নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

সম্পর্ক......

২১ শে জুলাই, ২০২২ রাত ৯:৪০

সম্পর্ক......

কিছু সম্পর্ক অন্ধকারের মতো৷ আলো দেখলেই ভয় পায় ৷ প্রতিটি মানুষের একটি অন্ধকার জায়গা আছে৷ এই অন্ধকার জায়গাটায় সে কম যায়- কিন্তু না গিয়ে পারে না৷ আলোতে যখন সে নিতান্তই নিরাশ্রয় হয়ে ওঠে- তখন সে অন্ধকার ঘরটার দরজা খুলে অদৃশ্য হয়ে যায় ভেতরে৷ যারা বলে তার এমন কোনো অন্ধকার ঘর নেই- হয় সে মিথ্যে কথা বলে- অথবা সে সত্যিই আশ্রয়হীন৷

হাতচাপা দিয়ে অন্ধকারের মধ্যে লুকিয়ে রাখা এমন কিছু সম্পর্ক আসলে কুলুঙ্গীতে তুলে রাখা লক্ষ্মীঝাঁপির কড়ির মতো- বানভাসির খড়কুটো৷ এই সম্পর্কগুলো রাত্রির মতো- কোলাহলহীন বিশ্রামের বিছানা৷ এই সম্পর্কগুলো শুকিয়ে যাওয়া নদীর দাগের মতো নিথর- কিন্তু একটা অদ্ভুত স্রোত বয়ে যায় নুড়িপাথরের অনেক নীচে৷

অন্ধকারের মধ্যে লুকিয়ে রাখা এই সম্পর্কে থাকে ত্যাগের কৃচ্ছ্রসাধন যা নিজেকে বঞ্চিত করে মানুষের আলোর সম্পর্কগুলোকে দীর্ঘায়ু দেয়- তা নাহলে লোক দেখানো অনেক ইমারতী দেওয়াল ভেঙে পড়তো যখন তখন৷ অথচ এই আত্মবঞ্চিত সম্পর্কগুলো চিরকালই সতর্কতার হাতচাপায় ঢাকা থাকতে ভালোবাসে৷ আমরা দু:খ পেলে- আমরা নিরাশ্রয় হলে- এই সম্পর্কগুলো অন্ধকারের গর্ভগৃহ থেকে ফিসফিসিয়ে ডাকে- এসো হাত বুলিয়ে দিই৷ এই সম্পর্কের নাম- অন্ধকার৷ এই অন্ধকারের নাম- আলো৷

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০২২ রাত ৯:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
কিছু সম্পর্ক অন্ধকারের মতো৷ আলো দেখলেই ভয় পায় ৷
বানী গুরু বানী।
একেবারে খাটি বাস্তব কথা।

২১ শে জুলাই, ২০২২ রাত ১০:২৭

জুল ভার্ন বলেছেন: যাহা বলিব সত্য বলিব....

২| ২১ শে জুলাই, ২০২২ রাত ১০:৪১

শূন্য সারমর্ম বলেছেন:


বেলাশেষে সব সম্পর্ক কৃষ্ণগহ্বরে ফিরে আসে।

২২ শে জুলাই, ২০২২ সকাল ৯:৩৬

জুল ভার্ন বলেছেন: কারণ আমাদের সামাজিক সীমাবদ্ধতা।

৩| ২১ শে জুলাই, ২০২২ রাত ১০:৫৫

কামাল৮০ বলেছেন: সত্যই সুন্দর।মিথ্যার বসবাস অন্ধকারে।

২২ শে জুলাই, ২০২২ সকাল ৯:৩৮

জুল ভার্ন বলেছেন: সত্য নিয়েও কতো মানুষ অন্ধকারে গুমরে মরে....সে কথা কয়েকজনই বা জানতে পারে!

৪| ২১ শে জুলাই, ২০২২ রাত ১১:০৬

মুক্তা নীল বলেছেন:
আলো অন্ধকারের সম্পর্ককে নিয়েই বেঁচে থাকা ।
সম্পর্ক নিয়ে সুন্দর বিশ্লেষণ ।

২২ শে জুলাই, ২০২২ সকাল ৯:৩৮

জুল ভার্ন বলেছেন: আপনার মন্তব্যটা আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ।

৫| ২১ শে জুলাই, ২০২২ রাত ১১:১০

মোগল সম্রাট বলেছেন: অন্ধকারের সম্পর্কগুলো কি সব অবৈধ? আবার আলোক উজ্জ্বল সম্পর্কগুলো অনেকটাই মেকি, অভিনয়। সুতরাং আলোআঁধারির মাঝখানে যে সম্পর্ক থাকে তার নাম কি হতে পারে?

২২ শে জুলাই, ২০২২ সকাল ৯:৪০

জুল ভার্ন বলেছেন: অন্ধকারের সম্পর্কগুলো বেশীরভাগই হৃদয়ার্দ্র....

৬| ২২ শে জুলাই, ২০২২ সকাল ৭:১৭

খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর, এবং সেই সাথে বিস্ময়কর কিছু দার্শনিক ভাবনা; পড়ে মুগ্ধ হ'লাম।
পাঠকের জন্য এ ভাবনাগুলো আত্মোপলব্ধি এবং আত্মস্থ করার প্রক্রিয়া ভিন্ন হওয়াটাই স্বাভাবিক, তবে যাদের উপলব্ধি আপনার ভাবনাগুলোর সাথে একসূত্রে গ্রথিত হবে, তারা মুগ্ধ না হয়ে পারেন না।
পোস্টে প্লাস। + +

২২ শে জুলাই, ২০২২ সকাল ৯:৪১

জুল ভার্ন বলেছেন: অনেক কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় ভাইজান। ❤️

৭| ২২ শে জুলাই, ২০২২ সকাল ৮:৪৯

শেরজা তপন বলেছেন: দুই তিনবার পড়ে তবে খানিকটা মগজে ঢুকল :)
হুম গভীর উপলব্ধিবোধ- জলদস্যুর মত বলতে হয়; বাণী গুরু বাণী

২২ শে জুলাই, ২০২২ সকাল ৯:৪৩

জুল ভার্ন বলেছেন: হ্যাঁ একটু জটিল করেই লেখা হলেও আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর মনের কথা লিখেছি নিজ উপলব্ধি থেকে.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.