নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
‘ব্যাড ভার্স’..... [/su
‘ব্যাড ভার্স’ বা আপাত-অর্থহীন কথা বলে একটা বিশেষ শ্রেণীর মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা নতুন কিছু নয়। নিজের ভেতরের একপ্রকার অন্তর্ঘাত থেকেই জন্ম নেয় অমন কুস্বভাব। যা সচেতনভাবেই অভিঘাত তোলে অনেক শ্রোতা দর্শক পাঠকের মনে।
দূর্ভাগ্যবশত 'ব্যাড ভার্স পার্সন'দেরও কিছু ভক্ত থাকে। সেইসব ভক্ত অনুগতরা সৎ ন্যায় নৈতিক আদর্শের অনুগত নয়, তবে শতভাগ সুবিধাবাদী এবং চাটুকার- যা সাধারণ মানুষ ভালো করেই বোঝেন। কাজেই হাততালি দেওয়া তালিয়া বাজদের চাটুকারিতায় আমজনতার কোনো প্রতিক্রিয়া নাই।
বুক ভরা আগুন,
কুকথায় পঞ্চমুখ,
কণ্ঠভরা বিষ,
মিথ্যাচার ....এগুলো কোনো সুস্থ মানুষের মানষিকতা হতে পারে না।
০৯ ই মার্চ, ২০২১ সকাল ১০:৫৩
জুল ভার্ন বলেছেন: আমি তাদের কথাই বলছি- ব্যাড ভার্স অনেকেরই নিত্যদিনের জীবনাচার
২| ০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: যারা সত্যিকার ভালো মানুষ। তাদের কোনো খারাপ স্পর্ষ করতে পারে না।
০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৩:২৭
জুল ভার্ন বলেছেন: আমিও তাই বিশ্বাস করি।
৩| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যাড ভার্স বা আপাত-অর্থহীন কথা - এ ফ্রেজটার সাথে আজই পরিচিত হলাম। গুগলে এগুলোর উদাহরণ খুঁজলাম, যদিও পাই নি। তবে, ব্যাড ভার্স সংক্রান্ত বক্তব্যটির সাথে সহমত পোষণ করছি।
মোটের উপর, খারাপ মানুষদেরও ফলোয়ার বা অনুসারী থাকে। সেই খারাপ মানুষরাও খারাপ হতে পারে, আবার সহজ-সরল ভালো মানুষরা ব্যাড ভার্স পার্সনদের ম্যাজিক বা ক্যারিশমা দেখে মুগ্ধ হয়ে তাদের মুরিদ বনে যেতে পারে। আমি জানি না, আপনি জাতীয় নাকি আন্তর্জাতিক পর্যায়ের কাউকে ইন্ডিকেট করে 'ব্যাড ভার্স' নিয়ে লিখেছেন কিনা, তবে, ব্লগে এই ব্যাড-ভার্স ও ব্যাড-ভার্সদের ফলোয়ার খুব সহজেই চেনা যায়।
শুভেচ্ছা রইল প্রিয় জুল ভার্ন ভাই।
০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৪:২৬
জুল ভার্ন বলেছেন: যেখানে জাতীয়, আন্তর্জাতিক সব পর্যায়েই ব্যাড ভার্স পার্সন আছে- সেখানে ব্লগে না থাকার কোনো কারন নাই। আন্তর্জাতিক পর্যায়ে দু একটা নাম বললেই উদাহরণ স্বার্থক প্রমাণীত হবে-ডোনাল্ড ট্রাম্প, শেফাতুল্লাহ ওরফে শেফু দা।
ধন্যবাদ ভাইজান।
৪| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ ভায়া যে!!!!!!!
কি যে আনন্দ লাগছে
হাজার ব্যার্থতা, অভিমান আর অনুযোগের পরেও সামু তো সামুই!
সীমাবদ্ধতার বাইরে কে আর? তাই না
অনেক অনেক শুভকামনা রইলো
১০ ই মার্চ, ২০২১ সকাল ১০:০৬
জুল ভার্ন বলেছেন: আলবাত।
ধন্যবাদ কমরেড।
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০২১ সকাল ১০:১০
শায়মা বলেছেন: তার মানে এদেের পছন্দ করা চাটুকার আর ব্যাড ভার্স দুই এ মিলে একাকার।
অযথা অকথা কুকথা ঠিক না বটে তবে এমন অনেকেই দাবী করে বা নিজেরাই মনে করে তারা বুঝি উচিৎ কথা বলছে। সত্য তিতা এইসব।
কিন্তু তাহাদের উচিৎ কথা যে সভ্য সমাকে অনুচিৎ হয়ে যাচ্ছে তা বুঝেই না।
যাইহোক আমিও সুন্দর করে কথা বলা পছন্দ করি।
তবে
কেউ ঝগড়া লাগায় দিলে যা মনে আসে তাই বলে ফেললেই শান্তি তাইনা ভাইয়া???
যা মনে আসে তাই কি আর যব বলা যায়।
সহজ কথা যায় না বলা সহজে......