নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
'আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি!'-
কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার এই লাইন সার্থক করে তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কি। বহু মেরুদণ্ডবিহীন মানুষের মাঝে হাসতে হাসতে লড়তে থাকা একজন মানুষ আমার মনে জায়গা করে নিয়েছেন। এই ছবিটা যতবারই দেখি-ততবারই প্রেরণা লাভ করি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কির আরও একটা বক্তব্যঃ- "অফিস আদালতে আমার ছবি ঝুলতে দেখার কোনো ইচ্ছে আমার নেই, রাষ্ট্রপতি কোনো উপাস্য ব্যক্তি নয় যে তাকে অনুসরণ করতে হবে, বরং নিজের বাচ্চাদের ছবি রাখো, প্রত্যেকটা নির্ণয় নেওয়ার আগে যেন চোখে পড়ে আর মনে পড়ে কাদের জন্য নির্ণয়টা নিচ্ছো।"
একই সংগে আমি মনে করি, রাশিয়া- ইউক্রেন যুদ্ধের পিছনে শতভাগ কুটচাল চালছে আমেরিকা এবং তাদের দোশর গং।
২৪ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৫৪
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২| ২৪ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: জেলেনস্কি ইউরোপ ও আমেরিকার পুতুলে পরিনত হয়েছে। তার ন্যাটোতে যোগ দেয়ার কথা বলা যুদ্ধের অন্যতম কারণ।
২৪ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৫৫
জুল ভার্ন বলেছেন: ইউক্রেন চাইলেও এই যুদ্ধাবস্থা থেকে বের হতে পারবেনা আমেরিকা-বৃটিশ চাপে।
৩| ২৪ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০৭
শাহ আজিজ বলেছেন: পুতিনের শাস্তি হওয়া দরকার গনহত্যার দায়ে এবং কয়েক মিলিয়ন মানুষকে রিফিউজি বানানোর দায়ে ।
২৪ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৫৭
জুল ভার্ন বলেছেন: পুতিনের অবশ্যই বিচার হওয়া উচিৎ। আমেরিকার কি হওয়া উচিৎ?
৪| ২৪ শে জুলাই, ২০২২ বিকাল ৫:২৬
শূন্য সারমর্ম বলেছেন:
ইহুদি ডিএনএ বোকা হয় তার প্রমাণ জেলেনস্কি।
২৪ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৫৮
জুল ভার্ন বলেছেন: এরকম বোকামি ইহুদীরা করতে বাধ্য হয়েছে ইংগ-মার্কিন কুটচালে।
৫| ২৪ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৩৬
রানার ব্লগ বলেছেন: অবশ্যই কূটচাল ছিলো আমেরিকা ও তার গং দের !!
২৪ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৫৮
জুল ভার্ন বলেছেন: নিশ্চিত।
৬| ২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০১
কামাল৮০ বলেছেন: একটি সুন্দর পারিবারিক ছবি।
২৫ শে জুলাই, ২০২২ সকাল ১০:০০
জুল ভার্ন বলেছেন: স্বাধীনিতা সার্বভৌমত্ব যেখানে ভূলুন্ঠিত সেখানে কিভাবে এমন হাসিখুশী থাকে।
৭| ২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৭
জগতারন বলেছেন:
কৌতুক অভিনেতা জেলনস্কি কৌতুক বানিয়ে ফেললো একটা দেশকে!
জেলনস্কিকে প্রেসিডেন্ট বানিয়ে যে ভুল করেছে এর মাধ্যমে ইউক্রেন-এর মানুষ
এ রকম ভুল যেন আর কোন দেশের জনগণ না করে।
২৫ শে জুলাই, ২০২২ সকাল ১০:০১
জুল ভার্ন বলেছেন: তিনি আন্তর্জাতিক রাজনৈতিক খেলায় হেড়ে গিয়ে দেশটাকেই ধ্বংশ করে দিয়েছেন।
৮| ২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১১
জগতারন বলেছেন:
একজন রাষ্ট্রপ্রধানের একটা ভুল সিদ্ধান্তের কারণে গোটা রাষ্ট্রের জনগণকে
কি ভয়ংকর পরিনতি ভোগ করতে হয়
সেটা আমরা ও ইউক্রেনের জনগন প্রত্যক্ষ করছি।
২৫ শে জুলাই, ২০২২ সকাল ১০:০২
জুল ভার্ন বলেছেন: একমত।
৯| ২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৬
জগতারন বলেছেন:
কৌতুক অভিনেতা জেলনস্কির মূর্খতার জন্য
একটি দেশের অস্তিত্ব ধুলিসাৎ হয়ে গেছে,
লক্ষ লক্ষ মানুষ গৃহহারা,
শত শত মানুষ অকাল মৃত্যুর কবলে,
যাদের ভূত ভবিষ্যত বলে কিছু নেই।
এর দায় কার?
পাঠক/ পাঠীকা বলবেন কি ?
২৫ শে জুলাই, ২০২২ সকাল ১০:০৪
জুল ভার্ন বলেছেন: এই জোকারটা মার্কিনীদের বন্ধুত্বের বিনিময়ে রাশিয়ার সাথে পাংগা লড়তে গিয়ে নিজের দেশ, দেশের মানুষকেই শুধু নয় গোতা বিশ্বের মানুষের দূর্ভোগ নিয়ে এসেছে!
১০| ২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৪
জগতারন বলেছেন:
যদি এই যুদ্ধে বাঙালীর বিন্দুমাত্র কিছু যায় আসে না এমন হতো।
গ্লোবাইলাইজেশন যুগে রাজায় রাজায় যুদ্ধ বাঁধলে তাতে দ্রব্যমূল্যের
ঊর্ধ্বগতি সহ নানা কারণে বাঙালীর প্রাণও সংশয় হয়ে পড়ে।
বিনয়ের সাথে জানাচ্ছি, এ মন্তব্য লিখক আমি,
কেবল মাত্র পৃথিবীর বাসিন্দা হিসেবে নিজের অভিমত ব্যক্ত করেছি।
২৫ শে জুলাই, ২০২২ সকাল ১০:০৫
জুল ভার্ন বলেছেন: "রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়"!
১১| ২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৫
মোগল সম্রাট বলেছেন: আমেরিকার দালালি করে নিজের দেশকে জাহান্নাম বানালে কার কি? ন্যটোর ফাদে পড়ে এখন মাইঙ্কা চিপায় জেলেনস্কি। পুতিনের বিচার তো পরে আগে ওর বিচার হওয়া দরকার।
২৫ শে জুলাই, ২০২২ সকাল ১০:০৭
জুল ভার্ন বলেছেন: ুতিন যা করেছে সেটা নিতান্তই আত্মরক্ষা। রাশিয়া চাইলে মূহুর্তেই ইউক্রেনকে তামা বানিয়ে দিতে পারতো। আমি পুতিনের ধৈর্য্যের প্রসংশা করি।
১২| ২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৭
মিরোরডডল বলেছেন:
"অফিস আদালতে আমার ছবি ঝুলতে দেখার কোনো ইচ্ছে আমার নেই, রাষ্ট্রপতি কোনো উপাস্য ব্যক্তি নয় যে তাকে অনুসরণ করতে হবে, বরং নিজের বাচ্চাদের ছবি রাখো, প্রত্যেকটা নির্ণয় নেওয়ার আগে যেন চোখে পড়ে আর মনে পড়ে কাদের জন্য নির্ণয়টা নিচ্ছো।"
এই কথাটা যেমন সুন্দর, ছবিটাও ঠিক সেরকম সুন্দর ।
২৫ শে জুলাই, ২০২২ সকাল ১০:০৭
জুল ভার্ন বলেছেন: বক্তব্যটা আমার খুব ভালো এগেছে। এমনটাই হওয়া উচিত।
১৩| ২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১৮
ইফতেখার ভূইয়া বলেছেন: শুধু আপনিই নন, মোটামুটি পুরো বিশ্ব-ই রাশিয়ান বংশোদ্ভুত দনবাস অঞ্চলের মানুষের কথা ভুলে গেছে। ২০১৪ সাল থেকে তাদের উপর চলে আসা বর্বরতার কথা কেউ বলেনি, পশ্চিমারাতো নয়ই। পুতিন বলেছেন, জেলেনেস্কিকে এ ব্যাপারে সর্তকও করা হয়েছে। ইউক্রেনকে ন্যাটোর অর্ন্তভুক্তি নিয়ে রাশিয়ার আপত্তির কথা পৃথিবীর অজানা নয় বা এটা সাম্প্রতিক বিষয়ও নয়। তবুও ইউক্রেন ইচ্ছে করেই নিজের বিপদ ডেকে এনেছে। আপনারা ভুলে যাচ্ছেন যে, আপনারা রাশিয়া নামক একটি পরমাণু শক্তিধর দেশ নিয়ে কথা বলছেন যার ৬০০০+ পরমাণু ওয়ারহেড আছে। রাশিয়ায় পুতিন থাকুক বা অন্য কেউ, রাশিয়া কখনোই ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়া মেনে নেবে না। তারা সে কথা বার বারই বলে আসছে বা এসেছে। এটাকে ঠেকাতে আমার ধারনা রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করার প্রয়োজন মনে করলে সেটাও করবে। বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ। সোভিয়েত ইউনিয়ন আর বর্তমান রাশিয়াকে এক ভাবা ভুল হবে।
আমেরিকা যদি ক্রুশ্চেভের কিউবায় মিসাইল পাঠানো মেনে নিতে না পারে তবে মনে রাখতে হবে রাশিয়াও কখনো ন্যাটোর মিসাইল উইক্রেনে রাখাটা মেনে নেবে না। এটা যুক্তি সঙ্গত বলেই আমার কাছে মনে হয়েছে। ন্যাটো মূলত এখন রাশিয়া বিরোধী একটি মিলিটারি অর্গানাইজেশন ছাড়া আর কিছুই নয়। তদুপরি বলবো, ন্যাটো ইউরোপকে কখনোই পূর্ণ নিরাপত্তা দিতে সক্ষম নয়। মনে রাখতে হবে, রাশিয়া ইউরোপ আক্রমন করতে চাইলে মূলত ইউরোপকে-ই সেটার মূল্য দিতে হবে।
জেলেনেস্কি পশ্চিমাদের বাহবা কুড়ালেও আমি কখনোই মনে করি না, রাশিয়ার মতো প্রতিবেশী দেশকে শত্রু বানানোটা বুদ্ধিমানের কাজ হয়েছে। এটার কারনে ইউক্রেনের জনগণ দীর্ঘদিন ভুগবে। এ যুদ্ধে রাশিয়া হারবে বলে আমি মনে করি না, যদি নীতিগতভাবে হেরেও যায়, তদুপরি রাশিয়া সর্বদাই ইউক্রেনকে দৌড়ের উপর বা ঝামেলায় রাখবে। এর ভোগান্তি বিশ্বকেও ভুগতে হবে।
২৫ শে জুলাই, ২০২২ সকাল ১০:১০
জুল ভার্ন বলেছেন: মোদ্দাকথা, আমি মনে করি- ইউক্রেন রাশিয়াকে বাধ্য করেছে এই যুদ্ধ করাতে। ইউক্রেন রাশিয়ার জন্য "গোদের উপর বিষ ফোঁড়া" হয়ে দাড়িয়েছে। আপনার বক্তব্যের সাথে আমি সম্পুর্ণ একমত।
ধন্যবাদ।
১৪| ২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সত্য যে কঠিন,
কঠিনেরে ভালোবাসিলাম,
সে কখনো করে না বঞ্চনা।
আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন,
সত্যের দারুণ মূল্য লাভ করিবারে,
মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে।
-কবিগুরু
২৫ শে জুলাই, ২০২২ সকাল ১০:১২
জুল ভার্ন বলেছেন: কিন্তু একবিংশ শতাব্দীতেও সত্য যে এতো নির্মম হয় তা বোধহয় কবি গুরু কল্পনাও করতে পারেননি।
১৫| ২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হিরো আলম!
২৫ শে জুলাই, ২০২২ সকাল ১০:১৩
জুল ভার্ন বলেছেন: লাইক দ্যাট।
১৬| ২৪ শে জুলাই, ২০২২ রাত ৮:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: কথাটা নিঃসন্দেহে ভালো। ওনার জগৎ বিনোদন। এমন একজন মানুষ রাজনৈতিক জগতে কতোটা অনুপযোগী তার উদাহরন।কি আর করার গোটা ইউক্রেনবাসীকে এর প্রায়শ্চিত্ত মেনে নিতে হবে।
২৫ শে জুলাই, ২০২২ সকাল ১০:১৬
জুল ভার্ন বলেছেন: তিনি আন্তর্জাতিক রাজনীতিকেও কৌতুক ভেবেছিলেন- যার খেসারত শুধু ইউক্রেনবাসীই নয়, খেসারত দিচ্ছেন গোটা পৃথিবী সাধারন মানুষ।
১৭| ২৪ শে জুলাই, ২০২২ রাত ৯:৪১
জুন বলেছেন: কমেডিয়ান দিয়ে দেশ পরিচালনা করা যায় না। আর অস্ত্র ভিক্ষা করে পারমানবিক শক্তিধর একটি দেশের সাথে যুদ্ধ করার চেষ্টা হাস্যকর। কষ্ট লাগে একদা ফুলে ফসলে ভরা একটি দেশের এই ধ্বংসস্তুপে পরিনত হওয়া দেখতে। ওদের দেশের লোকরা কি করে! পোল্যান্ডের লেস ওয়ালেসার পরিনতি কি ভুলে গেছে মানুষ? আমেরিকার হাতের পুতুলের ভবিষ্যত কি হয়? কি হয়েছে বরিস ইয়েলেতসিন আর মিখাইল গর্বাচেভের? ছাগল একটা।
২৫ শে জুলাই, ২০২২ সকাল ১০:১৮
জুল ভার্ন বলেছেন: আমেরিকা, ইন্ডিয়া যার বন্ধু তার আর শত্রুর দরকার হয়না। জেলেনেস্কি ইংগ-মার্কিনীদের হাতের পুতুল, একটা আস্ত রামছাগল। লোকটার নুন্যতম রাজনৈতিক প্রজ্ঞা নাই।
১৮| ২৪ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৭
নজসু বলেছেন:
সেই যুদ্ধের ফল ভোগ করছি আমরা। নিরীহরা।
২৫ শে জুলাই, ২০২২ সকাল ১০:১৯
জুল ভার্ন বলেছেন: "রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়"!
১৯| ২৪ শে জুলাই, ২০২২ রাত ১১:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার বক্তব্যের সাথে ১০০ ভাগ একমত।
২৫ শে জুলাই, ২০২২ সকাল ১০:১৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২০| ২৬ শে জুলাই, ২০২২ রাত ৩:৩৭
জটিল ভাই বলেছেন:
"অফিস আদালতে আমার ছবি ঝুলতে দেখার কোনো ইচ্ছে আমার নেই, রাষ্ট্রপতি কোনো উপাস্য ব্যক্তি নয় যে তাকে অনুসরণ করতে হবে, বরং নিজের বাচ্চাদের ছবি রাখো, প্রত্যেকটা নির্ণয় নেওয়ার আগে যেন চোখে পড়ে আর মনে পড়ে কাদের জন্য নির্ণয়টা নিচ্ছো।"
আমাদের দেশে হবে সেই ** কবে????
২৬ শে জুলাই, ২০২২ সকাল ৯:৪৮
জুল ভার্ন বলেছেন: আমাদের দেশে একেবারের বিপরীত চিত্র!
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৩৭
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর কথা বলেছেন দাদা