নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
কোয়ারেন্টিন দিনের গল্প....
~~লকডাউন~~
তুতন আর হেউপার সুখী পরিবার হলেও ঝগড়াঝাটিও কম হয়না(হেউপা=হেকমতউল্লা পাইক, এই নামটা সেকেলে তাই কাটছাট করে তুতন 'হেউপা' ডাকে)। সেদিন দুজনের কথা-কাটাকাটির জেড়ে তুতন রেগে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়, সে হেউপার সাথে আর থাকবেনা। হেউপাও একই সিদ্ধান্ত নিয়েছে। ফেবুতে দুজনেই 'সেপারেট' হবার ঘোষণা দিয়ে পাব্লিক পোস্ট দিয়েছে।
হেউপা পোস্ট দিয়েছে, "কেউ যেতে চাইলে আটকাবোনা। আমিও পথ খুঁজে নেবো..... "!
তুতন সেপারেটেড পোস্ট লিখেছে, 'তিন বছর অনেক সহ্য করেছি। আর না..ডিসিশন ফাইনাল। বাবার বাড়িতেও ফিরবো না। হাজার বিশেক টাকার মধ্যে এটাচড বাথ, ব্যালকনিসহ একটা রুম সাবলেট খুঁজে নেবো....স্বাধীন ভাবে থাকবো -খায়েঙ্গে জায়েঙ্গে ঘুরেংগে..নো মোর বিয়ে... '।
সাথে সাথে ফেসবুক ফেন্ধুসরা তুতনের পোস্টে হুমড়ি খেয়ে পড়ে....লাভ ইমোজি, মনখারাপের ইমোজির সাথে কমেন্টস এর সুনামি বইয়ে দিচ্ছে -
# মোস্তাফিজ খান মস্তু লিখেছে, 'বুন্নু... নিজের মতো ভাল থাক, ডোন্ট বি হেজিটেড... কল মী এনি টাইমস ফর এনি নিডস''
# তারাক উদ্দিন মামুন লিখেছে, 'তুমার মতো সুন্দরী, স্মার্ট মেয়ের মুখে একা থাকার কথা মানায় না৷ হাত বাড়ালেই বন্ধু পাবে।'
# মুকিত হাসান নামের আইডি লিখেছে, I'm really sorry for you. I want to be your friend, to be on your side - contact messenger....
# রহমান রহমান আইডি লিখেছে,'আপ্পি, জীবনটা অনেক বড়ো, সব ভুলে নতুন করে শুরু করো- যেকোন সমস্যায় আমাকে কাছে পাবে। ইনবক্সে আমার সেল ফোন নম্বর দিয়েছি'।
# ষাটোর্ধ মোবারক মল্লিক লিখেছে, "কুত্তার পেটে ঘি সয়না। হেউপার মতো একটা নপুংসক তোমার মতো সুন্দরী মেয়ের মর্যাদা দেবে কি ভাবে? আমিতো ভাবতেই পারিনা তিনটা বছর তুমি কিভাবে ঐ লোক্টাকে সহ্য করেছো! অবশেষে তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো। আর হ্যা, তুমি কেন সাবলেট থাকার কথা চিন্তা করছো? আমাকে তুমি বন্ধু মনে করবে, বড়ো ভাই মনে করবে- ইন্দিরা রোডের ২৭০০ স্কয়ার ফুটের ফ্ল্যাটে আমি একাই থাকি। তোমার জন্য আমার দরজা খোলা"!
# মুক্তমন নামের আইডি লিখেছে, 'তুতু(ন বর্ণ বাদ), সন্ধায় তোমাদের ওই দিকাটায় আমার একটা কাজে যাবো, আপত্তি না থাকলে তোমার সাথে কোনো কফি শপে দেখা করে আসতে চাই.... '।
* ঘন্টা পেরুনোর আগেই মুক্তাদির উল্ল্যা একটা পোস্ট দিয়েছে, "ডিভোর্সের পর থেকে দীর্ঘ দুই মাস তিন বেডের ফ্ল্যাটে একাই থাকি... সময় কাটেনা। শিক্ষিত মার্জিত একজন বন্ধু খুঁজছি- যিনি আমাকে বুঝতে পারবেন... আমার মতো একা..." - পোস্ট আবার ট্যাগ করেছে তুতনকে....
# বিন্দাস নামের আইডি মেসেজ দিয়েছে, "আপনার একা থাকার পোস্ট পড়ে মনটা বিষাদে ভরে গিয়েছে। আমি জানি, একা থাকা কতো কষ্টের! আমার ফ্ল্যাট বাড়িতে আমি একাই থাকি। আপনি চাইলে অর্ধেকটা আপনার জন্য ছেড়ে দিতে পারি....কর্মব্যস্ত দিনের ক্লান্তিতে ঝুলবারান্দায় বসে দুজনে গল্প করতে করতে কফি খাওয়া যাবে...(বিষয়টা আর কারো সাথে শেয়ার করবেন না। জানেনইতো ফেসবুকে কেউ কারো ভালো সহ্য করতে পারে না)।" সাথে তীর বিদ্ধ রক্তাক্ত হার্টের ইমোজি!
# টমবয় মেসেজ দিয়েছে, "সাহসী হও মেয়ে, যেকোনো প্রকার সহযোগিতা করতে পারলে খুশী হবো"।
# এমডি রিজবি হোসেন লিখেছে, "দুই হাতে রোজগারতো কম করছিনা- একা একা আর ভালো লাগেনা... কিন্তু বিয়ের পিঁড়িতে বসবোনা....তবে মনের মতো কাউকে পেলে সিদ্ধান্ত বদলাতেও পারি...একা একা আর লং ড্রাইভে যেতে ভালো লাগেনা"।
# বদরুদ্দোজা লিখেছে, 'এই সমাচটা খুবই খারাপ বইন। পুরুস মানোস খুব খারাপ। আপ্নের মতো সুন্দুরি মেয়েছেলের এক্লা থাকা উচিতনা। শকুনের মতো আপ্নারে ছিল্লাবিল্লা খাইবে। আপ্নের দরকার আমার মতো একজন শক্তিশালি মানোস যে আপ্নারে গাট দিয়া রাকতে পার্বে। মহল্লায় এমুন কুনু ব্যাডায় নাই যে আমার চুকের দিক চাইয়া কথা কয়। আমার কয়শো এচকুয়ার ছাইজের ফেলাট আচে তাহা পোচার করা আমি গিন্না করি। আমার ১৪ টা ফেলাট আচে। গাড়ি তিনখান। আপ্নারে একটা ফেলাট আর গাড়ি একটা ছাইরা দিবু। আমার জইন্য আপ্নের মতো পাচটা মাইয়া পালাও কুনু ব্যফারনা। আমি লুকাইয়া ছাপাইয়া কিচু কইনা। যদি চায়েন আমারে ০১০৯১....' নম্বরে মোবাইল দিবেন।
* অনেকেই কবিতা টবিতার দুই লাইন চুরি করে নিজ নামে চালিয়ে দিয়্রছে, "...এই সময়েই ভিন্ন হলে এমন চৈত্রমাস
ভালোবাসার ফুটছে কলি, ফাল্গুন বাতাস!"
* আর একজন, "....হারিয়েছি তার অনুসন্ধানে গিয়ে; নিজেকেই হারিয়ে বসে আছি, তবুও তার খোঁজে এগিয়ে চলেছি ..."
# নুর জালালতো সরাসরি লিখেছে, "নীড় ছোট ক্ষতি নেই, আকাশতো বড়ো...... আমি বুঝি একাকীত্বের কষ্ট.... তুমি চাইলে তোমার পাশে থাকতে চাই..."!
আরো অনেকেই তুতনের মেসেঞ্জারে মেসেজ দিয়েছে... কেউ তার 'স্ত্রী বেঢপ আকৃতি' নিয়ে অসুখী, কেউ তার 'স্ত্রী নাক ডাকায় অসুখী', কেউ তার স্ত্রীর শারীরিক অক্ষমতা এবং নিজের পৌরুষত্বের রগড় বর্ণনা দিয়েছে.... ইত্যাদি কমেন্টস করে শোক, সুখ এবং শুভ কামনা জানিয়েছে।
তুতন যেদিন হেউপাকে ছেড়ে চলে যাবে তার চারদিন আগে থেকেই শহর জুড়ে পুরো লকডাউন। চামে বাসার পার্মানেন্ট বুয়াও ছুটি নিয়ে ময়মনসিংহ চলে গিয়েছে। আর ছুটা বুয়ার আসারতো প্রশ্নই আসে না! এখন তুতন রান্না করছে আর হেউপা বাসন মাজছে। গরুর গোশত রান্না শেষ। খিচুড়িটা দমে রেখে দিয়েছে। ঘরময় খিচুড়ির মৌ মৌ সুঘ্রাণ ছড়িয়ে পরেছে। বিরাট খোলামেলা রান্নাঘর তারপরও মাঝেমাঝেই স্বেচ্ছায় দুজনের গায়ে গা ঠেকে যাচ্ছে...
এদিকে ফেবু ফেন্দুসরা তুতনের খোঁজ নিতে গলদঘর্ম হয়ে ফেসবুক মেসেঞ্জারে ক্রমাগত প্রশ্নঃ
* 'এখন কোথায়'?
* 'তুতু সোনা, তুমি অই নুংরা ছুটু লোক্টাকে চেরে চলি এসে ভাল করেছো। আমি তুমারে আমার চুকের মনি করে রাখবো।'
* 'তোমার জন্য খুব টেনশন হচ্ছে।,
* '০১৭৩...... নম্বরে একটা মিস কল দাও....'।
তুতনের রেসপন্স না পেয়ে ইনিয়েবিনিয়ে হেউপাকেই ইনডাইরেক্ট ফ্রি কিক মেরে '২৭০০ স্কয়ার ফুটের সেই ষাটোর্ধ মোবারক মল্লিক' লিখেছে, 'তুমি আমার ছেলের মতো, তাই বলছি- তুতন ভাবীর এভাবে তোমাকে ছেড়ে যাওয়ায় খুব খারাপ লাগছে...উনি এখন কোথায় আছেন? তার ফোন নম্বরটা আমাকে দিলে আমি নাহয় একবার তার সাথে কথা বলে দেখতাম তোমাদের জোড়া লাগিয়ে দিতে পারি কিনা"!
এত্তো এত্তো শুভাকাঙ্ক্ষীদের মেসেজ আর পোস্ট দেখে 'ধ্যাত্তেরি! শ্লা রসু খাঁর গুষ্টি রসু খাঁ!' বলে তুতন-হেউপা দুইজনেই ফেবু এ্যাকাউন্ট ডিএ্যাকটিভেট করে দিয়েছে!
রাত সাড়ে আটটা....অসময়ে তুতনের ঘুম পাচ্ছে... হেউপারও খুব ঘুম পাচ্ছে...দুজনেরই ঘুম পাচ্ছে... দুজনেই একমত - একটু ঘুমিয়ে তারপর ক্যান্ডেল লাইট ডিনার করবে...হেউপা এলইডি লাইটটা ডিম করে দিয়েছে... তুতন -হেউপার খুব পছন্দের পারফিউম ব্রান্ড JO LOVES POMELO নিজের ঘাড়ে স্প্রে করেছে...আলো আঁধারী ঘরটার নিরবতা ভেংগে লং প্লে তে চলছে- বেয়ঞ্চের বিখ্যাত লাভ সংগীত, 'Halo' Hit me like a ray of sun burning through my darkest night. You're the only one that I want. Think I'm addicted to your light.'....
ওদিকে যেসব ফেবু ফেন্দুসরা তুতনের সেপারেশনের স্টেটাস দেখে 'পাশে আছি', 'যে কোনও দরকারে বোলো'- বলে তুতনকে আশ্বস্ত করেছিল তারা ভয়ংকর দুশ্চিন্তায় অস্থির হয়ে উঠছে- কখন তুতনের খেদমত করবে ভেবে....
(গত এপ্রিল মাসে এই গলপটা লিখতে যেতে ল্যাপটপ হ্যাং হয়ে গিয়েছিলো)
২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২৪
জুল ভার্ন বলেছেন: পোলাপানের আর কি দোষ, বুড়োরাও কম যায়না! কাজেই লুল পুরুষের কাছে বয়স কোনো ফ্যাক্টর না!
২| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৫
চাঁদগাজী বলেছেন:
ফেইসবুক আমাদের 'জাতীয় এ্যাপ'।
২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২৫
জুল ভার্ন বলেছেন: একদম!
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৮
জ্যাকেল বলেছেন: টু ফেস মানুসে ভরে গেছে এই দেশ। আর হুট করে ডিভোর্স? খারাপ
২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২৫
জুল ভার্ন বলেছেন: রাইট।
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা ভাইয়া ফেসবুক মেমোরিতে গিয়ে দেখি এই দিনে গত বছর এই নিয়ে কবিতা লিখছি। পোস্ট করুম নাকি হাহাহাহ মিলে গেলো চিমটি
২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২৬
জুল ভার্ন বলেছেন: কবিতাটি এখানেও শেয়ার দেন।
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০০
জুন বলেছেন: হা হা হা
অনেক অনেক মজা করে লিখেছেন আধুনিক+ বর্তমান বাস্তবাতাকে
+
২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২৬
জুল ভার্ন বলেছেন: লক ডাউনের সাইড ইফেক্ট!
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: জুল ভার্ন দা মেলাদিন পরে একটা লেখা পড়ে এমন নির্মল আনন্দ পাইলাম।
তৃপ্তি নিয়ে পড়লাম।
ভালো কথা তুতুনকে আমার নাম্বারটা পাঠিয়ে দিয়েন। আগামীতে আবার সেপারেট হইতে চাইলে যেন সবার আগে আমারে ফোন দেয়।
২১ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৯
জুল ভার্ন বলেছেন: লাভ নাই, তাহারা এখন সুখে শান্তিতে বসবাস করিতেছেন।
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:০০
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: বাস্তব গল্প। আচ্ছা ভাই,তুতনকে জ্বালানোর অভিযোগে কেউ হেউপাকে থ্রেট দেয় নি?
২১ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১২
জুল ভার্ন বলেছেন: কি যে বলেন, সব রসু খাঁ রা তো হেউপার উপরই ক্ষ্যাপা!
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: #মরু ভাইয়া আপনি আমারে আপনার বউ মানে আমাদের ভাবীজানের নাম্বারটা দিয়া রাইখেন। সাবধানের মাইর নাই
৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৩
নেওয়াজ আলি বলেছেন: খবরে পড়লাম নারীরা বেশী ডিভোর্স দিচ্ছে। পুরুষ কী হার মানছে
২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪০
জুল ভার্ন বলেছেন: যেভাবে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছেন-তাতে ডিভোর্সই রক্ষাকবচ!
১০| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: বর্তমান ফেসবুক উপযোগী পোস্ট। বেশ ভালো লেগেছে। নারীদের সহযোগিতায় গোটা ফেসবুক বিশ্ব দরাজ হস্ত। পোস্টে লাইক। শুভেচ্ছা জানবেন ভাইজান।
২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১১| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩১
রাজীব নুর বলেছেন: অযোগ্য ও বেয়াদব স্বামীদের তালাক দেওয়াই উচিত।
২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪১
জুল ভার্ন বলেছেন: শেষ পর্যন্ত হেউপাই যোগ্য।
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাসতে হাসতে শেষ, পড়ছি আর হাসছি। এতটাই বাস্তব গল্প। আমি আশ্চর্য্য হই কিছু পুরুষের লুলামি দেখে। আমি নিজেও দেখেছি। কথা বার্তা অথবা বন্ধুত্বের এক পর্যায়ে উনারা অন্য পথে চলে যাচ্ছেন হাহাহা, লাত্থি মেরে বিদায়, আর এখন হাই হাই হাই করতে করতে ফেনা তুললেও উত্তর দেই না। আনরিড ম্যাসেজ শত শত, স্প্যামে পড়ে আছে। যদি কখনো উত্তর দিয়ালাই ইয়া মাবুদ আর বাঁচন নাই.... হুদাই খাজুইরা আলাপ, আবার কিক মারি। শেষে বাধ্য হয়ে হারিয়ে যায়। প্রোফাইলে লিইখ্যা রাখছি আমি দুই পোলার মা, আমি বুড়া মানুষ। বয়সও জিগাইয়ো না আর এত টেক্সটও দিয়ো না। কিছু জানার থাকলে ওয়ালে পোস্ট করো হুহ