|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
উপন্যাসের উপাদান... 
 
বাংলার ক্লাসে উপন্যাসের কাঠামো বোঝাতে গিয়ে অধ্যাপক বললেন...মোটামুটিভাবে যেকোন উপন্যাসের থাকে ৪ টি মৌলিক উপাদান...
১. 'আভিজাত্য'
২. 'আধ্যাত্মিকতা'
৩. 'যৌনতা'
৪. 'রহস্য'
অধ্যাপক সবিস্তারে ৪ টি উপাদানের ব্যাখ্যা করে বললেন, "এই ৪টি উপাদানের ওপর ভিত্তি করে তোমরা প্রত্যেকে আগামী সপ্তাহে সর্বোচ্চ এক হাজার শব্দে একটা উপন্যাস রচনা করে আনবে।"
মাত্র ৫ মিনিট বাদেই ক্লাসের সবচেয়ে নিরীহ ছাত্রটা উঠে দাঁড়ালো, "স্যার, এখনই লিখেছি উপন্যাস"!
স্যার চমকিত, হতচকিত! মাত্র ৫ মিনিটে উপন্যাস!!
খাতাটা হাতে নিয়ে স্যার স্তম্ভিত!
একটা লাইনেই একটা উপন্যাস!!
জমিদার গিন্নী(আভিজাত্য) বললেন, হা ইশ্বর(আধ্যাত্মিকতা), আমি অন্তঃসত্বা(যৌনতা),
কিন্তু সন্তানের পিতা কে জানিনা(রহস্য)!!!
 ৩৯ টি
    	৩৯ টি    	 +৬/-০
    	+৬/-০২|  ০২ রা মার্চ, ২০২১  সকাল ১১:২৯
০২ রা মার্চ, ২০২১  সকাল ১১:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম 
কত সহজ হয়ে গেলো উপন্যাস লেখা
  ০২ রা মার্চ, ২০২১  সকাল ১১:৪৩
০২ রা মার্চ, ২০২১  সকাল ১১:৪৩
জুল ভার্ন বলেছেন: আসলেই কি খুব সহজ?
৩|  ০২ রা মার্চ, ২০২১  সকাল ১১:৩৭
০২ রা মার্চ, ২০২১  সকাল ১১:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে বিশ্বের ক্ষুদ্রতম উপন্যাস.....
  ০২ রা মার্চ, ২০২১  সকাল ১১:৪২
০২ রা মার্চ, ২০২১  সকাল ১১:৪২
জুল ভার্ন বলেছেন: হেঃ হেঃ হেঃ কেমুন অইসে কইলেন্নাতো!
৪|  ০২ রা মার্চ, ২০২১  সকাল ১১:৪৮
০২ রা মার্চ, ২০২১  সকাল ১১:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। উচ্চাঙ্গ বিনোদন.... ব্যাপক মজা পাইলুম...
  ০২ রা মার্চ, ২০২১  দুপুর ১২:৪৯
০২ রা মার্চ, ২০২১  দুপুর ১২:৪৯
জুল ভার্ন বলেছেন: কৃতজ্ঞতা!
৫|  ০২ রা মার্চ, ২০২১  দুপুর ১২:০৮
০২ রা মার্চ, ২০২১  দুপুর ১২:০৮
অপু তানভীর বলেছেন: এমুন উপন্যাস জীবনে এই প্রথম পড়লাম  
  ০২ রা মার্চ, ২০২১  দুপুর ১২:১২
০২ রা মার্চ, ২০২১  দুপুর ১২:১২
জুল ভার্ন বলেছেন: স্বীকৃতি!
৬|  ০২ রা মার্চ, ২০২১  দুপুর ১২:৩০
০২ রা মার্চ, ২০২১  দুপুর ১২:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নট বেড...
  ০২ রা মার্চ, ২০২১  দুপুর ১২:৪৭
০২ রা মার্চ, ২০২১  দুপুর ১২:৪৭
জুল ভার্ন বলেছেন: ব্যাড 
৭|  ০২ রা মার্চ, ২০২১  দুপুর ১২:৩২
০২ রা মার্চ, ২০২১  দুপুর ১২:৩২
রাজীব নুর বলেছেন: আপনি কি কোনো উপন্যাস লিখতে শুরু করেছেন?
  ০২ রা মার্চ, ২০২১  দুপুর ১২:৪৮
০২ রা মার্চ, ২০২১  দুপুর ১২:৪৮
জুল ভার্ন বলেছেন: না, আমিই নিজেই একটা উপন্যাস-তাই লেখার দরকার নাই! 
৮|  ০২ রা মার্চ, ২০২১  দুপুর ১২:৪৪
০২ রা মার্চ, ২০২১  দুপুর ১২:৪৪
অক্পটে বলেছেন: ভালোত! ক্ষুদ্রতম উপন্যাস। সুন্দর।
  ০২ রা মার্চ, ২০২১  দুপুর ১২:৪৮
০২ রা মার্চ, ২০২১  দুপুর ১২:৪৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৯|  ০২ রা মার্চ, ২০২১  দুপুর ১:১৩
০২ রা মার্চ, ২০২১  দুপুর ১:১৩
রেজওয়ান ইসলাম বলেছেন: এক হাজার শব্দে উপন্যাস হয়?যেমন শিক্ষক তেমন ছাত্র।তারপরও দারুন মজা পেলাম।
  ০৬ ই মার্চ, ২০২১  সকাল ১০:৩৭
০৬ ই মার্চ, ২০২১  সকাল ১০:৩৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১০|  ০২ রা মার্চ, ২০২১  দুপুর ১:১৮
০২ রা মার্চ, ২০২১  দুপুর ১:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ক্লাসিক। অনেক আনন্দ ও মজা পেলাম জুল ভার্ন ভাই।
  ০৬ ই মার্চ, ২০২১  সকাল ১০:৩৮
০৬ ই মার্চ, ২০২১  সকাল ১০:৩৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ প্রিয় ধুলোবালিছাই ভাই 
১১|  ০২ রা মার্চ, ২০২১  দুপুর ১:৪৮
০২ রা মার্চ, ২০২১  দুপুর ১:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: উপন্যাসটা পছন্দ হইছে। বই বের হইলে বিশাল কাটতি হইতো।
  ০৬ ই মার্চ, ২০২১  সকাল ১০:৩৮
০৬ ই মার্চ, ২০২১  সকাল ১০:৩৮
জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ!!!
১২|  ০২ রা মার্চ, ২০২১  দুপুর ১:৫২
০২ রা মার্চ, ২০২১  দুপুর ১:৫২
নেওয়াজ আলি বলেছেন: সর্টকাট । উপন্যাসের বাচ্চা (অণু )
  ০৬ ই মার্চ, ২০২১  সকাল ১০:৪০
০৬ ই মার্চ, ২০২১  সকাল ১০:৪০
জুল ভার্ন বলেছেন: পরমাণু বললেও ভুল বলা হবেনা!
১৩|  ০২ রা মার্চ, ২০২১  বিকাল ৪:২৯
০২ রা মার্চ, ২০২১  বিকাল ৪:২৯
সামিয়া বলেছেন: হাহাহা মজার উপন্যাস
  ০৬ ই মার্চ, ২০২১  সকাল ১০:৪০
০৬ ই মার্চ, ২০২১  সকাল ১০:৪০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১৪|  ০২ রা মার্চ, ২০২১  বিকাল ৫:০৯
০২ রা মার্চ, ২০২১  বিকাল ৫:০৯
নীল আকাশ বলেছেন: এই ছাত্রকে স্যালুট দিয়ে আসা দরকার। সাহিত্য যে কোন কাঠামো মেনে হয় না এটাই তার প্রমাণ।
  ০৬ ই মার্চ, ২০২১  সকাল ১০:৪০
০৬ ই মার্চ, ২০২১  সকাল ১০:৪০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১৫|  ০২ রা মার্চ, ২০২১  বিকাল ৫:৩৫
০২ রা মার্চ, ২০২১  বিকাল ৫:৩৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: না, আমিই নিজেই একটা উপন্যাস-তাই লেখার দরকার নাই! 
প্রতিটা মানুষই একটা উপন্যাস। যাই হোক, এখন আপনার উপন্যাসটা পড়বো কি করে?
  ০৬ ই মার্চ, ২০২১  সকাল ১০:৪১
০৬ ই মার্চ, ২০২১  সকাল ১০:৪১
জুল ভার্ন বলেছেন: কঠিন প্রশ্ন! উত্তরঃ অপেক্ষা করুন।
১৬|  ০২ রা মার্চ, ২০২১  বিকাল ৫:৪৪
০২ রা মার্চ, ২০২১  বিকাল ৫:৪৪
মিরোরডডল  বলেছেন: 
fantabulous !!!!! 
  
 
 
  ০৬ ই মার্চ, ২০২১  সকাল ১০:৪২
০৬ ই মার্চ, ২০২১  সকাল ১০:৪২
জুল ভার্ন বলেছেন: 
১৭|  ০২ রা মার্চ, ২০২১  সন্ধ্যা  ৬:৫৮
০২ রা মার্চ, ২০২১  সন্ধ্যা  ৬:৫৮
শায়মা বলেছেন: আমি হলে এই স্টুডেন্টকে ১০০ তে ২০০ দিতাম। 
  ০৬ ই মার্চ, ২০২১  সকাল ১০:৪৩
০৬ ই মার্চ, ২০২১  সকাল ১০:৪৩
জুল ভার্ন বলেছেন: ১০০ নিজের পকেট থেকে 
১৮|  ০২ রা মার্চ, ২০২১  রাত ১০:৫০
০২ রা মার্চ, ২০২১  রাত ১০:৫০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: অধ্যাপকটি কে?যেমন অধ্যাপক তেমন ছাত্র।
  ০৬ ই মার্চ, ২০২১  সকাল ১০:৪৩
০৬ ই মার্চ, ২০২১  সকাল ১০:৪৩
জুল ভার্ন বলেছেন: অধ্যাপকটি কল্পিত, ছাত্রটি এই অধম।
১৯|  ০৩ রা মার্চ, ২০২১  সকাল ১০:৩১
০৩ রা মার্চ, ২০২১  সকাল ১০:৩১
কাছের-মানুষ বলেছেন: হা হা চমৎকার।
  ০৬ ই মার্চ, ২০২১  সকাল ১০:৪৪
০৬ ই মার্চ, ২০২১  সকাল ১০:৪৪
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২০|  ০৩ রা মার্চ, ২০২১  সকাল ১১:৫৬
০৩ রা মার্চ, ২০২১  সকাল ১১:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
কঠিন উপন্যাস। পাঠকও স্তম্ভিত।
  ০৬ ই মার্চ, ২০২১  সকাল ১০:৪৫
০৬ ই মার্চ, ২০২১  সকাল ১০:৪৫
জুল ভার্ন বলেছেন: সবাই যেটাকে সহজ বলেছেন-আপনি সেটাকে কঠিন বলে আমার সাথে একাত্মতা জানালেন।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০২১  সকাল ১১:০০
০২ রা মার্চ, ২০২১  সকাল ১১:০০
ইমতিয়াজ ১৩ বলেছেন: বুজলাম