ত শেষ করে কেন চার্জশিট জমা দিতে পারছে না। তারা যথেষ্ট দক্ষ বলে সুনাম আছে। তাদের দোষ দেওয়ায় আগে একবার শুধু শার্লক হোমস এর সূত্রটা মনে করি- "কুকুর কেন ঘেউঘেউ করলো না"। উল্লেখিত অপরাধীরা কুকুরটার চেনা লোক? কার সাথে কার সেটিং আছে?
ভাবুন....
তবে খুব বেশি ভাবার দরকার নেই- "ইট ইজ এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন....."!
পুনশ্চঃ হঠাত কেনো "The Adventure of Silver Blaze" এর কথা লিখলাম-সেই প্রসংগে কেই প্রশ্ন করে বিব্রত না করার জন্য অনুরোধ করছি।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৮
জুল ভার্ন বলেছেন: উদাহরণঃ সাম্প্রতিক কালে বেশ কয়েকজন সাংবাদিকের পরিনতি ...
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৯
মানিক_চন্দ্র_দাস বলেছেন: ওয়াটসন ওয়াটসন ওয়াটসন
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৩
রাজীব নুর বলেছেন: আপনার চারটা পয়েন্ট এর উত্তর আছে।
এই চারটা সমস্যা খুব বড় কিছু না। কিন্তু সরকার যে কেন চুপ, সেটাই বুঝতে পারছি না। সরকার যদি ব্যস্ত থাকে, আমাকে দায়িত্ব দিক এই গুলোর আসল আসামী আমি ধরতে পারবো। খুব কঠিন কিছু না।
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৮
জুল ভার্ন বলেছেন: রাজার ইচ্ছায় রাজ্য চলে। অতএব-------
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৩
চাঁদগাজী বলেছেন:
আপনি কি দেশে থাকেন? সিরাজ সাঁই'এর পরিবার কোথায় আছে, সেটার খবর নিতে পারবেন?
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩০
জুল ভার্ন বলেছেন: আমি দেশেই থাকি। কিন্তু গত তিন বছর যাবত ওর সাথে কোনো প্রকার যোগাযোগ ছিলোনা। মৃত্যুর সংবাদটা সোশ্যাল মিডিয়াতেই জানতে পারি।
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩৭
সোহানী বলেছেন: চুপ চুপ চুপ অনামিকা চুপ, কথা বলো না। কোন এক জানি আইন আছে তাও জানো না
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩০
জুল ভার্ন বলেছেন: তাইতো কবি নিরব!
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৭
ভুয়া মফিজ বলেছেন: "দ্যা ডগ দ্যাট ডিড নট বার্ক".......এর হিন্দীটা আমার কাছে খুবই জুৎসই মনে হয়। ''জো কুত্তা ভোগতা নেহি!!!
অন্যকিছু ভাবার আগে ভাবেন, বাংলাদেশে শার্লক হোমস হতে যাওয়া কতোটা নিরাপদ। একটা কেইস সমাধান করার আগেই হয়তো আপনাকে ভিনদেশে গোয়েন্দানৈতিক (রাজনৈতিক অনুকরনে) আশ্রয় প্রার্থনা করতে হতে পারে।