নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
দুইটি বিখ্যাত গানের ভাবধারায় আমার একটি গান....'যে প্রশ্ন বাতাসে উড়ছে'.....
"Blowing in the wind"- Bob Dylan এবং কবীর সুমনের "কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়"...
(১) আর কতজন মরলে তবে আতসবাজি ফানুস-
আকাশ জুড়ে ওড়াবে না আর বুদ্ধিহীন মানুষ?
গাজীর গীত গাইবে না আর ভাঙতে আমন আউশ?
প্রশ্নগুলো যে উঠছেই। উত্তরটাও তাই -
আসল কথা মানুষের পাশে মানুষের থাকাটাই।
কতটা সজাগ হলে তবে কান্না শুনতে পাবে?
কতটা নজর তীক্ষ্ণ হলে তারপর দেখা যাবে -
সমবেত সেই হাসি মুখ গুলো একসাথে ভাত খাবে।
প্রশ্নটা খুব কঠিন। তবে উত্তরটা সোজা।
জয়ী আমরা হবই। শুধু এই সারকথাটুকু বোঝা।
যে মানুষটা এখনো হাঁটছে সে হবেই পদাতিক।
মনের জোরে সাগরটাও টপকে যাবে ঠিক
শান্তির বাণী তার ঘরেই বাজবে টিকটিক।
সন্ধ্যা নামবে প্রদীপ শিখায় আযান বাজবে দূরে
শান্তি নামবে শ্বেত পায়রার বকম বকম সুরে।
(২) বব ডিলানের গানঃ
Blowing in the wind.
Bob Dylan.
How many roads must a man walk down
Before you call him a man?
How many seas must a white dove sail
Before she sleeps in the sand?
How many times must the cannon balls fly
Before they're forever banned?
The answer, my friend, is blowin' in the wind
The answer is blowin' in the wind
How many years can a mountain exist
Before it's washed to the sea?
How many years must some people exist
Before they're allowed to be free?
And how many times can a man turn his head
And pretend that he just doesn't see - the answer
The answer, my friend, is blowin' in the wind
The answer is blowin' in the wind
How many times can a man look up
Before he sees the sky?
How many ears must one…
(৩) কবীর সুমনের গানঃ
কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়
কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার ডানা
কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়
প্রশ্নগুলো সহজ, আর উত্তরও তো জানা।।
কত বছর পাহাড় বাঁচে ভেঙে যাবার আগে
কত বছর মানুষ বাঁচে পায়ে শিকল পড়ে ।।
ক’বার তুমি অন্ধ সেজে থাকার অনুরাগে ।।
বলবে তুমি দেখছিলে না তেমন ভালো করে।
কত হাজার বারের পর আকাশ দেখা যাবে
কতটা কান পাতলে তবে কান্না শোনা যাবে ।।
কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে ।।
বড্ড বেশী মানুষ গেছে বানের জলে ভেসে।
০১ লা অক্টোবর, ২০২১ সকাল ১১:১৯
জুল ভার্ন বলেছেন: মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ।
২| ০১ লা অক্টোবর, ২০২১ সকাল ১১:২৩
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
আপনি একজন অভিজ্ঞ মানুষ।
০১ লা অক্টোবর, ২০২১ সকাল ১১:৪২
জুল ভার্ন বলেছেন: ভালোবাসা অবিরাম!
৩| ০১ লা অক্টোবর, ২০২১ দুপুর ২:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন: বব ডিলান আর সুমনের গান দুটি আমি খুবই প্রিয় এবং অসংখ্যবার শোনা গান।
আপনার লেখাটিও চমৎকার হয়েছে।
০১ লা অক্টোবর, ২০২১ রাত ৮:১২
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো হয়েছে বললে- লিখতে প্রেরণা জোগায়।
৪| ০১ লা অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১ নাম্বারটা যদি আপনার লেখা হয়ে থাকে, তাহলে বলবো, গানের কথাগুলো খুবই সুগ্রন্থিত হয়েছে। অন্তর্নিহিত ভাবও অসাধারণ। কাব্য লেখায় আপনার নৈপুণ্য যে অসাধারণ, এই একটা লেখাতেই তার প্রমাণ পাওয়া যায়।
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনারটাও ঐ দুইটার মতই হয়েছে। খুব ভালো ভাবের প্রকাশ ঘটিয়েছেন। আপনারটায় কিছু আশার আলোর কথাও বলা আছে।