নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়.....
স্বপ্নের দেশ?
কেমন হয় সেই স্বপ্নের দেশ?
সবুজ গাছ নীল আকাশ রঙিন ফুল কলকল বয়ে চলা নদী আর মিষ্টি সুরে গেয়ে ওঠা পাখিদের দল। আর সেই দেশে জ্যোৎস্নার আলোয় বসে মিষ্টি মিষ্টি কথা বলা মানুষ, হিংসা নেই দুঃখ নেই কষ্ট নেই অনুভব নেই অধিকারবোধ নেই?
আমার স্বপ্নের পৃথিবী এরকমই থাকুক যেমন আছে এখন। নানা রঙের মানুষ, নানা রঙের খেলা, নানা রঙের সুতো। ভালোবাসা, মায়া মমতা প্রেম অভিমান অনুরাগের পাশাপাশি সম্পর্কে থাক হিংসে, মিথ্যাচার দ্বেষ বিতৃষ্ণা রাগ সব, সসসব...। সব চাই আমার। সাথে থাকুক মনের ক্ষিদেটুকুও। আষ্টেপৃষ্ঠে সব গিলে প্রতি মুহূর্তে নতুন আমির সামনে দাঁড় করিয়ে দেওয়া আয়নাটাও।
ঋণী থাকতে চাই সবকিছুর কাছে। আকাশ বাতাস আলো মেঘ বৃষ্টি রোদ্দুর এমনকি প্রতিটি ধুলোকণার কাছেও। ওরা আমাকে বাঁচতে শেখায় রোজ- নিঃস্বার্থ হয়ে। নির্ভিক হয়ে। প্রতিদিন ডুবে যাওয়া সূর্যের কাছে নতজানু হই আবার নতুন করে ফিরে আসার আহ্বানে।
ঋণী আমি আমার জীবনের প্রতিটি সম্পর্কের কাছে। কেউ ভালোবেসে আগলে রেখেছে, কেউ অকারণ ঘৃণায় দূরে সরিয়ে দিয়েছে, কারো ভরসার কাঁধ টের পাই অসময়ে আবার কেউ কেউ নিস্ফল হিংসায় ক্ষতবিক্ষত করেছে মনের জমিন। সবটাই প্রাপ্তি। আর বন্ধুরা, যারা অনাবিল হাসিতে, সহমর্মিতায় আর পরম মমতায় প্রতিটি দুর্বল সময়ে ঢাল হয়ে ওঠে তাদের এই ঋণ টুকু না থাকলে এগিয়ে যাবো কি করে। আঁধার সরিয়ে আলোর দিকে হেঁটে যাওয়া এই পথ, এই সাথীরা সবাই যে পরম আপন।
"রাখালের ঘর ছাড়া বাঁশিতে সবুজের
দোল দোল হাসিতে মন আমার মিশে থাকুক পরম আবেশে।
নীল আকাশের ওই দুর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় হারিয়ে আকাশের নীল দূর সীমা ছাড়িয়ে।
প্রানে যেন সবুজের, নীন আকাশের, গানের রেশ রয়"।
তাই আমার স্বপ্নের পৃথিবী এমনই থাকুক। বর্ণময়।
রামধনু রঙে আঁকা থাকবে আমার এই পৃথিবী যেখানে প্রত্যেক পদচিহ্নের কাছে ঋণী থাকতে চাই আজীবন।
১৮ ই মার্চ, ২০২১ সকাল ১০:২৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২| ১৮ ই মার্চ, ২০২১ সকাল ৯:৪৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: জীবন এমনি করেই এগিয়ে চলে প্রকৃতির সাথে মিলে মিসে।আরো কিছু জীবন কে সাথে নিয়ে।এইতো জীবন
১৮ ই মার্চ, ২০২১ সকাল ১০:৩০
জুল ভার্ন বলেছেন: কিন্তু এই জীবন খুব বেশী দুর্বিসহ!
৩| ১৮ ই মার্চ, ২০২১ সকাল ৯:৫৮
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।
১৮ ই মার্চ, ২০২১ সকাল ১০:৩০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৪| ১৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
ভালো লাগলো
১৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:১৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৫| ১৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:২০
চাঁদগাজী বলেছেন:
বাস্তবতা থেকে সামান্য অবসর
১৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৬| ১৮ ই মার্চ, ২০২১ দুপুর ১:১৬
নেওয়াজ আলি বলেছেন: ইস! যদি এমন হতো
১৮ ই মার্চ, ২০২১ দুপুর ১:২৩
জুল ভার্ন বলেছেন:
৭| ১৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:১৫
রাজীব নুর বলেছেন: এ হলো আবেগ।
১৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩৩
জুল ভার্ন বলেছেন: আবেগ আনলিমিটেড!
৮| ১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৩:০৪
নুরহোসেন নুর বলেছেন: এক কথায় অসাধারণ!
১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৩:২৪
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৯| ১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাব্যের মত সুন্দর!
১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ লিটন সাহেব।
১০| ১৯ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৫০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আবেগ আনলিমিটেড!
বেশি হলে তো সমস্যা। আবেগ দিয়ে কবিতা লেখা যায়। জীবন চলে না।
২০ শে মার্চ, ২০২১ সকাল ৯:৪৮
জুল ভার্ন বলেছেন: রাইট।
১১| ২০ শে মার্চ, ২০২১ রাত ১২:০৫
২০ শে মার্চ, ২০২১ সকাল ৯:৪৯
জুল ভার্ন বলেছেন: দেখা হবে মিলন মেলায়।
শুভ কামনা।
১২| ২০ শে মার্চ, ২০২১ সকাল ১০:৪৬
খায়রুল আহসান বলেছেন: জীবনের জয়গান চলতে থাকুক!
হাপরের হাওয়ায় ক্ষণে ক্ষণে
জীবন জ্বলে উঠুক,
জীবনের অবয়বে শুদ্ধতা আসুক!
২০ শে মার্চ, ২০২১ দুপুর ১২:১৫
জুল ভার্ন বলেছেন: মানব জীবনে তো বাধা-বিপত্তি আসবেই। কিন্তু থেমে গেলে তো হবে না।
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০২১ সকাল ৯:৪৮
আমি সাজিদ বলেছেন: চমৎকার