|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
পাথর চোখের কান্না..... 
চোখের অসুখে ভুগছি দুই বছর যাবত। কোনো কিছুতেই বেশী সময় তাকিয়ে থাকতে পারিনা। টানা ৫/১০ মিনিটের বেশী পড়া/লেখা করতে পারছিনা। চোখ জ্বালা করে, দৃষ্টি ঝাপসা লাগে, মাথা ব্যাথা করে সেই সঙ্গে দুই চোখ থেকে পানিও ঝরে- ইত্যাদি। চোখের চিকিৎসক পড়াশোনা, লেখালেখি সহ অনেক দৈনন্দিনতা থেকে কিছুদিন বিরত থাকতে বলেছেন।
আমি "পড়বো না, লিখবো না, বেশী আলোতে থাকবোনা, চোখে প্রেশার পরে তেমন কিছুই করতে পারবো না"- তাহলে আমি করবোটা কি! 
..... ভাবি চোখ বন্ধ করে কি কি করা যায়....
হ্যাঁ, চোখ বন্ধ করে গান শোনা যায়, আবৃত্তি শোনা যায়, চোখ বন্ধ করে অতীত স্মৃতি রোমন্থন এবং ভবিষ্যত আকাশকুসুম কল্পনা করা যায়- যারা আমার চোখ নষ্ট করে দিয়েছে কল্পনায় তাদের চোদ্দগুষ্টির চোখ তুলে কুত্তারে খাওয়ানোর সুখ অনুভব করা যায়। চোখ বন্ধ করে ঠোঁটের উপর ঠোঁট ডুবিয়ে চুমু খাওয়ার সুখ আছে মানি, কিন্তু হাতড়ে সে ঠোঁটের নাগাল পাওয়ার অসহায়তাটুকুও আজ জানি। 
প্রতিদিন কিছু সময় কোরআন তেলওয়াত করার অভ্যাস আমার সেই ছেলে বেলা থেকেই - কিন্তু এখন তা করতে পারছিনা! এক সময় মনে হয়েছিল ব্রেইল(Braille) শিখলে কেমন হয়? ব্রেইলে কোরআন আছে তো? ইস্কাটনস্থ অন্ধ ও বধিরদের স্কুলের একজন ট্রেইনার আমার পরিচিত। তাঁর কাছে জানতে পারলাম ব্রেইলে লেখা গীতি বিতান সহ বিখ্যাত বেশকিছু বই আছে। পবিত্র কোরআনের কয়েকটি সুরাও আছে তবে ব্রেইলে লেখা সমগ্র কোরআন আছে কিনা তার জানা নাই। 
সিদ্ধান্ত নিলাম, পবিত্র কোরআন তেলাওয়াত এর অডিও শুনবো। বেশ কয়েক মাস যাবত কোরআন তেলওয়াত শুনছি। মক্কায় মসজীদ আল হারাম এর ইমাম শ্রদ্ধেয় শেইখ সাউদ আস সুরাইম এর অপূর্ব সুন্দর তেলওয়াত এবং বিটিভির সংবাদ পাঠক জায়েদ ইকবাল এর কন্ঠে বাংলা অনুবাদ/ তরজমা শুনছি....অসাধারণ সুন্দর! দীর্ঘ জীবন চোখে দেখে তেলওয়াত করে যে উপলব্ধি তার থেকে বহুগুণ বেশী উপলব্ধি করছি, আগের চাইতে বেশী আত্মস্থ করতে পারছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন। 
প্রিয় সুহৃদ/ স্বজন, আগামীকাল হাসপাতালে ভর্তি হবো  এবং আশা করি আমার চোখে অপারেশন হবে-প্রথমে এক চোখে, ২য় চোখে কতদিন পর অপারেশন হবে সেটা এখনই বলা যাবেনা। দোআ করবেন যেনো দ্রুত সুস্থতা ফিরে পাই।
এই সাময়িক(আমি সুস্থ হবো ইন শা আল্লাহ - তাই সাময়িক বলছি) অসুস্থতা আভাসে বুঝিয়ে দিল দৃষ্টিহীনতার অসহায়তার কথা! তবে এও উপলব্ধি করিয়ে দিল ভালোবাসার চাইতে বড় দৃষ্টিশক্তি সংসারে আর দুটি নেই। আমি অনেকবার দেখেছি অন্ধ দম্পতি একে অন্যকে ধরে রাস্তায় হাঁটছেন। আমি দেখেছি -দুই অন্ধ অমলিন হাসি হেসে এবরো থেবরো রাস্তায় হেটে যেতে- যারা জীবনেও আলো দেখেনি, কোনো রং দেখেনি। আজ বুঝি সে জোড়ের বাঁধন শক্তি কোথায়। এই সাময়িক অস্পষ্টতা এমন স্পষ্টতা নিয়ে ফিরে আসবে যে সে কয়েক মাসের অসুবিধার কাছে ঋণী হয়ে থাকবো...
আলোর অভাবে তবু মানুষ বাঁচে, 
ভালোবাসার অভাবে বাঁচেও না, মরেও না... 
শুধুই যন্ত্রণাবিদ্ধ হয়ে থাকে....
কি ভয়ংকর সে থাকা!
আর যদি ভালো হয়ে ফিরে আসা নাহয়, কোনো দুঃখ পাবোনা বরং সুখ খুঁজে পেতে চেষ্টা করবো - জীবনের ষাট বছর অনেক কিছু দেখার স্মৃতি রোমন্থন করে।
(অপারেশন এর আগে এই পোস্ট লিখেছিলাম কিন্তু ইচ্চে করেই পোস্ট প্রকাশ করিনি।
 আলহামদুলিল্লাহ। এক চোখের সমস্যা থেকে কিছুটা উপশম বোধ করছি)
 ১৪ টি
    	১৪ টি    	 +৬/-০
    	+৬/-০  ৩১ শে মার্চ, ২০২১  সকাল ৯:৩৫
৩১ শে মার্চ, ২০২১  সকাল ৯:৩৫
জুল ভার্ন বলেছেন: আলহামদুলিল্লাহ।
২|  ২৯ শে মার্চ, ২০২১  দুপুর ২:৩৫
২৯ শে মার্চ, ২০২১  দুপুর ২:৩৫
রাজীব নুর বলেছেন: আমি নিয়মিত ইউটিউবে কোরআন তেলায়াত শুনি। ভালো লাগে। 
আপনার চোখের সমস্যা কেটে যাক, এটাই প্রার্থনা করি।
  ৩১ শে মার্চ, ২০২১  সকাল ৯:৩৫
৩১ শে মার্চ, ২০২১  সকাল ৯:৩৫
জুল ভার্ন বলেছেন: আমীন।
৩|  ২৯ শে মার্চ, ২০২১  বিকাল ৪:২৬
২৯ শে মার্চ, ২০২১  বিকাল ৪:২৬
ইসিয়াক বলেছেন: দোয়া রইলো প্রিয় ব্লগার।  
আপনার চোখের সমস্যা দ্রুত কেটে যাক এই প্রার্থনা করি। 
ভালো থাকুন সবসময়।
  ৩১ শে মার্চ, ২০২১  সকাল ৯:৩৫
৩১ শে মার্চ, ২০২১  সকাল ৯:৩৫
জুল ভার্ন বলেছেন: আমীন।
৪|  ২৯ শে মার্চ, ২০২১  সন্ধ্যা  ৭:২৫
২৯ শে মার্চ, ২০২১  সন্ধ্যা  ৭:২৫
মা.হাসান বলেছেন: প্রার্থনা করি আপনার দুই চোখই সুস্থ হয়ে যাক। ভালো থাকুন সব সময়।
  ৩১ শে মার্চ, ২০২১  সকাল ৯:৩৬
৩১ শে মার্চ, ২০২১  সকাল ৯:৩৬
জুল ভার্ন বলেছেন: ইন শা আল্লাহ।
৫|  ২৯ শে মার্চ, ২০২১  রাত ৮:৫২
২৯ শে মার্চ, ২০২১  রাত ৮:৫২
নেওয়াজ আলি বলেছেন: আপনার জন্য আন্তরিকভাবে দোয়া রহিলো। আমারও ডান চোখে সমস্যা লেন্স বসাতে হবে
  ৩১ শে মার্চ, ২০২১  সকাল ৯:৩৬
৩১ শে মার্চ, ২০২১  সকাল ৯:৩৬
জুল ভার্ন বলেছেন: আল্লাহ ভরসা।
৬|  ২৯ শে মার্চ, ২০২১  রাত ১০:৩২
২৯ শে মার্চ, ২০২১  রাত ১০:৩২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কোরান পড়লে চোখের সমস্যা হবার কথা না।তারপরও যদি হয় তবে বুঝতে হবে ধর্মের অনেক কথাই মিথ্যা।পরীক্ষা করে দেখতে পারেন।
  ৩১ শে মার্চ, ২০২১  সকাল ৯:৪০
৩১ শে মার্চ, ২০২১  সকাল ৯:৪০
জুল ভার্ন বলেছেন: কেউ যদি কোরআন তেলওয়াত করেন কিন্তু চোখের যত্ন না নেন তাহলে চোখে সমস্যা হওয়া স্বাভাবিক- তাই বলে 'ধর্মের অনেক কথা মিথ্যা' হয়ে যাবে-এটা কেমন কথা?
আমার চোখের সমস্যার কারন কিন্তু একটা লাইনে ঈংগীত করেছি। 
ধন্যবাদ।
৭|  ০১ লা এপ্রিল, ২০২১  সকাল ৭:৪৪
০১ লা এপ্রিল, ২০২১  সকাল ৭:৪৪
ডঃ এম এ আলী বলেছেন: 
  
 
আমিউ আপনার মত চোখের সমস্যায় ভোগছি । 
তারপরেও লেপটপে লেখালেখি ছেড়ে থাকতে
পারছিনা । কারো কোন কথা শুনছিনা বলে 
পরিবারের নিকটজনের গঞ্জনাও সইতে হচ্ছে  
 
সমময়মত আইড্রপ  দিতেও ভুলে যাই । 
চোখ বন্ধ করে রাখলে আরাম বোধ করি
তবে চোখের খচখচানী ভোগ করতেই 
হয় । চিকিতসা চলছে জানিনা কবে
নাগাদ চোখের সমস্যার উপসম হবে।
অপনার একটি চোখের অবস্থার উন্নতির 
কথা শুনে ভাল লাগছে । দোয়া করি 
অপর চোখের সমস্যাটিও  খুব শীঘ্রই 
উপসম হোক । 
ভাল থাকার শুভ কামনা রইল । 
  ০১ লা এপ্রিল, ২০২১  সকাল ৯:৫২
০১ লা এপ্রিল, ২০২১  সকাল ৯:৫২
জুল ভার্ন বলেছেন: আল্লাহ রাব্বুল আল আমীন আপনাকে শেফা দান করুন। আমীন।
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০২১  দুপুর ১:৪৭
২৯ শে মার্চ, ২০২১  দুপুর ১:৪৭
ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ। আল্লাহ আপনাকে সুস্থতা দান করেছেন । আশা রাখি আরেকটা চোখ অপারেশনের পর আপনার কোন সমস্যা থাকবে না। ইনশা আল্লাহ!
ভালো থাকুন সব সময় ।