নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
লম্বু বিড়ম্বনা...
"লম্বা মানুষ বোকার হদ্দ"- প্রবাদ মাথায় নিয়ে লম্বুরা এমনিতেই মানষিক কষ্টে তারউপর যদি সব যোগ্যতা থাকা সত্বেও শুধুমাত্র লম্বা হবার কারণেই বিয়ের কণে খুঁজে পাওয়া না যায়-সেই দুঃখ কাহাকে শুধাই!
আমাদের বৃহত্তর যৌথ পরিবারে পুরুষের গড় উচ্চতা ৫'-৯" এবং নারী সদস্যদের গড় উচ্চতা ৫'-৫", যা গড়পড়তা বাংলাদেশীদের মধ্যে একটু ব্যতিক্রম বলা যায়!
আমার ছোট চাচার তিন মেয়ের পর একমাত্র ছেলের উচ্চতা ৬'-৪"! অত্যন্ত মেধাবী, উচ্চ শিক্ষিত, পেশাগত জীবনে অত্যন্ত সফল এবং পারিবারিক আর্থিক সচ্ছলতা ঈর্ষণীয়। আমার চাচা উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা এবং একটা জাতীয় কর্পোরেশন এর চেয়ারম্যান হিসেবে অবসর নিয়েছেন। চাচাতো ভাইয়ের গায়ের রং কালো হলেও সুদর্শন এবং একজন আদর্শ ভালো মানুষ।
আত্মীয় স্বজন, চেনাজানা পর্যায়ের মধ্যে কণে খুঁজে না পেয়ে দুটো বিখ্যাত ঘটকালি প্রতিষ্ঠানের দ্বারস্থ হই। আমি 'বেকার' বলেই ওই দুই প্রতিষ্ঠানে যোগাযোগ করে সম্ভাব্য কণেদের একটা তালিকা করার দায়িত্ব বর্তায় আমার উপর। গত কয়েক সপ্তাহ থেকে কণের সিভি দেখে যোগাযোগ করি... কিন্তু ব্যাটে-বলে মিলছেনা।
একটা বিশ্ববিদ্যালয়ের ভিসির কন্যাকে পছন্দ হয়েছিল। পাত্রকে সাথে নিয়ে তাঁদের বাড়িতে চাচা চাচী, একজন চাচাতো বোনকে নিয়ে গিয়েছিলাম। মোটামুটি কথাবার্তা চুড়ান্ত করে আসার পর পাত্রী পাত্রকে জানায়, "আমার সাথে আপনাকে গালিভার এবং আমাকে লিলিপুট মনে হবে....."!
অবশেষে রণে ভংগদিয়ে চাচাতো ভাইকে বেটে মেয়ে বিবাহের দশটি উপযোগীতার নোট দিয়েছিলাম-যা চাচাতো ভাই অরুচিকর আখ্যাদিয়ে প্রত্যাখ্যান করেছে!
আমার চাচাতো ভাইর একজন ড্রাইভারের নাম বাবলু। বয়স ২৪ বছর। শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী হলেও গ্রামের স্কুল থেকে অষ্টম শ্রেনী পাশের একটা চিঠি জোগাড় করে চাকরি নিয়েছিলো। সেই বাবলু চলতি মাসেই বিয়ে করেছে। স্ত্রী বিএ পাস! বাবলুর বিয়ের পর চাচাতো ভাই খুবই হতাশ - "হিমু ভাইয়া, বাবলুরও বিয়ে হয়ে গিয়েছে"!
আজ এক কণে নিজেই আমাকে ফোন করে অনেক কথা বলার পর আমাকে ঝাড়ি দিয়েছে.... "বেটে হওয়া কি পাপ? বেটে বা লম্বা হওয়া কি কারোর ইচ্ছাধীন? চুপ করে আছেন কেন?- জবাব দিন....!"........ আরও অনেক কথা শুনিয়েছে!
আমি তাঁকে সান্তনা দিয়ে বলেছি, "যদি আমার পুনর্জীবন হয়, আর তখনও যদি আপনার বিয়ে নাহয় এবং আপনি যদি আমাকে পছন্দ করেন তাহলে আমিই আপনাকে বিয়ে করবো। রেশিওঃ ৫'-১০" :৫'-১"!
লম্বা মানুষ যতই বোকা হোক, নিজ ঘরেরতো বটেই, প্রতিবেশীদের ঘরের লাইট/বালব লাগাতেও লম্বাদের বিকল্প নাই!
পুনশ্চঃ আমাদের বড়ো ছেলের উচ্চতা ৬'-১"+, বৌমার উচ্চতা ৫'-৬", ছোট ছেলের উচ্চতা ৬'-২"....ওর ভাগ্যে কি আছে আল্লাহ মালুম!
২১ শে মার্চ, ২০২১ সকাল ১১:১০
জুল ভার্ন বলেছেন: আমাদের দেশের মেয়েদের ৫'-৬" হাইট যথেষ্ট। এখন কম উচ্চতাকে ফিটনেস দিয়ে পুষিয়ে নেওয়া যায়। তবে ডিফেন্স জব ছাড়া উচ্চতা কোনো ফ্যাক্টর হওয়া উচিত নয়।
২| ২১ শে মার্চ, ২০২১ সকাল ১১:০৬
নেওয়াজ আলি বলেছেন: লম্বা মানষের বুদ্ধি থাকে হাটুর নিচে প্রবাদ আছে।
২১ শে মার্চ, ২০২১ সকাল ১১:১০
জুল ভার্ন বলেছেন: আমারতো বুদ্ধিই নাই!
৩| ২১ শে মার্চ, ২০২১ সকাল ১১:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইশ কেন যে লম্বা হইলাম না , মাত্র ৪.১০" কোন কিছুই নাগাল পাই না। আলমারির উপরের তাকে কাপড় ভাজ করে রাখতে পারি না । যাক আলহামদুলিল্লাহ তাতে কী আল্লাহ আমাকে যেমন বানিয়েছেন তেমনই সুন্দর।
তবে লম্বাদের বিড়ম্বনাও আছে, পাত্র পাত্রি খুজতে ঝামেলা হয়। আল্লাহ সবাইকে যার যার মত সুন্দর করেই তৈরী করেছেন।
২১ শে মার্চ, ২০২১ সকাল ১১:১৪
জুল ভার্ন বলেছেন: আপনার মন্তব্যের সাথে একমত।
আমাকে নানাবিধ সমস্যা নিয়ে চলাফেরা করতে হয়। যেমন, বাসে চড়ে বসতে পারিনা, দাঁড়াতেও পারিনা। বাসায় বাল্ব লাগানোর কাজটা আমাকেই করতে হয়। কিছু সুবিধাও আছে।
৪| ২১ শে মার্চ, ২০২১ দুপুর ১২:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: যাক, লম্বা না হওয়াতে মেলা ঝামেলা থেকে বেচে গেছি মনে হচ্ছে।
২১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১৮
জুল ভার্ন বলেছেন: হা হা হা!
৫| ২১ শে মার্চ, ২০২১ দুপুর ১:২৭
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই,ব্যাপোক মজা পাইলাম আপনার পোস্ট পড়ে সাথে সাথে দুঃখ ও।
আমাদের দেশের প্রেক্ষাপটে ছেলেদের ৫'-৫'' থেকে ৫'১০'' এবং ৫'-০০'' থেকে ৫'০৫'' ঠিক আছে তার বেশী লম্বা হলে তা দেখতে একটু কিমন কিমন লাগে তা ছেলে কিংবা মেয়ে যেই হোকনা কেন।
ছেলেদের এরচেয়ে বড় হলে লম্বু বলে। আর মেয়েদের ত তাদের সাথে ম্যাচ করে বর খুজে পেতে মুশকিল হয় । আর লম্বা মেয়েদের সাথে ম্যাচ করে তাদের পতি না পেলে বেচারীর মনে বহুত ব্যাথা থাকে ।আর মেয়ের বন্ধু-বান্ধব নানা রকম বদ কতা কয় সেই মেয়েরে।
লম্বা ছেলেদের আমাদের দেশের গণপরিবহন(বাস-রিকশা- ট্যাক্সি) ইত্যাদিতে যাতায়াতে অনেক হ্যাপা পোহাতে হয়।সর্বোপরী সমাজ-সংসারে চলার পথে নানা অসুবিধার পাশাপাশি ভাল মানের খেতাব জুটে যা আরো বেদনার কারন হয়ে দাড়ায়।
কি আর করা এ সব মিলেই আমাদের জীবন আর এসব ছোটখাট অসুবিধা সাথে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।আল্লাহ বাচাইছে আমি না গ্যালিভার না লিলিপুট(৫'-৫'' তবে আগে মাঝে মাঝে একটু মনে ব্যথা লাগত যে আর ১''-২ '' বড় হলে কি এমন ক্ষতি অইত তয় আপনার লেখা পড়ে মনে লয় এই ভাল ।ভাল আছি ।কোন আকাম করে ভিড়ের মাঝে হান্ধাইয়া গেলে কেউ খুইজজা পাইবনা ।
২১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২১
জুল ভার্ন বলেছেন: আমার মতো লম্বুদের হারিয়ে যাওয়ারও সুযোগ নাই। ভীড়বাট্টার মধ্যেও অনেক দূর থেকেই কল্লা দেখা যায়।
আমার ছেলেদের এক্ট্রা লার্জ খাট কিনতে হয়েছে!
৬| ২১ শে মার্চ, ২০২১ দুপুর ২:০৭
ফয়সাল রকি বলেছেন: আমার স্ত্রী উচ্চতায় আমার চেয়ে এক ইঞ্চি নীচু! ওর একটাই দুঃখ হাই-হিল পড়তে পারে না! ওদিকে আমার মাথাটাও স্টেডিয়ামের পর্যায়ে পড়ে। কাজেই চুল ফুলিয়ে ফাঁপিয়ে রাখার মতো সুযোগ নাই। বেচারা!
২১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২১
জুল ভার্ন বলেছেন: আপসোস!
৭| ২১ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২২
জগতারন বলেছেন:
নেওয়াজ আলি বলেছেন: লম্বা মানষের বুদ্ধি থাকে হাটুর নিচে প্রবাদ আছে।
আমি; অসহমত !
আমার ছেলের উচ্চতা ৫' ৮", আর আমার; ৫' ৩"
সে ইউনিভার্সিতে যুক্ত রাষ্ট্রের আর্মির ক্যডেট অফিসার-এর শেষ বর্ষের ছাত্র। সে বুদ্ধি খাটাইয়া যুক্ত রাষ্ট্রের শেয়ার মার্কেটে লগ্নি খাটিয়ে গত অল্প কয়েক দিনে যত অর্থ আয়করে একত্র করেছে তা আমি অ্যামেরিকার সারা জীবনেও একত্র করিতে পারি নাই।
আমি দেশে থাকিতে অক্লান্ত চেষ্টা করিয়াও বাংলাদেশ এ্যায়ার ফোর্সের পাইলট ক্যাডেট প্রোগ্রামে আমার নিয়োগ হলো না, তার পর যুক্ত রাষ্ট্রে (এসে পড়ার জন্য) আসলে ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আমার যুক্ত রাষ্ট্রের নৌবাহিনীতে চাকুরীর অফার আসে, আমি তখন আমি যাইতে পারি নাই শুধু সাহস ও অভিজ্ঞতার অভাবে।
আমি ঠিক বুজ্জিনা বাংলাদেশ সামরিক বাহিনীতে চাকুরী'তে উচ্চতা কেন একটা বড় উৎপাদক ?
আমার মনে হয় উচ্চতাকে প্রধান্য না দিয়ে একজন চাকুরী প্রার্থীকে তার মেধা ও তার প্রবল ইচ্ছাকেই প্রধান্য দেওয়া উচিত।
২১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২৩
জুল ভার্ন বলেছেন: অবশ্যই মেধার গুরুত্ব বেশী হওয়া উচিত।
৮| ২১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৫১
মৃন্ময়ী শবনম বলেছেন: আমার আব্বা ৫’-১০” ভাইয়া ৫’-১১” দুজনেই হাল্ক। ভাইয়া অবিকল আব্বার মতো করে হাটেন কারণ দুজনেই টিম্বারল্যন্ড, ক্যাটারপিলার বুট জুতো পরেন। আম্মা, আমি ও আমার বড় বোন ৫’-৬”।
আলহামদুলিল্লাহ আব্বা আম্মা আমাদের কথা ভেবে সম্পত্তির কথা ভাবেননি, বরং আমাদেরকে তাঁরা সম্পত্তি মনে করেন। আমরা তিন ভাই বোন বিসিএস। এবং ঈমানের সাথে হালালের সাথে জীবন জীবিকা নির্বাহ করছি। বাদবাকী আল্লাহ ভরসা।
২১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:১৮
জুল ভার্ন বলেছেন: আলহামদুল্লিল্লাহ।
৯| ২১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৪২
রাজীব নুর বলেছেন: পোষ্ট এবং সবার মন্তব্য গুলো পড়লাম।
২২ শে মার্চ, ২০২১ সকাল ১০:১১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১০| ২১ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০২
বিড়ি বলেছেন: আমার খুব জানার ইচ্ছে আমাদের দেশে কেমন গায়ের রঙ , কেমন উচ্চতা, প্রস্থতা সমাজ উপযোগী।
২২ শে মার্চ, ২০২১ সকাল ১০:১১
জুল ভার্ন বলেছেন: অবশ্যই ফর্সারা এগিয়ে।
১১| ২১ শে মার্চ, ২০২১ রাত ৯:৪১
মেঘশুভ্রনীল বলেছেন: রেসিজমের মাত্রা ও বৈচিত্র্যতায় আমরা মনে হয় দুনিয়ার সবার উপরে! অথচ বেশিরভাগ মানুষের ধারনাই নাই এগুলোও রেসিজম। আমাদের সমাজে তবু একটা লম্বা ছেলের খাটো মেয়েকে বিয়ে করার উপায় আছে। মেয়ে যদি বেশি লম্বা হয়, তাহলে দুর্ভোগের শেষ থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই।
২২ শে মার্চ, ২০২১ সকাল ১০:১৩
জুল ভার্ন বলেছেন: পৃথিবীর অনেক দেশের তুলনায় আমাদের দেশেই রেসিজম কম।
১২| ২১ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৬
অনল চৌধুরী বলেছেন: আমার গবেষণায় দেখেছি, অতিরিক্ত লম্বা এবং খাটো-দুইধরণের মানুষই মধ্য উচ্চতার লোকজনের চেয়ে বেশী ধড়িবাজ এবং নিজেদের স্বার্থ উদ্ধারে পারঙ্গম হয়।
বাংলাদেশের বেশীরভাগ মানুষের উচ্চতা কম হওয়ার কারণে তারা লম্বাদের ঈর্ষা করে বাজে কথা বলে।
২২ শে মার্চ, ২০২১ সকাল ১০:১৪
জুল ভার্ন বলেছেন: সব সাইজের লোকদের মধ্যেই ধরিবাজ বিদ্যমান।
১৩| ২২ শে মার্চ, ২০২১ রাত ২:১৬
ওমেরা বলেছেন: খাটো মানুষ লন্বা মানুষের তুলনায় দীর্ষজীবি হয় ( এটা আমার ধারনা)। লম্বা , খাটো সবই আল্লাহর সৃষ্টি তবে সব দেশেই লম্বাকে গুন হিসাবে দেখা হয় ।
২২ শে মার্চ, ২০২১ সকাল ১০:৪৮
জুল ভার্ন বলেছেন: খাটো মানুষ লন্বা মানুষের তুলনায় দীর্ষজীবি হয় -আমার অভিজ্ঞতায়ও তাই।
১৪| ২২ শে মার্চ, ২০২১ ভোর ৪:৫৬
অনেক কথা বলতে চাই বলেছেন: (চুপি চুপি বলি) আমার এক চাচার বউ তার থেকে লম্বা! সমাজে কিছু কিছু লোক আছে যারা নিজেদের থেকে লম্বা মেয়ে বিয়ে করে পুলকিত হয়। আমার চাচা হয়তো তেমন কেউ!
West-এর কোথাও একটা survey হয়েছিল। দুইজন সমযোগ্যতার মানুষকে একই রকম পোশাক পরিয়ে আনা হলো। একজন ছোটখাটো, আরেকজন অনেক লম্বা। সবাইকে বলতে বলা হলো কে বেশি সফল। বেশিরভাগ মানুষ বলেছিল, লম্বা লোকটা বেশি বেতন পেত, বেশি সফল, বেশি মেধাবী, ইত্যাদি।
আমাদের দেশে দেখছি বেটে লোকদের কদর বেশি! পাশ্চাত্যের উল্টো!
২২ শে মার্চ, ২০২১ সকাল ১০:৫১
জুল ভার্ন বলেছেন: আমার এক আত্মীয় আছেন যার স্ত্রী অনেক বেশী লম্বা। তারা দুজন একসাথে হাটেনা এবং পাশাবাশি দাঁড়ায়না।
১৫| ২২ শে মার্চ, ২০২১ সকাল ১০:৫৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: লম্বু বলে কতো শুনেছি , আমার নাকি হাটুতে বুদ্ধি
২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:০৮
জুল ভার্ন বলেছেন: একই পথের যাত্রী
১৬| ২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:২৭
রাজীব নুর বলেছেন: আপনি কি লম্বু?
২২ শে মার্চ, ২০২১ দুপুর ১২:০৯
জুল ভার্ন বলেছেন: আমার উচ্চতা ৫'-১০", ছেলে বেলা লিলেনথীন ছিলাম। বন্ধুরা লম্বু বলতো। ক্যাডেট কলেজে নিয়মতান্ত্রিক জীবন চর্চায় বডি স্ট্রাকচার সুগঠিত হলে ভালো স্পোর্টসম্যান হয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেরা স্পোর্টস পার্সন ব্লু ছিলাম। লম্বু খেতাবটা তখন হারিয়ে যায়। তবে আমাদের পারিবার গড় উচ্চতায় আমি স্বাভাবিক উচ্চ ছিলাম। লম্বু নই।
১৭| ২৩ শে মার্চ, ২০২১ রাত ১২:৫৫
রাজীব নুর বলেছেন: কোন ক্যাডেল কলেজ? মির্জাপুর?
২৩ শে মার্চ, ২০২১ সকাল ৯:২২
জুল ভার্ন বলেছেন: ঝিনেদা।
১৮| ২৩ শে মার্চ, ২০২১ সকাল ১১:৩৪
রানার ব্লগ বলেছেন: আমি ছয় ফুট তিন ইঞ্চ আমাকে ডাকা হয় স্রেফ রান্না ঘরের উঁচু তাক থেকে পাতিল পেড়ে দিতে।
২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৪০
জুল ভার্ন বলেছেন: হা হা হা!
১৯| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫৭
সামিয়া বলেছেন:
২০| ২৭ শে মার্চ, ২০২১ সকাল ১১:৪৪
মেহবুবা বলেছেন: লম্বু কাহিনী বেশ মজা করে পড়তে পারলাম, বেটে কাহিনী করুণ!
২১| ২৭ শে মার্চ, ২০২১ রাত ১১:৩২
মিরোরডডল বলেছেন:
বাহ্যিক দিক নিয়ে কথা বললে সেটা ডিসক্রিমিনেশন হয়ে যায়
আর তাছাড়া হাইটের ওপর মানুষের কোনো হাত নেই , যে যেভাবে বেড়ে উঠেছে ।
অবশ্য পোস্টটা পড়ে খুবই মজা পেলাম ।
তখনও যদি আপনার বিয়ে না হয়, যদি আমাকে পছন্দ করেন তাহলে আমিই আপনাকে বিয়ে করবো ......হা হা হা... সেইরকম হয়েছে ।
আমাদের পরিবারে ম্যাক্সিমাম ছেলেরা লম্বা ৬', ৬'-১", ৬'-২" কিন্তু মেয়েদের মধ্যে আমার এক ফুফু ছিলেন খুব লম্বা আর আমার মেজোবোন অনেক লম্বা ৫'-৮" আর তার হাজব্যান্ড ৬'।
আমি ৫'- ৫" , ইউজালি ফ্ল্যাট শু পরতে পছন্দ করি কিন্তু মেজোর সাথে বের হলে হাইহিল পরি কারন ও একটা তালগাছ ,
তার সাথে আমিও তালগাছ হই
২২| ২৭ শে মার্চ, ২০২১ রাত ১১:৫৫
শায়মা বলেছেন: লম্বু বিড়ম্বনা পড়ে আমার মিঃ মেন সিরিজের মিঃ টল গল্পটা মনে পড়ে গেলো। সে বেচারা নিজের হাইট নিয়ে কি যে কষ্টে থাকতো। শেষে বুঝলো লম্বু এবং বাটু দুইটারই সুবিদগা অসুবিধা দুই আছে।
২৩| ২৮ শে মার্চ, ২০২১ দুপুর ১:১১
সাহাদাত উদরাজী বলেছেন: ৫ ফুট ৬ ইঞ্চিই ভাল!
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০২১ সকাল ১০:৫৪
নতুন বলেছেন: আমার স্ত্রী ৫'-৬'' তাকেও নাকি অনেক কথা শুনতে হয়েছে।
আমরা দুজনেই ৫'-৬'' । অনেকে নাকি বলেছে আমার বউ একটু কম লম্বা হলে আমার সাথে মানাতো বেশী
সমাজে জামাইয়ের চেয়ে একটু খাটো বউ চায়।
এই কারনেই মনে হয় বর্তমানে মেয়েদের উচ্চতা আমাদের সমাজে কমে যাচ্ছে।
There's no proven way to predict a child's adult height. However, several formulas can provide a reasonable guess for child growth. Here's a popular example:
Add the mother's height and the father's height in either inches or centimeters.
Add 5 inches (13 centimeters) for boys or subtract 5 inches (13 centimeters) for girls.
Divide by two.
https://www.mayoclinic.org/healthy-lifestyle/childrens-health/expert-answers/child-growth/faq-20057990