নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
কিভাবে লেখক বা লেখিকা হবেন ......
ফেসবুকে নানান গ্রুপ আছে। এইসব গ্রুপে লোকজন নানান প্রশ্ন করেন। একজন লিখেছে - 'লেখক হতে চাই-হেল্প করবেন'। আর একজন লিখেছেন - 'লেখিকা কিভাবে হবো, প্লিজ জানান'।
একদা স্টেশনের বুকস্টলগুলিতে অদ্ভুত অদ্ভুত বই বিক্রি হতো - 'কিভাবে বুদ্ধিদীপ্ত কথা বলবেন', 'কিভাবে বড়োলোক হবেন', 'আপনিও সফল হবেন?- ইত্যাদি। আমি নিজের অভিজ্ঞতা থেকে লেখক বা লেখিকা হবার রাস্তা দেখিয়ে দিতে পারি।
লেখক হওয়া খুব সহজ। পায়খানা করার চেয়েও সহজ হল লেখা। কারণ, পায়খানা না পেলে তা করা যায় না। কিন্তু, লেখা চাইলেই লিখে দেওয়া যায়।
প্রথমেই ফেসবুকে আপনার বন্ধুর সংখ্যা ১০০০ হতে হবে। কারণ লেখায় লাইক না পেলে লেখক হবেন কি করে? ১০০০ বন্ধু থাকলে ১০০ লাইক পেতে পারেন। কাজেই আপনার ফ্রেন্ডলিস্ট নামক খোঁয়াড়ে যত বেশী গরু ছাগল থাকবে, আপনার লাইক তত বাড়বে। আপনার ফ্রেন্ডলিস্টে আপনার আত্মীয় স্বজনরা যেমন থাকবে তেমনি পাশের বাড়ির ভাবী, পাড়ার বেকার ভাইব্রাদার যত বেশী থাকবে আপনার তত মঙ্গল। এবার আপনার ফ্রেন্ডলিস্টকে কয়েকটি দলে ভাগ করা যাক। আপনি লেখা পোস্ট করলে প্রথম দল একটুও না পড়ে, কিমবা দু তিন লাইন পড়ে লাইক দেবে। দ্বিতীয় দল 'মন ছুঁয়ে গেলো', 'দারুণ হয়েছে', 'দারুণ লিখছিস', 'কিছু বুঝলাম না, কিন্তু ভালো লাগলো' , এইসব কমেন্ট করবে। তৃতীয় দল মাঝে মাঝে লাইক বা কমেন্ট করবে। চতুর্থ দল আপনার লেখার সমালোচনা করবে। এরা একটু ডেঞ্জারাস। আর পঞ্চম দল আপনার লেখা দেখলেই এড়িয়ে যাবে- এরাই সংখ্যাগরিষ্ঠ।
এবার আসল কথা- কি লিখবেন। লেখক-লেখিকা হতে গেলে তো কিছু লিখতে হবে। খুব সম্ভবত জ্যাক কেরুয়াক উপন্যাস লেখা সম্পর্কে বলেছিলেন - "যে কোন একটা তারিখের কথা ভাবো। এবার সেই দিন কি কি করেছিলে মনে করো। সেগুলো লিখতে থাকো, একের পর এক। এভাবেই একটা উপন্যাস শুরু করে ফেলা যায়"। ফেসবুকে আপনি যা খুশি লিখুন, সেটাই লেখা। আপাতত গদ্যর কথা বলছি। ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন। দেখলেন একটা ষাঁড় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। সেটাই লিখুন। ষাঁড়ের বর্ণনা, তার চোখ, তার হাসি, তার নাক, গায়ের রং, পারসোনালিটি, ফিগার, লেজের লোম কতো লম্বা, ষাঁড়ের চারপাশে কারা ছিল ইত্যাদি। এটাই লেখা। তবে বড়ো না লেখাই ভালো। গুগুল বা ইন্টারনেট ঘেঁটে যেকোনো বিষয় সম্পর্কে জেনে, জাস্ট বাংলা ভারসান নামিয়ে দিন। এটাও লেখা। মোট কথা যা লিখবেন সেটাই লেখা। ধরুন, ২১ শে মে একটা দিন। ওইদিন কার জন্মদিন দেখুন। তারপর তার সম্পর্কে ইন্টারনেট থেকে ঝেঁপে একটা টাটকা মাল নামিয়ে দিন। প্রতিবাদমার্কা কিছু একটা নামিয়ে দিন। যেদিকে তাকাবেন প্রতিবাদের স্কোপ। বার বার দাস্ত হচ্চে, এর জন্য রাষ্ট্র কে দায়ী করে একটু ইন্ডিয়া /পাকিস্তান ঘষে পোস্ট নামান। ভাইরাল হয়ে যেতেও পারেন।
এবার কবিতা।
এটা একটু কঠিন বিষয়। আপনার যদি সারাক্ষণ মন খারাপ থাকে, আপনার জীবনে কোনো কাজ না থাকে তাহলে জাস্ট কিছু কঠিন ইনটিমিনটি শব্দ পরপর বসিয়ে দিন। ব্যাস, কবিতা নেমে যাবে। উদাহরণ দিচ্ছি -
‘মনখারাপের জন্য কত কিছু ভুলে যাই,
রান্নায় নুন দিতে, কমোড ফ্লাশ করতে,
গ্যাস্ট্রিকের ওষুধ খেতে
কিন্তু তোমাকে ভুলিনা'!
কত সহজ বলুন তো!
আর একটা সহজ উদাহরণঃ
'শাহজাহান মমতাজের জন্য তাজমহল গড়েছিল,
আর তুমি আমার জন্য একটা কাচা পায়খানাও বানালে না'।
দেরী করবেন না।
কেন অন্যের পোস্ট না পড়ে জাস্ট লাইক মেরে আর কমেন্ট করে লাইফ কাটাবেন। আপনিও হয়ে যান লেখক। আপনাকে লিখে যেতে হবে, থামলে চলবে না। লিখতে থাকুন। যা প্রাণ চায় লিখুন। কিছু ফরমুলা বলে দিলাম, ট্রাই করুন, বিফলে মূল্য ফেরত। আর ফ্রেন্ডলিস্টে লোক বাড়াতে থাকুন। এরাই আপনাকে একদিন লেখক বানাবে। আপনি ভাবুন আপনি দারুণ লিখছেন। আপনি ভাবুন, আপনি না লিখলে ব্লগ/ফেসবুকবাসীর বড় ক্ষতি হয়ে যাবে! আর বাজারি কাগজ বা পত্রিকায় লেখেন এমন লেখক-লেখিকাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। তাঁদের পোস্ট এ লিখুন - 'কি অপূর্ব লেখা', 'কিকরে লেখেন এমন', 'শুধু কাঁদছি', 'বলার ভাষা নেই'!
আর হ্যা, প্রতিদিন বিভিন্ন উছিলায় কিম্বা অকারণে নিজে চেহারা খিছুন এবং মাঝে মাঝেই বাড়ির কুকুর বিড়াল, হেঁসেলের ছোলার ডাল, ছাগলের দুধ দিয়ে বিরিয়ানি, হারপিকের বোতল ইত্যাদির ছবি পোস্ট করবেন। এগুলো করার মানে এটাই যে, আপনিও লেখালিখির জগতে আছেন। ইনবক্সে খাজুইরা আলাপ করুন।
আমার ফেসবুক লিংকঃ https://www.facebook.com/profile.php?
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন:
‘জুল ভার্ন’ বাঁয়ে টিয়া পাখি
ভাগ্য গণনা নয় ভাগ্য তৈরীর
এক মহান উপদেশক। যার
মাথায় কিল বিল করে হাজার
কথা-অকথার পোকা-মাকড়।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩০
জুল ভার্ন বলেছেন: অসংখ্য ধন্যবাদ গীতিকবি ভাই।
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ, আমার ফলোয়ার মোটামুটি ফ্রেন্ড ২.৭ কে
কিন্তু মাইনসে আমার লেখা পড়ে না
না পড়লে কী আমার লেখার আমার। মনের কিছু অশান্তি দূর করার জন্য লিখি, কবিতা গদ্য উপন্যাস যাই হোক না কেন
লেখা ভালো লাগলো ।
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৪
জুল ভার্ন বলেছেন: আমিও ইচ্ছে করে ফ্রেন্ড বাড়াইনা।
আমার আগের ফেসবুক আইডিতে ৪ হাজার প্লাস ফ্রেন্ড এবং ৪৬ হাজার প্লাস ফলোয়ার্স ছিলেন, এবার টেকনিক্যাল কারনে বন্ধুদের সংখ্যা সীমিত রাখছি। অন্যদিকে ফলোয়ার্স অপশনও বন্ধ।
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি ফ্রেন্ড অপশন বন্ধ রেখেছি। ফলোয়ার খোলা রেখেছি। হুদাই রিকোয়েস্ট পাঠালে এক্সেপ্ট না করলে মানুষ অহংকারী বলে গালিগালাজ করে
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৭
জুল ভার্ন বলেছেন: ফেসবুকে এখন আমার ফ্রেন্ড ১২০০ জন। আমাকে কে কি ভাবলো তা নিয়ে মোটেই উদ্ববিগ্ন নই-নিজের মতো চলি।
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫২
অপু তানভীর বলেছেন: ইনবক্সে খাজুরে আলাপই তো করা হয় না !
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:০৮
জুল ভার্ন বলেছেন: সেইজন্যই তো লেখক কবি হতে পারলেননা!
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫৯
জুন বলেছেন: তাহলে লেখক হওয়ার প্রথম শর্তই হলো ফেসবুক
এই কারনেই আমি কখনও লেখক হতে পার্লাম্না
লেখা যুগোপযোগী হয়েছে, প্লাস দিলাম +
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১০
জুল ভার্ন বলেছেন: এমন গবেষণালব্ধ লেখায় একটা প্লাস পেতেই পারি!
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০৫
মোস্তফা সোহেল বলেছেন: এখনকার লেখকদের লেখা ধারে কাটে না ভারে কাটে না কাটে পোকায়।
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১০
জুল ভার্ন বলেছেন: একদম ঠিক।
৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৩৫
রানার ব্লগ বলেছেন: বুঝলাম !!!!!
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৩৬
ইসিয়াক বলেছেন: হা হা হা ...আমার ফ্রেন্ড ৪৪১৬ কিন্তু আমার লেখা কেউ পড়ে বলে তো মনে হয় না। প্রতি পোস্টে গড়ে ১০/১২টা লাইক ২/৩টা কমেন্ট করে কেউ কেউ । তবু আমি লিখি লিখতে ইচ্ছে করে তাই।
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১২
জুল ভার্ন বলেছেন: ফ্রেন্ড লিষ্টে থাকা ফ্রেন্ড নামক জিন্দালাশগুলারে গদাম দিয়ে বের করে দেন।
১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৩
গফুর মিয়া১৯১ বলেছেন: বাংলার লেখক হবার সেরা ফরমুলা
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৬
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন: লেখার মাঝের অংশটা পরিচিতো মনে হলো!!
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১৩
জুল ভার্ন বলেছেন: সবই পরিচিত।
১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪৪
ঢাবিয়ান বলেছেন: ফর্মুলা আরো আছে। সেইটা হল কিছু টাকা খরচ কইরা লাইক/ কমেন্ট কেনা। ফেসবুকেই এই এড দেখেছি যে '' সুলভ মূল্যে লাইক কমেন্ট বিক্রি করা হয় '' পোস্ট ভাইরাল করার জন্যও নাকি আরো কি কি সব ফর্মুলা আছে।
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১৪
জুল ভার্ন বলেছেন: সৎ পথে উপার্জিত কষ্টের টাকার অনেক দাম!
১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার লেখা পড়ে এখন মনে হচ্ছে- লেখালিখি দারুণ সোজা!
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৬
জুল ভার্ন বলেছেন: খুবই সোজা!
১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার লেখা অন্যের দেয়ালে
আপনার আগেও কেউ লিখেছিলো নাকি
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৮
জুল ভার্ন বলেছেন: এটা আমার ২০২০ সনের ফেসবুকে পোস্ট। আমি মেমোরি থেকে শেয়ার করেছি। উনি আংশিক কপি পেস্ট করেছেন!
১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৯
হাবিব বলেছেন: ভালোই বুদ্ধি দিলেন, মিষ্টি খাওয়ামুনি
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৮
জুল ভার্ন বলেছেন: আচ্ছা।
১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৫
*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: লেখায় স্যাটায়ারের গন্ধ পাচ্ছি। রসালো তবে ঝাঁঝালো মসলা আছে।
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৬
শেরজা তপন বলেছেন: আমার যে ফেসবুকে সব মিলিয়ে দু'ইশ ফ্রেন্ড আর ফ্যামিলির লোক নেই- আমার কি হবে ভাইজান?
বড় সাধ ছিল একটা কবিতা লেখবার- এইবার হবে মনে হচ্ছে
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫০
জুল ভার্ন বলেছেন: প্রতিভাবানদের কথা আলাদা! আপনি স্বভাবজাত প্রতিভাবান লেখক। স্যালুট।
১৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২১
চাঁদগাজী বলেছেন:
ফেইসবুক বাংগালীকে লেখক বানিয়ে ছাড়বে।
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫১
জুল ভার্ন বলেছেন: আলবাত।
২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩০
এস রাসুল বলেছেন: যেহেতু আমার ফেইসবুকের ফ্রেন্ডলিস্টে মানব জাতির সংখ্যা মাত্র ২৩ জন, তাহলে কি লেখক হিসেবে আমি চিরকুমারই থেকে যাবো?
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫১
জুল ভার্ন বলেছেন: ভবিষ্যত ফকফকা!
২১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিরাট উপকার করলেন।
দেখি এবার কোন শা** আমাকে ঠেকায়!
২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০১
রাজীব নুর বলেছেন: আমি লেখক হতে চাই না। ভালো মানুষ হতে চাই।
২৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:১১
মোবায়দুল সাগর বলেছেন: ফেসবুক আপনাকে সস্তা করে দিচ্ছে। মার্ক জুকারবার্গ ফেসবুকের কারণে পৃথিবীর সর্বকনিষ্ঠ ধনীর স্বীকৃতি পেয়েছিলেন। এই তথ্যটুকু যেন বাঙালির রক্তে মিশে আছে। কারণ ফেসবুক একাউন্ট খুলতে ফুটো পয়সাও লাগে না। অথচ বর্তমানে পৃথিবীর সর্বকনিষ্ঠ ধনী কে সে বিষয়ে বাঙালি একবারেই অজ্ঞ। কারণ কাইলি জেনারের কসমেটিক্স দেড়শ টাকায় পাওয়া যায় না।
২৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:৩৫
নেওয়াজ আলি বলেছেন: বিভিন্ন গ্রুপ হতে যে প্রতিদিন জয়েন করার দাওয়াত আসে কী করা যায় জানাবেন।
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ বৈজ্ঞানিক চিন্তা স্যালুট জানাই
দর্শণ দর্পন একাকার হয়েছে--------------