নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

মানবতাবাদী গানের শিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান .........

২৩ শে মার্চ, ২০২১ সকাল ৯:৩৪


"কতটুকু ব্যথা পেলে তোমারও কান্না পাবে,
আমার ঘরের আগুন কখন তোমার ঘর পোড়াবে?
কতটুকু ক্ষতি চাই তোমাকে জাগাতে হলে,
তোমাকেও পাশে পাবো কতটুকু কেড়ে নিলে?"
কিম্বা
"আমি তাজ্জব বনে যাই দেখি মানুষ পেল না ঠাঁই,
দেখো মানুষের ঘরে বাসা বেঁধে নিলো ছোট্ট এক চড়াই"
.....গাইছেন প্রিয় শিল্পীঃ সায়ান
কথাগুলোতে না আছে শব্দের নতুনত্ব, না আছে বাক্যের জটিলতা। খুব সহজ ভাষায় সরলভাবে হৃদয় স্পর্শ করা এমনই অনেক গানের স্রষ্টা ফারজানা ওয়াহিদ সায়ান।

'তুমি, আমি, ভালোবাসাবাসি'র তথাকথিত গানের ধারা থেকে ভিন্ন বক্তব্যকেন্দ্রিক জীবনমুখী প্রতিটি গানের রচনা, সুর দেয়া এবং গায়কীতে নিজেই থাকেন সায়ান। স্বতস্ফূর্তভাবেই সৃষ্টি তার লেখা গানগুলো। মনোযোগী শ্রোতা মাত্রই বুঝতে পারবেন বক্তব্যের জটিলতা না, নয় কোনো গুরুগম্ভীর ভাষণ- শুধুই নিজের উপলব্ধিগুলোকে উপজীব্য করে রচনা তার গান। গভীরতাকে সহজে বলার ক্ষমতাই তাঁর গানকে করেছে অনন্য এবং গড়ে উঠেছে তার গান শোনার ভিন্ন এক শ্রোতাশ্রেণি।

‘প্রতিবাদী গান’ কিংবা ‘জীবনমুখী গান’, যা-ই বলা হোক না কেন, তার সবটাতেই মানবিক দর্শন ফুটে ওঠে। ‘আমি তাজ্জব বনে যাই’, ‘এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে’, ‘এখানেই সুখ ছিল একদিন’, ‘জনতার বেয়াদবী’, ‘ও নেতা ভাই’ ‘দু-চোখ দিয়েই দেখো’- সহ প্রতিটি গানে জীবনকে দেখা ও জীবন থেকে নেয়া প্রাত্যাহিক ঘটনা কিংবা অনুভূতিগুলোকে উপজীব্য করে গান রচনা করেছেন সায়ান।
কখনো সেখানে থাকে সংসারে হারিয়ে যাওয়া সুখের কথা, কখনো বা অপ্রয়োজনীয় তর্কে অযথা সময় নষ্ট করে প্রতিভা ও সৃজনশীলতাকে ভাগ করে অলস মস্তিষ্কের তীক্ষ্ণ সমালোচনা।

মানুষ হয়েও মানুষ হিসেবে ন্যূনতম অধিকার না পাওয়া অবহেলিত মানুষের কথা যেমন আছে তার গানে, তেমনি আছে সংঘবদ্ধ হয়ে অধিকারের লড়াইয়ে নামার আহ্বান। শুধু বাস্তবতার নিরীখে আলাপ করেই ক্ষান্ত হননি সায়ান, একইসাথে কোনো একদিন সে বৈষম্যের বিনাশ হবে বলে আশাবাদও ব্যক্ত করেছেন তাঁর গানে। ব্যক্তিগত মনোজাগতিক যাতনা থেকে শুরু করে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাদের অপ্রাসঙ্গিক ও অনর্থক গলাবাজির তীর্যক সমালোচনা সবই আছে সায়ানের গানে।

সায়ানের গান, গায়কী খ্যাতিমান সংগীতজ্ঞ বব ডিলান, ট্রেসি চ্যাপম্যান, লিওনার্ড কোহেন এবং ভুপেন হাজারিকা, কবীর সুমন, শ্রীকান্ত আচার্য, মৌসুমি ভৌমিক, হায়দার হুসাইন প্রভাবিত।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২১ সকাল ১০:১৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বহুদিন তার কোন গান শুনা হয় নাই।নিজেই অনেক বাদ্যযন্ত্র বাজিয়ে গান করেন।মানবিক কথাবার্তা আছে তার গানে।

২৩ শে মার্চ, ২০২১ সকাল ১০:২৩

জুল ভার্ন বলেছেন: আমি প্রায়শই ওনার গানশুনি। খুব ভালো লাগে।

২| ২৩ শে মার্চ, ২০২১ সকাল ১০:২০

পদ্মপুকুর বলেছেন: আমার কাছে সায়ানের সেরা গান মনে হয়- আমি কেনো প্রতিবাদে যাই...

২৩ শে মার্চ, ২০২১ সকাল ১০:২৩

জুল ভার্ন বলেছেন: আমার কাছে ওনার সব গানই সুন্দর!

৩| ২৩ শে মার্চ, ২০২১ সকাল ১০:৫৬

কবিতা ক্থ্য বলেছেন: আমার মনে হয়- কোনো হারিয়ে যওয়া বন্ধু- সায়ানের সেরা গান

২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৩০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৪| ২৩ শে মার্চ, ২০২১ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: রবীন্দ্র সরোবরে সায়ান একবার গান গেয়েছিলেন। আমি মুগ্ধ হয়ে শুনেছিলাম।

২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৩০

জুল ভার্ন বলেছেন: আমিও তার বেশ কয়েকটা লাইভ প্রোগ্রাম দেখেছি-মুগ্ধ হয়ে।

৫| ২৩ শে মার্চ, ২০২১ রাত ৮:২৮

ডাব্বা বলেছেন: বন্ধু নিয়ে গানটা আমার খুব ভালো লাগে।

২৪ শে মার্চ, ২০২১ সকাল ৯:২৪

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৬| ২৭ শে মার্চ, ২০২১ রাত ১০:৫৯

ঢুকিচেপা বলেছেন: সায়ানকে প্রথম দেখেছিলাম তার প্রথম টিভি লাইভ প্রোগ্রামে।
সেদিন আমি অবাক হয়েছিলাম গানের কথা, অন্য ধারায় গায়কী, পাশাপাশি গীটার ও মাউথঅর্গান পারফরমেন্স দেখে।
গানের কথা খুব শক্তিশালী, আমার খুব ভালো লাগে।

২৯ শে মার্চ, ২০২১ সকাল ১১:০৭

জুল ভার্ন বলেছেন: কী অসাধারন মেধাবী শিল্পী!

৭| ২৭ শে মার্চ, ২০২১ রাত ১১:৫৬

শায়মা বলেছেন: প্রিয় মানুষ আর প্রিয় শিল্পী

২৯ শে মার্চ, ২০২১ সকাল ১১:০৮

জুল ভার্ন বলেছেন: আমারও অন্যতম প্রিয় শিল্পী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.