নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
A Dramatic Sexual Suicide....
আমি বলবো -
A Love To Die For ....
যুগে যুগে পুরুষরা নারীর প্রেমে অন্ধ হয়ে জীবন-যৌবন, অতীত-বর্তমান-ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়েছে! প্রাণে মরেও প্রেম চায়....
বনজীবিরা গভীর জংগল থেকে ফিরে এসে বলে, জংগলের ভিতর প্রচুর মৃত মৌমাছি পড়ে থাকে.... আশ্চর্যের ব্যাপার, প্রতিটা ডেডবডি পুরুষ মৌমাছির! এই মৃত্যূ স্বাভাবিক নয়৷ প্রতিটি মৃত্যূ যৌন কার্যকলাপ চলাকালীন হয়েছে অর্থাৎ সঙ্গমরত অবস্থাতেই মৃত্যূ হয়েছে প্রতিটি পুরুষের! আশ্চর্যের ব্যাপার, স্পটে কোন ফিমেল ডেডবডি নেই! স্বাভাবিক ভাবেই একটা ব্যাপার স্পষ্ট, ফিমেল মৃত্যূর কোন ঘটনা ঘটেনি! আহা...বেচারা পুরুষ! প্রতিটি ডেডবডির পুং যৌনাঙ্গ তলপেট থেকে ছিঁড়ে নেওয়া! এখনও বেশ কয়েকজন যন্ত্রনায় ছটপট করছে, কিন্তু আর কতক্ষণ, কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট! তারপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে গোটা শরীর! পুরুষ জীবন শেষ, পুরুষ হিসেবে কর্তব্য শেষ! REST IN PEACE.....
ঘটনা কি?
এভাবে নিশ্চিত মৃত্যূ জেনেও কেন পুরুষ ছুটে আসে একটিবার যৌন সম্পর্কের লোভে, যে সম্পর্কের পরিণতি এমন করুণ মৃত্যূ সে সম্পর্কের প্রতি কেন এত মোহ! কেন ছুটে ছুটে আসে যত পুরুষের দল, কি এমন সুখ যার লোভে মৃত্যূর হাতছানিতে সাড়া দেয়?'
প্রকৃতি এভাবেই বলিদান চায়, পরবর্তী প্রজন্মের স্বার্থে! এভাবেই বংশ এগিয়ে চলে, জিন প্রবাহিত হয়! ঘটনা আসলে কি ঘটেছে৷
মৌচাকে যে রাণী আছে, একটা নির্দিষ্ট সময়ে সে আকাশে উড়তে শুরু করেন৷ কি তার রুপ, কি তার জৌলুস, দেখলেই চোখ জুড়িয়ে যায়! তার সেই সৌন্দর্যের ছটায় পাগল হয়ে ওঠে কলোনীর যত পুরুষের দল৷ ঠিক যেমন প্রজ্বলিত আলো লক্ষ করে ছুটে আসে হাজার হাজার উঁইপোকার দল! ঝাঁপ দেয় আগুনে, পুড়ে শেষ হয়৷ আবার আরেক দল আসে, সেই আগুনেই ঝাঁপ দেয়, সদলবলে পুড়ে শেষ হয়! বারে বারে আসে, বারে বারে পুড়ে শেষ হয়, কিন্তু আগুনের অমোঘ আকর্ষণ উপেক্ষা করতে পারেনা! ঠিক সেরকম পুরুষের দল রাণীর প্রতি আকর্ষণ উপেক্ষা করতে পারে না!
মৌচাকে যত পুরুষ মৌমাছি থাকে প্রথমেই তাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা হয়, অনেককে হারিয়ে শক্তিমান পুরুষ মৌমাছি পৌঁছে যায় রাণীর কাছে.... তারপর শুধুই আনন্দ, মিলনের আনন্দ, সঙ্গমের অসীম সুখ ভোগ৷ পুরুষ রাণীকে জড়িয়ে ধরে, সঙ্গমের উদ্দেশ্যে তার Endophallus প্রবেশ করিয়ে দেয় রাণীর Reproductive tract অর্থাৎ স্ত্রী প্রজনন অঙ্গে! এরপর পুরুষ যখন Ejaculate করে তখন Lower Abdomen অংশে একটা প্রচন্ড Hemostatic Pressure সৃষ্টি হয়! তীব্র বেগে semen বেরিয়ে এসে স্ত্রী যৌনাঙ্গে প্রবেশ করে! ওদিকে স্ত্রী চায় এক বিন্দু সিমেন যাতে নষ্ট না হয়, দেহের বাইরে যেন বেরিয়ে না যায়! তাই সে তার Reproductive tract সংকুচিত করে রাখে যার মধ্যে ইতিমধ্যে পুং যৌনাঙ্গ Inserted হয়ে আছে৷ এদিকে Ejaculation সম্পন্ন হওয়ার পর পুরুষ চায় স্ত্রী দেহ থেকে বিচ্ছিন্ন হতে, বিপত্তি এখানেই৷ এদিকে প্রবল বেগে Ejaculation এর Force আর ওদিকে Abdomen Muscle Contraction এবং Female genital part এর সংকোচন অবস্থা পুরুষের Endophallus কে স্ত্রী যৌনাঙ্গে তালার মধ্যে চাবির মত Lock করে রাখে৷ কিন্তু পুরুষ চায় মুক্তি, চায় বিচ্ছিন্ন হতে, প্রবল টানে পুরুষের তলপেট থেকে ছিঁড়ে যায় Endophallus, আটকে থাকে Female tract এ! বেচারা পুরুষ, মিলনের আনন্দ শেষে আকাশ থেকে টুপ করে ঝরে পড়ে মাটিতে! ব্যাস্...সব শেষ! পুরুষ হিসেবে তার কর্তব্য শেষ, আর তার কোন আদর নেই, সমাদর নেই, প্রয়োজনীয়তাও নেই৷ পুরুষের একটাই কাজ, সংসারে কর্তব্য পালন৷
তাবলে ভাবিস না যে একটা পুরুষের মৃত্যূ দেখে বাকি পুরুষরা শিক্ষা নেয়, তাহলে বাজারে এত বিয়েবাড়ি দেখতে পেতি না! ওদিকে রাণী এখনও আকাশে উড়ছে, সঙ্গী সাথীদের যুদ্ধে হারিয়ে আরও একটা পুরুষ এগিয়েছে রাণীর দিকে, জড়িয়ে ধরেছে রাণীকে! রাণীর দেহে আটকে থাকা আগের পুরুষের পুরুষাঙ্গ ছুঁড়ে ফেলে নতুন পুরুষ নতুন করে আগের প্রতিটি পদ্ধতি হুবহু পালন করে নিজের পুরুষাঙ্গ ত্যাগ করে আসে রাণীর দেহে, তারপর আগের পুরুষের মতই নিয়ম মেনে টুপ করে ঝরে পড়ে আকাশ থেকে! তারপর আরও একজন পুরুষ যায়, আরও একজন, আরও একজন... রাণীর সাথে মিলিত হয়, তারপর এভাবেই ঝরে পড়ে আকাশ থেকে! ডেডবডি পড়ে থাকে এদিক ওদিক'!
একথা জেনে অনেকেই পরজন্মে মৌমাছি হবার আশা করবে না!
একবার ইয়ের জন্য একেবারে জীবন দিয়ে দিতে হবে?
নাহ্, মানুষের অত ইয়ে নাই৷
হ্যাঁ, শুধু মৌমাছি নয়, আরও অনেক প্রাণীদের এই ঘটনার মুখোমুখি হতে হয়৷ এই যেমন, অস্ট্রেলিয়ার Black Widow Spider বা RedBack Spider. এদের Cannibalistic behaviour অর্থাৎ রাক্ষুসে এই প্রাণীগুলো স্বগোত্রের জীবেদের ভক্ষণ করে৷ এদের স্ত্রী পুরুষ মিলনের পর অভাগা পুরুষগুলো স্ত্রী প্রাণীর পেটের নীচে এমন ভাবে ঝুলে থাকে যেন খেলার শেষে কোন ট্রফি জয়লাভ করেছে! এমনকি পূর্বরাগ বা সঙ্গমের সময়ও স্ত্রী প্রাণীটা তার পুরুষ সঙ্গীকে চিবিয়ে খাওয়া শুরু করে! অবশ্য এর পিছনেও কারণ আছে, এই পুরুষসঙ্গীরা এই সময় পুষ্টিকর খাদ্য হিসেবে বিবেচিত হয় যে খাদ্য গ্রহণের মধ্য দিয়ে স্ত্রী আরও বেশি করে ডিম উৎপাদন করতে পারে৷ দীর্ঘক্ষন সঙ্গম নিশ্চিত করে, যাতে ঐ পুরুষের স্পার্ম গুলো স্ত্রীর ডিমগুলোকে নিষিক্ত করতে পারে! দীর্ঘক্ষন ধরে পুরুষটি স্ত্রীর সাথে সম্পৃক্ত থাকে, ফলে ফিমেল প্যাশন প্রশমিত হয়, অন্য কোন পুরুষের সাথে সম্ভোগের ইচ্ছে কম হয়৷ এরকম নানাবিধ কারণ লুকিয়ে থাকে নেচারের সিস্টেমে!
ভালবাসা, যেখানে মৃত্যূই পরিণতি! বা বলা ভাল, মৃত্যূর জন্যই ভালবাসা.. "A Love To Die For" !
হ্যাঁ! ভালবাসা এমনই, সেটা ক্ষনিকের জন্য হলেও ঠিক এমনই যেটা একটিবার পাওয়ার আশায় জীবন পর্যন্ত বাজি রাখা যায়৷
Ref:- sexual suicide. 'self destructive' behaviour in male of some animal
© W.P. Armstrng 15th april 2009.
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৩
জুল ভার্ন বলেছেন: তবুও থেমে থাকেন------
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৮
আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন ,
রসিয়ে রসিয়ে দারুন জীববিজ্ঞান লেখা।
তবে এই লাইনটি জব্বর লিখেছেন - "ভাবিস না যে একটা পুরুষের মৃত্যু দেখে বাকী পুরুষেরা শিক্ষা নেয় , তাহলে বাজারে এতো বিয়েবাড়ী দেখতে পেতিনা।"
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৪
জুল ভার্ন বলেছেন: তবুও শিক্ষা নেই না
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: A Love To Die For...
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৬
মেহেদি_হাসান. বলেছেন: নতুন জানলাম ধন্যবাদ আপনাকে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৪
জুল ভার্ন বলেছেন: ্ধন্যবাদ।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৪
নীল আকাশ বলেছেন: "ভাবিস না যে একটা পুরুষের মৃত্যু দেখে বাকী পুরুষেরা শিক্ষা নেয় , তাহলে বাজারে এতো বিয়েবাড়ী দেখতে পেতিনা।"
আমার গুরুজীর চোখ জুহুরীর চোখ। কিছুই এড়ায় না।
লেখা দুর্দান্ত লেগেছে। পড়ে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে। এত বিস্তৃতভাবে এই মৌমাছির বিষয়টা জানতাম না।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১২
নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো পড়ে। প্রেমের মরা জলে.......
২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৫
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৪
হাসান মাহবুব বলেছেন: কী বিচিত্র এই জীবজগৎ! আপনার তথ্যমূলক লেখাগুলি ভালো লাগছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৫
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ প্রিয় হামা
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট দিয়েছেন।, উপভোগ্য।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৬
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৪
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: ওয়াও!
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫১
অক্পটে বলেছেন: বিষয় একেবারে পরিস্কার! চমৎকার লিখেছেন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৬
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৩
জগতারন বলেছেন:
ঠিক এমনই একটি লিখা এর আগেমনে হয় এই ব্লগেই পড়িয়াছিলাম।
ব্লগারের নাম মনে করিতে পারছিনা। তখন আমার মন্তব্য করা হয় নি।
তবে প্রবন্ধ ও লিখার বিষয় বস্তু বিস্ময়কর ও খুউব চমকপ্রদ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৪৬
অনল চৌধুরী বলেছেন: শুধু মশা বা মাছি না, বেকুব মানুষও এই কর্ম করতে গিয়ে মরে !!!Man Dies During Sex
২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪০
জুল ভার্ন বলেছেন: হা হা হা। তবুও নাকি "প্রেমের মরা জলে ডোবেনা" !
১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৪৯
অনল চৌধুরী বলেছেন: শুধু মশা বা মাছি না, বেকুব মানুষও এই কর্ম করতে গিয়ে মরে Man Dies During Sex
** প্রথমটাকে লিংক ভুল হয়েছে ।
১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৪৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
নারীর ভেতর মৃত্যুর স্বাদ আছে।
সে কারণেই হয়তো অনেক ডাক্তার পরামর্শ দিয়ে থাকেন সপ্তাহে একদু'বার মিলনে যুক্ত হওয়ার। এতে মিলন তৃপ্তকর হওয়ার পাশাপাশি উভয়ের দেহমন থাকে শক্ত। প্রশান্ত কিনা জানা নেই
জীবজগৎ-এর জ্ঞানে আমাদের মুগ্ধ করায় আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪১
জুল ভার্ন বলেছেন: আফটার অল ডাক্তারের নির্দেশনা
১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৭
ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪২
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:০৫
কবিতা ক্থ্য বলেছেন: জানার আছে অনেক কিছু,
আমি বোকা, ছুটি জ্ঞানের পিছু।
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০২
রক্ত দান বলেছেন: বিপদজনক ভালবাসা! নতুন জানলাম।