নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

আবদুল সাত্তারের \'গীতা\' .......

০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৬

আবদুল সাত্তারের 'গীতা' .......

শুনে একটু অবাক লাগছে তাই না? এই নামের মানুষের কাছেতো কোরআন থাকার কথা, গীতা কেন? শুনুন এক অসাধারণ কাহিনী.....
সময়টা ১৯৯৭ সন। মূক ও বধির একটি মেয়ে নাম রাধা। তাকে নিয়েই এই কাহিনী। বয়স তার সেসময় আট কি নয়। রাজস্থানের সীমান্তবর্তী এক গ্রামে দরিদ্র পরিবারে জন্ম, পশুপালনই যাদের পেশা। একদিন ছাগল চড়াতে চড়াতে মেয়েটি সীমানা পেরিয়ে ঢুকে পড়লো পাকিস্তানে। দেখে তো কিছু বোঝার উপায় নেই, দুদিকেই রুক্ষ প্রকৃতি ঊষর প্রান্তর। ভাষাও এক, ফারাক শুধু ধর্মে। রাধা না পারে কথা বলতে, না পারে শুনতে। সামাল দিতে এগিয়ে এলেন ওপারের এক ভদ্রলোক।
উনি এক আধদিন নয় একযুগের ওপর ধরে মূক ও বধির মেয়েটিকে আশ্রয় দিলেন, সন্তানের স্নেহযত্নে পালন করতে লাগলেন। লাগাতার চেষ্টা চালিয়ে গেলেন তার পরিবারের খোঁজখবর নিতে। অবশেষে জানতে পারলেন মেয়েটি ভিনদেশী। নিশ্চিত হবার পর তিনি চিঠি লিখলেন ভারতের বিদেশ মন্ত্রকে।

এদিকে মেয়েটি ছিলো তাঁর স্ত্রী বিলকিস বানুর খুব আদরের। ধর্মীয় পরিচয় জানার পর উনি নাম রাখলেন গীতা। সাইন ল্যাঙ্গোয়েজে তাকে ভাব প্রকাশ করতেও শেখালেন। অবশেষে দু তরফের চেষ্টায় তেরোবছর পর (২০১০) দেশে ফিরে এলো গীতা। এদেশে খবরের শিরোনামে এলেন সহৃদয় ঐ পাকিস্তানি ভদ্রলোক। তখনও অবশ্য খোঁজ পাওয়া যায়নি মেয়েটির পরিবারের। বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ ব্যাক্তিগত উদ্যোগ নিয়ে খোঁজাখুঁজি শুরু করলেন, ততদিন তার ঠাঁই হলো দিল্লির এক এনজিও আবাসনে। নিজের পরিবারের কাছে ফিরে আসতে অবশ্য মেয়েটির লেগেছিল আরও পাঁচ বছর। প্রায় বিশবছর পর ২০১৫ সালে দেখা হলো মা-মেয়ের।
আজকের দিনে যেখানে পথে ঘাটে মেয়েরা যৌন হেনস্থার শিকার হচ্ছে হামেশাই, সেখানে এই মানুষটি এক ভিনদেশী কুমারীকে আগলে রেখেছেন এক যুগেরও বেশি সময় ধরে! পিতার স্নেহে আগলে রেখেছেন তার ধর্ম, তার সম্ভ্রম! হিন্দি ছবির বজরঙ্গী ভাইজান এর গল্প মনে হচ্ছে না?

অধিকাংশ ভারতীয় চেনেননা মানুষটিকে। নাম আবদুল সাত্তার এধি। অল্প বয়সে চিকিৎসার অভাবে মাকে হারান। পরবর্তী কালে এই ঘটনাই তাঁকে সমাজসেবা মূলক কাজে অনুপ্রাণিত করে। ১৯৪৭ সালে দেশভাগের পর সপরিবারে চলে আসেন পাকিস্তানে এবং করাচিতে বসবাস শুরু করেন। জীবিকা বলতে ছিলো একটি হোলসেল দোকানে খাতা লেখার কাজ। বন্দর শহরটিতে তখন প্রচুর দরিদ্র উদ্বাস্তু, তাদের জন্য প্রথম চালু করলেন দাতব্য চিকিৎসালয়। সেই শুরু.....

কয়েক বছরের মধ্যে কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কে নিয়ে ১৯৫০ সালে সেবামূলক কাজের জন্য তৈরী করলেন "এধি ফাউন্ডেশন"। সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আরও অনেক মানুষ। বর্তমানে এটি পাকিস্তানের সর্ববৃহৎ এবং বিশ্বের পঞ্চম বৃহত্তর সেবা কল্যাণমূলক সংগঠন। আজ পর্যন্ত তারা বিশহাজারের বেশি পরিত্যক্ত শিশুকে উদ্ধার, অসংখ্য গৃহহীন মানুষের আশ্রয় এবং হাজার চল্লিশের বেশি স্বামী পরিত্যক্ত অসহায় মেয়েদের নার্সিং ট্রেনিং দিয়েছে। গোটা পাকিস্তান জুড়ে শহর ও গ্রাম এলাকায় সাড়ে তিনশো সেবামূলক কেন্দ্র চালিয়ে থাকে। এখানে থেকে বিনামূল্যে খাদ্য, ওষুধ, মানসিক রোগীদের ক্লিনিক এবং পথশিশুদের জন্য লেখাপড়ার ব্যবস্থা করা হয়ে থাকে। সারা দেশে আটটি হাসপাতালের মাধ্যমে রয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা।সংস্থাটির হাতে প্রায় দু'হাজার আ্যম্বুলেন্স ছাড়াও রয়েছে একটি হেলিকপ্টার, দুটি প্রাইভেট জেট বিমান এবং ২৮টি উদ্ধারকারী স্পিড বোট!

আজীবন সমাজসেবী মানুষটি দেশ-বিদেশ থেকে পেয়েছেন অসংখ্য সম্মান। পাকিস্তানের সর্বোচ্চ অসামরিক পদক 'নিশান এ ইমতিয়াজ' এর পাশাপাশি পেয়েছেন ম্যাগসেসে আ্যওয়ার্ড ও লেনিন শান্তি পুরস্কার। মার্কিন যুক্তরাষ্ট্র তাঁকে পল হ্যারিস ফেলো এবং ভারত সরকার গান্ধী শান্তি পুরস্কারে সম্মানিত করে। ইউনেস্কো শান্তি পুরস্কার দিয়ে সম্মানিত করে ইউনেস্কোও।
২০১৩ সালে ওয়াশিংটন পোস্ট তাকে "শ্রেষ্ঠ জীবিত মানবতাবাদি" বলে উল্লেখ করে।

২০১৬ সালের ৮ই জুলাই কিডনি ফেলিওরের কারনে মৃত্যুবরণ করেন বাস্তবের এই বজরঙ্গী ভাইজান। মৃত্যুর পর অঙ্গ দানের ইচ্ছা থাকলেও অসুস্থতার কারণে শুধুমাত্র তাঁর কর্নিয়া প্রতিস্থাপন সম্ভবপর হয়। পরদিন তাঁর জানাজায় পৃথিবীর সব রাস্ট্রের পক্ষে শেষ সম্মান জানাতে উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
একনজরে আবদুল সাত্তার ইধিঃ
জন্মঃ ১ জানুয়ারি ১৯২৮,
বান্টভা, গুজরাট, ব্রিটিশ ভারত।
মৃত্যুঃ ৮ জুলাই ২০১৬ (বয়স ৮৮)
করাচি, সিন্ধু, পাকিস্তান
সমাধিঃ ইধি পল্লী, করাচি
জাতীয়তাঃ পাকিস্তানি
দাম্পত্য সঙ্গীঃ বিলকিস ইধি
সন্তানঃ ফয়সাল ইধি, কুতুব ইধি
পিতা-মাতাঃ
আবদুশ শাকুর ইধি (পিতা)
গুরবা ইধি (মাতা)

সম্মাননা ও পুরস্কারঃ
রামোন ম্যাগসেসে পুরস্কার (১৯৮৬)
লেনিন শান্তি পুরস্কার (১৯৮৮)
পল হ্যারিস ফেলো, রোটারী ইন্টারন্যাশনাল (১৯৯৩)
আর্মেনিয়ার ভূমিকম্পে সহায়তার জন্য সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে শান্তি পুরস্কার (১৯৯৮)
হামদান এওয়ার্ড (২০০০)
আন্তর্জাতিক বালজান পুরস্কার (২০০০)
শান্তি ও সম্প্রীতি পুরস্কার (২০০১), দিল্লি
শান্তি পুরস্কার (২০০৪), মুম্বাই
শান্তি পুরস্কার (২০০৫), হায়দ্রাবাদ
গান্ধী শান্তি পুরস্কার (২০০৭), দিল্লি
শান্তি পুরস্কার (২০০৮), সিউল
সম্মানসূচক ডক্টরেট, করাচির ইন্সটিটিউট অব বিজনেজ এডমিনিস্ট্রেশন (২০০৬)
ইউনেস্কো-মদনজিত সিং পুরস্কার (২০০০)
আহমদিয়া মুসলিম শান্তি পুরস্কার (২০১০)
জাতীয় পুরস্কার সম্পাদনা
সিলভার জুবিলী পদক, কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জনস পাকিস্তান (১৯৬২–১৯৮৭)
মুইজউর রহমান পুরস্কার (২০১৫)
উপমহাদেশের সমাজসেবী, সিন্ধু সরকার (১৯৮৯)
নিশান-ই-ইমতিয়াজ, পাকিস্তান সরকার (১৯৮৯)
নির্যাতিত মানুষের প্রতি কৃতিত্বপূর্ণ দায়িত্বের স্বীকৃতি, স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়, পাকিস্তান সরকার (১৯৮৯) পাকিস্তান নাগরিক পুরস্কার, পাকিস্তান নাগরিক সমাজ (১৯৯২)সম্মাননা পদক,
পাকিস্তান সেনাবাহিনী খিদমত পুরস্কার, পাকিস্তান একাডেমি অব মেডিকেল সায়েন্স বাচা খান শান্তি পুরস্কার (১৯৯১)
স্মারক মুদ্রাঃ পাকিস্তানের প্রধানমন্ত্রীর নির্দেশে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক আবদুস সাত্তার ইধির স্মারক মুদ্রা বের করে।

মন্তব্য ২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ এক ব্যক্তিত্ব ও তার মহানুভবতার কথা জানলাম। সুন্দর পোস্ট।

০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:০৫

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২| ০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর পোস্ট। উনার সম্বন্ধে জানতে পেরে ভালো লাগলো :)

০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:০৮

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ। আমি এই পোস্ট এক বছর আগে ফেসবুকে লিখেছিলাম।

৩| ০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ইনার সম্পর্কে আগে কিছুই কখনো শুনিনি

০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৪১

জুল ভার্ন বলেছেন: আন্তর্জাতিক পরিমন্ডলে উনি অত্যন্ত বিখ্যাত মানুষ।

৪| ০৬ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: আপাতত লাইন দিলাম পরে সময় নিয়ে আবার আসছি।

৫| ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ৮:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: খুব ভালো লাগলো একজন কিংবদন্তী মানবতাবাদীর সম্পর্কে জানতে পেরে। শিরোনামে শুধু গীতা আছে। কিন্তু পোস্টে দেখলাম অসংখ্য গীতাকে উনি দিশা দেখিয়েছেন। বেঁচে থাকুক ওনার কৃত্তি। সুন্দর একটি বিষয় শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

শুভেচ্ছা জানবেন।

০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:০৭

জুল ভার্ন বলেছেন: একজন ভালো মানুষ সকল ভালো মানুষের কাছে সমাদৃত।

৬| ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: একজন মহৎ ব্যক্তি সম্পর্কে জানলাম। এই ধরনের ব্যক্তিরা নিরবে কাজ করে যান।

০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:০৯

জুল ভার্ন বলেছেন: তিনি কখনো প্রচারনা পছন্দ করতেন না-শুধু কাজ করতে চাইতেন। সব চাইতে মজার ব্যাপার-তিনি বিশ্বজুড়ে কত পদক-সম্মাননা পেয়েছেন-তার কিছুই গ্রহণ করতে বিদেশে ছুটে যাননি। খরচ বাচাতে তাঁর প্রতিনিধির মাধ্যমে গ্রহণ করতেন।

৭| ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: অজানা তথ্য জানিয়ে দিলেন। অশেষ ধন্যবাদ।

০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:১০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৮| ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৫৯

নেওয়াজ আলি বলেছেন: যুগে যুগে ফিরে আসুক এইসব আবদুল সাত্তার

০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:১০

জুল ভার্ন বলেছেন: তাহলেই বঞ্চিত মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।

৯| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১২:১২

কামাল১৮ বলেছেন:

একজন ভালো মানুষ।

০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:১১

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

১০| ০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৪

আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন ,





বাস্তবের এক বজরঙ্গি ভাইজানের কাহিনী।
এমন একটি মানুষের কথা জানিয়ে কৃতার্থ করলেন। এদেশে এমন মানুষের দেখা মেলে কি ?

০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৪৬

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই।
দুর্ভাগ্যজনক সত্যি হলো- আমাদের দেশের মানুষ কেউ যদি দুএকটা ভালো কাজ করে তাহলে চামচাদের দ্বারা প্রচারণা চালিয়ে বিনিময়ে শতগুণ সুবিধা আদায় করে নেয়।

১১| ০৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:১৫

বিটপি বলেছেন: এই ধরণের মানুষেরা নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনয়ন পায়না। পায় মাথায় গুলি খেয়ে সংবাদ শিরোনামে আসা মালালা। কেন বলুন তো? কারণ একটাই। এরকম লোক নোবেল পেলে একজন মুসলমানের মহানুভবতা প্রকাশ পাবে। আর মালালা পেলে মুসলিমদের জঙ্গি মনোভাব বিশ্বের কাছে ব্র্যান্ডিং হবে।

০৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৭

জুল ভার্ন বলেছেন: সহমত।

১২| ০৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আগে কিছু জানা ছিল না।

০৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:০০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৭ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

তানভীরএফওয়ান বলেছেন: এরকম কয়েকটা লোক আমাদের দেশে যদি জন্ম হতো

০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ৭:৫৪

জুল ভার্ন বলেছেন: আমাদের দেশে জন্মায় লুটেরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.