|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
আমি..... 
আমি কে? 
আমি হলাম পাবলিক, 
সবজান্তা একজন পাবলিক! 
আমি প্রধানমন্ত্রীকে দাম্ভিক বলি, আমি স্বাস্থ্যসচিবকে চোর বলি, অর্থমন্ত্রীকে স্তাবক বলি, সরকারকে ব্যার্থ বলি।
আমি ডাক্তারকে খুনী বলি, পুলিশকে ঘাতক বলি।
সিটি মেয়রকে চোর বলি, সরকারি কর্মচারীকে ঘুষখোর বলি, শিক্ষককে নিকষ্মার ঢেঁকি বলি।
আমি দশ জন সাধারণ ধান্দাবাজ এর মতো,
সবজান্তা পাবলিকদের একজন। 
আমি ফেসবুকে রাজা উজির মারি। পুলিশ দেখলে ভয়ে কাঁপতে থাকি।
আমি লকডাউন ভেংগে বাজারে যাই, মাস্ক কানে ঝুলিয়ে আকাশপানে তাকাই, আবার জীবাণুনাশক স্প্রে খুঁজি। আমি কথায় কথায় নেতা মন্ত্রীকে শাপান্ত দিই, প্রয়োজনে নেতা মন্ত্রীদের তৈল মর্দনেও যাই।
আমি সরকারি অনুদান সাদরে গ্রহন করি,
চায়ের দোকানে সেই সরকারের অতি ব্যায়ের নিন্দাও করি, আমি সবরকম সরকারি সুযোগ সুবিধা ভোগ করি, আবার সরকারের সব নির্দেশিকা ভঙ্গও করি। 
আমি ডাক্তার পেটাই, হাসপাতালে নার্সদের গায়ে থুতু ছিটাই, পুলিশকে ঠোলা ঘুষখোর বলি, আবার বিপদে পরলেই থানায় দৌড়াই। আমি দিনমজুরদের দুঃখে কাতর হই, আবার সেই শ্রমিকদেরই মজুরী কম দিতে মরিয়া হই।
আমি ফুটানি দেখাতে রেস্টুরেন্টের দারোয়ানকে ১০০ টাকা বকছিস দিই, আবার আমিই বাজারের গরীব সবজিওয়ালার সাথে পাঁচ টাকার জন্যে তর্ক করি। আমি রাস্তার মোড়ে মাতালের মাতলামির নিন্দা করি, 
আমিই আবার সুযোগ পেলেই একটা বোতল খুঁজি।
হ্যাঁ,
উপরের সবগুলোই আমি, 
আমি শিক্ষিত, 
আমি বিজ্ঞানমনস্ক, 
আমি প্রতিবাদী,
আমি মিথ্যাবাদী, 
আমি হিন্দু, 
আমিই মুসলমান, 
আমি পাবলিক,
আমি সবজান্তা একজন নাগরিক।
আমার মান আছে তো হূঁশ নেই,
আমার হূঁশ আছে তো মান নেই।
আমি জাত খুঁজি, আমি পাত খুঁজি,
আমি লিঙ্গ খুঁজি, আমি বর্ণ খুঁজি, 
আমি অর্থ খুঁজি। আমার হাজারো দোষ, তবু আমি সর্বদা অন্যের দোষ খুঁজি, আমি মানুষ খুঁজি, শুধু মনুষ্যত্ব খুঁজিনা।।
 ২২ টি
    	২২ টি    	 +৬/-০
    	+৬/-০  ২০ শে এপ্রিল, ২০২১  সকাল ১১:৩২
২০ শে এপ্রিল, ২০২১  সকাল ১১:৩২
জুল ভার্ন বলেছেন: জাগ্রতই ছিলো কিন্তু সব স্তব্ধ করে দিয়েছে।
ধন্যবাদ।
২|  ২০ শে এপ্রিল, ২০২১  সকাল ১০:০৭
২০ শে এপ্রিল, ২০২১  সকাল ১০:০৭
রানার ব্লগ বলেছেন: হুম আমি বাংগালী!!
  ২০ শে এপ্রিল, ২০২১  সকাল ১১:৩৩
২০ শে এপ্রিল, ২০২১  সকাল ১১:৩৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৩|  ২০ শে এপ্রিল, ২০২১  সকাল ১১:২০
২০ শে এপ্রিল, ২০২১  সকাল ১১:২০
নেওয়াজ আলি বলেছেন: সব হলো ক্ষমতা ।
  ২০ শে এপ্রিল, ২০২১  সকাল ১১:৩৩
২০ শে এপ্রিল, ২০২১  সকাল ১১:৩৩
জুল ভার্ন বলেছেন: অবশ্যই।
৪|  ২০ শে এপ্রিল, ২০২১  সকাল ১১:২৩
২০ শে এপ্রিল, ২০২১  সকাল ১১:২৩
শায়মা বলেছেন: হা হা একদম তাই আমরা পাবলিক...... গায়ে মানে না আপনি মোড়লগিরি করি......
নিজের দোষ তো জীবনেও বুঝিও না তারপর আবার মাতবরী ভীষন লাইক করি....
  ২০ শে এপ্রিল, ২০২১  সকাল ১১:৩৪
২০ শে এপ্রিল, ২০২১  সকাল ১১:৩৪
জুল ভার্ন বলেছেন: এটাই আমরা।
৫|  ২০ শে এপ্রিল, ২০২১  সকাল ১১:৪৩
২০ শে এপ্রিল, ২০২১  সকাল ১১:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমাদের বাঙালি চরিত্র পুরোটাই উঠে এসেছে লেখায়। 'আপনি কে?' এই প্রশ্নের জবাবে এই পোস্টের লিংক পাঠিয়ে দেয়া যায় 
আমার হাজারো দোষ, তবু আমি অন্যের দোষ খুঁজি, মনুষ্যত্ব খুঁজি না - হাজার কথার মূল কথা এটাই। আমাদের মনুষ্যত্ব শুধু মুখে আর কাগজেই আছে, বাস্তবে নাই বলা যায়
  ২১ শে এপ্রিল, ২০২১  ভোর ৬:৩৮
২১ শে এপ্রিল, ২০২১  ভোর ৬:৩৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৬|  ২০ শে এপ্রিল, ২০২১  দুপুর ১২:১০
২০ শে এপ্রিল, ২০২১  দুপুর ১২:১০
ওমেরা বলেছেন: আমরা সবাই আম জনতা
  ২১ শে এপ্রিল, ২০২১  ভোর ৬:৩৯
২১ শে এপ্রিল, ২০২১  ভোর ৬:৩৯
জুল ভার্ন বলেছেন: আমাওরাই স্বৈরাচার এবং শোসক।
৭|  ২০ শে এপ্রিল, ২০২১  দুপুর ১:১৫
২০ শে এপ্রিল, ২০২১  দুপুর ১:১৫
রাজীব নুর বলেছেন: সব পাবলিক এক রকম না। 
অনেক পাবলিক ভালো< এবং ভালো কাজ করে।
  ২১ শে এপ্রিল, ২০২১  ভোর ৬:৩৯
২১ শে এপ্রিল, ২০২১  ভোর ৬:৩৯
জুল ভার্ন বলেছেন: পাব্লিক সব সময়ই ভালো।
৮|  ২০ শে এপ্রিল, ২০২১  বিকাল ৪:০৭
২০ শে এপ্রিল, ২০২১  বিকাল ৪:০৭
মা.হাসান বলেছেন: আয়নার উপর ট্যাক্স কমান দরকার।
  ২১ শে এপ্রিল, ২০২১  ভোর ৬:৪০
২১ শে এপ্রিল, ২০২১  ভোর ৬:৪০
জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ
৯|  ২০ শে এপ্রিল, ২০২১  রাত ৮:৫২
২০ শে এপ্রিল, ২০২১  রাত ৮:৫২
সোহানী বলেছেন: তা আর বলতে   
  
  ২১ শে এপ্রিল, ২০২১  ভোর ৬:৪১
২১ শে এপ্রিল, ২০২১  ভোর ৬:৪১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১০|  ২০ শে এপ্রিল, ২০২১  রাত ১০:৪০
২০ শে এপ্রিল, ২০২১  রাত ১০:৪০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: শেষ লাইনটা দশ কথার এককথা।মনে রাখার মতো কথা।’আমি মানুষ খুঁজি,শুধু মনুষ্যত্ব খুঁজি না’?
  ২১ শে এপ্রিল, ২০২১  ভোর ৬:৪০
২১ শে এপ্রিল, ২০২১  ভোর ৬:৪০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১১|  ২১ শে এপ্রিল, ২০২১  রাত ২:৩৪
২১ শে এপ্রিল, ২০২১  রাত ২:৩৪
আমি সাজিদ বলেছেন: নিজেকে সময়ে সময়ে শুদ্ধতার মাপকাঠিতে যাচাই করার কথা মনে করিয়ে দিলো এ কবিতাটি৷ চমৎকার।
  ২১ শে এপ্রিল, ২০২১  ভোর ৬:৪০
২১ শে এপ্রিল, ২০২১  ভোর ৬:৪০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০২১  সকাল ৯:৫২
২০ শে এপ্রিল, ২০২১  সকাল ৯:৫২
সাইন বোর্ড বলেছেন: যাহা নিজের মধ্যে আছে, তাহা খোঁজার দরকার কি ? একটু জাগিয়ে তুললেই হয় ।
লেখা ভাল লেগেছে ।