নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
কীভাবে বুঝবেন আপনি একজন বিষাক্ত মানুষ?
** লোকের আনন্দ এবং দুঃখের বহিঃপ্রকাশ সহ্য হবে না। কেউ হাসলেও ঢং মনে হবে, কেউ কাঁদলেও ন্যাকা কান্না মনে হবে।
** কারোর সফলতা সহ্য করতে পারেন না। সফল মানুষ দেখলেই নিজের মনে হিংসা হয়।
** অন্যের নিন্দে করতে খুব ভালো লাগে। আপনার বন্ধু যারা ঠিক আপনার মতোই বিষাক্ত।
** কাউকে ইন্ডায়রেক্টলি অপমান করতে, ছোট করতে, নাম না নিয়ে নিন্দা করতে খুব ভালো লাগবে। কিন্তু সাহস নাই যাকে নিয়ে কুচর্চা করছেন তার মুখের ওপর বলার।
** সর্বক্ষেত্রে নিজেকে ঠিক আর বাকিদেরকে ভুল মনে হবে। যাদেরকে কমবেশি লোকে চেনে, তাদের সব্বাইকে ফুটেজখোর মনে হবে। শুধু নিজেকে খুব অমায়িক এবং জেনুইন মনে হবে।
** ব্লগ - ফেসবুকে ফেক একাউন্ট থাকবে আপনার অনেকগুলো। যাদেরকে খুব খিস্তি দিতে ইচ্ছা করে, কিন্তু আপনার যোগ্যতা নেই বলে দিতে পারেন না, তাদের নিজের ফেক একাউন্টগুলো থেকে খিস্তি মারবেন।
** ব্লগ- ফেসবুকে আপনার পোস্টে অনেকেই লাইক কমেন্টস করেন। আপনার লেখার প্রশংসা করেন কিন্তু আপনি অন্যদের পোস্টে লাইক কমেন্টস দূরের কথা - মাড়ানোরও প্রয়োজন মনে করেন না।
** কখনও অবসরে নিজের দিকে তাকালে বুঝতে পারেন, আদতে আপনি শুধু লোককে ছোট করা ছাড়া আর কিছুই করেন না। আপনার জীবনে আপনার মত কিছু নেগেটিভ মানুষ ছাড়া আর কোনও মানুষও নেই। কেউ ভুল করে চলে আসলেও, বেশি দিন টেকে না...
০২ রা অক্টোবর, ২০২১ বিকাল ৫:২৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২| ০২ রা অক্টোবর, ২০২১ সকাল ১০:২৪
জুন বলেছেন: একেবারে সঠিক অবলোকন। বিষাক্ত মানুষের সাথে মিশলে নিজের মনটাও গরল আর পংকিলতায় ভরে যায় একদিন। শেষের প্যারাটা একদম এপ্রোপিয়েট ফর মনে প্রানে বিষাক্ত মানুষের জন্য। তারা চাইলেও ভালো মানুষের সাথে মিশতে পারে না বা ভালো মানুষরাই গ্রহন করেন না হয়তো।
লেখায় প্লাস।
০২ রা অক্টোবর, ২০২১ বিকাল ৫:২৮
জুল ভার্ন বলেছেন: আপনার মন্তব্য আমার পোস্টের সম্পুরক।
৩| ০২ রা অক্টোবর, ২০২১ সকাল ১০:২৪
ফারহানা শারমিন বলেছেন: আয় হায় রে! আমার একটা লেখা পেন্ডিং আছে, কিভাবে বুঝবেন আপনি ছোটলোক।
০২ রা অক্টোবর, ২০২১ বিকাল ৫:২৯
জুল ভার্ন বলেছেন: আপনার লেখাটা প্রকাশ করেন।
৪| ০২ রা অক্টোবর, ২০২১ সকাল ১০:২৬
হাবিব বলেছেন: প্রথম তিনটা আর শেষেরটার সাথে আমি বেশি পরিচিত ব্যক্তি জীবনে। বাকীগুলো ব্লগ আর স্যোসাল মিডিয়ার কল্যানে দেখে আসছি। চরম সত্য
০২ রা অক্টোবর, ২০২১ বিকাল ৫:৩০
জুল ভার্ন বলেছেন: আসলে এগুলো কমন চরিত্র।
৫| ০২ রা অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: সোশ্যাল মিডিয়ার বদৌলতে মানুষের মনস্তত্ত্ব বোঝা আগের চেয়ে সহজ হয়ে গেছে। মানুষ নিজেই নিজের চারিত্রিক খারাপ দিকগুলি আম জনতার কাছে গর্বের সাথে, ঢাক ঢোল পিটিয়ে তুলে ধরে।
কিন্তু সমস্যা হোল এই ধরণের লোকেরা নিজেরা কোন দিনও বুঝতে পারবে না যে সে খারাপ লোক। এরা যদি বুঝত হয়তো সংশোধিত হত।
০২ রা অক্টোবর, ২০২১ বিকাল ৫:৩২
জুল ভার্ন বলেছেন: সমস্যাটা সেখানেই -সব মানুষই নিজেকে দোষত্রুটির ঊর্ধ্বে মনে করে।
৬| ০২ রা অক্টোবর, ২০২১ দুপুর ১২:৫৮
জ্যাকেল বলেছেন: যাহ: খুব বাস্তব জিনিস দিয়ে দিলেন।
০২ রা অক্টোবর, ২০২১ বিকাল ৫:৩২
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৭| ০২ রা অক্টোবর, ২০২১ দুপুর ১:৩৯
নতুন বলেছেন: সমস্যা হইলো যারা বিষাক্ত মানুষ তারা যদি এই লেখা বোঝার মতন বুদ্ধি থাকতো তবে নিজেকে ঠিক করে নিতো।
এরা বুঝতে পারেনা তাদের সমস্যা আছে। তারা তাদের এই কাজগুলিকে ঠিক মনে করে। আর ভাবে তার পাশের মানুষ গুলি এমন কেন?
আমার নিজের পরিবারের ২ জন মানুষকে এই ধরনের সমস্যায় দেখেছি। তারা বোঝেনা তাদের সমস্যা কি। তারা মানুষকে দোষ দেয় কিন্তু নিজের দোষ দেখতে পায় না।
০২ রা অক্টোবর, ২০২১ বিকাল ৫:৩৩
জুল ভার্ন বলেছেন: সব পরিবারেই অমন দুই একজন বিষাক্ত মানুষ থাকে।
৮| ০২ রা অক্টোবর, ২০২১ বিকাল ৩:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন: বাইচা গেছি, আমার সাথে মিলে নাই।
ভালো কথা, ফুটেজখোর টা কি জিনিস?
০২ রা অক্টোবর, ২০২১ বিকাল ৫:৩৫
জুল ভার্ন বলেছেন: তার মাইনে- পিরথিমিতে অক্ষণও ভালা মানুষ আছে!
৯| ০২ রা অক্টোবর, ২০২১ বিকাল ৫:৩৬
জুল ভার্ন বলেছেন: ফুটেজখোর হইলো গিয়া - নিজের নামে জিন্দাবাদ দেওয়ানো।
১০| ০২ রা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৩৬
কামাল১৮ বলেছেন: নাম্বার দিয়ে লেখলে উল্লখ করতে সুবিধা হতো।
০২ রা অক্টোবর, ২০২১ রাত ৯:০৬
জুল ভার্ন বলেছেন: তা ঠিক। মোবাইল ফোনে লিখছি- এডিট অপশন নাই।
১১| ০২ রা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১৮
ৎৎৎঘূৎৎ বলেছেন: উপর থেকে ২ নাম্বার আমার সাথে মিলে। আমার স্বল্প মেধা বিধায় কারো মেধার কারনে তর তর করে এগিয়ে যাওয়া দেখলে আমার সহ্য হয়না। অনেকেই মেধার( বাপের টাকা) জোরে দাপিয়ে বেড়াচ্ছে, ঘুরতে বেরুচ্ছে, আবার সত্যিকার মেধার জোরে উপরে উঠে যাচ্ছে দেখলে খারাপ লাগে। তাই ফেসবুকে ঢুকিনা। কোন এন্টিডট আছে?? আপনার লেখাটার সাথে আমার একটা লেখা মিলে। তবে তা লেখা হয়েছে কিভাবে বিষাক্ত মানুষদের এড়িয়ে চলে জীবন যাপন করা যায়। এখন আমাকেই সবার এড়িয়ে চলতে হবে। Click This Link
০২ রা অক্টোবর, ২০২১ রাত ৯:০৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ। আপনার লেখা পাড়বো।
১২| ০২ রা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪৭
খায়রুল আহসান বলেছেন: লক্ষণগুলো আপনি সঠিকভাবেই সনাক্ত করেছেন। আরও কিছু লক্ষণ হয়তো উল্লেখ করা যেত, তবে যেগুলো বলেছেন, সেগুলো ঠিক আছে। এইসব বিষাক্ত মানুষদেরকে এড়িয়ে চলতে চাই। পথ বাৎলে দেয়ার জন্য ৎৎৎঘূৎৎ কে ধন্যবাদ।
০২ রা অক্টোবর, ২০২১ রাত ৯:০৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১৩| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ৮:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
১৪| ০৩ রা অক্টোবর, ২০২১ ভোর ৪:১৬
নেওয়াজ আলি বলেছেন: এইসব অভ্যাস যার ভিতর আছে তাকে গুড বাই বলা দরকার
০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১০:৪০
জুল ভার্ন বলেছেন: এরাই আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে আছে।
১৫| ০৩ রা অক্টোবর, ২০২১ ভোর ৬:২৬
চাঁদগাজী বলেছেন:
আপনার কি অনেক জাতি, তাদের কালচার, জীবনযাত্রার মান, ইত্যাদি সম্পর্কে ধারণা আছে?
০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১০:৪১
জুল ভার্ন বলেছেন: না।
১৬| ০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৩
সাগর শরীফ বলেছেন: চাঁদগাজী বলেছেন:
আপনার কি অনেক জাতি, তাদের কালচার, জীবনযাত্রার মান, ইত্যাদি সম্পর্কে ধারণা আছে?
এক জাতির ঠেলা সামলানো দায় স্যার। এই জাতির প্রতিটা মানুষই আছে একে অন্যের ক্ষতি করার নেশায়। হিংসা অহংকার, ক্রোধ, সামপ্রদায়িক দাঙ্গা ,চুরি বাটপারী লুটপাট ইত্যাদিতে ভরা এই জাতি। এইসব ঠেলা সামলে তারপর না জানব অন্য জাতিকুলকে। নিজের জাতিই ঠিকমত চিনলাম না আজও।
০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১১:৪০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১৭| ০৩ রা অক্টোবর, ২০২১ রাত ১০:৫৬
রাজীব নুর বলেছেন: আমি বিষাক্ত নই।
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০২১ সকাল ১০:০৮
নাহল তরকারি বলেছেন: খু্ব ভালো।